Movie Review - Avengers-Age of Ultron || 04/05/2021

in Steem Bangladesh3 years ago

হেলো বন্ধুরা আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি মুভি রিভিউ নিয়ে আমি @razuahmed . আজকে যে মুভিটি রিভিউ করবো সেটি হচ্ছে Avengers-Age of Ultron

15604857015_e798e8faae_o.jpg
Source


আজকের মুভিটির নাম ইতিমধ্যেই জেনে গেছেন। এটি মার্ভেল এর একটি মুভি। এর আগে আমি The Avengers এর রিভিউ করেছিলাম। চাইলে সেটিও দেখে আসতে পারেন এখানে ক্লিক করে


Avengers-Age of Ultron সম্পর্কে কিছু তথ্য জেনে নেই চলুন -


বিষয়তথ্য
রিলিজ এর তারিখMay 1, 2015 (Bangladesh)
পরিচালকJoss Whedon
বক্স অফিস1.403 billion USD
বাজেট365 million USD
ধরনAction, Adventure, Sci-Fi

চাইলে মুভি টির টিজার ট্রেইলার দেখে আসতে পারেন -


*** ***

মূল কাহিনি

এই ছবির মূল কাহিনি হচ্ছে লকির সেপ্টার নিয়ে। যেটা The Avengers মুভি তে দেখা যায় থর পৃথিবীতে রেখে যায়। লকির সেপ্টার এ মাইন্ড স্টোন লুকানো আছে। যা ৬ টি ইনফিনিটি স্টোন এর একটি। টনি স্টার্ক ও ব্রুস ব্যানার মিলে চেয়ে ছিলো নতুন একটা প্রোগ্রাম তৈরী করতে সেই সেপ্টার দিয়ে যা পৃথিবীতে আক্রমন করা শত্রু দের থেকে বাচাতে সাহায্য করবে। প্রোগ্রাম টির নাম ছিলো Ultron কিন্তু প্রোগ্রাম টির একটু বেশি পাওয়ার ছিলো। সে প্রথমেই টনি স্টার্ক এর প্রোগ্রাম জার্ভেস কে মেরে ফেলে। তারপর টনির বানানো রবট এ প্রোগ্রাম ইনপুট দিয়ে দেয়। এই ultron কে মারা নিয়েই আজকের এই মুভি। শেষে এভেঞ্জার টিম এর জয় হয়।



রিভিউ


শুরু থেকে শেষ পর্যন্ত পুরা মুভিটি একশন এ ভরা। আমি কয়েক বার মুভিটি দেখেছি। ভালোই লাগে দেখতে। তাছারা আমি মার্ভেল মুভির ফ্যান। আর হিরো দের মধ্যে আইরন ম্যান আর থর এর ফ্যান আমি। যদিও ক্যাপ্টেইন মার্ভেল এর ফ্যান ও হয়েগেছি সেই মুভি আসার পর। তো যাই হোক শুরু করছি আজকের রিভিউ-


image.png

ছবি শুরু হয় সোকোভিয়াতে টিম এভেঞ্জার এর মারা মারির সিনারি দিয়ে। যেখানে মোটা মুটি সব হিরো একসাথে হয়ে ফাইট করতেছিলো শত্রু পক্ষের বিরুধ্যে। একে অপর কে ব্যাকাপ দিচ্ছিলো সবাই। আইরন ম্যান সামনে থেকে সবাইকে লিড দিচ্ছিলো।


সোকোভিয়াতে মুলত লকির সেপ্টার লুকানো ছিলো। যা হাইড্রার লোকেরা চুরি করেছিলো। তারা এটা দিয়ে নতুন কিছু বানানোর চেস্টা করতেছিলো। যেনো এভেঞ্জার এর বিপক্ষে লড়তে পারে।

image.png

এখানে থর এনিমি গুলার সাথে একা ফাইট নিচ্ছিলো। আর আইরন ম্যান এর সাথে কথা বলতেছিলো। থর ধরেই নিয়েছিলো যে লকির সেপ্টার এখানেই আছে। আর সবাই এই সেপ্টার এর জন্যই ফাইট করতেছিলো। অন্য দিকে আইরন ম্যান হাইড্রার বেস এর ভিতর এটাক করার চেস্টা করতেছিলো কিন্তু পারছিলো না। কারন একটা শিল্ড কাজ করতে ছিলো। যা ভেদ করে যেতে পারছিলো না। কিন্তু সে শিল্ড এর মেইন উতপত্তি স্থলে এটাক চালায় তখন শিল্ড ধংশ হয়ে যায়।


শিল্ড ভেংগে আইরন ম্যান ভিতরে ঢুকে যায়। কিন্তু সে একা ছিলো না। ওখানে ওয়ান্ডা ও সাথে ছিলো। ওয়ান্ডার কাছে স্পেশাল পাওয়ার আছে। যা সে মাইন্ড স্টোন থেকে পেয়েছে।


Untitled-1.jpg

এই দৃশ্যে আইরন ম্যান কে ওয়ান্ডা তার শক্তি ব্যবহার করে হিপনোটাইজ করে দেয়। ফলে সে দেখে যে এভেঞ্জার এর সবাই মারা গেছে। তখন হাল্ক বলতে ছিলো যে টনি তুমি আরো আগে আসলে আমাদের বাচাতে পারতে।


কিন্তু কিছুক্ষন পর ই টনির জ্ঞান এসে যায়। সে তার আইরন ম্যান হ্যান্ড ব্যবহার করে লকির সেপ্টার নিয়ে স্টার্ক টাওয়ার এ চলে আসে।


image.png

এখানে দেখা যায় আল্ট্রোন জার্ভেস কে মেরে ফেলে। জার্ভেস এর সব প্রোটোকল নস্ট করে দেয়। তারপর সে টনির বানানো রোবট এর ভিতর ইনপুট হয়ে ইন্টার্নেট এর মাধ্যমে। পরের দিন যখন পার্টি হচ্ছিলো সবার তখন সে এভেঞ্জার এর উপর এটাক করে। সবাই ফাইট করে শেষে সেখান থেকে সে পালাই যায়।


সবাই টনি কে ব্লেম দিচ্ছিলো। কারন আল্ট্রন তার বানানো প্রোগ্রাম ছিলো। কিন্তু টনি সবাইকে বুঝাতে পারে যে কোনো একটা ভূল হচ্ছে কোথাও।

image.png

ওয়ান্ডা হাল্ক কে হিপনোটাইজ করে দেয় তখন হাল্ক পাগল এর মতন সব ধংশ করতে থাকে। আইরন ম্যান তখন আসে হাল্ক কে ঠান্ডা করতে। তাদের মধ্যে মারা মারি লেগে যায়।


আইরন ম্যান আর হালক এর মধ্যে তুমুল ফাইট হয়। কিন্তু শেষে আইরন ম্যান জিতে যায়। অন্য দিকে আলট্রোন ভাইব্রেনিয়াম দিয়ে তার জন্য পার্মানেন্ট বডি তৈরি করতেছিলো।


image.png

এটি আলট্রোন এর জন্য বানানো বডি যদিও সে ব্যবহার করতে পারেনি। কারন ওয়ান্ডা ডাক্তার এর মাইন্ড ঠিক করে দেয়। পরে এটিকে টনির টাওয়ার এ নিয়ে আশা হয়। টনি আর ব্রুস মিলে চাচ্ছিলো জারভেস কে এটা তে ইনপুট দিতে। কিন্তু ক্যাপ্টেন আমেরিকা তখন ওয়ান্ডা ও তার ভাইকে নিয়ে এসে সব নস্ট করে দেয়। তখন ই থর এসে থান্ডার শক্তি ব্যবহার করে ভিশন কে জীবিত করে।


তারপর ভিশন সহ পুরো এভেঞ্জার টিম আলট্রন কে ধংশ করতে যায়। তুমুল ফাইট হয় সবার মাঝে।


image.png

এখানে আলট্রন কে ভিশন শাট ডাউন করে দেয়। এতে সে আর নিজেকে ট্রান্সফার করতে পারে না। তখন আলট্রোন এর বানানো বাকি রোবট গুলোর সাথে সবার ফাইট হয়।


সব ফাইট শেষে এভেঞ্জার টিম জীতে যায়। এভাবেই মুভির কাহিনি সমাপ্ত হয়।

image.png

এটি মুভির শেষ সিন থেকে নেওয়া। যেখানে থর চলে যাচ্ছিলো এজগার্ড এ। টনি আর ক্যাপ তাকে বিদায় দিতে এসে ছে।

রেটিং


ছবিটির IMDb রেটিং হচ্ছে - ৭.৩/১০


আমার ব্যাক্তিগত রেটিং হচ্ছে- ৯/১০


ছবি সম্পর্কে আরো জানতে ঘুরে আসতে পারেন - https://www.imdb.com/title/tt2395427/

Note: All the picture I used in this post is taken from movie. I captured the screen shot. So there is no copyright issue.


🆃🅷🅰🅽🅺🆂

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |
Sort:  

Very nice review. I am also a fan of avengers movies.

 3 years ago 

Great bro.. I am waiting for new movie from Marvel.

I am also waiting.

 3 years ago (edited)

Yeah bro

 3 years ago 

This is one of my favorite movies. I like Captain America the most. I like his style and his action a lot. Thank you so much for giving so many beautiful reviews.

 3 years ago 

Thanks apu..

 3 years ago 

Very nice post

 3 years ago 

thank you so much bro

Onek sundor movie review korcen vai

 3 years ago 

ধন্যবাদ আপু।।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 57889.17
ETH 3155.19
USDT 1.00
SBD 2.42