Movie Review - Avengers-Infinity War || 06/05/2021

in Steem Bangladesh3 years ago (edited)

হেলো বন্ধুরা আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি মুভি রিভিউ নিয়ে আমি @razuahmed . আজকে যে মুভিটি রিভিউ করবো সেটি হচ্ছে Avengers-Infinity War

image.png
Source



আজকের মুভিটির নাম ইতিমধ্যেই জেনে গেছেন। এটি মার্ভেল এর Avenger সিরিজ এর আরেকটি মুভি। এর আগে আমি এর আগে আমি এই সিরিজ এর আরো দুইটি মুভি রিভিও করেছি। এগুলো হচ্ছে-


Avengers-Infinity War সম্পর্কে কিছু তথ্য জেনে নেই চলুন -


বিষয়তথ্য
রিলিজ এর তারিখApril 23, 2018 (Los Angeles)
পরিচালকJoe Russo, Anthony Russo
বক্স অফিস2.048 billion USD
বাজেট316 million USD
সিরিজThe Avengers
ধরনAction, Adventure, Sci-Fi

চাইলে মুভি টির অফিশিয়াল ট্রেইলার দেখে আসতে পারেন -



মূল কাহিনি


এই ছবির মুল কাহিনি হচ্ছে ৬ ইনফিনিটি স্টোন নিয়ে। যা সম্পুর্ন ইউনিভার্স কে চালনা করে (মুভির হিসাবে) । এই মুভির ভিলেইন থেনস সে ৬ টি ইনফিনিটি স্টোন এর খোজে বিভিন্ন যায়গায় অভিজান চালায়। সে সবার প্রথম পাওয়ার স্টোন পায়। পরে লকির থেকে টেসারাক্ট নিয়ে সেখান থেকে স্পেস স্টোন নেয়। এখান থেকেই শুরু হয় মুভির কাহিনি। তারপর সে স্পেস থেকেই আরো দুই যায়গায় গিয়ে রিয়ালিটি স্টোন আর সোউল স্টোন নিজের আয়ত্বে নেয়। আর বাকি দুই স্টোন থাকে পৃথিবীতে। একটি টাইম স্টোন যা ডাক্টার স্ট্রেঞ্জ এর কাছে থাকে। আর একটি মাইন্ড স্টোন। মাইন্ড স্টোন ভিশন এর মাথায় থাকে। সব স্টোন পাওয়ার পর থেনস চুটকি বাজিয়ে পুরো ইউনিভার্স এর অর্ধেক মানুষ কে মুছে দেয়। এই ছিলো এই মুভির সারসংক্ষেপ।



রিভিউ


আগের মুভির মতন এই মুভিটিও ফুল একশন এ ভরা। যদিও এই মুভি তে অনেক কষ্ট দায়ক দৃশ্য আছে। এভেঞ্জার সিরিজ এর এই মুভি দেখেই আমি কেদে ফেলেছিলাম। তো যাই হোক শুরু করছি আমার আজকের রিভিউ।


image.png

মুভি শুরু হয় এই দৃশ্য দিয়ে। এখানে যারা থর-৩ দেখেছেন তারা বুজতে পারবেন। থর-৩ এর শেষ এর থেকেই এই মুভির শুরু। যেখানে টেসারাক্ট এর জন্য থানস তার চামচা দের নিয়ে থর এর স্পেস ক্রাফট এ এটাক করে।


প্রচুর মারা মারি হয়ে। থর এর দেশের অর্ধেক এর বেশি মানুষ কে থানস মেরে ফেলে। থর কে দুর্বল করে ফেলে। লকি তখন চেস্টা করে হাল্ক এর সাহাজ্যে সবাইকে বাচাতে। কিন্তু হাল্ক থানস এর কাছে মার খেয়ে কুপকাত হয়ে যায়। তখন হেমড্রেইল পোর্টাল তৈরি করে হাল্ককে পৃথীবিতে প্রেরন করে যাতে সে এভেঞ্জার কে একত্র করে পৃথীবিতে থাকা দুই স্টোন কে সেফ রাখতে পারে।


image.png

এখানে থানস লকিকে মেরেই ফেলে। তখন থর বলে উঠে এর জন্য থানস কে পস্তাতে হবে। এরপর থানস থর এর স্পেস ক্রাফট কে ধংশ করার জন্য পাওয়ার স্টোন ইউস করে। তারপর সে সেখান থেকে চলে যায় রিয়ালিটি স্টোন এর খোজে।


কিছুক্ষন পর হাল্ক পৃথিবীতে আস্রে পরে ডাক্তার স্ট্রেঞ্জ এর কাছে। এসেই সে বলে থানস আসতেছে। সবাই প্রস্তুত হও।


image.png

এই দৃশ্যেই হাল্ক বলতে ছিলো থানস আসতে সে থানস আসতেছে। তখন ডাক্টার স্ট্রেঞ্জ প্রশ্ন করে থানস টা কে।


এর পর স্ট্রেঞ্জ হাল্ক কে নিয়ে আইরন ম্যান কে আনতে যায়। আইরন ম্যান সবে বিয়ে করেছে পেপার কে। হঠাত পোর্টাল খুলে তাকে অবাক করে দেয়। আইরন ম্যান অবাক হয় হাল্ক কে দেখে। কারন হাল্ক হারিয়ে গিয়েছিলো স্পেসে। তাদের মধ্যে একটু কুশল বিনিময় হয়।


Untitled-1.jpg

এইদিক এ থেনস এর চামচা রা পৃথিবীতে এটাক করে। যেখানে ওদের সাথে আইরন ম্যান, ডাক্টার স্ট্রেঞ্জ, স্পাইডার ম্যান মিলে ফাইট করে। হাল্ক অনেক চেস্টা করেও পারে নি হাল্ক হতে।


তুমুল ফাইট এর এক পর্যায় স্ট্রেঞ্জ কে ধরে নিয়ে যায়। সাথে আইরন ম্যান ও স্পাইডার ম্যান ও চলে যায় স্ট্রেঞ্জ কে বাচাতে। স্পেসে গিয়ে তারা থানস এর চামচা কে মেরে স্ট্রেঞ্জ কে বাচায়। অপর দিকে কুইল গামোরা মিলে থর কে বাচায়। তারপর গ্রুট রকেট আর থর মিলে স্ট্রম ব্রেকার হ্যামার তৈরি করতে যায়। অন্য দিকে হাল্ক কল দিয়ে ক্যাপ্টেইন আমেরিকা কে খবর দেয়। কারন ভিশন এর উপর এটাক হচ্ছিলো মাইন্ড স্টোন এর জন্য। তারপর তারা ভিশন কে নিয়ে ঊকান্ডা তে চলে যায়। যেখানে ভিশন এর মাথা থেকে মাইন্ড স্টোন সরানোর কাজ শুরু হয়।


image.png

এইদিকে থানস রিয়ালিটি স্টোন পেয়ে যায়। গামোরা তাকে মারার চেস্টা করে কিন্তু পারেনা। কারন সে রিয়ালিটী স্টোন ইউস করে ছিলো। সে গামোরাকে নিয়ে চলে যায় সোউল স্টোন এর খোজে। কিন্তু সোউল স্টোন নিতে একজন কে বলি দিতে হয়। সে গামোরাকে ফেলে দেয় একটি নির্দিষ্ট যায়গায়। এর মাধ্যমে সে সোউল স্টোন এর আয়ত্ব পেয়ে যায়।


আইরন ম্যান, স্ট্রেঞ্জ আর স্পাইডার ম্যান মিলে স্পেসে ল্যান্ড করে। সেখানে তাদের সাথে পরিচয় হয় কুইল এর টিম এর সাথে। প্রথমে মারা মারি করে। পরে বুঝতে পারে ওরা দুই দল ই থানস কে মারতে চায়। তারপর তারা মিলে প্ল্যান বানায় কিভাবে থানস কে বসে আনা যায়। কারন থানস এর কাছে ইতিমদ্যে ৪ টি স্টোন পৌছে গেছে।


image.png

ওকান্ডাতে প্রচুর মার পিট হতে থাকে। এক পর্যায় এভেঞ্জার টিম খুব দুর্বল হয়ে যায়। তখন ই থর রকেট আর গ্রুট কে নিয়ে পৃথিবীতে আসে তার স্ট্রম ব্রেকার নিয়ে। ওরা সবাই মিলে থানস এর টিম কে পরাস্থ করতে চেস্টা করে।


অন্য দিকে কুইল স্ট্রেঞ্জ, আইরন ম্যান, স্পাইডার ম্যান মিলে থানস কে আটকে ফেলে সিস্টেম করে। তাদের সাথে যোগ দেয় নেবুলা। নেবুলা হচ্ছে গামোরার বোন। কিন্তু কুইল যখন জানতে পারে থানস গামোরাকে মেরে ফেলে তখন সে থানস কে মারতে যায় আর থানস ছুটে যায়। শেষে সে সবাই কে মেরে দুর্বল করে টাইম স্টোন নিয়ে পৃথীবীতে চলে আসে।


image.png

মাইন্ড স্টোন ওয়ান্ডা ধংশ করে ফেলে ফলে ভিশন মরে যায়। কিন্তু থানস টাইম স্টোন ব্যবহার করে ভিশন কে আবার বাচিয়ে তোলে সাথে মাইন্ড স্টোন ও রিকভার হয়ে যায়। সে ভিশন এর মাথা থেকে মাইন্ড স্টোন কেরে নেয় এতে ভিশন আবার মারা যায়।


এবার থানস এর কাছে ৬ টি ইনফিনিটি স্টোন হয়ে যায়। এবার সবাই অনেক চেস্টা করে থানস কে থামানোর কিন্তু কেউ পারে না। কারন সব চেয়ে বেশি শক্তি ছিলো থানস এর কাছে।


image.png

থর থানস কে স্ট্রম ব্রেকার দিয়ে ওর বুকে আঘাত করে। কিন্তু কাজ হয়নি। ততক্ষনে থানস চুটকি বাজিয়ে পুরো ইউনিভার্স এর অর্ধেক লাইফ কে ভেনিশ করে দেয়। সবাই ধুলোর মতো মিলিয়ে যায় হাওয়াতে।


এভেঞ্জার টিম এর এনেকে হাওয়ায় মিলিয়ে যায়। থানস তখন স্পেস স্টোন ইউস করে পালিয়ে যায়।


image.png

সবচেয়ে বেশি কস্টের সিন ছিলো এটি। এই সিনেই আমি কেদে ফেলি। স্পাইডার ম্যান স্টার্ক কে ধরে বাচার আকুতি করে। কিন্তু লাব হয়না। সে ও হাওয়ায় মিলিয়ে যায়। তখন নেবুলা বলে থানস তার কাজ করে ফেলেছে।

এভাবেই মুভিটি শেষ হয়ে যায়।

রেটিং


ছবিটির IMDb রেটিং হচ্ছে - ৮.৪/১০


আমার ব্যাক্তিগত রেটিং হচ্ছে- ১০/১০


ছবি সম্পর্কে আরো জানতে ঘুরে আসতে পারেন - https://www.imdb.com/title/tt4154756/

Note: All the picture I used in this post is taken from movie. I captured the screen shot. So there is no copyright issue.


🆃🅷🅰🅽🅺🆂

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |
Sort:  
 3 years ago 

Onek sundor movie vai r post a onek sundor hoyche

 3 years ago 

thanks bro...

 3 years ago 

Wlc bro

 3 years ago 

sundor hoyese!!! ami onk bar dekheci

আমার অনেক পছন্দের একটা মুভি।

You have been upvoted by @toufiq777 A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.

 3 years ago 

I got good reviews about this movie from a lot of people I know, and I got to know you very well through your post today. Although I have already downloaded this movie, I have not seen it yet due to lack of time.

#bd-comment

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 58447.77
ETH 3173.14
USDT 1.00
SBD 2.43