ফ্যান্টাসি কিংডম পার্ক : বাচ্চাদের বিনোদনের জন্য অন্যতম সেরা একটি পার্ক

in Steem For Traditionlast year

1000030555.jpg

ফ্যান্টাসি কিংডম বাংলাদেশের সেরা বিনোদন পার্ক। আমি ২০২১ সালে এই পার্কে ঘুরতে গিয়েছিলাম। বিশাল জায়গাজুড়ে অবস্থিত এই পার্কে বাচ্চা এবং তরুণ প্রজন্মের ছেলে-মেয়েদের বিনোদনের জন্য অনেক ধরণের রাইড এবং মজাদার কিছু প্রতিলিপি রয়েছে। বাচ্চাদের বিনোদনের জন্য অনেক মজাএ রাইড আছে এই পার্কটিতে। রাইড ছাড়াও এখানে যে অদ্ভুত প্রতিরূপগুলো আছ সেগুলো বাচ্চাদের আকৃষ্ট করে।

1000030659.jpg

ডাইনোসর, পেঙ্গুইন, বক পাখি ইত্যাদির প্রতিরূপ সত্যিই মনোমুগ্ধকর। বাচ্চাদের পাশাপাশি তরুণরাও এগুলো বেশ পছন্দ করে এবং এই স্তম্ভগুলোর পাশে দাঁড়িয়ে ছবি তোলেন। ফ্যান্টাসি কিংডমে একটি বিশাল আকৃতির ফেরিস হুইল আছে। বাংলাদেশে এত বড় ফেরিস হুইল ফ্যান্টাসি কিংডম ছাড়া আর কোথাও আছে কিনা তা আমার জানা নেই। ফেরিস হুইলে কিছু সমস্যা থাকার কারণে এই রাইডে চড়া হয়নি। তবে এই রাইডে বাচ্চাদের কখনো একা চড়তে দিবেন না। কারণ, বাচ্চাদের অধিক উচ্চতায় ভয় লাগতে পারে। তাই বাচ্চারা যদি এই রাইডে উঠতে চায় তাহলে আপনিও সাথে উঠবেন।

1000030560.jpg

বাচ্চাদের সব থেকে পছন্দের রাইড হল "ট্রেন"। এই রাইড বাচ্চাদের খুব আকৃষ্ট করে। ছোটবেলায় আমারও শখ ছিল এরকম ট্রেনে উঠার। বাচ্চাদের বিনোদনের জন্য আদর্শ রাইড হল ট্রেন। বাচ্চারা টিভিতে কিংবা খেলনা ট্রেন দেখে এই বাহনের প্রতি আকৃষ্ট হয় এবং তাদের মনে ট্রেনে চড়ার শখ তৈরি হয়। আর তাই পার্কে ট্রেনের মত কোন রাইড থাকলে বাচ্চারা সেই রাইডে উঠার জন্য বায়না করে। ফ্যান্টাসি কিংডমের এই রাইডটি আপনার বাচ্চার শখ পূরণ করতে পারবে বলে আমি আশা করি।

1000030582.jpg

এছাড়া ফ্যান্টাসি কিংডমে কিছু শ্বাসরুদ্ধকর রাইড যেমন, রোলার কোস্টার, জায়ান্ট স্প্ল্যাশ ইত্যাদি রয়েছে। এগুলোতে বাচ্চারা কম উঠে। বাচ্চাদের রাইডগুলো একটু ধীরগতির হয় যাতে রাইডগুলোতে চড়ে বাচ্চারা আনন্দ পায়। ফ্যান্টাসি কিংডমে বাচ্চাদের আরেকটি মজার রাইড হল পনি এডভেঞ্চার। ঘোড়া সদৃশ এই রাইডটি বাচ্চাদের খুব পছন্দ।

1000030663.jpg

ফ্যান্টাসি কিংডমে সুপারম্যান এবং দৈত্যাকৃতির শরীরের আকৃতির প্রতিরূপ সম্বলিত একট জায়গা আছে। মূলত ছবি তোলার জন্যই এরকম বডি শেপ তৈরি করা হয়েছে। এই বডি শেপগুলোর মাধ্যমে ছবি তুললে নিজেকে কিছুটা বিচিত্র দেখায়। বাচ্চাদের এরকম বডি শেপের মাধ্যমে কিছু ছবি তুলে দিলে সেই ছবি দেখেও তারা আনন্দ পায়।

1000030634.jpg

1000030657.jpg

1000030632.jpg

ফ্যান্টাসি কিংডমে এগুলো ছাড়াও বাচ্চাদের জন্য আরো অনেক রাইড আছে। বাচ্চাদের বিনোদনের জন্য এই রাইডগুলো সত্যিই চমৎকার। বাচ্চাদের মন ভাল করার জন্য এই পার্কে অনেক বিনোদনের ব্যবস্থা আছে। বাচ্চাদের মন খারাপ থাকলে অথবা বাচ্চাদের বিনোদনের জন্য তাদের নিয়ে ফ্যান্টাসি কিংডন পার্কে বেড়াতে যেতে পারেন। ধন্যবাদ, সবাইকে।

Sort:  
 last year 

ফ্যান্টাসি কিংডম পার্কের কথা অনেক শুনেছি কিন্তু কখনো যাওয়া হয়নি, আজকে আপনার কাছ থেকে জানতে পেড়ে আরও যাওয়ার আগ্রহ বেরে গেলো, ফ্যান্টাসি কিংডম পার্ক নিয়ে অনেক সুন্দর আলোচনা করেছেন, বাচ্চাদের জন্য সত্যি অনেক সুন্দর একটি পরিবেশ, আপনার ফটোগ্রাফি গুলোও অনেক চমৎকার হয়েছে, শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।

 last year 

ধন্যবাদ ভাই

Congratulations, your post is upvoted by CCS curation trail from CCS - A community by witness @visionaer3003.

png_20230714_223610_0000.png

"Home is where your heart is !❤️."

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81LgoDfTovZFjKgw6zMQtAnAPjGMC8RWTcjJfJscBJfnwR4Gi8DzYa91VcGQiVQ6nybhCecG6tn97bGn4jfYjj26.png
Vote for @visionaer3003 as witness.

 last year 

ফ্যান্টাসি কিংডমের কথা আমি অনেক শুনেছি কিন্তু কখনো যাওয়া হয়নি। আপনি তো ভালই ঘুরাঘুরি করতেছেন ভাইয়া। সেখানে তো বাচ্চাদের বিনোদনের জন্য অনেক যায়গা দেখা যাইতেছে। ছোটদের নিয়ে ঘুরতে যাওয়ার জন্য অনেক ভালো একটি যায়গা ভাইম ছবিগুলো অনেক সুন্দর হয়েছে।

 last year 

অসংখ্য ধন্যবাদ

 last year 

ফ্যান্টাসি কিংডম পার্ক বাচ্চাদের জন্য বিনোদনের একটি জায়গা। এ পার্কের কথা অনেক শুনেছি কিন্তু কখনো যাওয়া হয়নি। আপনি অসাধারণ ছবি তুলেছেন ভাই। ঢাকা শহরের ভিতরে সবচেয়ে বড় পার্ক হল ফ্যান্টাসি কিংডম পার্ক। সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন অসংখ্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ ভাই

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ফ্যান্টাসি কিংডম হল আমাদের দেশের এক অন্যতম বিনোদনমূলক পার্ক।বিশেষ করে ছোট বাচ্চাদের কাছে এটি অনেক জনপ্রিয়।এখানে অনেকগুলো রাইট রয়েছে যেগুলোতে মানুষেরা আনন্দ উল্লাস করে। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আমাদের মাঝে ধন্যবাদ আপনাকে ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

ফ্যান্টাসি কিংডম পার্ক নিয়ে সুন্দর একটা পোস্ট উপস্থাপন করেছেন।আসলে ছোট বাচ্চাদের বিনদনের জন্য এই সুন্দর সুন্দর পার্ক গুলোও যথেষ্ট।আমি রংপরে ফেরিস হুইল দেখছি।সেটাও অনেক বড়।আমি সেখানে উঠতে চাইছিলাম কিন্তু ভয়ে আর সেখানে উঠি নাই।আপনি দারুণ ফটোগ্রাফি করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

ঢাকার মধ্যে অবস্থিত এই ফ্যান্টাসি কিংডম পার্কটি বাংলাদেশের অন্যতম একটি বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত। এই ফ্যান্টাসি কিংডমে কখনো যাওয়া সৌভাগ্য হয়নি। তবে এ পার্ক সম্পর্কে অনেক শুনেছি এবং টিভিতেও প্রতিবেদন দেখেছি। আজকে আপনার পোস্টের মাধ্যমে আরেকটু বিস্তারিত জানা এবং দেখা হল। ধন্যবাদ ভাই আপনাকে।

 last year 

ধন্যবাদ আপু

 last year 

ফ্যান্টাসি কিংডমে আমি কখনো যাইনি। ইনফ্যাক্ট ঢাকার বেশিরভাগ জায়গাতেই আমার ঘুরে বেড়ানো হয়নি। আশা করি দ্রুতই ঢাকায় একটা ট্যুর দিব। আপনি অনেক সুন্দর কিছু ফটো শেয়ার করেছেন
অনেক ধন্যবাদ আপনাকে এই পোস্টটি লিখার জন্য।

 last year 

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 56769.00
ETH 2325.34
USDT 1.00
SBD 2.36