বাঁশের তৈরি কবুতরের ঘর || ১৪ আগষ্ট-২০২৩

in Steem For Traditionlast year (edited)

আসসালামু আলাইকুম

আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি আজকে বাঁশের তৈরি কবুতরের ঘর নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে।


কভার ফটো



ক্যানভা দ্বারা তৈরি


কমবেশি আমাদের অনেকের বাসায় কবুতর পালন করি। কবুতরের থাকার জন্য নিশ্চয়ই একটি ঘর বানাই আর ঘরটি হয়তো কাঠের নয়তো বাঁশের। আমি যে ঘরটির ছবি তুলেছি সেটি বাঁশের বানানো ঘর। কবুতর পালন করার জন্য সবার আগে প্রয়োজন পড়ে একটি বাঁশের বা কাঠের বানানো ঘর। কবুতরের সঠিক ভাবে যত্ন নেওয়ার জন্য এই ঘরগুলো অনেক বড় ভূমিকা পালন করে। আসুন এবার জেনে নেই কিভাবে এই ঘর বানানো হয়।



প্রথমেই বাঁশের চারটি বড় খুটির প্রয়োজন পড়ে। বাঁশের সেই খুটির উপরেই নির্মিত হয় কবুতরের ঘর। নিচের বাঁশের খুটি গুলো যতবেশি মজবুত হয় উপরের ঘর ততই শক্তিশালী হয়। খুটির উপরে অনেক সুন্দর ভাবে বাঁশের বাতা দেওয়া হয় আর সেই বাতার উপরে আবার বাঁশের ছোট ছোট মাপের খাঠিয়া করে কাটা মেরে দেওয়া হয় এবং উপরে ছাউনি হিসেবে দেওয়া হয় টিন।আর টিনের ঘরের ভিতরে দেওয়া হয় খড়। দূর থেকে দেখলে অনেক সুন্দর লাগে এই ঘরটি। এই ঘরের মধ্যে কবুতরের সুন্দর থাকার জায়গা রয়েছে। এমন একটি ছোট ঘরের মধ্যে ৫০ টা কবুতরের থাকার যায়গা হয়ে যায়। এখন আমরা জেনে নিবো এই ঘরের সুবিধার কথা।



বাঁশের বানানো ঘরের কিছু সুবিধাঃ-


  • বাঁশের ঘরের মধ্যে অনেক সহজেই যত্ন নেওয়া যায় কবুতরের। ডিম এবং বাচ্চা ফুটানোর কোনো সমস্যা হয় না।

  • ঘর অনেক উঁচু হওয়ায় বিড়াল প্রবেশ করে ডিম বা বাচ্চা খাওয়ার কোনো ভয় থাকে না।

  • কোনো রোগের জন্য ঔষধ খাওয়ানোর কোনো ঝামেলা থাকে না। চাইলেই রাতে সব কবুতর একসাথেই পাওয়া যায়।

  • কোনো বৃষ্টিপাতে পানি প্রবেশ করার এবং ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় থাকে না।



যারা অনেক বড় খামারি রয়েছে তারা ছাড়া কমবেশি সবাই এই ভাবেই পালন করে কবুতর।কারন এভাবে বাঁশের ঘরে কবুতর পালন করা সবথেকে বেশি নিরাপদ বলে সবাই পালন করে। একটি বাঁশের ঘর বানিয়ে নিতে গেলে খরচ পড়ে ৩০০০-৪০০০ টাকা। তবে এখন বাজারেও কিনতে পাওয়া যায় এমন অনেক ঘর। যেগুলো বেশ চড়া দামে বিক্রয় করা হয়। আমার মতে বাসায় মিস্ত্রি দিয়ে ভালো মানের বাঁশ দিয়ে ঘর বানানো সবথেকে বেশি নিরাপদ।





ডিভাইস সংক্রান্ত তথ্যবলিঃ
ডিভাইসরেডমি নোট ১০প্রো
ফটোগ্রাফার@mainuna
লোকেশনHWM8+J35 চৌপথী বাজার


Sort:  
 last year 

আপনি সুন্দর একটা বিষয় আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাই। বাঁশের তৈরি কবুতরের ঘর আমাদের ঐতিহ্য।আমার এক চাচার বাসায় বাঁশের তৈরি কবুতরের ঘর ছিল। বর্তমান নাই।তবে এই ধরনের খাঁচা গুলো বাজারেও পাওয়া যায়। আপনি ঠিক বলছেন বাজারের থেকে বাসায় মিস্ত্রি দিয়ে বানানো খুব ভালো।খুব সুন্দর ভাবে ঘরের সুবিধা গুলো উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

আপনাকেও ধন্যবাদ ভাই।

 last year 

এরকম কবুতরের বাসা গুলো দেখতে খুবই ভালো লাগে, আগে এমন কবুতরের বাসা প্রায় যায়গায় দেখা যেতো। কিন্তু এখন আর এমন বাঁশের তৈরি কবুতরের বাসা দেখা যায় না। কবুতরের বাসা নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট লিখেছেন। আপনার ফটোগ্রাফি গুলোও অনেক সুন্দর ছিলো। শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

 last year 

ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

 last year 

Thanks a lot sir,

 last year 

কবুতর কে সুখের পায়রা বলা হয়। যার বাড়িতে সুখ নেই তার বাড়িতে কবুতর থাকে না,এটা প্রমাণিত। আগের যুগে কবুতরের মাধ্যমে চিঠি আদান-প্রদান করা হতো। কবুতরের ঘর প্রতিটি বাড়ির সৌন্দর্য। বাঁশের তৈরি কবুতরের ঘরের সুবিধা অনেক। আপনি সুবিধা গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করছেন। এবং অনেক তথ্য শেয়ার করছেন। অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও ধন্যবাদ।

 last year 

আল্লাহর বানানো সব প্রাণীর ঘর থাকলে কতইনা ভালো হতো,অনেক পাখিরা নিজে ঘর বানিয়ে নেয়,যাতে বাচ্চাকে নিয়ে থাকতে পারে আর ঝরে আশ্রয় নিতে পারে।গ্রাম অঞ্চলে যারা কবুতর পোষেন তাদের বাসায় এমন বাশের ঘর দেখা যায়।সেখানে তারা সারাদিন থাকে কোথাও গেলে আবার ফেরত আসে।আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন,ফটোগ্রাফি সুন্দর হয়েছে আপনার। ধন্যবাদ

 last year 

আপনাকেও ধন্যবাদ।

 last year 

কবুতরের জন্য বাঁশের তৈরি ঘর নিয়ে একটি বিস্তারিত আলোচনা আপনি অনেক সুন্দর ভাবে গুছিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন। গ্রামের বাড়ি গুলোতে বেশিরভাগ সময় কবুতর পালনের জন্য বাঁশের ঘর তৈরি করা হয়। আমাদের বাড়িতেও আমার বাবা নিজেই বাঁশ দিয়ে কবুতরের জন্য ঘর বানিয়েছেন। বাঁশের তৈরি ঘরের সুবিধা গুলো সুন্দর ভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর মন্তব্য করেছেন। আপনাকে ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

এমন বাসে তৈরি কবুতরের ঘর আগেরকার সময় খুব দেখা যায় তো। কিন্তু এখন আর বাঁশের তৈরি কবুতরের ঘর দেখাই যায় না। এরকম বাঁশের তৈরি কবুতরের ঘর গুলো আমাদের ঐতিহ্যের মধ্যে পড়ে যায়। অনেকদিন পর আপনার মাধ্যমে এরকম বাঁশের তৈরি কবুতরের ঘর দেখতে পারলাম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.030
BTC 65663.89
ETH 2670.06
USDT 1.00
SBD 2.91