একটি পরিপূর্ণ ভুট্টার কালারফুল চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে আমি একটা আর্ট শেয়ার করে নেবো। আজকে আমাদের সবারই মোটামুটি একটা প্রিয় খাবারের বিষয়ে আর্টটি করেছি। সবাইকে বলা যায় আমি আজকে ভুট্টা খেতে দিচ্ছি হা হা। ভুট্টা আমার কাছে খেতে খুবই ভালো লাগে। গতকাল আমাদের এদিকে সকাল থেকেই বৃষ্টি হতেই আছে, তাই ভাবলাম একটা ভুট্টার আর্ট করার চেষ্টা করি। এমনিতে তেমন কোনো বিশেষ উদ্দেশ্য ছিল না এইটা আঁকার, কিন্তু সামনে ভুট্টা দেখে এটাই তৈরি করার ভাবনা আসলো, আর যে ভাবনা সেইভাবেই নিয়ে বসে পড়লাম। তবে আমি এটাকে ম্যান্ডেলা রূপ দিতে চেয়েছিলাম, তারপর ভাবলাম আগে সরাসরি অঙ্কন করি কেমন দেখতে হয়, ভালো না হলে ম্যান্ডেলায় চলে যাবো পরবর্তী ধাপে। কিন্তু সরাসরিতে সম্পূর্ণ কালার করার পরে আমার কাছে মনে হচ্ছিলো যেন সদ্য গাছ থেকে একটা ভুট্টা তুলে নিয়ে এসেছি হা হা। একদম ঠিক গাছে যেমনটা হয়ে থাকতে দেখা যায়, সেইভাবেই তুলে ধরার চেষ্টা করেছিলাম। যাইহোক, আশা করি আজকের এই অঙ্কনটি আপনাদের কাছে ভালো লাগবে।
![]() |
---|
☫উপকরণ:☫
✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---
![]() |
---|
➤প্রথম ধাপে, একদম সম্পূর্ণ একটা ভুট্টার মতো দেখতে তৈরি করে নিয়েছিলাম। এরপর তার গায়ে আসলে খোসাগুলো যেমনভাবে থাকে সেইভাবে আঁকিয়ে নিয়েছিলাম এবং নিচের দিকে একটা বোঁটা তৈরি করে দিয়েছিলাম।
![]() |
---|
➤দ্বিতীয় ধাপে, সম্পূর্ণ ভুট্টা এঁকে নেওয়ার পরে ভুট্টার প্রতিটি দানাগুলোতে স্কেচ পেনের কালী দিয়ে আস্তে আস্তে কালী করে দিয়েছিলাম এবং পরে খোসাতেও একইভাবে কালী করে ফুটিয়ে তুলেছিলাম।
![]() |
---|
➤তৃতীয় ধাপে, ভুট্টার গায়ের খোসাতে এক পাশে সবুজ কালার করে দিয়েছিলাম।
![]() |
---|
➤চতুর্থ ধাপে, ভুট্টার সব দানাগুলোতে একদম অবিকল হলুদ কালার করে ফুটিয়ে তুলেছিলাম।
![]() |
---|
➤পঞ্চম ধাপে, ভুট্টার বাকি সাইডগুলোতে থাকা খোসা সহ বোঁটা পর্যন্ত পুরোপুরি সবুজ কালার করে দিয়েছিলাম। আর এইভাবে একটা পরিপূর্ণ ভুট্টার চিত্র তৈরি সম্পন্ন করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |




অসাধারণ একটি আর্ট করেছেন দাদা। ফাস্ট দেখে তো ভাবছিলাম অরজিনাল মনে হয়। পর যখন পোস্টটা ভিজিট করলাম তখন বুঝতে পারলাম একটা অংকন করা। ভুট্টার কালার অনেক সুন্দর ফুটে উঠেছে।আপনার ক্রিয়েটিভিটি ও সৃজনশীলতার মাধ্যমের সুন্দর একটি আর্ট করে আমাদের উপভোগ করার সুযোগ করে দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা।
Upvoted! Thank you for supporting witness @jswit.
সত্যি দাদা আমি আপনার এই অঙ্কিত ভুট্টা দেখে রীতিমত মুগ্ধ হয়ে গিয়েছি কারণ এটা দেখতে একদম গাছ থেকে ছিড়ে নিয়ে আসা ভুট্টার মতই লাগছে। ভুট্টা খেতে আমরা সকলেই অনেক বেশি পছন্দ করি আর বিশেষ করে বৃষ্টির দিনে ভুট্টা ভাজি খেতে অনেক বেশি সুস্বাদু লাগে। খুবই চমৎকারভাবে আপনি অঙ্কন করে আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার আর্ট গুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। পরিপূর্ণ ভুট্টার কালারফুল আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার আর্ট করেন আপনি। কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। আর্টের প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন।এত সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
ভাই আপনার ভুট্টার আর্ট দেখে মনে হচ্ছে যেন সত্যি সত্যি গাছ থেকে মাত্র মাত্র ছিঁড়ে এনেছেন । এত চমৎকার আর্ট কি করে করলেন সেটাই ভাবছি । একদম রিয়েল ভুট্টার মত লাগছে দেখতে। দেখে মনে হচ্ছে এখনই নিয়ে খেয়ে ফেলি। সত্যি চমৎকার এঁকেছেন আপনি । অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।
প্রথম দেখাতে আমি তো সত্যিকারের ভুট্টা ভেবেছিলাম দাদা। সত্যি দাদা মনে হচ্ছে যেন ভুট্টা গাছ থেকে তরতাজা ভুট্টা তুলে আনা হয়েছে। আসলে আপনার হাতের ছোঁয়ায় এত সুন্দর একটি চিত্রকর্ম করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম দাদা। এই ধরনের কাজগুলো খুবই সময় নিয়ে করতে হয়। এছাড়া আপনার নিখুঁত হাতের কাজ এর আগেও দেখেছি দাদা। আপনার চিত্রকর্মগুলো যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। বৃষ্টি ভেজা দিনে ছবি আঁকতে অনেক ভালো লাগে। আর আমাদের এদিকে যে রোদ তাতে করে এমনি বসে থাকা যায় না আর ছবি আর্ট করতে বসলে তো জ্ঞান হারিয়ে ফেলবো দাদা😅। তবে দাদা ভুট্টার কালারটা কিন্তু বেশ ভালো লেগেছে। আর উপরের সবুজ অংশ খুবই সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন সত্যিকারের ভুট্টার ফটোগ্রাফি করেছেন। সত্যি দাদা আপনার দক্ষতার প্রশংসা করার ভাষা আমার নেই। এত সুন্দর করে এই চিত্রটি অঙ্কন করেছেন দেখে খুবই ভালো লাগলো। দারুন একটি চিত্র অঙ্কন করে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।👌👌👌
সত্যি ই দাদা ভুট্টা পুড়িয়ে খেতে ভীষণ মজা লাগে।আমাদের ঢাকায় ভ্যান গাড়িতে করে পুড়িয়ে বিক্রি করে।আবার চাইলে কাঁচা ও কেনা যায়। আপনার অংকনটি চমৎকার হয়েছে দাদা।কি আপনি ম্যান্ডেলা করবেন।এমনিতেই তো দারুন হয়েছে।আঁকার পর কালার করে যাচ্ছিলেন আর ম্যাজিকের মতো সত্যিকারের ভুট্টার রুপ ফিরে আসছিলো।অনেক ভালো লাগলো দাদা।খুব সুন্দর ফুটিয়ে তুলতে পেরেছেন। ধন্যবাদ জানাই আপনাকে। সুন্দর এই অংকনটি শেয়ার করার জন্য অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।
দাদা আপনার ভাবনাটা খুব চমৎকার ছিল আর এর থেকেও বেশি চমৎকার ছিল ভাবনা থেকে তৈরি আর্ট। আজকে আপনি যে ভুট্টার আর্ট করেছেন আমার কাছে দারুন লেগেছে। প্রকৃত ভুট্টার যে কালার হয় ঠিক তেমনি কালার আপনি এখানে ব্যবহার করেছেন। দেখে মনে হচ্ছে এইমাত্র গাছ থেকে পেড়ে নিয়ে আসলেন। সব মিলিয়ে দারুন লেগেছে ধন্যবাদ আপনাকে দাদা।
দাদা, আপনি ভুট্টা খেতে দিয়েছেন এটা ঠিক আছে, কিন্তু ভুট্টা তো খেতেই পারলাম না। আমার কাছেও ভুট্টা খেতে তো অনেক বেশি ভালো লাগে দাদা। আপনি অনেক সুন্দর করে এই ভুট্টার আর্ট করেছেন, যা দেখে একেবারে বাস্তবিক মনে হয়েছে আমার কাছে। বাস্তবিক মনে হয়েছে বললে ভুল হবে, আমার তো এখনো বাস্তবিক মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে আপনি গাছ থেকে ভুট্টা পেড়ে নিয়ে এসে খাতার উপরে রেখে দিয়েছেন। ভুট্টার কালার কম্বিনেশন টা একেবারে বাস্তবিক মনে হচ্ছে। আপনি অনেক সুন্দর করে কালারটা করেছেন এবং কি বাস্তবিকভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই ঘরে বসে এই আর্টটা করেছিলেন, অনেক ভালো লেগেছিল নিশ্চয়ই? আর এটি অংকন করতেও অনেক বেশি সময় লেগেছিল মনে হয়। দাদা আপনি উপস্থাপনা টা অনেক সুন্দর করে আমাদের মাঝে ভাগ করে নিয়েছেন দেখে এই ভুট্টা আর্ট শিখে নিতে পারলাম। এটি শিখে নিতে পেরে আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লেগেছে দাদা। আর আপনার উপস্থাপনা দেখে এটা যে কেউ সহজে অঙ্কন করতে পারবে। দাদা আপনার আর্ট আমি সবসময় পছন্দ করি, আপনার পরবর্তী আর্টের অপেক্ষায় থাকলাম।
দাদা, ভুট্টা দেখে ভুট্টা অঙ্কনের আইডিয়াটা বেশ দারুন ছিল। আমি তো প্রথমে ভেবেছিলাম এটা বুঝি সত্যি গাছ থেকে ছিড়ে আনা ভুট্টার ফালি। কেননা আপনার অংকন এতটাই নিখুঁত হয়েছে যে, একটি পরিপূর্ণ ভুট্টার কালারফুল চিত্রটি দেখে আমার চোখ যেন ছানাবড়া হয়ে গিয়েছে। কি দারুন লাগছে দাদা, প্রশংসা করলেও বোধহয় কম হয়ে যাবে। আর আমরা তো প্রতিনিয়ত আপনার ভিন্ন ভিন্ন ধরনের অসাধারণ অংকন গুলো দেখে আসছি। আর যতই আপনার অংকন গুলো দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ দাদা, এত সুন্দর চোখ জুড়ানো একটি পরিপূর্ণ ভুট্টার কালারফুল চিত্রাংকন আমাদের মাঝে উপহার দেয়ার জন্য।