Steem Bangladesh Post Topic - My Town in Ten Pics|| My Town Uttara || 30.06.2021||

in Steem Bangladesh3 years ago

আসসালামুয়ালাইকুম


সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি


আজকের টপ পোস্টের বিষয় My Town in Ten Pics নিয়ে। এটি খুবই সুন্দর একটি প্রতিজোগিতা। আজ আমি আপনাদের সামনে আমার শহরের ১০টি সুন্দর ছবি Steem Bangladesh এ শেয়ার করবো-




The World is a small town. (Joseph)


Picture -1

সুইমিং পুল-

একটি সুন্দর ও ম্নোরম সুইমিং পুল। এই সুইমিং পুলের পানি গুলো দেখতে একেবারে সমুদ্রের মতই নীল। এই সুইমিং পুলের পানি গুলো মোটামুটি ঠান্ডা এবং বেশ পরিস্কার। এই সুইমিং পুলটির ছবি আমাদের শহরের একটি পার্ক থেকে তোলা। গরমের দিনে এই সুইমিং পুলে অনেকেই আসে গোসল করতে ও আনন্দ করতে। এখানে সব বয়সী মানুশের জন্য গোসল করার অনেক সুব্যবস্থা রয়েছে। এছাড়াও ছবি তোলার জন্য জায়গাটি বেশ উপযোগী।

20210301_131320.jpg

Location



Picture -2

ছোট পুকুর-

এই ছবিতে এক্তি ছোট পুকুর দেখা জাচ্ছে। এই পুকুরটি একটি পার্কের ভেতরে অবস্থিত। পুকুরটিতে ছোট ছোট মাছ রয়েছে। এই পুকুরের পাড়ে বসে সময় কাটানোর জন্য বেশ কয়েকটি বড় বড় পাথরের ব্যবস্থা করা আছে। এখানে বসে পার্কে বেরাতে আসা মানুষেরা সময় কাটায়। এছাড়াও পুকুরের চারপাশে বড় বড় গাছ রয়েছে যা পুকুরের সৌন্দর্য অনেক বাড়িয়ে তুলেছে।

20210301_120251.jpg

Location



picture -3

নস্ট গাড়ির গ্যারেজ-

আমাদের শহরের এক সাইডে একটি নস্ট গাড়ি মেরামত করার গ্যরেজ রয়েছে। মানুশ তাদের নস্ট গাড়ি গুলো এখানে মেরামত করিয়ে নেয়। প্রতিদিন অনেক গাড়ি আসে এই গ্যরেজটিতে মেরামত করার জন্য। এই গ্যরেজটি অনেক ভালোভাবেই গাড়ি মেরামত করে বলে সুনাম রয়েছে।

20210301_175529.jpg

Location



Picture -4

বড় পুকুর-

এই ছবিতে একটি বিশাল পুজুর দেখা যাচ্ছে। এই পুকুরটি আমাদের শহরের সবচেয়ে বড় পুকুর হিসেবে পরিচিত। এই পুকুরটিতে মাছ চাষ করা হয়। এছারাও এই বড়পুকুরের পাড়ে বসার জন্য ঘাট রয়েছে। পুকুরটির পাড়ে বিভিন্ন ফলের গাছ রয়েছে। মানুশ সকালে ও বিকেলে এই পুকুরের পাড়ের পাশের রাস্তা দিয়ে হেটে সময় কাটায়।

IMG_20180727_120529.jpg

Location



Picture - 5

ঐতিহাসিক দুর্গ-

এই ছবিটিতে আমরা একটি ঐতিহাসিক দুর্গ দেখতে পাচ্ছি। এই দুর্গটি আমাদের ইতিহাসের অংশ। এই দুর্গটি আমাদের শহরের মর্যাদা ও সৌন্দর্য অনেক বেসি বাড়িয়ে তুলেছে। এই দর্শনীয় জায়গাটি দেখতে অনেক মানুশ প্রতিদিন ভীড় করে। এই দুর্গের চারপাশে অনেক গুলো ফুলের গাছ রয়েছে। ছটির দিঙ্গুলোয় মানুষের সমাগমে মুখর থাকে জায়গাটি।

IMG_20200211_162323.jpg

Location



Picture -6

অপরাজেয় বাংলা-

এই ছবিতে আমরা চমৎকার একটি স্থাপত্য শৈলী দেখতে পাচ্ছি। এই স্থাপ্তত্যটি আমাদের শহরের প্রান কেন্দ্রে অবস্থিত। এই স্থাপত্যের সাথে আমাদের যুদ্ধের ইতিহাস জড়িয়ে রয়েছে।

IMG_20210207_121632.jpg

Location



Picture -7

নার্সারি-

রাস্তার পাশে অবস্থিত একটি ছোট নার্সারি। এই নার্সারিতে বিভিন্ন রকমের গাছ পাওয়া জায়। এই গাছ গুলোর দাম খুবই কম এবং দেখতেও অনেক সুন্দর। এই গাছ গুলো সাধারনত বাড়ির ছাদে লাগানো হয় এগুলো বাড়ির সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয়। এই নার্সারিটি আমাদের শহরের মেইন রোডের পাশে অবস্থিত।

IMG_20210207_131034.jpg

Location



Picture- 8

নৌকা স্ট্যান্ড-

আমাদের শহরের এক পাশে একটি নদি রয়েছে। এখানে মানুশ ও পন্য পারাপারের জন্য ছোট বড় অনেক নৌকা রয়েছে। এই নৌকা গুলো সারাদিন এপাড় থেকে ওপাড়ে যাতায়াত করে থাকে। এই নদীর পানি বেশ কালো ও গন্ধযুক্ত। এই নদীর উপর দিয়ে এক জেলা থেকে অন্য জেলায় যাওয়ার ট্রলার যাতায়াত করে থাকে।

IMG_20210228_153015.jpg

Location



Picture -9

ব্রীজ

ছোট লেকের উপরে অবস্থিত একটি চমৎকার ব্রীজ। এটি আমাদের শহরের অন্যতম দর্শনীয় স্থান। এই ব্রিজের উপর দিয়ে মানুশ হেটে পার্কে প্রবেশ করে এবং বের হয়। এই ব্রিজের উপরে অস্থায়ী খাবারের দোকান বসে। এই ব্রিজটির গায়ে বিভিন্ন রকমের বাতি লাগানো রয়েছে। রাতের বেলা ব্রিজটি দেখতে আরো অনেক বেশী ভালো লাগে।

IMG_20210228_180625.jpg

Location



Picture -10

রাস্তার চিত্র-

এটি আমার শহরের নিয়মিত চিত্র। সারাদিন রাস্তায় জ্যম লেগেই থাকে। রাস্তায় ওতিরিক্ত গাড়ির চাপ একেবারে দুর্বিষহ করে তোলে প্রতিদিনের জীবন। এছাড়াও রাস্তার খারাপ অবস্থাও এর জন্য দায়ী।ঈই ছিবিটি আমি একটি ওভার ব্রিজের উপর দাঁড়িয়ে তুলেছি।

IMG_20210301_071557.jpg

Location



Thanks For reading.



Sort:  
 3 years ago 

nice post

chobi gula sundor😇

 3 years ago 

শেষের ছবিটা সুন্দর হইছে, নাইস পোস্ট

 3 years ago 

সুন্দর ছবি! শেষ তিনটার বর্ণনার ফন্ট সাইজ একটু বেশী বড় হয়ে গেল না?

 3 years ago 

ha vi, nxt time arektu careful thakbo.

You have been upvoted by @toufiq777 A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

For general information about what is happening on Steem follow @steemitblog.

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.20
JST 0.038
BTC 96315.76
ETH 3565.22
USDT 1.00
SBD 3.90