আফতাবগঞ্জ মেলায় ঘুরতে গিয়ে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলাম

in Steem For Traditionlast year

1000028298.jpg

আফতাবগঞ্জ মেলায় ঘুরতে গিয়েছিলাম দুই মাস আগে। কিন্তু মেলায় ঘুরতে যাওয়ার পথে কিংবা মেলায় গিয়ে যেসকল ছবি তুলেছিলাম তার মধ্যে বেশ কিছু ছবি এখনো শেয়ার করা হয়নি। চেষ্টা করব সবগুলো ছবি শেয়ার করার জন্য। আজ আফতাবগঞ্জ মেলায় যাওয়ার পথে এবং মেলা থেকে আসার সময় যে প্রাকৃতিক দৃশ্যের ছবি তুলেছিলাম, সেই দৃশ্যগুলোর ছবি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।

1000028303.jpg

1000028304.jpg

প্রথমে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি আফতাবগঞ্জ মেলায় যাওয়ার একমাত্র রাস্তা। এটি মাটির রাস্তা হলেও রাস্তাটি খুব সুন্দর। রাতে এই রাস্তাগুলো দিয়ে হাঁটতে আরো ভালো লাগবে। কারণ রাতের বেলায় এই রাস্তাগুলো আরো নীরব থাকে। শুধু রাস্তার পাশের গাছগুলোই হবে আপনার সঙ্গী। চাঁদনী রাতে এরকম রাস্তা দিয়ে হাঁটতে বেশি ভালো লাগে। রাস্তার দু'পাশে অনেক গাছপালা রয়েছে যার কারণে এই রাস্তাটি দেখতে সুন্দর। এরকম মাটির রাস্তা গ্রাম ছাড়া অন্য কোথাও দেখতে পাওয়া যায় না।

1000028278.jpg

আফতাবগঞ্জের যেখানে মেলা অনুষ্ঠিত হয়েছিল তার খুব কাছেই ২য় রাস্তাটি অবস্থিত। এই রাস্তাটিও আমার কাছে বেশ ভাল লেগেছে। আমাদের দেশের অনেক গ্রামেই এখনো মাটির রাস্তা আছে। এই মাটির রাস্তাগুলো আমাদের আগের দিনের কথা মনে করিয়ে দেয়। আগে মাটির রাস্তাই বেশি ছিল। আর অধিকাংশ গ্রামে বিদ্যুৎ সুবিধা ছিল না। অন্ধকারে গ্রামের রাস্তাগুলো দিয়ে হাঁটলে কিছুটা ভয় লাগত। গ্রামের রাস্তাগুলো রাতের বেলা নির্জন এবং থমথমে পরিবেশ বিরাজ করত। বর্ষা এলে মাটির রাস্তাগুলো কর্দমাক্ত হয়ে যায়। ফলে মাটির রাস্তায় যাতায়াত করা কিছুটা অসুবিধা হয়। তবে বর্ষা ছাড়া প্রায় সকল মৌসুমে মাটির রাস্তাগুলোতে যাতায়াত করতে কোন অসুবিধা হয় না। এই রাস্তাগুলো গ্রামের ভেতর দিয়ে চলে গেছে।

1000028310.jpg

1000028311.jpg

গ্রামের জমিগুলোতে ধান কাটা হয়েছিল, যার কারণে জমিগুলো ফাঁকা লাগছিল। জমিগুলোতে ধান চাষ হলে জমিগুলো দেখতে আরো সুন্দর দেখায়। তখম গ্রামের চারদিক সবুজের সমারোহে ছেয়ে যায়। শহরের পরিবেশ ছেড়ে আমাদের মাঝে মাঝে গ্রামে ঘুরতে যাওয়া উচিত। গ্রামের সবুজ পরিবেশে আছে প্রশান্তিময় এক অনুভূতি।

1000028301.jpg

1000028307.jpg

1000028305.jpg

1000028306.jpg

1000028302.jpg

  • Device- Samsung S21 Ultra
  • Location- G2GM+CXQ শাল ঘরিয়া

Sort:  
 last year 

আপনার ফোনের ফটোগ্রাফি গুলো আসলে অনেক ভালো।আফতাব গঞ্জের মেলায় ঘুরতে গিয়ে বেশ ভালোই ঘুরেছেন।ওইদিকে জায়গা গুলো এমনিতেই অনেক সুন্দর ভাই আপনার ক্যামেরায় আরো সুন্দরভাবে প্রাকৃতিক দৃশ্যগুলো বন্দী হয়েছে।দারুন লিখেছেন ধন্যবাদ আপনাকে।

Congratulations, your post is upvoted by CCS curation trail from CCS - A community by witness @visionaer3003.

png_20230714_223610_0000.png

"Home is where your heart is !❤️."

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81LgoDfTovZFjKgw6zMQtAnAPjGMC8RWTcjJfJscBJfnwR4Gi8DzYa91VcGQiVQ6nybhCecG6tn97bGn4jfYjj26.png
Vote for @visionaer3003 as witness.

 last year 

মাটির রাস্তা গুলো অনেক ভালো ছিলো। তবে রাস্তা গুলো ছিলো বেলেদোআঁশ মাটির তাই কাদা ছিলো না। নয়ত এমন গ্রামের রাস্তা দিয়ে হাটা চলা করা অনেক কষ্টের হয়ে যায়। পুকুর গুলোতে পানি নেই সেখানে অবশ্য তারা পানির অভাবের কারনেই মাছ চাষ করতে পারে না।

 last year 

গ্রামের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। গ্রামে জন্ম বলে নিজেকে গর্বিত মনে হয়। তাইতো মাঝে মাঝেই গ্রামের টানে ছুটে চলে যাই বার বার। গ্রামের অপরূপ সৌন্দর্য্যের বার বার হারিয়ে যেতে ইচ্ছে করে। ধান,কাটার পর খেলার মাঠ বানিয়ে খেলাধুলা করা। মাটির রাস্তা, বৃষ্টি হলে কাঁদামাটি দিয়ে হেঁটে চলা। সুন্দর লিখছেন ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

বাংলাদেশের গ্রামগুলো যে কাউকে মুগ্ধ করবে। গ্রাম বাংলার সৌন্দর্য এতটাই যে ভাষায় প্রকাশ করার মতো না। গ্রামে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে গর্বিত মনে হয়। গ্রামের আঁকাবাঁকা এই মাটির রাস্তা গুলো সত্যিই অসাধারণ হয়। অনেক সুন্দর ভাবে আপনার মনোভাব গুলো আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

 last year 

বাংলাদেশের যে কোন গ্রাম গুলো দেখতে অনেক সুন্দর ও চমৎকার হয়। গ্রামের ভিতরের মেঠোপথ, নিস্তব্ধ এলাকা কোথাও কোন যানযট নেই। আফতাব গঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য আসলেই অনেক।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বাংলাদেশের গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ অনেক সুন্দর। এমন রাস্তায় হাঁটতে অনেক ভালো লাগে। ভবের বাজার থেকে আমাদের এলাকায় যেতে এমনই সুন্দর একটি রাস্তা রয়েছে। তবে সেটি পাকা রাস্তা। ওই রাস্তাটির পরিবেশ আপনাকে অনেক মুগ্ধ করবে বলে আমি আশা করি। অনেক সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন। ধন্যবাদ।

 last year 

আসলেই ভাই এইসব প্রাকৃতিক দৃশ্য যে কাউকে মুখরিত করে তুলবে। এইসব প্রাকৃতিক দৃশ্য দেখলে আমি এইসব প্রকৃতির মাঝে হারিয়ে যাই। আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58522.85
ETH 2614.85
USDT 1.00
SBD 2.43