সময়ের কাজ সময়ে না করলে আফসোস করতে হয়। [ 2 septembar 2024] ● ● [Beauty of creativity]
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
---|
images credit #rme dada
ছোটবেলা থেকে বিভিন্ন শিক্ষামূলক কথার মাধ্যমে কম বেশি আমরা সবাই বড় হয়েছি। তবে সেই শিক্ষামূলক কথাগুলো আমরা কিন্তু সবসময় মনে রাখি না। আমাদের জীবনের চলার পথে যদি আমরা সেই শিক্ষামূলক কথাগুলো মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটা আরো অনেক সুন্দর হয়ে উঠতে পারে। ছোটবেলা থেকেই আমাদের এই শিক্ষা দেয়া হয়েছে, সময়কার সময় করা উচিত তাহলে জীবনের সফল হওয়া যায়। কিন্তু আমরা কয়জন এই জিনিসটা মেনে চলি তা বড় একটা ভাবনার বিষয়। এই বিষয়টা কিন্তু আমরা সবাই জানি কিন্তু মানি না, সমস্যাটা এখানেই। জীবনের অনেক বিষয় নিয়ে পরে আফসোস করতে হয় সময়ের কাজ সময়ে না করার জন্য। বিগত কয়েকদিন ধরে আমিও একটা বিষয় নিয়ে বেশ আফসোস করছি, তাই ভাবলাম এই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা সবাই জানো যে , আমাদের বড়দাদা( rme dada ) puss coin নামে একটি কয়েন তৈরি করেছে এবং কয়দিন আগে সবার সামনে এনেছে। puss coin যখন শুরুতে মার্কেটে এসেছিল, অনেক কম দামেই কেনা সুযোগ ছিল কিন্তু সেই সময়টাতে টাকার সমস্যার কারণে কিনতে পারি নি। আর পরবর্তীতে যখন অনেক দাম বেড়ে গেছে তখন অনেক টাকা খরচ করে কিনতে হয়েছে আমাকে তাও জমানো যত steem ছিল সেগুলো বিক্রি করে। এই কাজটা যদি প্রথম দিনেই করে নিতাম তাহলে আর এই আফসোসটা করতে হতো না। প্রথমে কিনলে বর্তমানে যে দাম দিয়ে কিনেছি, তার পাঁচ ভাগের এক ভাগ টাকা দিয়েই কিনতে পারতাম। যাই হোক, আমাদের জীবনে এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় যে, সময়ের কাজ সময় না করার জন্য আফসোস করতে হয়। তাই সবার জন্য পরামর্শ থাকবে সময়ের কাজ সবাই সময় করবে যাতে পরবর্তীতে আর আফসোস না করতে হয়।
পোস্ট বিবরণ
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
location | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
https://x.com/ronggin0/status/1830626375578841415?t=1L1r_DWylyGoLbMsE3uOpA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.