পার্বতীপুর মৎস্য বীজ উৎপাদন খামার পরিদর্শন

in Steem For Traditionlast year (edited)

1000035321.jpg

পার্বতীপুর মৎস্য বীজ উৎপাদন খামারটি দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অবস্থিত একটি সরকারি মৎস্য খামার। এটি বাংলাদেশের উত্তর-পশ্চিম মৎস্য সম্প্রসারণ প্রকল্পের আওতাধীন একটি মৎস্য বীজ উৎপাদন খামার। আমি বেশ কয়েকবার এই মৎস্য খামার পরিদর্শন করেছি। আমি ২০২১ সালে প্রথম এই খামারটি পরিদর্শন করেছিলাম। এই মৎস্য খামারের প্রাকৃতিক পরিবেশ আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে।

20220612_172805.jpg

20210919_101350.jpg

20210919_100931.jpg

এর আগে আমি সৈয়দপুরে অবস্থিত একটি মৎস্য গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেছিলাম। কিন্তু সৈয়দপুরের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পরিবেশ আমার কাছে অতটা ভালো লাগেনি। অন্যদিকে পার্বতীপুর মৎস্য খামারের প্রাকৃতিক পরিবেশ তুলনামূলকভাবে সুন্দর ছিল। একটি মৎস্য গবেষণা ইনস্টিটিউটে মৎস্য বিষয়ক বিভিন্ন গবেষণা হয়। অপরদিকে মৎস্য বীজ উৎপাদন খামারগুলোতে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে পোনা উৎপাদন করা হয়।

20210918_171740.jpg

20210919_100900.jpg

20210919_100955.jpg

মৎস্য বীজ উৎপাদন খামারে পরীক্ষামূলকভাবে মৎস্য উৎপাদন করা হয়, এছাড়া এখানেও বিভিন্ন গবেষণামূলক কার্যক্রম পরিচালিত হয়। যেমন- গলদা চিংড়ি মাছ চাষের জন্য উপযুক্ত খারত্বের পানি এবং মাটি জরুরি। কিন্তু উত্তরাঞ্চলের মাটি ও পানি এই গলদা চিংড়ি চাষের জন্য উপযোগী নয়। কিন্তু গলদা চিংড়ি উত্তরাঞ্চলেও চাষ করা সম্ভব কিনা তা নিয়ে গবেষণা এবং পরীক্ষামূলকভাবে গলদা চিংড়ির চাষ হয় এই খামারগুলোতে।

20220612_173927.jpg

20220612_173942.jpg

20220612_172821.jpg

পার্বতীপুর মৎস্য বীজ উৎপাদন খামারের সেরা সাফল্য হল উত্তরাঞ্চলে প্র‍থম গলদা চিংড়ি উৎপাদন করা। উত্তরাঞ্চলেও যে গলদা চিংড়ি উৎপাদন করা যায়, তা এই মৎস্য খামারের মাধ্যমেই সম্ভব হয়েছে। অথচ এই খামারটি অতীতে অবহেলিত অবস্থায় ছিল। বর্তমানে গলদা চিংড়ি চাষে সাফল্য পাওয়ায় এই মৎস্য খামারের সুনাম চারদিকে ছড়িয়ে পড়েছে। এখানে মৎস্য বীজ উৎপাদনের জন্য অনেকগুলো পুকুর আছে। পুরো মৎস্য খামারটি ৫০ একর জায়গাজুড়ে অবস্থিত। খামারের কর্মকর্তাদের থাকার জন্য এখানে কিছু আবাসিক ভবন রয়েছে। এই খামারে মৎস্য বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে।

20220612_173026.jpg

20220612_173040.jpg

20220612_173125.jpg

20220612_173158.jpg

সর্বোপরি, এই খামারের অনেক সম্ভাবনা রয়েছে। উত্তরাঞ্চলের মৎস্য চাষীদের সহযোগিতা করা, বিভিন্ন পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে নতুন কোন মৎস্য পোনা উৎপাদন করা, এলাকার মৎস্য চাষের সম্প্রসারণে ভূমিকা রাখা ইত্যাদি কাজে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে এই মৎস্য খামারটি। এখানে যেন মৎস্য বিষয়ক বিভিন্ন গবেষণা, পরীক্ষামূলক মৎস্য চাষের জন্য উপযুক্ত পরিবেশ এবং দেশের মৎস্য চাষের উন্নয়নে ভূমিকা রাখতে পারে সেজন্য এই মৎস্য বীজ উৎপাদন খামারের যথাযথ পরিচর্যা করা জরুরি।

20220612_173220.jpg

20220612_173233.jpg

20220612_173248.jpg

20220612_173257.jpg

20220612_173337.jpg

20220612_173351.jpg

20220612_173415.jpg

20220612_173445.jpg

20220612_173807.jpg

20220612_173954.jpg

20220612_174052.jpg

20220612_174100.jpg

20220612_174408.jpg

20220612_174258.jpg

20220612_174606.jpg

20220612_174557.jpg

20220612_174131.jpg

20210918_171530.jpg

20210918_171626.jpg

20210918_171713.jpg

20210918_171858.jpg

20210918_171939.jpg

20210919_102223.jpg

20210919_101650.jpg

20210919_101607.jpg

20210919_101331.jpg

20210919_101450.jpg

20210919_101812.jpg

  • Device- Samsung S21 Ultra
  • Location- JWRC+29X, Parbatipur
Sort:  
 last year 

অসাধারণ একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাই। আপনার পোস্টের মাধ্যমে আজকে অজানা বেশ কিছু তথ্য আমি জানতে পারলাম। 50 একর জায়গা মানে অনেক বড় একটি জায়গা। আর উত্তরাঞ্চলে যে গলদা চিংড়ি উৎপাদন করা হয় তা যে পার্বতীপুরের এই মৎস্য উৎপাদন কেন্দ্র থেকেই শুরু হয়েছে তা আমি জানতাম না। ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আসলেই চারদিকের প্রাকৃতিক পরিবেশটা মুগ্ধ করার মত। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

পার্বতীপুর মৎস বীজ উৎপাদন খামার নিয়ে খুবই সুন্দর উপস্থাপনা করেছেন ভাই। আমি কিছুদিন আগে শামীমের সাথে মৎস্য বীজ খামারের দেখতে গিয়েছিলাম। তবে ভিতরে প্রবেশ করা হয়নি। আপনি দারুণ ফটোগ্রাফি করেছেন ভাই। আপনার ফটোগ্রাফি দেখেই বুঝা যাচ্ছে অসাধারণ একটি জায়গা। অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই

 last year 

পার্বতীপুর মৎস্য বীজ উৎপাদন খামার নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছেন। সত্যি পার্বতীপুর মৎস্য বীজ উৎপাদন খামারটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আমিও সৈয়দপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটতে গিয়েছিলাম আমার তেমন একটা ভালো লাগেনি। তবে পার্বতীপুর মৎস্য খামারটি আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

অসংখ্য ধন্যবাদ

 last year 

পার্বাতীপুরের মৎস্য হ্যাচারি মাছ চাষি ভাইদের জন্য প্রতিনিয়ত নতুন প্রজাতির মাছের উৎপাদন ঘটিয়ে সহযোগিতা করে থাকে। আমি বেশ কিছুদিন আগে জুপ্লাংটন নিয়ে কাজ করার জন্য সেখানে গিয়েছিলাম। এতো বড় মৎস্য হ্যাচারি এর আগে আমি দেখিনি। পরের বার আপনাকে নিয়ে সেখানে যেতে চাই ভাই। ফটো গুলো অনেক সুন্দর হয়েছে।

 last year 

ধন্যবাদ

 last year 

পার্বতীপুর উপজেলায় এরকম সরকারিভাবে মৎস্য খামার দেখে অনেক ভালো লাগলো। অনেক উপজেলাতে নেই এরকম মৎস্য খামার। খামারটির বর্ণনা খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে ভাই।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটু পোস্ট উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

Feedback / Observation

পার্বতীপুর মৎস্য বীজ উৎপাদন খামার পরিদর্শন নিয়ে সুন্দর একটি উপস্থাপনা। আমি মৎস্য খামারের পাশ দিয়ে অনেক কয়েকবার যাওয়া আসা করেছি কিন্তু কখনো ভিতরে প্রবেশ করার সুযোগ হয়নি।

ভুল বানানঃ নাই। 🙂
অনুপস্থিত শব্দ(Missing Word): 🙂
ভাষার গরমিলঃ নাই। 🙂
Regards
@md-sajalislam (Moderator)
Steem For Tradition