আমার তোলা মুলা ফুলের আলোকচিত্র 📸 🌹
বিসমিল্লাহি রহমানির রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু মুলা ফুল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।
মুলা ফুলের আলোকচিত্র |
---|
লোকেশন
Device :- realme C55
মুলা আমাদের সকলের বেশ পরিচিত সবজি। মুলা সবজি হিসেবে আমার দেশে ব্যাপক প্রচলিত। মুলা শীতকালীন সবজি। শীতকালে সবজি বাজারে গেলেই মুলা দেখতে পাওয়া যায়। আমাদের দেশে মুলা ব্যাপক উৎপাদন করা হয়ে থাকে। মূলা একটি দ্রুত বর্ধনশীল সবজি। মুলা সবজি হিসেবে বিভিন্ন ভাবে রান্না করা হয়ে থাকে। তাছাড়া কাঁচা মুলার সালাত তৈরি করা হয়। মুলার শাক ভাজি করে খাওয়া যায়। অনেক মুলা মুলার শাক খেতে বেশ পছন্দ করে। মুলা অনেক জাতের হয়ে থাকে। মুলা ফুল দেখতে খুবই সুন্দর। ছোট মুলা ফুলের নান্দনিক সৌন্দর্য বেশ অসাধারণ। মুলা ফুল সাদা এবং হালকা বেগুনি রঙের হয়ে থাকে। মুলা ফুল দেখতে বেশ ভালো লাগে।
পোস্ট বিবরণ :-
শ্রেণী | আলোকচিত্র |
---|---|
ক্যামেরা | realme C55 |
পোস্ট তৈরি | @ah-agim |
লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
Upvoted! Thank you for supporting witness @jswit.
You have captured the radish flowers very well, it looks very nice. I was impressed by the flowers.
ওয়াও খুব সুন্দর একটি ফটোগ্রাফি করেছেন। সব সময় আপনার ফটোগ্রাফি ভীষণ ভালো লাগে। এভাবে এগিয়ে যান শুভকামনা রইল।
These photographs taken by you are really of professional quality. I like seeing these photographs of yours.