ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ মেলায় দেখা কিছু ওয়ালমেটের দোকান

in Steem For Traditionlast year

1000028136.jpg

ঘর সাজাতে যেসকল উপকরণ প্রয়োজন তার মধ্যে ওয়ালমেট অন্যতম। ঘরের দেয়ালে ওয়ালমেট না থাকলে ঘরটা একটু ফাঁকা ফাঁকা মনে হয়। ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ওয়ালমেটের কোন তুলনা হয় না। আপনি যদি ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে চান তাহলে ওয়ালমেট ছাড়া তা অসম্পূর্ণ মনে হবে। তাই ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে ওয়ালমেটের ব্যবহার হয়।

1000028134.jpg

ছবিতে যে ওয়ালমেটের দোকানগুলো দেখতে পারছেন সেই ছবিগুলো তুলেছিলাম আফতাবগঞ্জ মেলা থেকে। এই দোকানগুলোতে হাতে নকশা করা সুন্দর সুন্দর ওয়ালমেট পাওয়া যাচ্ছিল। দোকানে বসে থাকা লোকটি নিজ হাতে ওয়ালমেটের নকশা তৈরি করছিলেন। এই দোকানে বিবাহ এবং জন্মদিনের জন্য বিভিন্ন ওয়ালমেট ছাড়াও ফুলের ডিজাইন করা ওয়ালমেট উপলব্ধ ছিল। বিবাহ, জন্মদিন, গায়ে হলুদ এই ধরণের ওয়ালমেটগুলোতে নাম, তারিখ লেখার ব্যবস্থা আছে।

1000028135.jpg

সাধারণত শহরে এরকম ওয়ালমেট খুব একটা দেখা যায় না। এই ওয়ালমেটগুলোর মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে ফুলের ডিজাইন করা ওয়ালমেটগুলো। গ্রামের মানুষ উপহার হিসেবেও এই ওয়ালমেটগুলো কিনে থাকেন। এই ওয়ালমেটগুলোর দাম তেমন বেশি না। এগুলোর দাম অধিকাংশ মানুষের নাগালের মধ্যেই আছে।

1000028137.jpg

এই দোকানগুলোর অধিকাংশ ওয়ালমেট জন্মদিন, বিবাহ এসব অনুষ্ঠানের পাত্র-পাত্রীদের জন্য তৈরি। হয়তোবা গ্রামে এই ধরণের ওয়ালমেটের চাহিদা প্রচুর। ওয়ালমেটে নাম এবং তারিখ লেখার মাধ্যমে বিষয়টি আরো স্মরণীয় করে রাখা হয়। ঘরের দেয়ালের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ওয়ালমেটকে স্মারক হিসেবেও ব্যবহার করা হয়।

1000028138.jpg

আফতাবগঞ্জ মেলায় গেলে এই ওয়ালমেটের দোকানগুলো ঘুরে সুন্দর কিছু ওয়ালমেট কিনতে পারেন কিংবা উপহার দিতে পারেন আপনার প্রিয়জনকে।

Camera DeviceSamsung S21 Ultra
LocationG2HP+8QH শাল ঘরিয়া

Sort:  
 last year 

এইরকম ওয়ালমেট আমি প্রথম ২০১৫ সালে কিনেছিলাম। এখনো সেটা আমার রুমে আছে। প্রায় সব ধরনের বড় বড় মেলাগুলোতে এই ওয়ালমেটের দোকান আসে। চমৎকার লিখেছেন ভাই।

 last year 

মেলায় দেখা ওয়ালমেট গুলোর চাদিহা ছিলো অনেক বেশি। বিভিন্ন অনুষ্ঠানে নাম লিখে উপহার দেওয়ার জন্য এই ওয়ালমেট গুলো ব্যবহার করা হয়। গাঁয়ে গলুদের অনুষ্ঠানে এই ওয়ালমেটে নাম লিখে উপহার দেওয়া হয়।

 last year 

ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই ওয়ালমেট টাঙানো হয়। এমনকি উপহার হিসেবে ওয়ালমেট দেওয়া হয়। সুন্দর পোস্ট করছেন ভাই। আমাদের বাড়িতে ওয়ালমেট আছে সেখানে লেখা ভূলনা আমায়। অনেক ধন্যবাদ ভাই এতো সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

এই ওয়ালমেট গুলো ঘরের সৌন্দর্য বাড়ায়। আমাদের বাড়িতেও এরকম বড় বড় দুইটি ওয়ালমেট রয়েছে ঘরে। এই ওয়ালমেট গুলো নিজের ইচ্ছামত সাজানো যায়। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

আপনার তোলা ছবিগুলোর ওয়ালমেট গুলো খুব সুন্দর করতেছে ভাই।ঠিকই বলেছেন আপনি শহরে এই ওয়ালমেট গুলো তেমন দেখা যায় না গ্রামে সব থেকে বেশি দেখা যায়। আমার বাড়িতে দুই থেকে তিনটি ওয়ালমেট আছে এখনো।দারুণ একটি পোস্ট শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ঘরের দেয়ালে ওয়ালমেট না থাকলে ঘরটা একটু ফাঁকা ফাঁকা মনে হয়।

ঠিক বলেছেন ভাই
বিভিন্ন মেলায় এরকম ওয়ালমেট এর দোকান দেখা যায়। সারা বছর ওয়ালমেট কেনার পরিকল্পনা না থাকলেও,এরকম মেলায় এসে ঘুরতে ঘুরতে ওয়ালমেট পছন্দ হয়ে যায়।তখন অনেকে কিনে নিয়ে যায়। চমৎকার ফটোগ্রাফি করেছেন ভাই। শুভকামনা রইল আপনার জন্য

 last year 

আপনার তোলা প্রতিটা ওয়ালমেটের ছবি অসাধারণ হয়েছে।আসলে ঘরের দেয়ালে ওয়ালমেট দিয়ে রাখলে সেই জায়গার সৌন্দর্য বৃদ্ধি পাই।আমার ভাবি নিজের হাতে ওয়ালমেট তৈরি করতে পারে।ধন্যবাদ ভাই এতো সুন্দর একটা পোস্ট করার জন্য।

 last year 

আপনি নানা রঙের একটি ওয়ালমেটের দোকানের ছবি আমাদের সাথে শেয়ার করেছেন। প্রায় প্রতিটি ওয়াল ম্যাটে পান পাতা কিংবা হার্ট সেপের ডিজাইন দেখা যাচ্ছে। সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য কাস্টমাইজ করে সেখানে নাম, তারিখ এবং দিনের নাম লিখে আনা যায়। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58607.22
ETH 2616.94
USDT 1.00
SBD 2.43