পুরাতন স্কুল- ১৯২৯ সালে স্থাপিত চকরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

in Steem For Traditionlast year

আসসালামুআলাইকুম। প্রতিযোগিতার ১৪তম সপ্তাহের বিষয়বস্তু পুরাতন স্কুল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমি দিনাজপুর জেলার অন্তর্গত একটি প্রাথমিক বিদ্যালয় এর কিছু তথ্য এবং ছবি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।

20210518_161206.jpg

আমি কয়েক বছর আগে দিনাজপুর জেলার খানসামা উপজেলার অন্তর্গত একটি স্কুলে গিয়েছিলাম। স্কুলটির নাম - চকরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলটি আকারে বেশ বড় এবং ছায়াঘেরা সুন্দর একটি পরিবেশে অবস্থিত। প্রথম দেখায় স্কুলটির পরিবেশ দেখে আমার ভালো লেগেছে। সাধারণত প্রাথমিক বিদ্যালয়গুলো আকারে তেমন বড় হয় না, কিন্তু চকরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আকারে অনেক বড়।

IMG-20230502-WA0003.jpg

স্কুলটির সামনে বাচ্চাদের বিনোদনের জন্য কিছু রাইডস এর ব্যবস্থা আছে। স্কুল ছুটি হলে বাচ্চারা এগুলোতে খেলাধূলা করে। স্কুলের দেয়ালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বেশ কয়েকজন শহীদের ছবি আঁকা আছে। স্কুলের বাচ্চাদের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে পাঠদানের জন্য এটি বেশ ভালো উদ্যোগ। এতে করে বাচ্চারা মুক্তিযুদ্ধে শহীদদের সম্পর্কে কিংবা মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত ব্যাক্তিদের সম্পর্কে ভালোভাবে জানতে পারবে।

IMG-20230502-WA0002(1).jpg

এছাড়া স্কুলের আরো একটি বিষয় আমার ভালো লেগেছে- আর তা হল স্কুলের দেয়ালে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জাতীয় প্রতীকগুলো অংকিত আছে। এগুলো দেখে বাচ্চারা বাংলাদেশের জাতীয় প্রতীকের ছবিগুলো মনে রাখতে পারবে। পাঠ্যপুস্তক বাদে এ ধরণের প্রতিচ্ছবি বাচ্চাদের সহজে অনেক কিছু শিখতে এবং জানতে সাহায্য করে। স্কুলটি অনেক পুরাতন এবং গ্রামে অবস্থিত হলেও, স্কুলের অবকাঠামো বেশ ভালো লেগেছে। শহর অঞ্চলেও অনেক সময় এরকম স্কুল দেখা যায় না।

20210518_161259.jpg

স্কুলটি ১৯২৯ সালে স্থাপিত হলেও, ২০০২-২০০৩ সালের দিকে স্কুলটি হয়তো নতুনভাবে নির্মাণ করা হয়েছে। যার কারণে স্কুলের দেয়ালে নির্মাণকাল উল্লেখিত আছে। ১৯২৯ সালে নির্মিত অবকাঠামো এতটা সুন্দরও হত না। যদিও এই স্কুলটি মাত্র একবারই দেখেছিলাম। আরো কয়েকবার স্কুলে গেলে হয়তো আরো কিছু তথ্য পেতাম স্কুলটি সম্পর্কে।

আমন্ত্রিত বন্ধুগণ- @pelon53, @chant.

লোকেশন- VQM4+M4R, ডিভাইস- স্যামসাং এম৩১

Sort:  
 last year 

চকরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে দারুণ লেখছেন ভাই, আমাদের প্রতিটা গ্রাম অঞ্চলে পুরনো পুরনো স্কুল রয়েছে। আপনি ১৯২৯ সালের স্কুল নিয়ে সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

স্কুলটি সম্পর্কে বেশ ভালোই তথ্য দিয়েছেন আপনি। বোঝা যাচ্ছে যে স্কুলটি অনেক বছর পুরন।আগের স্কুলগুলো বর্তমানে নতুন করে আবার সাজানো হচ্ছে এই দিকটা সরকার খুব ভালো করতেছে আমার মনে হয়। খুব সুন্দর একটি পোস্ট আপনি উপস্থাপন করেছেন ভাই ধন্যবাদ আপনাকে।

 last year 

চকরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট লিখেছেন। এটি ১৯২৯সালে স্হাপিত করা হয়। এটি দিনাজপুর জেলার খানসামা উপজেলায় অবস্থিত। সুন্দর একটি পোস্ট করার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

১৯২৯ সালে প্রতিষ্ঠিত হওয়া স্কুলটি আসলেই অনেক পুরাতন। সময়ের সাথে সাথে স্কুলটিও অনেক সংস্কার করা হয়েছে সেটিও আপনার শেয়ার করা ফটোগুলোতে দেখা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে এত পুরাতন একটি স্কুলের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য।

 last year 

চাকরামপুর প্রাথমিক বিদ্যালয় নিয়ে খুবই সুন্দর উপস্থাপন করেছেন ভাই। বিদ্যালয়টি দেখেই বুঝা যাচ্ছে অনেক পুরনো। প্রাথমিক বিদ্যালয় হচ্ছে মানুষের জীবনে প্রথম বিদ্যাপীঠ। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Loading...
 last year 

পুরাতন একটা স্কুল। প্রাইমারি স্কুলে আমি পড়াশোনা করেছি।এই রকম প্রাইমারি স্কুল প্রতিটি গ্রামে রয়েছে। প্রাইমারি স্কুলে কতো ফাজলামি করছি।আপনি প্রাইমারি স্কুল নিয়ে খুব সুন্দর একটা পোস্ট শেয়ার করছেন ভাই। ধন্যবাদ

 last year 

চকরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অনেক পুরানো।১৯২৯ সালে এই স্কুলটি প্রতিষ্ঠান স্থাপন করা হয়। এই স্কুলে আমি গেছিলাম একবার।চকরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই।

 last year 

১৯২৯ সালে স্থাপিত হয়ছে স্কুলটি।অর্থ্যাৎ বোঝাই যাচ্ছে স্কুলটি অনেক পুরোনো। স্কুলটি সম্পর্কে আপনি সবগুলো তথ্য সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি কন্টেন্ট তৈরি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 68905.09
ETH 3808.71
USDT 1.00
SBD 3.48