এলোমেলো আলোকচিত্র-#১২

in আমার বাংলা ব্লগ9 months ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে কিছু এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করে নেবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এলোমেলো ফটোগুলো।

Photo by @winkles

এই ছবিটি তুলেছিলাম একদিন ফালুদা খাওয়ার সময়। ফালুদা আমার কাছে খেতে খুবই ভালো লাগে, আর এই কাকুটার কাছ থেকে প্রায় অনেকদিন থেকে খাই, বেশ ভালো তৈরি করে। তবে এখন বেশি একটা খাওয়া হয় না, মাঝেমধ্যে অতিরিক্ত গরম পড়লে তখন খেতে খুব ইচ্ছা করে। ফালুদা নরমালি বিভিন্ন ফ্লেভারের পাওয়া যায়, তবে আমার কাছে সবসময় ম্যাংগো, স্ট্রবেরি অরেঞ্জ বেশি ভালো লাগে। এর মধ্যে বেশি ম্যাংগোটাই চুজ করে থাকি আমি। তবে এখন যদিও অনেক নতুন কিছু আইটেম বের হয়েছে, যেগুলো খেতেও বেশ ভালো।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: কলকাতা
তারিখ: ১৮ আগস্ট ২৩


Photo by @winkles

এই ছবিটি তুলেছিলাম স্টেশন এর এক সাইড থেকে। এখানে সাধারণত সবসময় খাদ্যসামগ্রী ট্রেনে করে এনে এনে রাখে। তবে এই স্থানটিতে সন্ধ্যার সময়ে বসে গল্পগুজব করার জন্য বেশ ভালো, সন্ধ্যার সময়ে প্রকৃতির হাওয়াটাও যেমন ভালো লাগে তেমনি মাঝে মাঝে ট্রেন যাওয়ার দৃশ্যটাও দেখতে ভালো লাগে, যদিও এই লাইনটাতে খুবই ঘন ঘন উভয় দিক থেকে ট্রেন যাওয়া আশা করে। এখানে সন্ধ্যায় একদিন হাঁটতে হাঁটতে গিয়েছিলাম তাই নির্জন একটি সাইটের ছবি তুলে নিয়েছিলাম।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: কলকাতা
তারিখ: ২৭ আগস্ট ২৩


Photo by @winkles

এই ছবিটি তুলেছিলাম একদিন বিকালবেলা ঘেরের সাইটে হাঁটতে গিয়ে। এই ঘেরটিতে মূলত বিভিন্ন ধরণের মাছ চাষ করে থাকে ওখানকার স্থানীয় লোকেরা। ঘেরটিও অনেক বড়ো, বলা যায় ১ বিঘার মতো বা তার বেশিও হতে পারে। কিনারা দিয়ে মাছগুলো যখন চরতে থাকে তখন দেখতে বেশ ভালো লাগে, কারণ কিছু কিছু মাছ আছে যেগুলো দলবদ্ধ ভাবে চরে বেড়ায়। আমি এই ছবিটা তুলেছিলাম মূলত জলের ঢেউ দেখে , এতো জোরে হাওয়া হচ্ছিলো আর তখন জলের ঢেউগুলো আমার কাছে দারুন লাগছিলো।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: কলকাতা
তারিখ: ১৪ জুলাই ২৩


Photo by @winkles

এই ছবিটি তুলেছিলাম একটি রেস্টুরেন্ট থেকে। এটি দেখেই বুঝতে পারছেন কি খাবার হতে পারে। নুডলস আমার কাছে বেশ ভালো লাগে খেতে, তবে এখন সেভাবে খাওয়া হয় না, কারণ এইসব বড্ড তেল থাকে, খেলে সমস্যা। আমি যদিও এই নুডলসটা নিয়েছিলাম ভেজ হিসেবে। এর নাম হলো 'ভেজ হাক্কা নুডলস', এই নুডলসটা ভেজের মধ্যে আমার কাছে সবসময় ভালো লাগে। এর মধ্যে আসলে ক্যাপসিকাম এইসব দেওয়ায় বেশ ভালো লাগে স্বাদের দিক থেকে।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: কলকাতা
তারিখ: ২৩ আগস্ট ২৩


Photo by @winkles

এটি একটি পোকার ছবি। এই পোকাটি দেখতে অনেক সুন্দর হয়ে থাকে, আর এইগুলো সাধারণত ক্যালিগ্রাফি নামে পরিচিত। এই পোকাগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে আর বডির ডিজাইনগুলো খুবই আকর্ষণীয় হয়ে থাবাকলে কে। এই পোকাগুলোকে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে পাতা বা গাছের বাকলে দেখতে পাওয়া যায়। এই পোকাগুলো বেশি নড়াচড়া করে না, ধাক্কা দিলেও চুপ করে থাকে এক জায়গায়।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: কলকাতা
তারিখ: ৫ জুলাই ২৩


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 9 months ago 

দাদা বেশি ভালো লেগেছে স্টেশনের সাইডের এলাকার দৃশ্যটা। তাছাড়া মাছের ঘেরের ছবিটাও বেশ ভালো তুরেছেন, ফালুদা মোটামুটি আমারও খেতে ভালো লাগে, তবে এখন যে অবস্থা, এই গরমে যদি একবার ঠান্ডা লেগে যায়, তাহলে নির্ঘাত কয়েকদিন অসুস্থতায় ভুগতে হবে। বেশ ভালই উপভোগ করলাম ছবিগুলো ভাই।

শুভেচ্ছা রইল 🙏

 9 months ago 

দারুন দারুন সব ছবি নিয়ে আজকের ফটোগ্রাফি পোস্টে সাজিয়ে তুলেছেন দাদা।একটা কথা না বললেই নয় ফালুদা খেতে আমিও বেশ পছন্দ করি।ফালুদা আপনারও অনেক পছন্দ শুনে খুব ভালো লাগলো।আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে দাদা।ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে এত সুন্দর সুন্দর ছবি শেয়ার করার জন্য।

 9 months ago 

ছবিগুলো বেশ ভালো লেগেছে দাদা। স্টেশনের ঐ ছবিটিতে জায়গাটা বেশ সুনসান নিরবতা বিরাজ করছে মনে হলো, বলেছিলেন ওখানে হাঁটতে যান। ওখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন?

মাছের ঘেরের ছবিটি দারুন ছিল এবং শেষের দিকে পোকার ছবিটিও দূরদান্ত লেগেছে আমার কাছে।
ধন্যবাদ দাদা চমৎকার ছবিগুলো ভাগ করে নেয়ার জন্য।
দোয়া রইল পুরো পরিবারের জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago (edited)

ওখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন?

পাবলিক প্লেস তো, আর ওখানে পুলিশ থাকে সবসময়, ফলে কোনো সমস্যা হয় না।

 9 months ago 

অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে আজকে সুন্দর একটি পোস্ট সাজিয়েছেন দাদা। যদিও ফটোগ্রাফি গুলো এলোমেলো তারপরও প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। ফালুদা ও নুডুলস দুটোই আমার অনেক ভালো লাগে। তবে আপনি যে স্বাস্থ্য সচেতন তা বুঝতে পারলাম। স্টেশনের এক সাইট থেকে যে ফটোগ্রাফিটি করেছেন সেটি আমার অনেক ভালো লেগেছে ।ধন্যবাদ দাদা সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 months ago 

দাদা আপনার মত আমারও ফালুদা খেতে ভীষণ ভালো লাগে। যখন আমি ঢাকায় ছিলাম তখন প্রায়ই ফালুদা খেতাম। আপনার শেয়ার করা এলোমেলো চিত্রগুলো দারুন লেগেছে। এর মধ্যে সব থেকে ভালো লেগেছে পানি তার উপরে আকাশ। সব মিলিয়ে খুবই চমৎকার হয়েছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago 

এই গরমে ফালুদা খেতে সত্যি অনেক ভালো লাগে। যে গরম পড়েছে তাতে করে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে। আর পছন্দের রেস্টুরেন্ট কিংবা ছোট ছোট দোকানগুলো থেকে মজার মজার খাবার খেতে অনেক বেশি ভালো লাগে। স্টেশনের পাশে নির্জন জায়গায় হাঁটাহাঁটি করতে সত্যি অনেক ভালো লাগে। এসব জায়গা গুলোতে গেলে অনেক সুন্দর সময় কাটে। আর নদীর পাড়ের খোলা জায়গায় ঘুরতে গেলে অনেক সুন্দর সময় কাটে। খোলা হাওয়া আর নির্মল বাতাস সবকিছু মিলিয়ে বেশ সুন্দর সময় কাটে। অনেক বড় একটি ঘের দেখে অনেক ভালো লাগলো দাদা। আর "ভেজ হাক্কা নুডলস"দেখতে খুবই লোভনীয় লাগছে। মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। মাঝে মাঝে এই মজার মজার খাবারগুলো খেতে অনেক ভালো লাগে। দাদা আপনি অনেক সুন্দর করে বিভিন্ন রকমের ফটোগ্রাফি গুলো করেছেন। আসলে বিভিন্ন সময়ে করা ফটোগ্রাফি গুলো যখন একসাথে শেয়ার করা হয় তখন বেশ ভালো লাগে। আর ফটোগ্রাফি গুলো শেয়ার করার সময় পুরনো সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 months ago 

আপনাকে ধন্যবাদ দাদা চমৎকার কয়েকটি ছবি আদের সাথে শেয়ার করার জন্য। রাতের কিছুটা নির্জন প্রকৃতি, নদীর ঢেউ/জলের শব্দ, নুডুলস সবই তো আমার পছন্দ। হয়তো একারণেই আপনার পোষ্টটিতে শেয়ার করা ছবিগুলো বেশ ভালো লাগছে দেখে।

 9 months ago 

প্রিয় দাদা, আপনি খুবই সুন্দর সুন্দর দৃশ্যের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি এবং প্রত্যেকটি ফটোগ্রাফির বর্ণনা গুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। চমৎকার একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য প্রিয় দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 9 months ago 

দাদা অসম্ভব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি আমাদের মাঝে। আপনার তোলা এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে আমি তো এক নজরে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। প্রত্যেকটা ফটোগ্রাফির সৌন্দর্য অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে, যা দেখে সত্যি মনটা একেবারে জুড়িয়ে গিয়েছে। তবে নুডুলসের ফটোগ্রাফি টা দেখে আমার অনেক বেশি লোভ লেগেছে দাদা। নুডুলস টা দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। বুঝতেই পারছি এই নুডুলসটা অনেক মজা করে খাওয়া হয়েছিল। আর ভিন্ন ভিন্ন জায়গা থেকে তোলা অন্যান্য সব ফটোগ্রাফি ও দারুন ছিল। আসলে আপনার ফটোগ্রাফি গুলো আমি অনেক পছন্দ করি সব সময়। প্রতিনিয়ত আপনার তোলা ফটোগ্রাফি অনেক ভালো লাগে। বর্ণনা শেয়ার করেছেন দেখে ফটোগ্রাফি গুলো সম্পর্কে জানতে আরো বেশি সুবিধা হয়েছে। ধন্যবাদ দাদা এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য। এরকম ফটোগ্রাফি গুলো পরবর্তীতেও দেখতে পাবো আশা করছি।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66011.09
ETH 3480.06
USDT 1.00
SBD 3.17