জাতীয় স্মৃতিসৌধ ভ্রমণ || বাঙালিদের ইতিহাসে এক অনন্য স্মারক

in Steem For Traditionlast year

20210301_094501.jpg

জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত একটি স্মারক, যা ঢাকার সাভারে অবস্থিত। বাঙালি জাতির ইতিহাসে যতগুলো স্মারক আছে তার মাধ্যে এই স্মারকের কথা আলাদাভাবেই বলতে হয়। এই স্মারকটি এতটা গুরুত্ব বহন করে যে একে জাতীয় মর্যাদা দেয়া হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে কিছু গণকবর রয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মমতার সাক্ষী হয়েছিল স্মৃতিসৌধ এলাকাটি। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাঁরাই এই কবরগুলোতে শায়িত আছেন।

20210301_093321.jpg

আমি দুইবার জাতীয় স্মৃতিসৌধ গিয়েছিলাম। শৈশবে পরিবারের সাথে একবার জাতীয় স্মৃতিসৌধ গিয়েছিলাম। তখন জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরীণ এলাকায় প্রবেশ করার সুযোগ হয়েছিল। পরবর্তীতে এই জাতীয় স্মারক দেখার সুযোগ হয়েছিল ২০২১ সালে। তখন করোনা মহামারীর কারণে জনসাধারণের জন্য জাতীয় স্মৃতিসৌধ প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। প্রবেশে নিষেধাজ্ঞার কারণে বাহির থেকেই জাতীয় স্মৃতিসৌধ দর্শন করতে হয়েছিল। মূলত স্মৃতিসৌধ ভ্রমণের কোন উদ্দেশ্য ছিল না। আমাদের মূল উদ্দেশ্য ছিল ফ্যান্টাসি কিংডম পার্কে সময় কাটানো। কিন্তু আমরা পার্ক খোলার নির্ধারিত সময়ের আগেই সেখানে পৌঁছে গিয়েছিলাম। আর তাই পার্কের সামনে অপেক্ষা না করে আমরা স্মৃতিসৌধ দেখতে গিয়েছিলাম। তবে ঠিকভাবে স্মৃতিসৌধ দেখা হল না।

20210301_093039.jpg

যাইহোক স্মৃতিসৌধের ভিতরে না গিয়েও স্মার্টফোনের ক্যামেরার মাধ্যমে জুম করে বেশ কিছু ছবি তুলেছিলাম। এটি একটি জাতীয় স্থাপনা, আর তাই এখানকার সবকিছুই পরিকল্পিতভাবে নির্মিত। অনেক বিদেশি পর্যটক জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনের জন্য আসেন। আর তাই এর ভিতরের পরিবেশ এমনভাবে সাজানো হয়েছে যা দেখে যে কেউ মুগ্ধ হবেন। পুরো স্মৃতিসৌধ এলাকার চারপাশে অনেক গাছপালা আছে। আমি নিচে কিছু ছবি শেয়ার করেছি, যেখানে অনেক গাছপালা এবং একটি রাস্তা দেখতে পাবেন। স্মৃতিসৌধের এই সুন্দর স্থানটি বাইরের ফুটপাত থেকে দেখা যায়। বৃক্ষরাজির মাধ্যমে স্মৃতিসৌধ এলাকায় যে সবুজ বলয় তৈরি করা হয়েছে তা সত্যিই মনোমুগ্ধকর।

20210301_093551.jpg

20210301_093551.jpg

বাঙালিদের কাছে এই স্মৃতি স্তম্ভের তাৎপর্য অনেক। মুক্তিযুদ্ধের সময় শহীদদের মহান আত্মত্যাগের স্মৃতিকে স্মরণীর করে রাখা, স্বাধীনতা আন্দোলনের গুরুত্ববহ সাতটি ধারাবাহিক পর্যায়কে স্মৃতিসৌধের বিশেষ স্থাপত্যশিল্পের মাধ্যমে স্মরণীয় করে রাখা ইত্যাদি কারণে এই স্মারকের তাৎপর্য অনেক।

20210301_092801.jpg

Camera DeviceSamsung M31
LocationW763+GW Savar
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

জাতীয় স্মৃতিসৌধ বাঙালি জাতির একটি ঐতিহ্য। আমাদের দেশের মুক্তিযুদ্ধের সময়ে শহীদ মানুষদের সম্মানিত করার জন্যেই স্মৃতিসৌধ বানানো হয়েছে। এই স্মৃতিসৌধ আমাদের দেশের সর্বোচ্চ সম্মানিত স্থান গুলোর মধ্যে একটি বিবেচনা করা হয়। আমি কখনো জাতীয় স্মৃতিসৌধ ভ্রমন করতে যাইনি ভাই। আপনার তোলা ছবি গুলো সুন্দর হয়েছে।

 last year 

মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করার জন্য এই জাতীয় স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে। স্মৃতিসৌধর এলাকার পরিবেশ অনেক সুন্দর জাতীয় ছুটির দিনগুলোতে এখানে অনেক ভিড় হয় মানুষের। স্মৃতিসৌধ সম্পর্কে আপনি দারুণ লিখেছেন আপনার ঘটনা বর্ণনা করেছেন ২১ সালের।পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

আমাদের বাঙালি জাতির জীবনে এই স্মৃতিসৌধ অনেক বড় একটা গৌরবের বিষয়। ঢাকার সাভারে অবস্থিত এই স্মৃতিসৌধে যাওয়া সৌভাগ্য একবার হয়েছিল। তখন কোন নিষেধাজ্ঞা ছিল না। আমরা ভিতরে প্রবেশ করে সুন্দরভাবে চারপাশে পরিবেশটি ঘুরে দেখতে পেরেছিলাম। স্মৃতিসৌধ আমাদের দেশের জন্য জীবন দিয়েছে এমন শহীদদের কথা স্মরণ করিয়ে দেয়। অসাধারণ একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাই।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

জাতীয় স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধের শহীদদের জন্য এক স্মৃতি স্মারক। সাভারে আমাদের জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত। আমি একবার এই স্মৃতিসৌধ দেখতে গিয়েছিলাম। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি আমরা স্বাধীনতা। মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর জন্য স্মৃতিসৌধ নির্মিত। জি ভাই ঠিক বলেছেন বাঙ্গালীদের কাছে এই স্মৃতিসৌধের তাৎপর্য অনেক। আপনি দারুন ফটোগ্রাফি করেছেন ভাই। অনেক সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

Feedback / Observation
ভুল বানানঃ নাই। 🙂
অনুপস্থিত শব্দ(Missing Word): 🙂
ভাষার গরমিলঃ নাই। 🙂
Regards
@md-sajalislam (Moderator)
Steem For Tradition