My Short Story Taken from Life (Friends Edition)

in Steem Bangladesh3 years ago (edited)

♨️আসসালামুআলাইকুম♨️



আশাকরি ভালো আছেন। আবারও @abuahmad ভাইয়ের চমৎকার কন্টেষ্টে অংশগ্রহণ করার জন্য হাজির হলাম আপনাদের সামনে 🤔।
চলুন শুরু করা যাক 🚶🚶🚶🚶



🤝 বন্ধুত্ব যখন জীবনের অবলম্বন 🤝

friends-2288329_1280.jpg
Source



আমার জীবনের সবথেকে আনন্দের সময় ছিল যখন আমি ইন্জিনিয়ারিং পরাশুনা শুরু করি। আমি তখন কলেজ হোস্টেলে থাকতাম। আমার বন্ধু, ক্লাসমেট আর হোস্টেলমেট সব কিছুই ছিল একমাত্র রবিন।
পুরো গল্প তাকে ঘিরে, এটি আসলে গল্প না জীবনের চরম বাস্তবতা।



রবিন খুব অসচ্ছল পরিবারের ছেলে, তার বাবা ছিলেন না আর মা অন্যের বাসায় কাজ করার মাধ্যমে রবিনকে এতটুকু বড় করেছেন। তার রেজাল্ট সবসময়ই ভালো ছিল তাই তার মায়ের খুব ইচ্ছে ছেলেকে ইন্জিনিয়ার বানাবেন তাই অনেক স্বপ্ন নিয়ে রবিনের ইন্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়া। তাকে প্রথম দিন থেকেই আমার ভালো লাগতো তাই আমরা প্রথম দিন থেকেই বন্ধু কিন্তু কখনও আমাদের বন্ধুত্ব এরকম একটা এক্সট্রিম পর্যায়ে পৌঁছাবে ভাবিনি।
আমরা হোটেলে একসাথে থাকতাম সে আমাকে তার সবকিছু খুলে বললো, আমি তাঁকে আস্বস্ত করলাম, যদি আমি ইন্জিনিয়ার হই তাহলে তুইও হবি।
আজ থেকে আমি তোর সাথে ছায়ার মতো থাকবো। তাই সে আমার নাম রেখেছিল ছায়া মানব।



rope-1468951_1920.jpg
Source

ছায়া মানব যখন রবিনের বন্ধু:-


আমরা মনে হয় এক দড়িতে বাঁধা পড়ে গেলাম।
সবসময় আমরা একসাথে থাকতাম কলেজ কিংবা হোস্টেলে। আমি তার সাথে আমার বই, খাবার এমনকি আমার কাপড় পর্যন্ত শেয়ার করতাম।
এভাবে চলছিল আমাদের টেনেটুনে কিন্তু ধাক্কাটা আসলো চতুর্থ সেমিষ্টারে এসে তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং টাকা দেয়া একেবারেই তার সম্ভব হচ্ছিল না। আমি নিজেও মধ্যবিত্ত পরিবারের সন্তান।
তার পরেও আমি তাকে নিজের খাবারটুকু পর্যন্ত শেয়ার করছিলাম। কিন্তু সেমিষ্টার ফি আর কিছু গুরুত্বপূর্ণ বই কেনায় আটকে গেলাম। উপায় না পেয়ে আমি এবং রবিন দু'জনে আমাদের আলম স্যারের সাথে কথা বললাম এবং বিস্তারিত খুলে বললাম,,,
ও আমাদের আলম স্যারকে নিয়ে আমার একটা টপিকস আছে আপনারা চাইলে পড়তে পারেন এখানে রবিনের গল্পটাও রয়েছে যে কিভাবে আলম স্যার আমাদের সহযোগিতা করেছিলেন।
(পড়বেন আশাকরি)
https://steemit.com/hive-138339/@emranhasan/steem-bangladesh-contest-or-or-my-favorite-teacher

তো স্যারকে বলার পর স্যার ক্লাসে সবার সাথে আলোচনা করলেন। সবাই মতামত দিল কি করা যায়। আমি বললাম সবাই মিলে ফান্ড করবো আলম স্যার বললেন অধ্যক্ষ স্যারের সাথে কথা বলে কলেজ তহবিল থেকে টাকা দেবে আর বইয়ের পুরো দায়িত্ব স্যার নিলেন। ব্যাস হয়ে গেল আমাদের সমস্যার সমাধান। কিন্তু রবিনের চোখ ছলছল সে স্যারকে সালাম করলো আর আমায় জড়িয়ে ধরে বললো তুই আমার রক্তের ভাই তুই সত্যিই ছায়া মানব।


friends-3408314_1920.jpg
Source

যাক এভাবে খুব টেনেটুনে আমরা আমাদের কোর্স শেষ করলাম। আজ দুজনেই ইন্জিনিয়ার। বন্ধু আমার আজ ভালো আছে , আমাকে প্রায়ই ফোন করে বলে ছায়ামানব কেমন আছিস।।।।।।।।



🤝 To be continued 🤝

Sort:  

You have been upvoted by @toufiq777 A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57774.35
ETH 2339.45
USDT 1.00
SBD 2.44