গ্রামীণ মেলার সব থেকে সুন্দর মুহূর্ত - বাবা এবং ছেলের মেলায় ঘুরতে আসার দৃশ্য

in Steem For Traditionlast year

1000028281.jpg

যে কোন গ্রামীণ মেলায় ঘুরতে গেলে এমন অনেক দৃশ্য চোখে পড়ে যেসব দৃশ্য আমাদের শৈশবের স্মৃতি মনে করিয়ে দেয়। এমনই এক মমতাময়ী দৃশ্য হল বাবার সাথে তার ছোট ছেলেমেয়েদের মেলায় ঘুরতে আসার দৃশ্য। এটা যে কোন সন্তানের জন্য একটি স্মরণীয় মুহূর্ত। ছোটবেলায় বাবা তার সন্তানকে সাইকেলে কিংবা তার সন্তানের হাত ধরে পায়ে হেঁটে মেলায় নিয়ে যান। এরকম দৃশ্য আমাদের চিরায়ত গ্রাম-বাংলার বহুল পরিচিত এবং মমতাময়ী দৃশ্যগুলোর প্রতিনিধিত্ব করে।

1000028282.jpg

গ্রামীণ মেলাগুলোতে বাচ্চারা খালি হাতে তাদের বাবার সাথে ঘুর‍তে যায় কিন্তু ফিরে আসে মজার কোন খেলনা নিয়ে। সেই ছোট্ট ছেলে কিংবা মেয়ে যে তার বাবার সাথে মেলায় খেলনা কিনতে গিয়েছিল, সে পরবর্তীতে বড় হয়ে বাবার সাথে মেলায় ঘুরতে যাওয়ার যে কি আনন্দ ছিল, এই মুহূর্তটা যে আমাদের লাইফে কতটা দামী তা একটু হলেও উপলব্ধি করতে পারবে। আসলে গ্রামীণ মেলাগুলোর কারণেই এরকম কিছু সুন্দর দৃশ্যের অবতারণা হয়।

1000028284.jpg

এই দৃশ্যগুলো চোখে পড়েছিল মেলা শেষে বাড়ি ফেরার সময়। প্রথম ছবিতে ছোট্ট ছেলেটি তার বাবার হাত ধরে বাড়িতে যাচ্ছিল, তার বাবার হাতে ছিল একটি বেলুন। আর পরের ছবিগুলোতে একজন বাবা তার আদরের ছোট্ট ছেলেকে সাইকেলে করে নিয়ে যাচ্ছিলেন। তিনিও তার ছেলের জন্য সুন্দর একটি বেলুন কিনেছিলেন। মেলা ঘুরে বাড়ি যাওয়ার পথে এরকম দৃশ্য দেখে কিছু ছবি না তুলে পারলাম না।

1000028285.jpg

গ্রামীণ মেলায় গেলে এরকম আরো অনেক দৃশ্য চোখে পড়ে যে দৃশ্যগুলোর সাথে আমরা অনেক আগে থেকেই পরিচিত। এগুলো আমাদের পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়। আমরা অনেকেই এই দিনগুলো খুব মিস করি। তবে গ্রামীণ মেলাগুলোও কিছুটা হারিয়ে যেতে বসেছে। আগে পার্বতীপুরের বিভিন্ন জায়গায় মেলা বসত এখন সেই মেলাগুলো আর অনুষ্ঠিত হয় না। গ্রামীণ মেলাগুলো কমে গেলে মেলার অনেক দৃশ্যের মর্মার্থ আমাদের অনেকের কাছে বোধগম্য হবে না।

Camera DeviceSamsung S21 Ultra
LocationG2GP+VGM শাল ঘরিয়া
Sort:  
 last year 

আমাদের বাসা থেকে ২ কিলোমিটার দুরে কতুবডাঙ্গা নামক স্থানে যখন মেলা লাগতো। তখন আমার বাবার সাথে আমি মেলায় আসতাম। মেলায় এসে বিভিন্ন ধরনের দোকান ঘুরে ঘুরে দেখতাম। রসগোল্লা খেতাম। আর বাসায় যাওয়ার আগে মনিহারি দোকান থেকে কোন না কোন খেলার খেলনা নিতাম। সুন্দর একটি পোস্ট করেছেন ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

গ্রামীণ মেলার এই দৃশ্যটি আমার অনেক ভালো লেগেছে ভাই। ছোট বাচ্চারা বাবার হাত ধরে ঘুরতে যাওয়ার স্মৃতি গুলো মনে করিয়ে দেয়।বেলুনটি অনেক সুন্দর ছিলো ভাই। এই দৃশ্যগুলো আমাদের গ্রাম বাংলায় বেশি দেখতে পাওয়া যায়।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

ভাইয়া আপনার পোস্ট পরে এবং ফটোগ্রাফি গুলো দেখে, আমারও শৈশবের কথা গুলো মনে পড়ে গেলো, যদিও আমি আব্বুর সাথে মেলায় যাইনি তবে আব্বুর হাত ধরে চরক হাটি গিয়েছিলাম, কিন্তু মধুময় সৃতি ছিলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, শৈশবের সৃতি গুলো মনে করে দেওয়ার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

পোস্টটি দেখে আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। ছোটবেলায় আমার বাবাও আমাকে মেলায় নিয়ে যেতেন। তখন চাকলা বাজারে বৈশাখী মেলা বসতো। আমাকে একটি টমটম গাড়ি কিনে দিয়েছিল। আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য

 last year 

ধন্যবাদ আপু

 last year 

বাহ চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন ভাই, ছোটবেলা বাবার সাথে মেলায় যাওয়ার অনুভূতিটা যে কি সেটা বলে বুঝানো যাবে না। এখনো মনে পড়ে ছোটবেলায় কান্না করতাম বাবা কোথায় গেলে সাথে সেখানে যাওয়ার জন্য। আপনি সুন্দর চিত্র তুলে ধরেছেন, যে কেউ আবেগ আপ্লুত হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

ছোটবেলায় আমিও মেলায় গিয়েছিলাম অনেকবার। তবে আমার বাবার সাথে মাত্র একবার গিয়েছিলাম। বাকি সময় আমার চাচার সাথে গিয়েছিলাম। আমার বাবা ব্যাস্ত থাকতো বলে তার সময় হতো না। আর আমার চাচা তখন বেকার ছিলো তাই চাচার সাথেই পাঠিয়ে দিতো। ছোটবেলার স্মৃতি নিয়ে সুন্দর একটি পোস্ট করেছেন।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

মেলাতে ঘুরতে যাওয়া মানে এক অন্যরকম আনন্দ। তবে সেটা যদি পরিবারের কারো সঙ্গে যাওয়া হয় তবে আনন্দটা দুই গুণ আরও বেশি বেড়ে যায়। তেমনি বাবা ও ছেলের সম্পর্ক আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। পোস্টটি দেখে আসলেই অনেক ভালো লাগলো ভাই ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ ভাই

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

শৈশবের কিছু স্মৃতি মনে করে দিলেন ভাই। ছোটবেলায় বাবার সাথে আমিও এভাবেই হাত ধরে মেলায় ঘুরতে যেতাম। দিনগুলো কোথায় যেন হারিয়ে গেল। আপনার পোস্টটি পড়ে অসাধারণ লাগলো ভাই। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58083.18
ETH 2578.52
USDT 1.00
SBD 2.42