কলেজের ঐতিহ্যবাহী নবীন বরণ অনুষ্ঠান || ১৬ আগষ্ট-২০২৩steemCreated with Sketch.

in Steem For Traditionlast year (edited)

আসসালামু আলাইকুম

আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে কলেজের নবীন বরণ অনুষ্ঠান নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।


কভার ফটো



স্কুল, কলেজ বা ভার্সিটি সবখানেই পালন করা হয়ে থাকে নবীন বরণ অনুষ্ঠান। নবীন বরণ অনুষ্ঠান পালন না করলে মনে হয় নতুন কোনো শিক্ষার্থীর আগমন ঘটেনি। আসুন জেনে নেই নবীন বরণ অনুষ্ঠান কি। নবীন বরণ অনুষ্ঠান মূলত নতুন শিক্ষার্থীদের আগমন উপলক্ষে অনুষ্ঠানের মাধ্যমে তাদের কলেজে বা ভার্সিটিতে বরণ করে নেওয়া। প্রায় সব কলেজে বা ভার্সিটিতে করা হয়ে থাকে নবীন বরণ অনুষ্ঠান । এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের অনেক উপদেশ মূলক বাক্য প্রধান করে থাকেন শিক্ষক। প্রথম থেকেই জানিয়ে দেওয়া হয় কলজের সব নিয়ম কানুন এবং পড়ালেখার খুটিনাটি। প্রায় সব কলেজেই প্রথম দিনেই শিক্ষার্থীদের পরিচয় নেওয়া হয় এবং শিক্ষকরা প্রায় সবাই তাদের পরিচয় প্রধান করে থাকে। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিক্ষকদের সম্পর্কে জানতে পারে শিক্ষার্থীরা।



ফুলবাড়ি শহীদ স্মৃতি আদর্শ কলেজে বেশ কয়েকদিন আগে একটি নবীন বরণ অনুষ্ঠান হয়ে যায়। অনার্স প্রথম বর্ষে ভর্তি শেষ হলে কলেজ থেকে এই আয়োজন করা হয়ে থাকে। কলেজের অনুষ্ঠান করার জন্য স্যার আমাদের উপরে দায়িত্ব দিয়ে দেন। প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্যার, ফুল দিয়ে বরন করতে বলেন।

আমি সেই অনুযায়ী বাজার থেকে ফুলের স্টিক কিনে নিয়ে আসি। এবারের নবীন বরণ অনুষ্ঠান পড়ে বৃষ্টির দিনে যার কারনে শিক্ষার্থীদের সংখ্যা কম পাওয়া যায়। তবে তালিকা অনুযায়ী এবারও ৪ টা ডিপার্টমেন্টে প্রায় ২৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। শিক্ষার্থী অনুযায়ী সেখানে উপস্থিতির হার অনেক কম ছিলো। বৃষ্টির দিনে তারপরও অনেক বেশি হয়েছে।



আমাদের সহযোগিতা করার জন্য একজন ফাইনাল ইয়ারের সিনিয়র ভাই ছিলো। সিনিয়র হিসেবে ভাইয়া স্যারদের ছবি তোলার কথা বলে তাই তিনি স্যারের ফোন নিয়ে ছবি তুলে দিতেছে। প্রিন্সিপাল স্যার, সকলের সাথে কথা বলে পরিচয় ন্যায়। পরে আসে স্যারদের পালা, তারা সবাই নিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের দাড় করিয়ে কথা বলেন এবং তাদের ক্লাস করার জন্য রুম নাম্বার দিয়ে দেয়। কথা শেষ করে স্যার, আমাকে ফুল গুলো সবাইকে দিয়ে দিতে বলে আর আমিও দিয়ে দেই ফুল গুলো। স্যার, সবার উদ্দেশ্যে বলেন উনি তোমাদের সিনিয়র ভাই তাই দাড়িয়ে ফুল গ্রহন করবে। আমার বিষয়টি অনেক ভালো লেগেছে।সবাই সালাম দিয়ে আমার থেকে ফুল গ্রহন করতেছে।



স্যার, জুনিয়রদের উদ্দেশ্যে সবার সামনে আমাদের কিছু বক্তব্য প্রধান করতে বলেন। আমার আগে সিনিয়র ভাই তার মূল্যবান বক্তব্য প্রধান করেন এবং তারপরেই আমার পালা আসে। আমি গল্পের মধ্যে হালকা ফাইজলামি করে কথা বলাতে সব স্যারের নজরে পড়ি। আসলে এর আগে আমি কোথাও দেখিনি জুনিয়র শিক্ষার্থীদের উদ্দেশ্যে সিনিয়রদের বক্তব্য প্রধান করা। এমন একটি নবীন বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সিনিয়র জুনিয়রদের মধ্যেও একটি বন্ধন তৈরি হয়ে যায়। নবীন বরণ অনুষ্ঠান পালন করলে শিক্ষার্থীদের একটু মনোযোগ বাড়ানো যায় কলেজের ক্লাস করানোর প্রতি।



ডিভাইস সংক্রান্ত তথ্যবলিঃ
ডিভাইসরেডমি নোট ১০প্রো
ফটোগ্রাফার@mainuna
লোকেশনGW4V+8GP Phulbari


Sort:  
 last year 

সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। কলেজের নবীন বরণ অনুষ্ঠান ঐতিহ্যবাহী কিনা জানিনা। তবে, আমাদের বেলাতেও আমাদের কলেজে নবীনবরণ অনুষ্ঠান হয়েছিল। সেখানে আমাদের প্রত্যেক নতুন ছাত্র-ছাত্রীদের একটি করে গোলাপ ফুল দেয়া হয়েছিল। আপনার ভিন্নরকম এই পোস্টটি ভালই লাগলো। সুন্দর লিখেছেন ।ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনাকেও ধন্যবাদ।

 last year 

এসব নবীন বরণ অনুষ্ঠানে প্রচুর আনন্দ করা হয়। অনেক অনেক জায়গায় অনেক বড় করে কালচারাল প্রোগ্রাম করে থাকে প্রতিটা ডিপার্টমেন্ট থেকে। আমাদের যখন টেক্সটাইল ডিপার্টমেন্টকে বরণ করে তখন অনেক বড় একটা আয়োজন করেছিল আমাদের বড় ভাইয়েরা। অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপনাকেও।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

প্রত্যেকটি কলেজেই নবীন বরণ অনুষ্ঠান হয়। আমাদের কলেজেও নবীন বরণ অনুষ্ঠান হয়েছিলো, সেই দিন অনেক আনন্দের সাথে কেটেছিলো। আপনার পোস্ট দেখে সেই স্মৃতি মনে পড়ে গেলো। তা নবীনদের উদ্দেশ্যে আপনি কি বক্তব্য দিয়েছিলেন? আপনি সবাইকে ফুল দিবেন সেটা আমিও ভেবেছিলাম। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

বেটি মানুষকে আমি ফুল দেই নাই। আমি বলছি বই ছাড়া অন্য কিছু চাইলে হেল্প করব😊।

 last year (edited)

আমাকে ফুল গুলো সবাইকে দিয়ে দিতে বলে আর আমিও দিয়ে দেই ফুল গুলো।

ফুল দেওয়ার দায়িত্বটা একমাত্র আপনার জন্যই প্রযোজ্য। কারণ ভালোবাসা বিতরণে আপনাকেই অনেক সুন্দর মানায়। আমাদের জানামতে প্রতিটি কলেজে এমন নবীন বরণ অনুষ্ঠান করা হয়। যেই দিনটি থাকে অনেক স্মৃতিময় এবং সৌন্দর্যে ভরপুর। নবীন বরন নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন, ধন্যবাদ আপনাকে।

 last year (edited)

আমি কোনো বেটি মানুষকে ফুল দেই নি 😀।

 last year 

কলেজের নবীনবরন অনুষ্ঠান মানেই অনেক মজার এবং স্মৃতিবহুল একটি দিন। আমাদের কলেজের নবীনবরণ অনুষ্ঠানে আমরা সবগুলো বান্ধবী শাড়ি পরেছিলাম। সেইদিনের অনেক মজার স্মৃতি আমাদের রয়েছে। ধন্যবাদ আপনাকে এমন একটি বিষয় নিয়ে লিখার জন্য।

 last year 

ধন্যবাদ প্রিয় আপু।

Loading...
 last year 

আপনি খুব সুন্দর একটা বিষয় নিয়ে আমাদের মাঝে পোস্ট উপস্থাপন করেছেন ভাই। নবীন বরণ অনুষ্ঠান নিয়ে সুন্দর ভাবে বিস্তারিত আলোচনা করছেন। আমাকে একটা জিনিস ভালো লাগলো।সেটা হচ্ছে আপনাকে সিনিয়র ভাই হিসাবে সবাই সালাম দিছে।এবং জুনিয়রদের নিয়ে কিছু কথা বলছেন।আপনাদের কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনেক সুন্দর ভাবে উপভোগ করছেন তাহলে আশা করি।ধন্যবাদ ভাই এই পোস্ট টি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই।

 last year 

কলেজের নবীন বরণ অনুষ্ঠান মানে এক অন্যরকম অনুভূতি।ছাত্র-ছাত্রীরা তারা নতুন কলেজে আসবে এবং কলেজের সবাই তাদেরকে ভালোবেসে আদর আপ্যায়ন করবে এটি হলো কলেজের নিয়ম। ফুলবাড়ী আদর্শ কলেজের এই নবীন বরণ অনুষ্ঠান সম্পর্কে দারুল লিখেছেন আপনি আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 67237.66
ETH 2668.80
USDT 1.00
SBD 2.70