মেলায় দেখা সার্কাসের হাতি - কোন উপভোগ্য প্রদর্শনী নাকি নিশ্চিতভাবে অসমর্থনীয় একটি বিষয়

in Steem For Traditionlast year (edited)

20230519_153358.jpg

কখনো সার্কাস দেখার সুযোগ হয়নি। সেই ছোটবেলায় একবার গ্রামে নাটক দেখার সুযোগ হয়েছিল এবং স্কুলে একবার ম্যাজিক শো দেখেছিলাম। তারপর সেরকমভাবে নাটক, যাত্রাপালা, সার্কাস কিংবা ম্যাজিক শো কোনটিই দেখা হয়নি। কয়েক মাস আগে ফুলবাড়ির আফতাবগঞ্জ মেলায় গিয়েছিলাম। বহু বছরের পুরনো এই মেলায় সার্কাস-এর আসর বসেছিল। সার্কাস কখনো দেখিনি তাই সার্কাস এ আসলে কি কি আয়োজন বা চমক থাকে তা সঠিকভাবে বলতে পারব না। তবে বাইরে থেকে দেখে মনে হল এখানে হাতির সার্কাস দেখানো হয়।

20230519_153341.jpg

সার্কাসের মঞ্চটি বেশ সুন্দরভাবে সাজানো ছিল। সার্কাসের গেটের সামনে দাঁড়িয়ে একটি ছোট্ট হাতি দেখতে পেয়েছিলাম। সেই হাতির দেখভাল করছিলেন একজন বয়স্ক মানুষ এবং একটি বালক। তবে হাতিটিকে দেখে মায়া লাগছিল। এমনিতেই হাতিটি আকারে ছোট, তারপর আবার হাতিটির পায়ে শিকল পড়ানো। এই হাতি দিয়ে সার্কাস দেখানো হলে সেই সার্কাস দেখার আগ্রহ তৈরি না হওয়াটাই স্বাভাবিক। পশু দিয়ে সার্কাস দেখানো আসলে কতটা মানবিক, সেটাই প্রশ্নসূচক। আমার কাছে পশু দিয়ে সার্কাস দেখানো অযৌক্তিক এবং এটা পশুদের উপর সম্পূর্ণ জুলুমবাজি বলে মনে হয়।

20230519_153305.jpg

সার্কাসের পশুগুলো আলাদাভাবে ট্রেনিং করানো হয়। এসব ট্রেনিং করাতে গিয়ে অনেক সময় পশুদের নির্যাতন করা হয়। তাদের পোষ মানানোর জন্য পেটানো হয়, খাঁচায় আটকে রাখা হয় এবং বিভিন্ন ধরণের নিষ্ঠুর আচরণ করা হয়। প্রাণীদের সার্কাসের উপলক্ষ বানিয়ে তাদেরকে নিয়ে বিনোদন এবং বাণিজ্যের মত বিষয়গুলো তেমন রুচিশীল নয়। হাতি কিংবা বানরের মত বন্যপ্রাণীগুলোর উপযুক্ত আবাসস্থল হল বন-জঙ্গল। কোন কারণবশত যদি ববন্যপ্রাণীর সাথে আপনার সুসম্পর্ক তৈরি হয়ে যায় তাহলে সেটির দেখাশোনা করা বা যত্ন করা পর্যন্ত সীমাবদ্ধ থাকাই সমীচীন মনে হয়। এদেরকে সার্কাসে ব্যবহার করা কখনোই শোভা পায় না।

20230519_153259.jpg

অনেক দেশে বন্যপ্রাণী ব্যবহার করে সার্কাস দেখানো নিষিদ্ধ। একটি বন্যপ্রাণী যখন খাবারের অভাবে লোকালয়ে চলে আসে অথবা এগুলো যদি খাবারের সংকট কিংবা কোন কারণে অসুস্থ হয়ে পড়ে তাহলে এদেরকে সাহায্য করা আমাদের দায়িত্ব। কিন্তু সাহায্যের পর আমরা যদি বন্যপ্রাণীগুলোকে তাদের আবাসস্থলে পৌঁছে দেয়ার পরিবর্তে সেগুলোকে পোষ মানিয়ে নিজেদের মনোরঞ্জন করার জন্য প্রাণীগুলোর উপর নির্যাতন করি, বন্যপ্রাণীদের অসহায়ত্বকে পুঁজি করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য বিনোদনের ব্যবস্থা করি তাহলে এটা চরম অন্যায় হবে।

20230519_153218.jpg

পশুপাখি আমাদের পরিবেশের অংশ, আর এদের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদেরই। কারণ পশুপাখিও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানবসৃষ্ট কিছু কারণে অনেক বন্যপ্রাণী আজ বিলুপ্তির পথে। এসব প্রাণীর জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা বা তারা যেন নিজ আবাসস্থলে ঠিকভাবে বেড়ে উঠতে পারে, এটা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।বন্যপ্রাণীদের উপর জুলুম করা, তাদের আটকে রাখা কিংবা তাদের দিয়ে সার্কাস দেখানো কোনভাবেই কাম্য নয়। এসব সার্কাস এড়িয়ে যাওয়াই ভাল।

20230519_153220.jpg20230519_153255.jpg
20230519_153159.jpg
ক্যামেরা ডিভাইসস্যামসাং এস২১ আল্ট্রা

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Congratulations, your post is upvoted by CCS curation trail from CCS - A community by witness @visionaer3003.

png_20230714_223610_0000.png

"Home is where your heart is !❤️."

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81LgoDfTovZFjKgw6zMQtAnAPjGMC8RWTcjJfJscBJfnwR4Gi8DzYa91VcGQiVQ6nybhCecG6tn97bGn4jfYjj26.png
Vote for @visionaer3003 as witness.

 last year 

মেলায় দেখতে পাওয়া সার্কাসের হাতি গুলো অনেক অনুশীলনের মধ্যে থাকে ভাই। অনুশীলনের সময়ে সবথেকে বেশি পরিমানে হাতির উপরে অত্যাচার অত্যাচার করা হয়। আমার কাছে কোনো ভাবেই এই কাজকে যুক্তিগত মনে হয় না। প্রানীর সাথে ভালো সম্পর্ক হলে এনারা আরো বেশি অত্যাচার চালায়।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

আমিও কখনো সার্কাস খেলা দেখি নাই ভাই। কখনো সুযোগ হয় নাই, বন্য হাতীকে দিয়ে সার্কাস খেলা দেখানো হয়। তবে বন্যপ্রাণী দিয়ে সার্কাস নিষিদ্ধ এটা আমিও শুনেছি ভাই।

পশুপাখি আমাদের পরিবেশের অংশ, আর এদের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদেরই। কারণ পশুপাখিও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জি ভাই বন্যপ্রাণী আমাদের পরিবেশ এর জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি বিস্তারিত বলেছেন, অনেক কিছু জানতে পারলাম ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই

 last year 

সার্কাস আমি অনেক ছোট বেলায় দেখেছিলাম,স্মৃতি কিছুটা মনে পরে।কিন্তু ম্যাজিক সো,যাত্রা,নাটক কিছুদিন আগেও দেখলাম।ঠিকই বলেছেন সার্কাস দেখানো হাতি বা অন্য প্রাণীদের মাঝে মাঝে নির্যাতন করা হয়।আমি বাস্তবে কখনো হাতির সার্কাস দেখিনি।ঠিকই বলেছেন বন্যপ্রাণী আজ বিলুপ্তির পথে,সার্কাসের জন্য বন্যপ্রাণীদের আটকে রাখে জুলুম করছে যা কোনো ভাবেই কাম্য নয়।আপনি অনেক সুন্দর উপস্থাপনা করেছেন।আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপু

 last year 

আমার মতে, এটি নিশ্চিতভাবে অসমর্থনীয় একটি বিষয়। সার্কাসে হাতি কিংবা বিভিন্ন প্রাণী দিয়ে খেলা দেখানোর জন্য বন থেকে অনেক কম বয়সের প্রাণীদের বিশেষ করে হাতির বাচ্চা তুলে নিয়ে আসা হয়। কেননা কম বয়সের হাতির বাচ্চাদের সার্কাসে খেলা দেখানোর জন্য ট্রেইন্ড করতে অনেক সুবিধা হয়।এতে করে প্রাণীদের তাদের নিজস্ব পরিবেশের বাইরে বন্দি অবস্থায় জীবনযাপন করতে হয় যা নিঃসন্দেহে অসমর্থনীয় একটি কাজ।

 last year 

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

 last year 

সার্কাসে আমি কখনো প্রাণী দিয়ে খেলা দেখা আমার পক্ষে সৌভাগ্য হয়ে উঠেনি। আমার মতে প্রাণী দিয়ে খেলা এটা একটা অসমর্থনীয় একটি বিষয়। যারা সার্কাসে খেলা দেখায় তারা বন থেকে বণ্য প্রানী গুলো ধরে এনে খেলা দেখিয়ে থাকে। এতে করে প্রানীদের বন্দী অবস্থায় জীবন যাপন করতে হয়। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

আপনি ঠিক বলেছেন ভাই পশু পাখি আমাদের পরিবেশের একটি অংশ এবং এগুলোকে রক্ষণাবেক্ষণ করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।সার্কাসে এসব পশুদের অনেক নির্যাতন করা হয়। সার্কাস আমিও বেশ কয়েকবার দেখেছি অনেক ভালো লাগে। দারুন একটি পোষ্ট উপস্থাপন করেছেন শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

ধন্যবাদ রাহুল ভাই

 last year 

আমি আপনার মতামতকে সমর্থন করি ভাই। শুধু হাতি নয় , বরং যেকোনো পশু দিয়েই এ ধরনের সার্কাসগুলো করা মানুষের অমানবিক আচরণের বহিঃপ্রকাশ। সার্কাস দেখার সৌভাগ্য আমারও কখনো হয়নি। তবে আমি শুনেছি সার্কাসে নাকি পশুদের দিয়ে বেশ কিছু খেলা দেখানো হয়। সার্কাসের জন্য ব্যবহার করে পশুগুলো তাদের বন্দী জীবনে হয়তো অতিষ্ঠ কিন্তু তারা নির্বাক বলেই কিছু করতে পারেনা। ভিন্ন রকম একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাই। আমার কাছে আপনার শেয়ার করা সম্পূর্ণ পোস্টটি অসাধারণ লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61039.43
ETH 2460.28
USDT 1.00
SBD 2.66