হাটের অন্যতম আকর্ষণ : ফলমূল এবং শাকসবজির দোকান

in Steem For Traditionlast year

1000033912.jpg

গ্রাম-বাংলার হাটগুলো এখনো আমাদের দেশের হারিয়ে যাওয়া অনেক ঐতিহ্যকে ধারণ করে আছে। সাধারণত যে কোন হাট সপ্তাহে দু'একদিন অনুষ্ঠিত হয়। আমরা নিত্যদিনের বাজারগুলোতে যে ধরণের শাক-সবজি কিংবা ফলমূল দেখতে পাই, হাটগুলোতে তার থেকে টাটকা কিছু পাওয়া যায়।

1000032425.jpg

1000032427.jpg

হাটে অনেক লোক নিজ বাগানের শাক-সবজি কিংবা ফলমূল বিক্রি করেন। আবার নিকটস্থ গ্রামগুলোতে যে ফল কিংবা শাক-সবজি বেশি উৎপাদিত হয়, তা হাটে বিক্রি হয়। ফলে হাটে তরতাজা জিনিস পাওয়া যায়। গ্রামের উৎপাদিত ফলমূল এবং শাক-সবজি শহরের মানুষের কাছে পৌঁছানোর একটি অন্যতম মাধ্যম হল হাট। হাটের দিন লোক সমাগম বেশি হয়, এজন্য ক্রয়-বিক্রয় বেশি হয়।

1000032429.jpg

1000032421.jpg

হাটে ফলমূল কিংবা শাক-সবজির যে দোকানগুলো বসে সেগুলোর সিংহভাগই ক্ষণস্থায়ী দোকান। কারণ হাটের দোকানগুলো কোন মাঠে, বিশাল বটগাছের নিচে অবস্থিত ফাঁকা জায়গায় কিংবা নদীর ধারে অনুষ্ঠিত হয় যেখানে সপ্তাহের দু'একদিন বাদে বাকি দিনগুলোতে তেমন কোন দোকানপাট থাকে না। মূলত যে কোন হাটে লোকসমাগম বেশি হয়, আর তাই হাটগুলো এমন কোন জায়গায় অনুষ্ঠিত হয় যেখানে অনেক লোক একসাথে পণ্য কেনাবেচা করার সুযোগ পায়।

1000032430.jpg

1000032427.jpg

হাটে শাক-সবজি, ফলমূল কিংবা মাছ-মাংসের জন্য আলাদা স্থান নির্ধারিত থাকে। এ কারণে হাটগুলো দেখতে গোছালো হয় এবং পণ্য কিনতে বেশ সুবিধা হয়। হাবড়া হাটের দোকানগুলো বেশ গোছালো ছিল। এখানে শাক-সবজি, ফলমূল, মাছ, লোহার সামগ্রী, শুকনো খাবার ইত্যাদি দোকানগুলো হাটের আলাদা আলাদা স্থানে সারিবদ্ধ ভাবে অবস্থিত। হাটে প্রায় সব ধরণের শাক-সবজির সমাবেশ ঘটে এবং নিত্যদিনের স্থানীয় বাজারের তুলনায় কিছুটা কম দামে শাক-সবজি কিনতে পাওয়া যায়।

1000032416.jpg

1000032412.jpg

যদিও এখন নিত্যপ্রয়োজনীয় সকল জিনিসের দাম ঊর্ধ্বমুখী, তাই হাটেও কম দামে শাক-সবজি পেতে কিছুটা বেগ পেতে হবে। তারপরও হাটের চিত্রগুলো দেখে মনে কিছুটা তৃপ্তি পাওয়া যায়। হাটের আরেকটি সুবিধা হল এখানে অনেক ধরণের মানুষের সাথে পরিচয় হয় এবং পরিচিত অনেকের সাথেও দেখা হয়, ফলে পারস্পারিক ভাব আদান প্রদানের ক্ষেত্রেও কিন্তু হাটের ভূমিকা অপরিসীম।

1000032426.jpg

1000032415.jpg

1000032414.jpg

ছবিগুলো তুলেছিলাম হাবড়া হাট থেকে। ক্যামেরা ডিভাইস- স্যামসাং এস২১ আল্ট্রা

Sort:  
 last year 

গ্রাম বাংলার হাটগুলো এখনো বেশ জমজমাট ভাবেই লাগে। আমাদের জমির হাটেও সপ্তাহে ২দিন রবিবার ও বুধবার হাট লাগে। সেখানেও এইরকম কাচাবাজার ও ফলমূলের দোকান থাকে। হাবরার এই হাটটি দেখে মোটামুটি বড়ই মনে হচ্ছে কিন্তু লোকজন অনেক কম।

 last year 

ধন্যবাদ

Such a wonderful discovery! I really enjoyed reading your post. Thank you for sharing this fascinating information with all of us. Looking forward to seeing more content like this in the future. Keep up the great work! 😊👍

Congratulations, your post is upvoted by CCS curation trail from CCS - A community by witness @visionaer3003.

png_20230714_223610_0000.png

"Home is where your heart is !❤️."

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81LgoDfTovZFjKgw6zMQtAnAPjGMC8RWTcjJfJscBJfnwR4Gi8DzYa91VcGQiVQ6nybhCecG6tn97bGn4jfYjj26.png
Vote for @visionaer3003 as witness.

 last year 

হাট বাজারে সপ্তাহে দুই দিন দোকান দেখতে পাওয়া যায়।তাদের দোকান গুলোতে টাটকা সবজি পাওয়া যায়। দোকানগুলো কিন্তু স্থায়ী হয় না।দোকান ওয়ালারা যে সবজি বিক্রি করে ভাইয়া তার বেশির ভাগ গুলোই তাদের বাসায় এবং তাদের চাষাবাদ করা সবজি।

 last year 

ধন্যবাদ

 last year 

এমন বাজার গুলো সত্যি দেখতে অনেক সুন্দর এবং গোছানো লাগে, মনোরঞ্জন একটা পরিবেশ, এছাড়াও আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পোস্টি উপস্থাপনা করেছেন, ফটোগ্রাফি গুলো দেখার মত ছিলো, শুভকামনা রইলো ভাইয়া।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

হাটবাজারে তরতাজা শাকসবজি ফলমূল পাওয়া যায়, হাটবাজার কৃষকেরা তাদের নিজের জমি থেকে উৎপাদিত শাকসবজি নিয়ে বাজারে আসে । হাট বাজার কেনাকাটার জন্য নিত্য প্রয়োজনীয় একটি মাধ্যম। খুবই সুন্দর উপস্থাপন করেছেন ভাই। ফটোগ্রাফি দারুণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

হাট বাজারের মূল আকর্ষন হলো শাকসবজি এবং ফল মূল।শাকসবজির দোকান গুলো বাজারে দুই একদিন নির্ধারিত দিন থাকে সেই দিন গুলোতে তারা দোকান বসায়।আপনি দারুণ ফটোগ্রাফি করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

এই সব গ্রাম্য হাট-বাজারে সবজি ও ফলমূল টাটকা পাওয়া যায়। এই সব হাট-বাজার গ্রামীন ঐতিহ্যকে টিকে ধরে রেখেছে। হাবড়া হাটে আমি অনেক কয়েকবার গিয়েছি।

 last year 

ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58522.85
ETH 2614.85
USDT 1.00
SBD 2.43