পরিচিতিমূলক পোষ্টঃ আমার পরিচিতি @ismotara
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন।
ছোটবেলা থেকেই আমার লেখার অভ্যাস ছিল। আমি স্টিমিট সম্পর্কে জানতে পেরে এখানে আপনাদের সাথে পরিচিত হতে এসেছি। আমি আশা করব আপনারা আমাকে গ্রহন করবেন।
আমি ইসমত আরা। বয়স ৩২ বছর। আমি ময়মনসিংহ থাকি। আমার ছেলেবেলা কেটেছে চট্রগ্রাম এ। প্রাথমিক এবং মাধ্যমিক আমি চট্রগ্রাম থেকেই সম্পন্ন করেছি। উচ্চ মাধ্যমিক এবং স্নাতক ময়মনসিংহ থেকেই সম্পন্ন করেছি। পরিবারের সাথে ঘুরতে আমার অনেক ভাল লাগে। অবসর সময়ে বই পড়া, গান শোনা আমার সখ।
স্টিমিট বন্ধুরা আমি আপনাদের সাথে আমার কর্মক্ষেত্র সম্পর্কে বিস্তারিত বলব।
বর্তমানে আমি স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী পদে চাকুরী করছি। সৃষ্টির সেরা জীব মানুষের সেবা করছি।সেবামূলক কাজ করতে পারে আমি খুবই গর্বিত।তবে আমার চাকরীর প্রধান কাজ হলো শিশুদের নিয়ে।মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। শিশুদের ১০ টি মারাত্মক রোগের টীকা প্রদান আমাদের প্রধান কাজ, আর ১৫ - ৪৯ বছর বয়সী মহিলাদের ধনুষ্টংকারের ৫ টি টিকা।
খুব আনন্দ লাগে কাজ করতে।
মহামারী করোনা পরিস্থিতিতে আমরা সব প্রতিকুলতাকে মোকাবিলা করে কাজ করে গেছি।সবাই যখন ঘরে বন্দী তখন আমরা বাইরে থেকেছি সেবা দেয়ার জন্য। করোনা সম্পর্কে সবাইকে সচেতন করতে চেষ্টা করেছি।
আল্লাহর রহমতে আমরা সবাই মিলে করোনাকে জয় করেছি।আলহামদুলিল্লাহ।
তারপর যখন করোনার টীকা দেওয়া শুরু হলো বাংলাদেশে তখন নতুন এক চেলেন্জ আসল আমাদের সামনে।প্রথম তো এই টিকার বেপারে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে পড়ল বাংলাদেশে।টিকা গ্রহীতার সংখ্যা অনেক কম ছিল। আস্তে আস্তে মানুষের মন থেকে টিকার ভিতীও দুর হলো।এমন এক অবস্থা মানুষকে কন্ট্রোল করাই মুশকিল হয়ে গেছে।
স্কুল এর শিক্ষার্থীদের ও করোনার টিকা দিচ্ছি। এছাড়াও তৃনমুল পর্যায়ের মানুষদের স্বাস্হ্যসেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিকে ও সেবা প্রদান করে থাকি। সেখানেও অনেক প্রতিকুলতা পেড়িয়ে আমরা সফল হয়েছি। আলহামদুলিল্লাহ।
আল্লাহর দরবারে অনেক শুকরিয়া যে উনি আমাকে মানুষের সেবা করার সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ।
অনেক কস্ট করেছি আমরা যারা স্বাস্থ্য বিভাগের টিকা কার্যক্রমের সাথে জড়িয়ে আছি।
আশা করি আপনারা আমার পোস্ট টি পছন্দ করছেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন। আবার আসব আপনাদের সাথে গল্প করতে।
আসসালামু আলাইকুম
@ismotara
My achievement 1, 2, 3 links
https://steemit.com/hive-172186/@ismotara/achievement-1-my-first-introduction-post-to-newcomers-community
https://steemit.com/hive-172186/@ismotara/achievement-2-basic-security-on-steemit-by-ismotara
https://steemit.com/hive-172186/@ismotara/5kr8gj-achievement-3-by-ismot-ara-task-content-etiquette
Hi, @ismotara
Our team members will soon check for your introduction. Meanwhile, make sure that your introduction post covers these points.
Verification Picture:
Take a selfie while holding a page written Beauty of Creativity with the date and your Steemit username
for more information join us on Discord
Welcome here in our community
Thank you
Thank you for Joining our BOC community.
Keep sharing creative and quality content. You can share creative content like Art, Photography, Traveling, Music, Poetry, Lifestyle, etc without any limits. I would like to request you join our discord server by just clicking on the above BoC poster.
Some Rules and Regulations that you must have to follow. Community Rules.
Join us on Discord
Thanks a lot. I will follow all the rules.
Welcome and good luck to you
Welcome to this community. 💐💐