ফটোগ্রাফি : কচুরিপানা ফুলের ফটোগ্রাফি

in Beauty of Creativity5 months ago

হ্যালো প্রিয় বন্ধুরা,

কেমন আছেন বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্থ এবং ভালো থাকার কামনা করছি। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মত আজও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটা পোস্ট নিয়ে। আমি সবসময় ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। কোথাও গেলে আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো করার। বিশেষ করে ফুল কিংবা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতেও আমি পছন্দ করি। আমি যখনই সময় পাই বিভিন্ন কিছুর ফটোগ্রাফি করার চেষ্টা করি। আমি মনে করি ফটোগ্রাফি করাটা ও একটা শিল্প। যেটা আমার খুবই ভালো লাগে। তাই জন্য আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটি ফটোগ্রাফি নিয়ে আসলাম। আশা করব আমার ফটোগ্রাফি টা আপনাদের সবার ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে কচুরিপানা ফুলের ফটোগ্রাফি নিয়ে এসে পড়ল। কচুরিপানা পানিতে দেখা যায়। পানা আরো দুই রকমের আছে। ক্ষুদি পানা,কোপা পানা, কচুরিপানা এই তিন ধরনের পানা সব জায়গায় দেখা যায়।ক্ষুদি পানা তেমন বিষাক্ত না। কিন্তু কোপা পানা কিছু একটা বিষাক্ত। আর কচুরিপানা সবচেয়ে বিষাক্ত পানা। এই কচুরি পানা যেখানে পানিতে দেখা যায় ওখানের পানিতে নামা উচিত না। আমাদের এদিকে সব ধরনের পানা দেখা যায়। আমি যে কোন জায়গায় যেকোনো পানা দেখতে পেলে ওখানের পানিতে নামি না। কেননা সবগুলো পানা বিষাক্ত। এই কচুরি পানাতে যখন ফুল ধরে তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমরা ছোটবেলায় ফুলগুলো নেওয়ার জন্য অনেক পাগল ছিলাম। এই ফুল গুলো দেখতে অনেক সুন্দর হয়ে থাকে। তার কারনে ছোট বড় সবাই ফুলগুলোকে পছন্দ করে থাকে। আমি যেই কচুরি পানা ফুলের ফটোগ্রাফি করেছি। এগুলো আমাদের বাড়ির পাশে একটা বড় পুকুর রয়েছে। ওখানে এই কচুরিপানা সব সময় দেখা যায়। এই পুকুরে কেউ গোসল করে না। কারণ পানিগুলো অনেক বিষাক্ত। আশা করি আপনাদের কাছে আমার এই কচুরিপানা ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে, ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন।

IMG-20240426-WA0012.jpg

IMG-20240426-WA0013.jpg

IMG-20240426-WA0011.jpg

IMG-20240426-WA0010.jpg

IMG-20240426-WA0009.jpg

device : Redme note 11
লোকেশন


পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসRedmi note 11
ফটোগ্রাফার@nhriyad
লোকেশনবাংলাদেশ

IMG-20220603-WA0000.jpg

ধন্যবাদ সবাইকে

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

This flower has a very beautiful color.

 5 months ago 

You have done a wonderful flower photography, I like the color of this flower. Thank you so much for sharing this uncommon flower photography with us

 5 months ago 

গ্রামে অনেক বেশি দেখা যায়। তবে এই ফুল গুলো অনেক সুন্দর।

 5 months ago 

অনেক সুন্দর বন্ধু আপনার কচুরিপানার ফটোগ্রাফি পোস্ট টি। যখন এগুলো বিলের মধ্যে ফুটে তখন অনেক সুন্দর লাগে।অনেক ধন্যবাদ বন্ধু আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.027
BTC 59476.67
ETH 2299.07
USDT 1.00
SBD 2.48