বাংলাদেশের ঐতিহ্যগত কুটির শিল্প- শীতল পাটি

in Steem For Traditionlast year

1000028172.jpg

বাংলাদেশের এক প্রাচীন কুটির শিপ্লের নাম হল শীতল পাটি। গ্রামে-গঞ্জে শীতল পাটির প্রচুর ব্যবহার লক্ষ্য করা যায়। আধুনিক যুগে এসেও শীতল পাটির ব্যবহার তেমন কমেছে বলে মনে হয় না। কারণ আমাদের নিত্যপ্রয়োজনীয় অনেক ব্যবহারে শীতল পাটির উপস্থিতি থাকেই। শীতল পাটি এতটাই গুরুত্বপূর্ণ এবং কারুকার্যমণ্ডিত শিল্প যে, ইউনেস্কো শীতল পাটিকে একটি বিশেষ সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশী শিল্প হিসেবে শীতল পাটি যে বিশ্ব ঐতিহ্যের অংশ তা আমাদের জন্য গৌরবের বিষয়।

1000028173.jpg

গ্রামে কিংবা শহরের বাড়িগুলোর মেঝেতে শীতল পাটি বহুলভাবে ব্যবহৃত হয়। গ্রামের মানুষ দিনে কিংবা রাতের বেলায় উঠোনে পাটি বিছিয়ে গল্প গুজব করে। আগে স্কুলের ছেলেমেয়েরা শীতল পাটিতে বসে পড়াশোনা করত। গ্রামে এখনো কোন অনুষ্ঠান হলে শীতল পাটি বিছিয়ে মানুষকে খেতে দেওয়া হয়। তবে বর্তমানে শীতল পাটির ব্যবহার কিছুটা হলেও কমেছে। অনেকে এখন ওয়াটারপ্রুফ প্লাস্টিকের পাটি ব্যবহার করছেন।

1000028175.jpg

মেলায় এই ধরণের পাটিগুলো বেশি পাওয়া যায়। গ্রামীণ মেলাগুলোতে শীতল পাটি দেখলেই মনে হয় যেন আমাদের দেশের কুটির শিল্প এখনো মনে হয় প্রাণবন্ত আছে। কিন্তু পরিস্থিত কিছুটা ভিন্ন। কুটির শিল্পের সাথে জড়িত অনেক মানুষ এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছেন। কারণ এসব শিল্পের জন্য যেসব কাঁচামাল দরকার সেগুলোর দাম বৃদ্ধি পাচ্ছে। আবার শীতল পাটি তৈরি করতেও অনেক সময় লাগে। শীতল পাটিতে অনেক ধরণের কারুকাজ থাকে যেগুলো সময়সাপেক্ষ ব্যাপার।

1000028176.jpg

শীতল পাটি তৈরি করতে প্রচুর সময় ব্যয় হয় এবং এগুলো বিক্রি করে সেরকম মুনাফা আসেনা। আর এ শিল্পের সাথে যারা জড়িত আছেন তারা বেশ দরিদ্র এবং পরিবারের খরচ চালাতে তাদের হিমশিম অবস্থা হয়। যার কারণে তারা অন্য পেশায় চলে যাচ্ছেন। শীল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া অনেক কিছুর চিত্র ফুটে উঠে এই শীতল পাটির নকশায়। অথচ এই শিলীরাই আজ অবহেলিত। কুটির শিল্পের মাধ্যমে বেকার মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে। আমাদের দেশে বেকারত্বের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই দক্ষতাগুলোকে কাজে লাগিয়ে বেকার সমস্যার সমাধান করা যেতে পারে।

1000028177.jpg

অনেক মানুষ যখন কুটির শিল্পের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে তখন এই শিল্পের পরিধি বৃদ্ধি পাবে। সেই সাথে আমরা যখন বিদেশী প্লাস্টিকের পণ্য ছেড়ে দেশীয় শিল্পগুলো গ্রহণ করা শুরু করব তখন দেশীয় জিনিসগুলোর কদর বাড়বে এবং দেশের শিল্পীরাও লাভবান হবেন। দেশীয় ঐতিহ্যগুলোকে আমাদের নিজেদের স্বার্থে বাঁচিয়ে রাখতে হবে, কারণ এগুলোই আমাদের পরিচয় বহন করে।

1000028174.jpg

লোকেশনG2HP+5QX শাল ঘরিয়া
ক্যামেরা ডিভাইসস্যামসাং এস২১ আল্ট্রা

Sort:  
 last year 

গ্রামের বাড়িগুলোর মেঝেতে শীতল পাটি বহুলভাবে ব্যবহৃত হয়। আমাদের বাড়িতেও দুইটি শীতলপাটি রয়েছে। এগুলো বেশ আরামদায়ক হয়ে থাকে। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

বাংলাদেশের ঐতিহ্যগত কুটির শিল্প- শীতল পাটি নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট লিখেছেন। শীতল পাটি আমরা মেঝেতে বিছিয়ে বসে থাকি। সুন্দর একটি ছবি পোস্ট আমাদের কাছে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

আপনাকেও ধন্যবাদ

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

শীতলপাটি আমাদের দেশের গ্রুমটি পেরিয়েও বিশ্বের অনেক দেশে তার সুনাম অর্জন করেছে। গ্রামের বাসা বাড়ি থেকে শুরু করা শহরেও এই শীতল পাটি ব্যবহার করতে দেখতে পাওয়া যায় অনেক বেশি। বর্তমানে আগেকার থেক এখন শীতলপাটির ব্যবহার অনেক কম হয়ে থাকে।

 last year 

ঠিক বলেছেন, ধন্যবাদ ভাই।

 last year 

শীতল পাটি আমাদের গ্রামের ঐতিহ্য। এই পাটিতে বিছানা করে গরমে আরামের ঘুম দেওয়া যায়। অনেক সুন্দর লিখছেন ভাই। ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

একসময় শীতল পাটি প্রচুর জনপ্রিয় একটি জিনিস ছিলো। গরমের সময় বিছানার উপর শীতল পাটি বিছিয়ে দিলে বিছানায় আরাম করে ঘুমানো যেতো। কিন্তু এখন আর তেমন শীতল পাটি পাওয়া যায় না। ঠিক বলেছেন এই ব্যবসায় মুনাফা অনেক কম হয়। শীতল পাটি নিয়ে চমৎকার লিখেছেন।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

বাংলাদেশের কুটির শিল্পের এক অন্যতম নিদর্শন হলো শীতল পাটি। শীতল পাটিতে শুয়ে থাকার আরাম অনেক। কুটির শিল্প নিয়ে আপনার ভাবনার শেষের কথাগুলো আমাকে অনেক ভালো লাগলো ভাই দারুন লিখেছেন ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

গ্রাম বাংলার ঐতিহ্য হলো শীতল পাটি। গ্রাম অঞ্চলে এখন এই শীতল পাটি দেখতে পাওয়া যায়। বিক্রেতারা তারা গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে এই শীতল পাটি বিক্রয় করে থাকে। সুন্দর একটি পোস্ট।

 last year 

ধন্যবাদ সজল ভাই।

 last year 

শীতল পাটি আমাদের সোনালী অতীতের কথা মনে করিয়ে দেয়। এগুলো আমাদের ঐতিহ্য। গরমকালে শীতলপাটির ওপর বসলে অনেক আরাম লাগে। এগুলো এখন বেশি দেখতেই পাওয়া যায় না। অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। ধন্যবাদ।

 last year 

সুন্দর বলেছেন , আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58495.77
ETH 2579.09
USDT 1.00
SBD 2.44