Some great photography of white jaba flowers. By @k-karim

in Beauty of Creativitylast year

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে।

আজকে আমি আপনার জন্য অনেক সুন্দর একটি জবা ফুলের ফটোগ্রাফি নিয়ে এসেছি। আশাকরি জবা ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লাগবে।

20221229_152519.jpg

সাদা কালারের একটি জবা ফুলের ফটোগ্রাফি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সাদা কালারের যেকোনো ফুলে অনেকটাই ভালো লাগে।

আবার লাল কালারের ফুলগুলো অনেকটাই ভালো লাগে। আমি যখন নার্সারিতে গেলাম প্রথমে সাদা জবা ফুল দেখলাম। আর কোন জায়গায় আমি সাদা জবা ফুল দেখিনি।

20221229_152523.jpg

20221229_152513.jpg

আমি নার্সারিতে যাওয়ার পর অনেক নতুন নতুন ফুলগাছ আমি দেখলাম। তার থেকে কয়েকটা ফুলগাছ কিনে আমি আমাদের বাড়িতে নিয়ে আসলাম।

যে ফুল গাছগুলো আমার থেকে সবথেকে নতুন লাগলো আমি সেই ভুল কাজগুলোই কিনে নিয়ে আসলাম। সাদা জবা ফুল গুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়।

20221229_152511.jpg

আর অন্য বেরঙিন জবা ফুলগুলো থেকে সাইজ ও সাদা জবা ফুলটা অনেকটাই ছোট হয়। সাদা জামা ফুলটার গাছে কিন্তু অনেক ছোট। তবুও কেন জানি না সাদা ফুলটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে।

আপনি দেখবেন নার্সারিতে যাওয়ার পর যে ফুলটা বেশি সুন্দর সে ফুলটা আপনাকে বেশি আকর্ষণ করবে। অর্থাৎ সে সুন্দর ফুল টার কাছে আমরা না যে পারি না।

20221229_152508.jpg

20221229_152504.jpg

সেম এ জিনিসটা আমার সাথে হল তাই আমি অনেকটাই কাজ কে নিয়ে আসলাম। আর আমাদের বাড়িতে লাগিয়ে দিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লাগবে।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মত এখানে বিদায় নিলাম। সবাই গিয়ে আবারো ধন্যবাদ।

বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ক্যামেরা.মডেলA-52
ফটোগ্রাফার@k-karim

IMG-20221230-WA0000.jpg

আমার নাম ক@k-karim
আমার বয়স 15 বছর। আমার পরিবারে পাঁচজন সদস্য রয়েছে। আমি আমার পিতামাতার বড় ছেলে। আমার বাবা সেবাদাতা এবং আমার মা গৃহিণী।আমি ক্লাস নাইনে পড়ি এবং পড়াশোনার পাশাপাশি কম্পিউটারও শিখি।আসলে আমি জানি যে এই প্ল্যাটফর্মটি সৃজনশীল এবং ভাল কাজের মূল্য দেয়, সে জন্য আমি আমার সৃজনশীল কাজ ভাগ করব।

কষ্ট করে যারা আমার পোস্টটি পড়েছেন, সবাইকে মনের অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন, ফ্যামিলির সবাইকে নিয়ে এই কামনা করি।

আমার পোস্টটি দেখার জন্য ধন্যবাদ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

So wonderful photoshoot

 last year 

বাহ্ অসাধারণ খুব সুন্দর করে জবা ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66269.64
ETH 3568.77
USDT 1.00
SBD 3.06