দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল- বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স

in Steem For Traditionlast year

20220619_203916.jpg

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স রাজধানী ঢাকার পান্থপথে অবস্থিত। আমি সর্বপ্রথম এই শপিং কমপ্লেক্সে গিয়েছিলাম ২০২১ সালে, অথচ এটি চালু হয়েছিল ২০০৪ সালে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল আমাদের দেশে অবস্থিত, এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমাদের দেশের বিশ্বমানের শপিং মল হিসেবে আমরা সকলেই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স একবার ঘুরে দেখার ইচ্ছা পোষণ করি।

20210228_192445.jpg

২১ তলাবিশিষ্ট বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ৮ তলা পর্যন্ত অসংখ্য দোকান রয়েছে। প্রায় সব ধরণের দোকান রয়েছে এখানে এবং দোকানগুলোতে ভাল মানের পণ্য পাওয়া যায়। যেহেতু এটি একটি বিশ্বমানের শপিং মল, তাই দেশের অনেক ধনীব্যক্তি এবং বিদেশি অতিথিরা এখানে শপিং করার জন্য আসেন। তাই এখানকার পণ্যগুলো মানসম্পন্ন হয়ে থাকে। আর এই শপিং মলে সার্বক্ষণিক বিদ্যুৎ সংযোগ সুবিধার ব্যবস্থা আছে এবং শীতাতপ নিয়ন্ত্রিত, এছাড়া কার পার্কিং এর সুবিধা তো আছেই।

20220619_202954.jpg

আমার ধারণা অনুযায়ী এখানে এত সংখ্যক দোকান আছে যে, তা একদিনে ঘুরে দেখা অসম্ভব। যদিও আমি ক্লান্ত ছিলাম তাই আমার জন্য পুরো শপিং মল ঘুরে দেখা অসম্ভব ছিল। এই শপিং মলে যে শুধু পণ্য ক্র‍য় বিক্র‍য়ের ব্যবস্থা আছে তা কিন্তু নয়। এখানে বিনোদনের ব্যবস্থাও রয়েছে এবং আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে। এখানে উন্নত সিনেমা হল, শরীরচর্চা কেন্দ্র, শিশুদের বিনোদন কেন্দ্র, খাবারের দোকান ইত্যাদি রয়েছে।

20210228_195158.jpg

স্টার সিনেপ্লেক্সের কথা আলাদাভাবেই বলতে হয়। কারণ এটি বাংলাদেশের আধুনিকতম সিনেমা হল যা বসুন্ধরা সিটিতেই অবস্থিত। ডিজিটাল স্ক্রিনে সিনেমা দেখার মজাই আলাদা। আমার ইচ্ছা আছে একবার এই সিনেমা হলে গিয়ে ভাল কোন সিনেমা দেখার। শপিং কমপ্লেক্সের উপরের দিকের গোলাকার অংশটি দেখতে বেশ সুন্দর লাগে। গ্রাউন্ড ফ্লোরে একটি মুখাবয়ব ডিজাইন করা আছে। উপর থেকে এই ডিজাইন দেখতে বেশ ভাল লাগে। পুরো শপিং কমপ্লেক্সটি সুন্দরভাবে ডিজাইন করা। তাই শপিং না করেও শুধু শপিং কমপ্লেক্সটি ঘুরে দেখলেও খারাপ লাগবে না।

20220619_203630.jpg

শপিং কমপ্লেকটি এতটা বিশাল যে, এর উপর তলায় উঠে যদি আপনি নিচের দিকে তাকান তাহলে একটু ভয় লাগতে পারে। আর উপর তলা থেকে ছবি তুলতে গিয়ে মনে হবে এই বুঝি হাত থেকে ফোনটি নিচে পড়ে গেল। আমি বেশ কয়েকবার শপিং কমপ্লেক্সে গেলেও এখান থেকে কিছু কেনা হয়নি। আসলে কোন কিছু কেনার প্রয়োজন ছিল না। আমার বন্ধু নাহিদ এখান থেকে ব্লুটুথ ওয়্যারলেস হেডফোন কিনেছিল এবং সেটি মানে বেশ ভাল ছিল। যারা ঢাকায় শপিং করতে চান তাদের জন্য আদর্শ জায়গা হল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। তাই ঢাকায় শপিং করার জন্য যেতে পারেন দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। ধন্যবাদ, সবাইকে।

20220619_203925.jpg

20220619_210513.jpg

20220619_203248.jpg

20220619_203317.jpg

20220619_203755.jpg

20220619_203912.jpg

20220619_210525.jpg

20210228_192831.jpg

ডিভাইসস্যামসাং এস২১ আল্ট্রা, স্যামসাং এম৩১
লোকেশনQ92R+F7 Dhaka
Sort:  
 last year 

বসুন্ধরা সপিং কমপ্লেক্স নিয়ে অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন।বাংলাদেশের সব চেয়ে বড় সপিং মল গুলোর মধ্যে এটি একটি।এখানে সব ধরনের দোকান পাওয়া যায়।এক ফ্লোর থেকে আর এক ফ্লোরে যাতায়াতের জন্য রয়েছে লিফট এবং এসকেলেটর।বসুন্ধরা সপিং কমপ্লেক্সে আমার অসংখ্যবার যাওয়া হয়েছে।ধন্যবাদ আপনার ও ফটোগ্রাফি সুন্দর হয়েছে।

 last year 

Feedback / Observation

দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল- বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স নিয়ে সুন্দর একটি পোস্ট করেছেন। তবে আমি কখনো বসুন্ধরা সিটি কমপ্লেক্সে যায়নি। আপনার তোলা ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আপনি বসুন্ধরা সিটি কমপ্লেক্স সম্পর্কে সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন।

ভুল বানানঃ নাই। 🙂
অনুপস্থিত শব্দ(Missing Word): 🙂
ভাষার গরমিলঃ নাই। 🙂
Regards
@md-sajalislam (Moderator)
Steem For Tradition