রংপুর বিভাগের একমাত্র বিমানবন্দর - সৈয়দপুর বিমানবন্দর

in Steem For Traditionlast year

1000033090.jpg

উপজেলা শহরে বিমানবন্দর আছে এমনটা খুব কমই দেখা যায়। আমাদের দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলো বিভাগীয় শহরগুলো অবস্থিত। যদিও সৈয়দপুর বিমানবন্দর এখনো আন্তর্জাতিক বিমানবন্দরের স্বীকৃতি পায়নি। কিন্তু একে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে প্রতিষ্ঠিত করার যে পরিকল্পনা বাংলাদেশ সরকারের ছিল, তা বেশ কয়েকবার অনলাইন নিউজগুলো থেকে জানতে পেরেছি। সৈয়দপুর এয়ারপোর্ট চালু হয়েছিল ১৯৭৯ সালে। বর্তমানে এই এয়ারপোর্ট থেকে শুধুমাত্র আঞ্চলিক বিমানবন্দরগুলোতে যাতায়াত করা যায়।

1000033089.jpg

সৈয়দপুর এয়ারপোর্ট থেকে ঢাকা, কক্সবাজার, চট্টগ্রাম এই বিভাগীয় শহরগুলোতে বিমান চলাচল করে। প্রতিদিন সৈয়দপুর বিমানবন্দর থেকে অসংখ্য ফ্লাইট ঢাকা কিংবা অন্যান্য রুটে পরিচালিত হয়। কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে সৈয়দপুর এয়ারপোর্টে গিয়েছিলাম। এয়ারপোর্টের অবকাঠামো বেশ সুন্দর। এই এয়ারপোর্ট যদি আন্তর্জাতিক মানে উন্নীত হয় তাহলে আমরা যারা পার্বতীপুর, দিনাজপুর ও রংপুরে থাকি তাদের জন্য ভারত, নেপাল ইত্যাদি দেশে যাওয়া অনেক সহজ হবে।

1000033087.jpg1000033093.jpg

সৈয়দপুর থেকে ভারত খুব কাছে অবস্থিত। তাই সৈয়দপুরে আন্তর্জাতিক বিমান বন্দর হলে উত্তরবঙ্গের যারা ভারতে ভ্রমণ কিংবা চিকিৎসার জন্য যেতে চান তাদের ভ্রমণ দীর্ঘ হবে না। কারণ ভারতে যাওয়ার জন্য উত্তরবঙ্গের সবাইকে ঢাকা বিমানবন্দরে যেতে হয়। সৈয়দপুর বিমানবন্দর ভ্রমণ, চিকিৎসা ও বাণিজ্যিক সুবিধায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সৈয়দপুর বিমানবন্দর সম্ভবনাময় একটি বিমানবন্দর।

1000033091.jpg

বাংলাদেশে তিনটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর রয়েছে, সৈয়দপুর যদি আন্তর্জাতিক বিমানবন্দরের স্বীকৃতি পায় তাহলে আমাদের দেশের আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা হবে চারটি। আর এই স্বপ্ন বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের মানুষের জন্য এটি হবে একটি গর্বের বিষয়। আশা করি, এটি একদিন আন্তর্জাতিক বিমান বন্দরের স্বীকৃতি পাবে।

1000033088.jpg

  • Camera Device- Samsung S21 Ultra
  • Location- QW75+8Q6, Cantoment Rd, Saidpur 5310
Sort:  
 last year 

উত্তরাঞ্চলের একমাত্র বিমানবন্দর হলো সৈয়দপুর বিমানবন্দর। যে বিমানবন্দর থেকে সাম্প্রতিক নেপাল যাওয়ার জন্য ফ্লাইট চালু করা হয়েছে, এবং কক্সবাজার এর ফ্লাইট চালু করা হয়েছে। এছাড়াও ঢাকা প্রতিদিন চারটি বিমান চলাচল করে। নভোএয়ার এবং ইউএস এ বাংলা এই দুইটি বিমান খুবই জনপ্রিয়। সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই, আমি কয়েকবার সৈয়দপুর বিমানবন্দর গিয়েছি। সৈয়দপুর থাকার সুবাদে। অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ

Congratulations, your post is upvoted by CCS curation trail from CCS - A community by witness @visionaer3003.

png_20230714_223610_0000.png

"Home is where your heart is !❤️."

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81LgoDfTovZFjKgw6zMQtAnAPjGMC8RWTcjJfJscBJfnwR4Gi8DzYa91VcGQiVQ6nybhCecG6tn97bGn4jfYjj26.png
Vote for @visionaer3003 as witness.

 last year 

আমি দুইবার সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকা গিয়েছিলাম।ভিতরের দৃশ্য আরো অনেক সুন্দর। অবশ্য এইটা ভালো বলেছেন আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে বিবেচিত হলেই আমাদের জন্য নিকটতম দেশ ঘুরানো সহজ হবে।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

উত্তরাঞ্চলের মানুষের জন্য একমাত্র বিমানবন্দর হল এই সৈয়দপুর বিমানবন্দর।প্রতিদিন অসংখ্য যাত্রী যাওয়া আসা করে বিমানে করে এই বিমানবন্দরের মাধ্যমে। তবে এই বিমানবন্দরে যাওয়ার কখনো সুযোগ হয়নি আমার। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন ভাই ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ রাহুল ভাই

 last year 

এই বিমানবন্দরে আমি কয়েকবার গিয়েছি কিন্তু বিমানে উঠে কোথাও যাওয়ার সৌভাগ্য হয়নি। বিমানবন্দরের আশপাশের পরিবেশগুলো অসাধারণ। বিমানবন্দরের পাশে শ্মশান ঘাট থেকে আমি বিমানবন্দরের ভেতরের দৃশ্যটা দেখি যা অসাধারণ লাগে। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

সৈয়দপুর বিমানবন্দরে আমার কখনও যাওয়া হয় নি। তবে আমার আব্বু যখন ডাক্তার দেখাতে ঢাকা যান তখন বিমানে করে যান।সৈয়দপুর বিমানবন্দর আমাদের গর্ব।তবে এর বিস্তির্ণ জায়গা পার্বতীপুর থানারও রয়েছে। আপনি অনেক সুন্দর একটা বিষয় তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া।

 last year 

ধন্যবাদ আপু

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

সৈয়দপুর বিমান বন্দরে প্রায় ১৫-১৬ বছর আগে গিয়েছিলাম। সৈয়দপুর বিমানবন্দর নিয়ে সুন্দর পোস্ট করেছেন।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

সৈয়দপুরে বিমানবন্দর থাকার কারনে উত্তরবঙ্গের মানুষের যাতায়াত ব্যবস্থা অনেক সহজ হয়ে গেছে। এখন মানুষ খুব সহজেই অল্প সময়ের মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় যাওয়া যায়। সৈয়দপুর বিমানবন্দর নিয়ে সুন্দর একটি পোস্ট করেছেন।

 last year 

ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58083.18
ETH 2578.52
USDT 1.00
SBD 2.42