গ্রামীণ ঐতিহ্য- গ্রামের কিছু সুন্দর টিনের বাড়ি

in Steem For Tradition2 years ago

কিছুদিন আগে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। এবার গ্রামে ঘুরতে গিয়ে বেশ কিছু সুন্দর টিনের বাড়ি পরিলক্ষিত হয়। সুন্দর সেই টিনের বাড়ির ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।

20230502_172204.jpg

আমি যে গ্রামে ঘুরতে গিয়েছিলাম সেটি নদীর পাড়ের একটি গ্রাম। গ্রামটি নদীর কাছাকাছি অবস্থিত হলেও এটি দিন দিন উন্নত হচ্ছে। আগে যখন গ্রামে যেতাম তখন এ ধরণের বাড়ি চোখে পড়ত না। তবে দিন দিন গ্রামের মানুষেরা স্বচ্ছল হয়ে উঠছেন।

20230502_172055.jpg

গ্রামের বেশিরভাগ মানুষ শহরে কোন কোম্পানিতে কাজ করে কিংবা তারা বিদেশ গমন করেন। শহর কিংবা বিদেশ গমনের পর তারা সেখান থেকে তাদের উপার্জিত অর্থের কিছু পরিবারের জন্য বাড়িতে পাঠান এবং কিছু জমা করেন। বিশেষ করে যারা বিদেশে থাকেন তারা অনেক টাকা জমা করেন। ক্লান্ত প্রবাস জীবন শেষে দেশে ফেরার পর তারা তাদের জমানো অর্থ দিয়ে এরকম বাড়ি তৈরি করেন।

20230502_172102.jpg20230502_172155.jpg

অধিকাংশ ক্ষেত্রে গ্রামের ধনী ব্যক্তিরাই এ ধরণের বাড়ি তৈরি করেন। প্রথমে যে দুটি বাড়ির ছবি শেয়ার করেছি, এ দুটি বাড়ির মালিক গ্রামের প্রভাবশালী একজন ব্যাক্তি। গ্রামের একজন অটো চালকের কাছ থেকে শুনেছিলাম যে এই বাড়ির মালিক শহরে থাকেন এবং শহরে নাকি তার বড় ধরণের কোন ব্যবসা আছে। সম্ভবত তিনি গ্রামীণ রাজনীতির সাথেও জড়িত। আমরা যখন বাড়িটিতে গিয়েছিলাম তখন এখানে কেউ ছিল না। সম্ভবত তারা কোথাও বেড়াতে গিয়েছিলেন।

20230502_172128.jpg20230502_172119.jpg

উপরের টিনের বাড়িগুলো গ্রামের এক প্রান্তে অবস্থিত এবং নিচের বাড়িটি গ্রামের মাঝামাঝি জায়গায় অবস্থিত। গ্রামের মানুষ শহরে দালানকোঠা দেখে অভ্যস্ত হলেও গ্রামে একটি সুন্দর টিনের বাড়ি তৈরি করা তাদের স্বপ্ন। কারণ টিনের বাড়ি হল গ্রাম-বাংলার ঐতিহ্য। আর টিনের বাড়িগুলোও দেখতে বেশ সুন্দর লাগে। নদী এলাকার কোন গ্রামে এরকম সুন্দর বাড়ি তৈরি করা সহজ কাজ নয়।

20230501_173946.jpg

চরাঞ্চলে বাড়ি তৈরি করা ব্যয়বহুল। কারণ এখানে যাতায়াত সুবিধা বেশি ভাল নয়। তাই কাঁচামাল এবং পরিবহন খরচ মিলে বেশ ভালো একটা খরচ বহন করতে হবে। আগে গ্রামে যেসকল টিনের বাড়ি ছিল সেগুলোর সাথে বর্তমানের টিনের বাড়িগুলোর কোন মিল নেই। তবে গ্রামেও এখন আধুনিকতার ছোঁয়া লক্ষণীয়। এ বাড়িগুলো গ্রামের চেহারাই বদলে দিয়েছে। এবার গ্রামে ভ্রমণ করার মুহূর্তগুলো ছিল দারুণ।

20230501_173939.jpg

গ্রামের মানুষ যারা শহরে কিংবা বিদেশে ভ্রমণ করেন তারা আধুনিক জীবন যাপনে উৎসাহিত হন এবং তারা যে জীর্ণ বাড়িতে বেড়ে উঠেছেন সেখানে আধুনিকতার ছোঁয়ায় সুন্দর একটি বাড়ি তৈরি হোক সেটা তাদের স্বপ্ন এবং লক্ষ্যে পরিণত হয়। গ্রামগুলোও যে দিন দিন আধুনিক হয়ে উঠছে এটিও একটি ইন্টারেস্টিং ব্যাপার।

গ্রামের কিছু টিনের বাড়িতে থাকে ঐতিহ্য এবং আভিজাত্যের ছাপ। কারণ সেই বাড়িগুলো গ্রামের কোন প্রভাবশালী ব্যক্তি নির্মাণ করে থাকেন এবং বাড়িটি বিশেষভাবে কোন পরিবার কিংবা ব্যক্তির পরিচয় বহন করে। আমি গ্রামে আরো কিছু সুন্দর টিনের বাড়ি দেখেছি কিন্তু সেগুলোর ছবি তোলা হয়নি।

ছবিগুলো স্যামসাং এস২১ আল্ট্রা ডিভাইস দিয়ে তুলেছিলাম।

Sort:  
Loading...
Loading...
 2 years ago 

প্রবাসী ভাইয়েরা আমাদের শেষের যোদ্ধা, তাদের কথা যতই বলবো ততই কম, কিন্তু এটা সত্যি ভাইয়া গ্রাম গুলোতেও এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে.. আর বিষেস করে এই ধরনের বাড়ি গুলো আমার খুবই ভালো লাগে, আমার নিজেরও পরিকল্পনা আছে এমন বাড়ি করার দেখি কি হয়. যাই হোক আপনার পোস্টি পরে খুবই ভালো লাগলো এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

মানুষের অর্থনৈতিক অবস্হার উন্নতির ফলে এখন আর এমন টিনের বাড়ি তৈরি করছেন না।এখন বাড়ি তৈরি করলে ইটের অবশ্যই তার সাথে ছাদ ঢালাইও দিয়ে দেয়।আপনি বেশ চমৎকার ফটফটোগ্রাফি করেছেন।ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

গ্রামের টিনের বাড়িগুলো আমাদের গ্রামীণ ঐতিহ্য। যুগ যুগ ধরে মানুষ টিনের বাড়ি ব্যবহার করে আসছে। টিনের বাড়িতে বৃষ্টির শব্দ শুনতে অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর সাজিয়েছে উপস্থাপন করেছেন ভাই অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই

 2 years ago 

আপনার গ্রামের টিনের বাড়িগুলো অত্যন্ত সুন্দর। খুব সম্ভবত এটি আপনার গ্রামের বাড়ির ঐতিহ্যবাহী ঘর তৈরির পদ্ধতি এজন্যই আপনি যে কয়েকটি বাড়ির বাড়ির ছবি আমাদের সাথে শেয়ার করেছেন তার প্রায় সবগুলো একই ধরনের বাড়ি। এই আধা পাকা বাড়িগুলো দেখতে আসলেই খুব ভালো লাগে আমার। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর ভাইয়া। আগেকার দিনে সবথেকে বেশি দেখতে পাওয়া যাইতো এই টিনের বাড়ি কিন্তু আমাদের উওরবঙ্গে এই বাড়ি তেমন দেখা যায় না। সবাই ইটের তৈরি বাড়ি বানায়। বাড়িটি অনেক সুন্দর ভাইয়া। আপনি অনেক সুন্দর উপস্থান করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এমন সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

ধন্যবাদ নূর আমিন

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এমন ডিজাইন দেখে তো আমারই মনে হচ্ছে এমন একটি বাড়ি তৈরি করি। খুবই সুন্দর লাগল বাড়ির ডিজাইন গুলো। দ্বিতীয় ছবিটি মনে হচ্ছে টিনের দুইতলা বাড়ি। সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই। ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ শামিম

 2 years ago 

গ্রামের কিছু সুন্দর টিনের বাড়ি নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।অনেক সুন্দর একটি বাড়ি আমাদের মাঝে সেয়ার করেছেন।আপনার ফটোগ্রাফি অসাধারণ হয়েছে ভাই। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে সেয়ার করেছেন। এই টিনের বাড়ি তেমন একটা দেখা যায় না। সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই। ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.033
BTC 109244.23
ETH 3865.13
USDT 1.00
SBD 0.60