টি২০ ফরম্যাটে তৈরি হলো এক নতুন নজির

in আমার বাংলা ব্লগ2 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি সাধারণ লেখা শেয়ার করে নেবো। তবে এটি ক্রিকেট টপিক এর উপর বেস করে লিখবো। বর্তমানে ক্রিকেটে একটার পর একটা কোনো না কোনো টিমের দিক থেকে রেকর্ড এর নজির দেখা যাচ্ছে। আমি যদিও এই খেলাটা সরাসরি দেখিনি, তবে আমি হাইলাইটস দেখছিলাম রাতের দিকে একটু। তবে রান যেন বলা যায়, একপ্রকার তুফানের বেগে উঠেছে। এইরকম সচরাচর তেমন কিন্তু দেখা যায় না, বিশেষ করে টি২০ ফরম্যাটে। তবে হ্যা, এখানে আবার কিছু কিছু ক্ষেত্রে ওয়ানডে তেও এমন এমন কিছু পরিস্থিতি তৈরি হয়ে যায়, যেখানে ফরম্যাট চেঞ্জ না করে ব্যাটসম্যানদের উপায় থাকে না।

এই ম্যাচটি মূলত টি২০ ফরম্যাটে খেলা হয়েছিল অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ড এর মধ্যে। যদিও স্কটল্যান্ড অস্ট্রেলিয়ার সামনে বাচ্চা বলা যায়, তেমন মানানসই খেলা না এটা। তবুও ক্রিকেটে বিষয়টা এইভাবে কেউ দেখে খেলে না, বড়ো টিম হোক বা ছোট টিম হোক, নিজেদের ক্যারিয়ার, রেকর্ড এইগুলোর সামনে এইসব বিষয় দেখা হয় না। সেটা যেকোনো টিম বিপক্ষের সাথে ফরম্যাট চেঞ্জ করে রেকর্ড গড়তেই পারে। মূলত স্কটল্যান্ড এর সাথে এখন অস্ট্রেলিয়ার যে টি২০ ম্যাচ খেলাটা হচ্ছে, সেক্ষেত্রে এখানে স্কটল্যান্ড এর বোলারদের তুচ্ছতাচ্ছিল্য করে ফেলেছে একপ্রকার বলা যায়। অনলি পাওয়ার প্লে ওভারে ১০০+ রান অর্থাৎ একটা নতুন নজির গড়েছে বলা যায় ওয়ার্ল্ড ক্রিকেটে।

এইরকম ঘটনা কিন্তু আসলে ক্রিকেটে খুবই রেয়ার, আমি আগে একবার আইপিএল এই সম্ভবত দেখেছিলাম চেন্নাইয়ের ক্ষেত্রে যে, ৬ ওভারে ১০০ এর ধারে কাছে রান ছিল, সম্ভবত সেটা ৯৪ রানের একটা কাহিনী। তবে ১০০+ করাটা মুখের কথা না। তাও সেটা মাত্র ২ জন ব্যাটসম্যানের কাছেই রেকর্ডে পরিণত হয়েছে। এমনিতেও আপনারা অনেকেই জানবেন, যারা ক্রিকেট খেলা দেখেন সবসময়, যে অস্ট্রেলিয়ার হেড এবং মিচেল মার্শ এর টি২০ ফরম্যাট ভয়ঙ্কর। এরা একবার সেট হয়ে গেলে সেটা বিপক্ষ টিমের বোলারদের কি অবস্থা হবে সেটা ভাবা যায় না, তাও যদি একটু দুর্বল টিমের সাথে হয়ে থাকে। স্কটল্যান্ড এর সাথে কাহিনীটাও এইরকম ঘটেছে।

স্কটল্যান্ড আগে ব্যাটিং করে এক্ষেত্রে ১৫৫ সামথিং এইরকম একটা টার্গেট রাখে অস্ট্রেলিয়ার সামনে। সেক্ষেত্রে তারা পাওয়ার প্লেতে যে ঝড় তুললো, সেটা অকল্পনীয় ছিল একপ্রকার। মানে বলা যায় যে, এই রান তুলতে ১০ ওভারও লাগেনি তাদের। এইরকম ব্যাটিং করা মানে, নিজেদের ক্যারিয়ারের একটা বড়ো সফলতা অর্জন করলো। তবে অন্যান্য টিম টি২০ ফরম্যাটে পাওয়ার প্লে ওভারে রান যদিও অনেক করলেও এইরকম ১০০+ রান সম্ভবত রেকর্ডে তেমন নেই আগে আর। এটাই মনে হলো প্রথম এবং একটা নতুন রেকর্ড টি২০ ম্যাচে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 14 hours ago 

এখন অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ড এর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ হচ্ছে এবং এই ম্যাচে স্কটল্যান্ড মোটামুটি ভালোই খেলছে। তবে প্রথম ম্যাচে ট্রাভিস হেড এবং মিচেল মার্শ এককথায় দুর্দান্ত ব্যাটিং করেছে। পাওয়ার প্লে তে এতো রান করতে আমি কখনোই দেখিনি কোনো দলকে। এটা নিঃসন্দেহে বিরাট বড় একটি রেকর্ড হয়ে গেলো। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 33 minutes ago 

এর আগে টি টুয়েন্টি তে পাওয়ার প্লে তে কেউই ১০০ এর বেশি রান করতে পারেনি। অস্ট্রেলিয়া প্রথম এটা করে দেখালো। আসলেই তারা স্কটল‍্যান্ডের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে হা হা।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.028
BTC 54045.75
ETH 2247.37
USDT 1.00
SBD 2.30