The Diary Game: August 05, 2020 আজকের দিন এভাবেই গেলো
প্রতিদিন সকালের মত আজ আর কোন কাহিনি নাই। আজ মা'ও ব্যাস্ত সকাল থেকে। মা তার মেয়ের বাসায় যাবে। অনেক কিছু রান্না বান্না করতেছে। যতোই হোক মেয়ের শশুর বাড়ি।
যাক মা মায়ের কাজে ব্যাস্ত। আমি সকালেই গোসল করে বার হলাম। নাস্তা খেয়ে ট্রেনিং সেন্টার উদ্দেশ্য বাড়ি থেকে বার হইলাম।
বাসার মোড়ে সব সময় চার পাঁচজন রিক্সা ওয়ালা থাকেই। কিন্তু আজ একটা রিক্সাও নাই। হাঁটা শুরু করলাম। কিছুদূর যেতেই একটা খালি রিক্সা আসছে। তার রিক্সায় উঠে রওনা দিলাম। আমার একটা অভ্যাস নতুন রিক্সাতে উঠলেই তার সম্পর্কে জানার আগ্রহ কাজ করে । বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করি।
এই রিক্সার প্যাডেল চালানোর পিছনে সবার ভিন্ন ভিন্ন গল্প রয়েছে। কিছু কিছু গল্প খুব হৃদয় বিদারক হয়। যাক এই গল্প করতে করতে রিক্সা ওয়ালা আমাকে পশ্ন করলো
-ভাইজান, এসি স্টুডেন্ট কই আছে।
-ভাই বুঝতে পারলাম না।
-আরে ভাইজান এসি স্টুডেন্ট
মনে মনে ভাবতেছে জীবনে তো অনেক স্টুডেন্ট পরাইছি কিন্তু এসি স্টুডেন্ট আবার কি। মাথায় ঢুকে না। আবার বললাম ভাইজান বুঝি না না।
-একটু বিরক্তির সুরে, আরে ভাই ভাত টাত খায় না। আপনি স্টুডেন্ট বুঝেন না।
-ও আচ্ছা, রেস্টুরেন্ট।
-হুম ভাইজান হুম। দুই ভাই রিক্সায় উঠছিল। বলদ দুইটা এসি স্টুডেন্ট খুঁজে। আমি কইছি নাই সৈয়দপুরে। আর খুজিবার পারিম না। রিক্সা থিকি নামেন। ৫০ টাকা দিয়ে চলে যায়।
যাক রিক্সা থেকে নামার পরও অনেক্ষণ ওর স্টুডেন্ট এর কথা মনে পরতেছিল আর হাসি পাচ্ছিল।
ট্রেনিং সেন্রটারে খুলে ঝাড়ু দিয়ে দিয়েই ঝাড়ু দেওয়া ও পরিষ্কার করা শিখছি। প্রথমে সেন্টার খুলেই ঝারু দিতে হয়। তো পাশ দিয়ে দুটা রমনী যাচ্ছে আর মুচকি হাসছে। আমাকে উদ্দেশ্য করে আস্তে করে বলে গেলো
-বউ সুখে থাকবে।
-বউ হবেন?
-লজ্জায় মুখ লাল করে আগে বাড়লো।
যাক সেন্টারে আবার আজকে দোস্ত @mspbro এসেছিল। অনেকক্ষণ কথা হল। স্বার্থপর ধান্দাবাজদের থেকে দূরে থাকার পরামর্শ আদান প্রদান হল।
যাই হোক বাসায় ফেরার পরে ভাসানী টাকার চা এর দোকানে আমি আর ফাইজুর চা খেয়ে বাসার পথে রওনা দিলাম। কিছু মিষ্টি ও দই নিয়ে বাসায়।
আজ রাতে জরুরী কিছু কাগজপত্র খোঁজার জন্য আব্বুর পুরাতন কিছু ফাইল খুলে দেখলাম। কাগজপত্র গুলো দেখতে দেখতে আব্বুর একটা পকেট নোট চোখে পরলো। প্রায় নষ্ট হয়ে গেছে। আব্বু সব সময় পকেটে একটা ছোট নোট রাখতো। সেখানে নিজের খুচরা হিসেব নিকেশ করতো। পরিচিত সবার ফোন নাম্বার লিখে রাখতো।
যাই হোক অনেকদিন পর নোটের মধ্যে আব্বুর আর্ট করা দুটা ছবি চোখে পরলো। আব্বু আসলে খুব সুন্দর আর্ট করতো। যেখানেই সময় সেতো হাতে কোন কাগজ কলম পেলেই আর্ট শুরু করে দিত।
আর্ট করা আব্বুর নেশা ছিল। যেখানেই কোন মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ পেতো সেটা আব্বু নিজের হাতে থাকা কাগজে যে কোন কাগজেই মুহূর্তের মধ্যে তুলে নিতে দেরি করতো না। সেটা ঝাল মুড়ি খাওয়ার ঠোংগা হোক অথবা পান মোড়ানো চুন ওয়ালা কাগজ হোক।
অনেক আর্ট করেছে আব্বু যখনেই কেউ দেখতো সাথে সাথে নেওয়ার আবদার করতো। আর আব্বুও না করতো না সাথে সাথে দিয়েই দিত। আমি যখন স্কুলে ছিলাম আমিও ব্যাগে করে নিয়ে যেতাম স্কুলে বন্ধুদের গর্বের সাথে দেখাতাম। সবাই আবার গোল করে দেখতো। আমিও সরকারি মালের মত সবাইকে বিলিয়ে দিতাম।
আসলে যেখানেই আর্ট করার সুযোগ পেতো সেখানেই কলম পেন্সিলের দাগ বসিয়ে দিত। তবে সবাইকে দিয়ে দিয়ে আর নিজের কাছে রাখার মত অবশিষ্ট কিছুই নেই। খুব মিস করি আব্বুকে, খুব মিস করি আব্বুর আর্টকে, খুব মিস করি আব্বুর সাথে দাবা খেলাকে।
আব্বু একজন ভালো ভলিবল, টেবিল টেনিস খেলোয়ার ও দাবারুও ছিলেন। আমি কিঞ্চিত ভাগও আব্বুর মত হতে পারলাম না। আব্বুর কাছে টুকটাক আর্ট করা শিখলেও পরে আর প্রাক্টিস করি নিই। কোথায় আছে না "বাড়ির গরু খুলির ঘাস খায় না।"
যাই হোক আজকের দিনের শেষটা হল আব্বুকে মিস করে। ভালোবাসি বাবা।
Nice diary post brother @unicode.
Your father used to do very beautiful art. Please, take care of those arts.
Oh Allah, increase the life of all the fathers of the world, and those who have died make their graves a piece of Paradise.
Thank you.
আববুর আর্ট ছিল অসাধাণ। ভাষায় বুঝানোর মত না। খুব মিস করি এখন ভাই।
😍😍😍শেয়ার করিয়েন ভাই ♥
ভাই সব গুলোই কেউ না কেউ নিয়ে গেছে। এখন একটাও খুজে পাচ্ছি না। তাই এই ছবি গুলো দেওয়া।
I love this art
Me too bro....
আমি আর্ট করতে অনেক পছন্দ করি। আমি একসময় অনেক আর্ট করতাম। এমনকি প্রত্যেক সপ্তাহে দুটি করে আমি চিত্র অংকন করতাম। স্কুল লাইফে আমার অনেক চিত্র এখনো রয়েছে। আমার একটি আর্ট এর খাতা রয়েছে। খাতাটি আমি হারিয়ে ফেলেছি এতে আমার অনেক দুঃখ হয়। এই খাতাতে আমার অনেক চিত্র ছিল। আমি অনেক প্রাকৃতিক দৃশ্য আর্ট করেছিলাম। তবে আমি মানুষের ছবি আর্ট করতে অনেক ভালোবাসি। আমি অন্য ছবি দেখি এবং অনুরূপ সেই ছবির কপি আমি কড়তে পারি। এই দক্ষতা আমার ছিল। তবে অনেকদিন চর্চা করি না তাই আমি হয়তোবা অংকন করা ভুলে গিয়েছি। তবে আমার অনেক ইচ্ছা হয় এখনো আর্ট করতে। সময়ের স্বল্পতার কারণে আমি আর্ট করতে পারিনা। @unicode এই চিত্র দেখে আমি নিস্চিত তোমার বাবা অনেক দক্ষতা ছিল আর্ট করার উপর। আমরা সকলে বাবাকে মিস করি। আমি ও আমার বাবাকে অনেক মিস করি। "রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা"
ধন্যবাদ তোমার অ্যাক্টিভিটি শেয়ার করার জন্য।
আসলে আর্ট সম্পূর্ণ প্রাক্টিসের উপর। আমি নিজেই প্রাক্টিস ছেড়ে দিয়ে অনেক বড় ভূল করেছি
Nice post
Thank you bro...
Hi @unicode
Thanks for sharing the creativity of your father in your diary with us,
For more follow @steemitblog for the latest update on Steem Community such as some early tips!
Also join LUCKY 10S
greeting from @tarpan
Thank you very much bro.....
You have been upvoted by @tarpan A Country Representative from BANGLADESH we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.
Follow @steemitblog for the latest update on Steem Community and other writing challenges and contest such as The diary game
Also join LUCKY 10S