ইংল্যান্ড এর বিপক্ষে ইন্ডিয়ার বড়ো রানের ব্যবধানে জয়

in আমার বাংলা ব্লগ5 months ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


স্ক্রিনশর্ট: ষ্টার স্পোর্টস

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ক একটি পোস্ট শেয়ার করবো। এই ম্যাচটিও টেস্ট সিরিজ, এখন ইন্ডিয়া আর ইংল্যান্ড এর মধ্যে পুরো সিজন জুড়ে টেস্ট ম্যাচ চলছে আর চলবে এখনো। বড়ো বড়ো টিমের মধ্যে এই বিষয়টা খুব ভালো যে, তারা বিশেষ করে টেস্ট সিরিজগুলো ১ টা কি দুটোয় শেষ করে দেয় না, একটানা ৫-৬ টা খেলে থাকে। যাইহোক, এই দ্বিতীয় টেস্ট সিরিজে ইন্ডিয়া আর ইংল্যান্ড এর মধ্যে বেশ ভালো টানটান একটা উত্তেজনাপূর্ণ খেলা হয়েছে। আর বিশাখাপত্তনমে আসলে মাঠটা অনেক ভালো রান করার জন্য। তবে এই পিচে স্পিনারদের বলে ভালো রান তুলতে সক্ষম হয় ব্যাটসম্যানরা, একমাত্র সীমারদের জন্য ভালো। সীমাররা এই পিচে যেমন ভালো লেন্থ এর বল করতে পারে তেমন আবার উইকেটও ফেলতে পারে দ্রুত।


স্ক্রিনশর্ট: ষ্টার স্পোর্টস

এই তারিখ ইন্ডিয়া আগে ব্যাট করে এবং দুর্দান্ত রান করে, যদিও এই রানের পিছনে একমাত্র একটা প্লেয়ারের অবদান বেশি। কারণ অর্ধেকের বেশি রান সংগ্রহ করে দিয়েছে। জায়েসওয়াল একা প্রথম ইনিংসে ২০৯ রানের ডবল সেঞ্চুরি করে এক অনবদ্য ইতিহাস রচনা করেছে। যদিও এইরকম অনেক ইতিহাস আছে আগে যারা এইরকম বহুবার রান করেছে। তবে এই জেনারেশনে জায়েসওয়াল বর্তমানে যে ফর্মে আছে, তাতে ইন্ডিয়া টিমকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। যাইহোক, এই ইনিংসে অন্যরাও একসাথে ১৫০+ রান করে এবং সেটা ৩৯৬ রানে গিয়ে পৌঁছায়, এটা অনেকটা কঠিন একটা বিষয়। যদিও এই কঠিন রানের মোকাবেলা করা যায় যদি না বুমরাহ এর মতো সীমার না থাকে, একজন সেরা সীমার বলে আমি মনে করি।


স্ক্রিনশর্ট: ষ্টার স্পোর্টস

যেমন গতি তেমন লেন্থ, খেলতে গেলে অনেক বুঝেশুনে না খেললে তার বল খেলা অসম্ভব। স্টোকস তো বলই দেখতে পায়নি অর্থাৎ যে বলে বোল্ড আউট হয়েছে, বল কখন পড়লো আর কখন উইকেটে গেলো সে নিজেই হাত দিয়ে দেখিয়ে দিলো যে কি হলো! যদিও ওই বলটায় গতি ছিল অনেক। তবে এই পিচে স্পিনারদের জন্য সুবিধা না থাকলেও, এক্ষেত্রে তারাও ভালো বল করেছে আর উইকেট পেয়েছে, তবে বুমরাহ প্রথম ইনিংসে ৬ উইকেট তুলে নিয়েছে, আর একটা ইনিংসে একজন ৬ উইকেট নেওয়া মানে অনেক বড়ো অবদান। যাইহোক, ইংল্যান্ড এক্ষেত্রে সেই রান তুলতে না পারায় ১০০+ রানে পিছিয়ে থাকে। এক্ষেত্রে ইন্ডিয়ার আরো একটা ভালো সুবিধা হয়, কারণ এই ১০০ রানের সাথে আরো কিছু রান জুড়ে দিতে পারলে ঠেলায় পড়ে যাবে তুলতে গেলে।


স্ক্রিনশর্ট: ষ্টার স্পোর্টস

ইন্ডিয়া যেভাবে খেলছিল দ্বিতীয় ইনিংসে, সেক্ষেত্রে রান ভেবেছিলাম গড় পত্তায় ৪৫০ রানের মতো হবে, শুভমন গিল আবার এই ইনিংসে ভালো অবদান রেখেছে সেঞ্চুরি করে। তবে শেষে আর সেভাবে দাঁড়াতে পারেনি কেউ, সব স্লিপে ক্যাচ আউট হয়ে শেষ। তবে রান আবারও সেই জায়গায় থাকে, আর টার্গেট ওই ৩৯৬ রানের মতো পড়ে যায়। ইংল্যান্ড যদিও দুইদিন পুরো সময় পেয়েছিলো, আর দুইদিনে রান তোলা যায়, কিন্তু বুমরাহ যেভাবে সব ব্যাটসম্যানদের চেপে ধরলো, তাতে এই রান আর কিভাবে উঠবে! যদিও গতদিন এর খেলাটা আমি সেভাবে দেখতে পারেনি, লাইসেন্স এর এক্সাম থাকার কারণে, কিন্তু এতো দ্রুত পড়ে যাবে ভাবতে পারেনি। সব থেকে মজার বিষয় হলো এই ম্যাচে একদম সেম জিনিস ঘটলো দুটি ইনিংসে অর্থাৎ প্রথম ইনিংসেও ওই ১০৬ রানে হারলো আবার দ্বিতীয় ইনিংসেও একই রানে হারলো হা হা। তবে ১০০ রান মানে অনেক রানের ব্যবধানে জিতেছে। আর এই রানে জেতার কারণে পয়েন্ট তালিকাও ভালো মজবুত হয়েছে আগের থেকে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 5 months ago 

আসলেই দাদা বড় দল গুলো বেশিরভাগ সময়ই ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলে থাকে। ইন্ডিয়া এবং ইংল্যান্ড দল দুটি টেস্ট ক্রিকেটে এককথায় দুর্দান্ত পারফরম্যান্স করে সবসময়। যাইহোক এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচ ইংল্যান্ড জিতেছে এবং দ্বিতীয় টেস্ট ম্যাচ ভারত জিতেছে। এতে করে এই সিরিজে ১-১ এ সমতা আনলো উভয় দল। এই সিরিজে আরো তিনটি ম্যাচ বাকি রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত এই সিরিজটি কারা জয়লাভ করে। যাইহোক এই ম্যাচের প্রথম ইনিংসে জেসওয়াল দুর্দান্ত ব্যাটিং করে। তবে ইংল্যান্ডের জ্যাক ক্রলি উভয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেছে। তাছাড়া ইংল্যান্ডের অন্যান্য ব্যাটসম্যানরা ততটা ভালো ব্যাট করতে পারেনি। এই পিচে পেসাররা বেশিরভাগ সময় খুব ভালো বোলিং করে থাকে। আর বুমরাহ নিঃসন্দেহে খুব ভালো মানের একজন পেসার। যাইহোক এই ম্যাচের রিভিউ পড়ে খুব ভালো লাগলো দাদা। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

দাদা আমার কাছে আজকের এই খেলা বিষয়ক পোস্ট পড়তে খুবই ভালো লেগেছে। আপনার শেয়ার করা খেলার রিভিউ গুলো আমি প্রতিনিয়ত পড়ার চেষ্টা করি। ইংল্যান্ডের বিপক্ষে ইন্ডিয়ার বড় রানের ব্যবধানে জয় হয়েছে, এটা দেখেই আমার কাছে খুব ভালো লেগেছে দাদা। 100 রানের ব্যবধানে যেহেতু জয়ী হয়েছে তাহলে আসলেই অনেক রানের ব্যবধান ছিল দাদা। এরকম ব্যবধান হলে আসলেই ভালো লাগে। তারা অনেক রানের ব্যবধানে জিতেছে। আসলেই জেতার কারণে পয়েন্ট তালিকা অনেক বৃদ্ধি পেয়েছে এটা ঠিক বললেন। এরকম ভাবে খেলা বিষয়ক পোস্টগুলোর রিভিউ আমার কাছে অসম্ভব ভালো লাগে। আর এগুলোর রিভিউ পোস্ট পড়লে খেলা আর দেখাই লাগেনা। দাদা আশা করছি আপনি প্রতিনিয়ত আমাদের মাঝে খেলা বিষয়ক পোস্টগুলো শেয়ার করবেন।

 5 months ago 

দাদা আপনি আমাদের মাঝে খেলা বিষয়ক পোস্ট সুন্দর করে তুলে ধরেন। আগে আমি খেলা দেখতাম প্রচুর পরিমাণে তবে এখন খেলা দেখা হয় না। ব্যস্ততা এখন অনেক বেশি বেড়ে গিয়েছে যে খেলা দেখার সময়ই হয় না। খেলা না দেখা হলেও আপনার রিভিউ পোস্ট গুলোর মাধ্যমে সম্পূর্ণ ম্যাচটা সম্পর্কে ধারণা নিয়ে নিতে পারি। ১০০ প্লাস রান পিছিয়ে থাকে ইংল্যান্ড দেখছি। আর অনেক রানের ব্যবধানে ইংল্যান্ড ইন্ডিয়ার কাছে হেরে গিয়েছিল। বড় দলগুলো আসলেই বেশিরভাগ ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলে। আর এই বিষয়টা আমার কাছে অনেক সুন্দর লাগে। কারণ দুটো দল শক্ত থাকে আর খেলাটাও বেশ জমজমাট হয়। এবং কি খেলা গুলো দেখার মাঝেও ভালো একটা অনুভূতি কাজ করে। প্রথম টেস্ট ম্যাচে ইন্ডিয়া জিতলেও দ্বিতীয়তে ইন্ডিয়া জিতেছে এটা দেখে অসম্ভব ভালো লেগেছে। ইন্ডিয়ার জয় লাভ দেখলে আমার কাছে সত্যি খুব ভালো লাগে। কারণ ইন্ডিয়ার এই টিমটা আমার অনেক বেশি পছন্দের। তাদের পয়েন্ট তালিকা আগের থেকে অনেক বেশি মজবুত হয়েছে, কারণ তারা জিতেছে। এটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আপনার পরবর্তী খেলা বিষয়ক পোস্টটা পড়ার জন্য অপেক্ষায় থাকলাম দাদা।

 5 months ago 

ইন্ডিয়া এবং ইংল্যান্ড দুই টিমই বেশ ভালো খেলে। তাইতো খেলাটি বেশ উত্তেজনা পূর্ণ ছিল। আর এরকম টানটান উত্তেজনা পূর্ণ খেলা দেখতেও সত্যি অনেক ভালো লাগে। যদিও সেভাবে খেলা দেখা হয় না। তবে আপনার শেয়ার করা রিভিউ গুলো পড়তে অনেক ভালো লাগে। ইন্ডিয়া টিম সত্যি দারুন খেলেছে। প্রথম ইনিংসে জায়েসওয়াল একাই ২০৯ রানের ডবল সেঞ্চুরি করে একেবারে তাক লাগিয়ে দিয়েছে। সত্যি দাদা এরকম খেলা দেখার আনন্দ অনেক বেশি। যদিও পাশাপাশি অন্যরাও ভালো খেলেছে। তবে সেই দিক থেকে বলতে গেলে ইংল্যান্ড টিম খুব একটা ভালো পারফরমেন্স দেখাতে পারেনি। তাদের ব্যাটসম্যানরা খুব একটা খেলতে পারেনি। ১০০ রানের ব্যবধানে বিজয় এটা সত্যি অনেক বড় পাওয়া। দাদা আপনি অনেক সুন্দর করে এই স্পোর্টস রিভিউ গুলো আমাদের মাঝে তুলে ধরেছেন এবং আমাদেরকে পড়ার সুযোগ করে দিয়েছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 5 months ago 

দাদা ইন্ডিয়া এবং ইংল্যন্ড দুই দলই টেষ্ট টিকেটের রাজা বলা যায়। দুই দলই খুব ভালো টেষ্ট খেলে। আর বড় বড় দল গুলো যখন টেষ্ট খেলে তখন চার পাঁচটি ম্যাচ এক টানা খেলে। কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। আজকে আপনি যে ম্যাচের রিভিউ দিলেন সেই টেষ্টে খেলাটি আমার দেখা হয়নি। তবে রিভিউ পড়ে মোটামুটি একটি ধারনা হয়েছে। জায়েসওয়াল এক ইনিংসে ২০৯ রান করেছে। চিন্তা করেন কতটা ধৈর্য নিয়ে দক্ষতার সাথে খেলেছে। তার উপর নির্ভর করেই ৩৯৬ রান করতে পেরেছে। আবার বলিং এর দিক দিয়েও বুমরার কেলমা শুরু হয়েছে। এক ইনিংসে ৬ জন খেয়ে দিলো। বুমরার বল যেমন কাটে তেমন গতি। অনেক খেলোয়ারই তার বল বুঝতে পারে না। পরের ইনিংসে গিলও শতরান করেছে। মোটামুটি বলা যায় দুইতিন জনের উপর নির্ভর করেই খেলাটা জয় লাভ করেছে। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57174.31
ETH 3071.24
USDT 1.00
SBD 2.40