great photography of Togar flowers. By @k-karim

in Beauty of Creativitylast year

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন, আশা করি ভাল আছেন, আমিও ভাল আছি আল্লাহর রহমতে।

আজকে আমি আপনার জন্য টগর ফুলের কিছু দারুন ফটোগ্রাফি নিয়ে এসেছি। যেগুলো দেখলে অবশ্যই আপনারা অনেক পছন্দ করবেন। আর আমার ফটোগ্রাফি আপনাদের কাচে ভালো লাগবে।

20220620_140846.jpg

টগর ফুল পাঁচটি পাতার একটি ফুল অনেক সুন্দর ফুলগুলো গোলাকার হয়ে থাকে। টগর ফুল সাদা তার জন্য আরও অনেক বেশি সুন্দর লাগে আর এই গাছটা অনেক ছোট গাছ হয়ে থাকে।

দুই ফুট উচ্চতা গাছের আর টগর ফুল গুলো অনেক ঘন ঘন একটি গাছের ভিতর থাকে। আশা করি আপনারা টাওয়ার ফুলের গাছ অবশ্যই দেখেছেন।

টগর ফুলের গাছ গুলোর দেখতে কিন্তু অনেক সুন্দর ছোট ছোট পাতা। ছোট ছোট ফুল কলি দিয়ে সুন্দর করে গোল আকৃতির হয়ে থাকে গাছগুলো।

আমি বেশিরভাগ কাজ করে দেখলাম মসজিদ এর আসে পাশে পাব মসজিদের সামনে লাগানো হয়। আর কাজগুলো বেশিরভাগ নতুন বাড়ির সামনে।

20220620_140845.jpg

20220620_140900.jpg

20220620_140921.jpg

20220620_140826.jpg

যেকোন জায়গা ইন গাছগুলো লাগানো যেমন পুকুর ঘাটের সামনে। এই কাজগুলো যেকোনো জায়গায় থাকে অনেক সুন্দর লাগে গাছগুলো দেখতে।

সত্যি বলতে এই গাছের মূল্য অর্থভাগ্য ফুলের কাজ গুলো আমাদের বাড়িতে একটাও নেই। ভবিষ্যতে আমরা ঝুমকা দিব গাছ গুলো ফুলগুলো কিন্তু অনেক সুন্দর।

তারপর আমরা ফুল গাছগুলো এনে আমাদের বাড়ির সামনে লাগাবো। গাছের ফুল গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে।

সাদা ফুলের কারণে ফুলগুলো দেখতে অনেক সুন্দর এবং সবার পছন্দের একটি ফুল। আশা করি আমার ফটোগ্রাফি এবং আমার র্বননা আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মত এখানে বিদায় নিলাম। সবাই গিয়ে আবারো ধন্যবাদ।

বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ক্যামেরা.মডেলA-52
ফটোগ্রাফার@k-karim

IMG-20221230-WA0000.jpg

আমার নাম ক@k-karim
আমার বয়স 15 বছর। আমার পরিবারে পাঁচজন সদস্য রয়েছে। আমি আমার পিতামাতার বড় ছেলে। আমার বাবা সেবাদাতা এবং আমার মা গৃহিণী।আমি ক্লাস নাইনে পড়ি এবং পড়াশোনার পাশাপাশি কম্পিউটারও শিখি।আসলে আমি জানি যে এই প্ল্যাটফর্মটি সৃজনশীল এবং ভাল কাজের মূল্য দেয়, সে জন্য আমি আমার সৃজনশীল কাজ ভাগ করব।

কষ্ট করে যারা আমার পোস্টটি পড়েছেন, সবাইকে মনের অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন, ফ্যামিলির সবাইকে নিয়ে এই কামনা করি।

আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার পোস্ট টি দেখার জন্য।

আমার পোস্ট টি দেখার জন্য ধন্যবাদ।

Sort:  
 last year 

টগর ফুলের খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই দেখে ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 68096.92
ETH 3795.66
USDT 1.00
SBD 3.59