The diary game : 07/08/2020

in Steem Bangladesh4 years ago (edited)

আসসালামুআলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন।
এটি স্টিমেট দ্বারা দৈনিক ডায়েরি গেমের আমার ষষ্ঠ দিন।
আজকে শুক্রবার, ০৭ আগষ্ট,২০২০।

প্রতিদিনের মতো আজও ভোর ৫টায় ঘুম থেকে উঠলাম। আমি দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে নিলাম। তারপর পাঞ্জাবি ও টুপি পরে মসজিদে গেলাম ফজরের নামাজ আদায় করতে। উযু করে নামাজ আদায় করলাম। নামাজ পড়ে বাড়িতে আসলাম।
হালকা নাস্তা করে পড়তে বসলাম। ৯টায় পড়া শেষ করে ভাত খেয়ে নিলাম।

খাওয়া শেষ করে কিছু সময় স্টিমেট এ কাটালাম। তারপর ইউটিউব এ ভিডিও দেখতে শুরু করলাম। প্রায় সময় ইউটিউব এ বিভিন্ন ধরনের ভিডিও দেখি। ভিডিও দেখতে দেখতে একটা ভিডিও দেখে বুকটা কেঁপে উঠল। ভিডিওতে একটা লোক ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে মাটি তুলে খাচ্ছে। আর কিছু মানুষ সেটা ভিডিও করার জন্য লোকটাকে মাটি খেতে উৎসাহিত করছিল।

Screenshot_20200807-115228.png

ইউটিউব ভিডিও

লোকটাকে দেখে যতটা না কষ্ট লাগলো তার থেকে অনেক বেশি রাগ হলো ওই লোক গুলোর উপর। যারা শুধুমাত্র একটা ভিডিও ভাইরাল করার জন্য একটা লোককে মাটি খেতে উৎসাহিত করছিল। মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে? ভাবতেই অবাক লাগে মনুষ্যত্ব আজ কোথায় গিয়ে পৌঁছেছে? এই ভিডিও দেখার পর মনটা খারাপ হয়ে গেল। তাই ইউটিউব থেকে বের হয়ে আসলাম। কিছুক্ষণ পর যোহরের আযান কানে এলো। আজ শুক্রবার, জু'মার নামাজের দিন। তাই তারাতাড়ি করে গোসল করলাম। তারপর পাঞ্জাবি ও টুপি পরে মসজিদে গেলাম জু'মার নামাজ আদায় করতে। মসজিদে গিয়ে উযু করে সবার সাথে নামাজ আদায় করলাম। ২টার সময় নামাজ শেষ হলো।

IMG_20200807_133756.jpg

নামাজ শেষে বাসায় ফিরা

ইউটিউব ভিডিও দেখার পর যে মন খারাপটা ছিল, নামাজ আদায় করার পর তা অনেকটাই কমে গেল। নামাজ পড়ে অনেকটাই ভালো লাগছিল। নামাজ পড়ে বাসায় চলে আসলাম। তারপর দুপুরের খাবার খেয়ে নিলাম। ভাত খাওয়ার পর একটু রেস্ট নিলাম। তারপর ঘুমিয়ে পড়লাম।

৪টার সময় ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। এরপর পাঞ্জাবি ও টুপি পরে আসরের নামাজ আদায় করার জন্য মসজিদের উদ্দেশ্য বের হলাম। মসজিদে গিয়ে উযু করে নামাজ আদায় করলাম। নামাজ শেষে বাসায় ফিরে আসলাম। মা আজকে সেমাই রান্না করছিল।

IMG_20200807_082314.jpg

বিকেলের নাস্তা

সেমাই খাওয়ার পর টিভি দেখতে গেলাম। আমার কার্টুন দেখতে ভালো লাগে। কিন্তু আমার বড় বোন আগে থেকেই টিভি দেখেছিল। সে হিন্দি মুভি দেখেছিল। তার থেকে রিমোট নেয়া দুস্কর। তাই আমিও তার সাথে হিন্দি মুভি দেখলাম।

IMG_20200807_173110.jpg

হিন্দি মুভি

টিভি দেখার পর বাসার বাইরে চলে গেলাম। প্রকৃতির বিশুদ্ধ বাতাস আমার অনেক ভালো লাগে। কিছু সময় বাইরে কাটানোর পর সন্ধ্যার আগে বাসায় ফিরে আসলাম।

আর এভাবেই কেটে গেল আমার আজকের দিন।
সবার কাছে আমার একটাই অনুরোধ, মানুষকে ভালবাসতে শিখুন। যতটা সম্ভব মানুষকে সাহায্য করুন। কারো উপকার করতে না পারলেও, ক্ষতি করবেন না। সবাই মিলেমিশে থাকায় যে আনন্দ আছে, আমার মনে হয় না আর অন্য কিছুতে সেই আনন্দ পাওয়া যাবে।
সবাই ঘরে থাকুন এবং সতর্ক থাকুন।

সবাইকে ধন্যবাদ

শুভ রাত্রি

@pbthabib

Sort:  

Nice post

 4 years ago 

Wonderful blog bro, carry on

Thank you...

 4 years ago 

Thanks for sharing your diary with us,
Sometimes I also like to watch cartoons on TV. My favourite is Tom & Jerry, Motu-Patlu and Oggy & the cockroaches.

It's very about the video. I also feel sorry about that persons.

For more follow @steemitblog for the latest update on Steem Community such as some tips and curation!
One Percent For Everyone

Also join LUCKY 10S

#onepercent

#bangladesh

greeting from @tarpan

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 68237.15
ETH 3499.75
USDT 1.00
SBD 2.72