দর্শনীয় স্থান - ষাট গম্বুজ মসজিদ | বিশ্ব ঐতিহ্য এবং মুসলিম স্থাপত্যের প্রাচীন এক নিদর্শন

in Steem For Tradition2 years ago (edited)

ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত, যা আমাদের দেশে অবস্থিত একটি বিশ্ব ঐতিহ্যের প্রতীক। বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য এবং সেরা দর্শনীয় স্থানগুলোর একটি হল বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ। বাংলাদেশে যে তিনটি বিশ্ব ঐতিহ্য রয়েছে তার মধ্যে ষাট গম্বুজ মসজিদ অন্যতম। ১৯৮৫ সালে ইউনেস্কো এই স্থানকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেয়।

IMG-20230419-WA0008-01.jpeg

ভারতীয় উপমহাদেশের মুসলিম স্থাপত্যগুলোর প্রাচীন এক নিদর্শন হল ষাট গম্বুজ মসজিদ। ষাট গম্বুজ মসজিদের কোথাও কোন শিলালিপি ছিল না, তাই এই মসজিদ নির্মাণের সঠিক সময় জানা যায়নি। ধারণা করা হয় ১৫শ শতাব্দীতে খান জাহান আলী এটি নির্মাণ করেন। খান জাহান আলী ছিলেন একজন মুসলিম ধর্ম প্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের স্থানীয় শাসক।

IMG-20230419-WA0007.jpg

বাগেরহাটে ষাট গম্বুজ মসজিদ ছাড়াও আরো অনেক ঐতিহাসিক নিদর্শন আছে, যা আপনার দৃষ্টি আকর্ষণ করবে। ষাট গম্বুজ মসজিদে মোট গম্বুজের সংখ্যা ৮১টি। মসজিদের অভ্যন্তরভাগে রয়েছে ৬০ টি স্তম্ভ। মসজিদের চারটি মিনার আছে এবং মিনার চারটি মসজিদের চারকোণায় অবস্থিত। অনেকের মতে মসজিদটি ষাটটি পাথরের স্তম্ভের উপর নির্মিত, এজন্য মসজিদটির নাম হয়েছে ষাট গম্বুজ মসজিদ।

IMG-20230419-WA0005.jpg

বাংলাদেশে অবস্থিত বিশ্ব ঐতিহ্যের ধারক ও বাহক হল এই ষাট গম্বুজ মসজিদ, যা চোখের সামনে দেখতে পারা ছিল সৌভাগ্যের ব্যাপার। ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর আমি ষাট গম্বুজ মসজিদ দেখেছিলাম। মসজিদটির প্রাচীন স্থাপত্যশৈলী দেখে অবাক হয়েছিলাম। এরকম প্রাচীন একটি নিদর্শন সামনাসামনি দেখার মুহূর্তটা স্মরণীয় হয়ে থাকবে। ষাট গম্বুজ মসজিদের ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি আনন্দিত।

IMG-20230419-WA0003.jpg

ষাট গম্বুজ মসজিদের নিকটেই একটি জাদুঘর আছে। আমি জাদুঘরেও প্রবেশ করেছিলাম। জাদুঘরে অনেক প্রাচীন নিদর্শন যেমন কারুকার্য খচিত ইট, থালা, বাটি, ষাট গম্বুজ মসজিদের প্রতিরূপ, পোড়ামাটির বিভিন্ন জিনিস, কুমিরের প্রতিরূপ ইত্যাদি রয়েছে।

IMG-20230419-WA0001.jpgIMG-20230419-WA0002.jpg
IMG-20230419-WA0010.jpgIMG-20230419-WA0004.jpg

বাগেরহাট জাদুঘরটি ইউনেস্কো এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে ১৯৯৫ সালে নির্মিত হয়। বাগেরহাট শহরটি পূর্বে খলিফাতাবাদ নামে পরিচিত ছিল। আর এই শহরের ইতিহাস, ঐতিহ্য এবং প্রাচীন নিদর্শনগুলোই সংরক্ষিত আছে বাগেরহাট জাদুঘরে।

IMG-20230419-WA0006(1).jpg

পরিশেষে বলব ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের সেরা দর্শনীয় স্থান যা ইতিহাস এবং ঐতিহ্যের প্রতীক। মূলত পুরো বাগেরহাট জেলায় বাংলাদেশের অনেক প্রাচীন নিদর্শন আছে। তাই প্রাচীন বাগেরহাট জেলায় ভ্রমণ করলে দর্শনীয় অনেক কিছু দেখতে পাবেন।

রেফারেন্স-১, রেফারেন্স-২

আমন্ত্রিত বন্ধুগণ : @ridwant, @pelon53

  • তারিখ- ১১ সেপ্টেম্বর, ২০১৯
  • লোকেশন- MPFR+RP Bagerhat
  • ডিভাইস- WE L9

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

খুলনা বাগের হাট জেলায় ঐতিহ্যবাহী এই মসজিদ বিশ্বের দরবারে অনেক বিখ্যাত। প্রাচীন স্থাপনার একটি হলো এই মসজিদ। ষাট গম্ভুজ মসজিদ দেখার জন্য উপমহাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ সমাগম করে সেখানে।বই থেকে জানতে পারি এই মসজিদ খান জাহান আলী নির্মান করেন। অনেক সুন্দর ছবি তুলেছেন ভাইয়া অনেক ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

অনেক ছোটবেলায় খুলনা গিয়েছিলাম। সেখান থেকে বাগেরহাট গিয়ে এই মসজিদ দেখার সৌভাগ্য আমার হয়েছিল। অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল ভাই। এরকম পুরাতন স্থাপনা গুলো দেখতে অনেক ভালো লাগে।ভালো লিখেছেন শুভকামনা রইল

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই

Loading...
 2 years ago 

বাগের হাট জেলার ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদ। এই ঐতিহ্যবাহী মসজিদের কথা অনেক বার বই মধ্যে পড়েছি।তবে সরাসরি দেখার সৌভাগ্য এখনো হয় নাই। আপনি ষাট গম্বুজ মসজিদ নিয়ে খুব সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

একবার দেখে আসতে পারেন। ভালো লাগবে

 2 years ago 

খুলনা বাগেরহাট জেলায় ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদ আমাদের সারা বাংলাদেশের গর্ব। তবে এখনো যাওয়ার সৌভাগ্য হয়নি আমার ষার্ট গম্বুজ মসজিদ দেখার জন্য। অনেক সুন্দর উপস্থাপন করেছেন ভাই অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ষাট গম্বুজ মসজিদ শুধু বইয়ে পড়েছি কখনো নিজের চোখে দেখার সৌভাগ্য হয়নি। আপনার পোস্টটি পড়ে অনেক ধারণা পেলাম। আপনার করা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

কয়েক বছর আগে আমি অফ বাগেরহাট জেলার এই ষাট গম্বুজ মসজিদটি দেখতে গিয়েছিলাম। এটি আসলে একটি অসাধারণ স্থাপনা। মসজিদের পিছনের পদ্মপুকুরটি আমার আরো ভালো লেগেছে। সানে বাধানো পুকুর আমার সব সময় পছন্দ। ধন্যবাদ আপনাকে এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ষাট গম্বুজ মসজিদ নিয়ে অনেক সুন্দর হয়েছে পোস্ট। তবে এই ষাট গম্বুজ মসজিদ আমি নিজ চোখে দেখিনি। এই মসজিদটি খুলনার বাগেরহাট জেলায় অবস্থিত। সুন্দর একটি পোস্ট করেছেন।ধন্যবাদ ভাই।

 2 years ago 

বাংলাদেশের কিছু কিছু ঐতিহ্যবাহী জিনিসের ভেতর এই ষাট গম্বুজ মসজিদ হলো অন্যতম। এটি হলো বাংলাদেশের একটি সেরা দর্শনীয় স্থান।ভবিষ্যতে সেখানে যাওয়ার ইচ্ছা আছে আমার।আপনার পোস্টটি দেখে খুব সুন্দর লাগলো ভাই ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.35
JST 0.033
BTC 115936.18
ETH 4478.07
SBD 0.86