এলোমেলো আলোকচিত্র ( পর্ব ২১ )

in আমার বাংলা ব্লগlast month
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে কিছু এলোমেলো আলোকচিত্র শেয়ার করে নেবো। এইবারের পর্বে কি কি আলোকচিত্র থাকছে, তাহলে চলুন দেখে নেওয়া যাক।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এটি একধরণের ফুলের আলোকচিত্র। এই ফুলগুলো সাধারণত এশিয়াতে দেখা গেলেও আমাদের সাধারণ অঞ্চলে তেমন এইগুলো দেখা যায় না। তবে যারা চাষ করে বা বাগানের সৌন্দর্যের জন্য লাগিয়ে থাকে, তারা এইসব উৎপাদন করে থাকে। আমি এই ফুলগুলো তুলেছিলাম একটি আর্ট কলেজের বাগান থেকে। এই ফুলগুলোকে বাংলায় অদ্ভুত নামে ডেকে থাকে, যেমন- একে লোকাল ভাষায় দাঁতরাঙা ফুল বলে, আবার কেউ কেউ ফুটকি, লুটকি এইসবও ডেকে থাকে। তবে দাঁতরাঙা নামটাই বেশি প্রচলিত। তবে ইংলিশ নামটাই শুনতে ভালো এবং পরিমার্জিত লাগে, যেমন এর ইংলিশে মেলাস্টোমা বলে থাকে। এই ফুলগুলোর দেশি, হাইব্রিট সব জাতেরই পাওয়া যায়। তবে আমার এই ফুলগুলো হাইব্রিট জাতের, কারণ একদম দেশি যেগুলো হয়ে থাকে, সেগুলোর কালার অনেকটা ফ্যাকাশে মতো দেখতে হয়ে থাকে। তবে নাম যাইহোক, ফুলের কালার বেশ সৌন্দর্যমন্ডিত, আর আকারটা দেখতেও অসাধারণ লাগে।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: চাঁদপাড়া
তারিখ: ১১ জুলাই ২০২৩


Photo by @winkles

Photo by @winkles

এই ছবিগুলো একটি মেলার থেকে সংগৃহিত। যদিও এই মেলাগুলো পুজোর সময়ে মাঠের দিকে বসে থাকে। মেলায় যেটা বেশি পরিলক্ষিত হয়ে থাকে, সেটি হলো বাচ্চাদের এই ছোট ছোট গাড়িতে বা ছোট ছোট একধরণের ঘোড়ার পিঠে উঠে ঘুরপাক খাওয়া। আর এইটা যেকোনো মেলায় একটা কমন বিষয় বাচ্চাদের খেলার বিষয়ের দিক থেকে। মেলায় এই দৃশ্যগুলো দেখতে কিন্তু বেশ মজার লাগে। এই বিষয়গুলো দেখলে নিজেদেরই কিন্তু শৈশবের কথাগুলো মনে পড়ে যায়, কারণ আমরাও একসময় এইরকম খেলার জন্য কত বায়না করতাম। মনের মধ্যে একধরণের আনন্দ উৎফুলিত হয়ে থাকে।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: কলকাতা
তারিখ: ২০ অক্টোবর ২০২৩


Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই ছবিগুলো বিয়ের অনুষ্ঠানের জায়গার। আমার বন্ধুর রিসেপশনের দিনে তুলেছিলাম, জায়গাটা যেমন বড়ো আর তেমন সুন্দর ছিল সবকিছু। পুকুরের মাঝখানে কত সুন্দর একটি জায়গা করা আছে, আর এইগুলো দেখতেও কিন্তু অসাধারণ লাগে। সব থেকে ভালো হলো ডেকোরেশন এর জন্য দারুন লাগছিলো সবকিছু। পুকুরের মাঝখানে এইরকম একটা বিষয় দেখতে খুবই সৌন্দর্যমন্ডিত লাগে। এছাড়া ভিতরের স্থানটিও বেশ জাকজমকপূর্ণ ছিল।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: কলকাতা
তারিখ: ২০ নভেম্বর ২০২৩


Photo by @winkles

এটি একটি ড্রিঙ্কস এর আলোকচিত্র। এই ড্রিংক্সটি ছিল রেড ডেভিলস। রেড ডেভিলস ড্রিঙ্কস আগে কখনো খাওয়া হয়নি, তাই খাওয়ার সময়ে মনে হচ্ছিলো যে খাওয়া যাবে কিনা। আমি আসলে ড্রিঙ্কস সিলেক্ট করার সময়ে শুধু নামটা দেখে মনে হয়েছিল যে, না একটু খেয়ে টেস্ট করে দেখি কি জিনিস বা কেমন লাগে খেতে। আসলে এই ড্রিঙ্কসটার নামের মধ্যেই একটা আলাদা আকর্ষণীয় ব্যাপার আছে। একদম ডেভিলস এর মতো হা হা। তবে সত্যি বলতে এই ড্রিঙ্কসটা খেয়ে মনে হয়নি যে, টাকা নষ্ট করলাম। খেয়ে অনেক ভালো লেগেছিলো এটি, কালারটাও যেমন স্বাদেও তেমন ছিল।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: কলকাতা
তারিখ: ২৬ জানুয়ারি ২০২৪


Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই ছবিগুলো তুলেছিলাম একটি গ্রাম্য সাইট থেকে। আসলে গ্রাম্য সাইট একেবারে বললে ভুল হবে, কারণ এটি শহরের একদম মেইন রোডের সাইডে একটি জায়গা। এখানে একটু গ্রাম্য মতো ভাব আছে যদিও, তবে এইসব জায়গায় বর্তমানে এখন ভরাট করে কলকারখানা গড়ে উঠছে, এর আশেপাশেও অনেক গড়ে তুলেছে যদিও, তবুও যেন এক চিলতে প্রকৃতির দেখা পেলে মনের মধ্যে ভালো লাগার কাজ করে। আমার যেদিন বাইকের এক্সাম ছিল, ওইদিন হাঁটতে হাঁটতে বিকেলের দিকে ওখানেই ফাঁকা মাঠ দেখে চলে গিয়েছিলাম। বিকেলের প্রকৃতির অপরূপ সৌন্দর্যগুলো মনের মধ্যে যেন দোলা দিয়ে যায়।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: বামনগাছি
তারিখ: ২ ফেব্রুয়ারি ২০২৪


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 last month 

দেখতে দেখতে আপনি এলোমেলো আলোকচিত্র ২১ তম পর্ব শেয়ার করলেন। যাক বেশ ভালো লেগেছে আপনার প্রথম ফটোগ্রাফি। বিশেষ করে লুটকি ফুটকি ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিলো। নামটা বেশ অদ্ভুত ধরনের আপনার কথা ঠিক আছে দাদা। তবে প্রথম দেখেছি আপনার ফটোগ্রাফির মাধ্যমে কালারটা খুবই সুন্দর। তাছাড়া ও আপনার শেয়ার করা অন্যান্য ফটোগ্রাফি গুলো অনেক ভালো লেগেছে দেখে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

দাদা আপনি আজকে আমাদের মাঝে বেশ কয়েকটি চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন। আজ আপনার শেয়ার করা ফটোগ্রাফির মধ্যে ফুটকি ফুলটি দেখতে সেই লাগছে। মেলা থেকে ও ফটোগ্রাফি করেছেন। সব মিলে দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করলেন দেখে খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি অ্যালবাম শেয়ার করার জন্য।

 last month 

আপনার এলোমেলো আলোকচিত্র গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে আপনি আজকের পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যেখানে লক্ষ্য করে দেখলাম বিয়ের অনুষ্ঠানের ফটোগ্রাফি থেকে শুরু করে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য আমাদের মাঝে ফুটে তোলার চেষ্টা করেছেন। সব মিলিয়ে অনেক ভালো লাগলো।

 last month 

দাদা আপনার সবগুলো ফটোগ্রাফি দেখলাম অনেক সুন্দর হয়েছে। দাঁতরাঙা ফুল, ফুটকি, লুটকি যেটাই বলা হোক না কেন এই ফুলটি আমি এখনো দেখি নাই। ফুলের নামটা আমার কাছে অদ্ভুত মনে হলো। আপনার ফটোগ্রাফি দেখে অনেক ভালো লেগেছে। বিয়ের অনুষ্ঠান,মেলার ফটোগ্রাফি, প্রাকৃতিক ফটোগ্রাফি সবকিছুই অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ দাদা

 last month 

সুন্দর সুন্দর এলোমেলো ফটোগ্রাফি করেছেন দাদা। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে খুবি ভালো লেগেছে আমার। ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিলো। আর শহরের ফটোগ্রাফি হলেও গ্রামের দৃশ্য ভাব আছে এই ধরনের জায়গায় ভ্রমণ করলে অনেক ভালো লাগে। তাই ফটোগ্রাফি অসাধারণ লেগেছে আমার।

 last month 

দাদা আপনার শেয়ার করা আলোকচিত্রগুলো খুবই সুন্দর ছিল বিশেষ করে প্রথমে শেয়ার করা ফুলের সৌন্দর্যগুলো বেশি ভালো লেগেছে। বেগুনি রঙের পাপড়ি গুলো ফুলের প্রধান সৌন্দর্য হিসেবে ফুটে উঠেছে, আলোকচিত্র গুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

আপনার ডেভিলস ড্রিঙ্কস দেখে তো আমারও খেতে ইচ্ছে করছে দাদা।নামের মধ্যেই আলাদা একটা ব্যাপার।কালারের সাথে টেস্টটাও নাকি ভালো ছিল।সবগুলো ফটোগ্রাফি সুন্দর ছিল।ধন্যবাদ দাদা সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last month 

দাদা এই ফুল মনে হয় দেখেছিলাম,তবে নাম জানা ছিলো না। তবে এই পোস্টের মাধ্যমে, এই ফুলের নাম জানতে পেরে ভীষণ ভালো লাগলো। কিন্তু এই ফুলের নাম আসলেই অদ্ভুত। তাছাড়া পুকুরটা দেখতে খুব সুন্দর লাগছে। ড্রিংকসের নাম রেড ডেভিলস 😂। ড্রিংকসের কালারের সাথে নামটা কিন্তু পারফেক্ট হয়েছে। ফটোগ্রাফি গুলো দারুণভাবে ক্যাপচার করেছেন দাদা। সবমিলিয়ে পোস্টটি বেশ উপভোগ করলাম। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

সৌন্দর্য্য দেখতে কাউকে নিমন্ত্রণ করতে হয় না -- তবে সেই সৌন্দর্য্য আরও একবার দেখার জন্য আপনাকে তা ক্যামেরার ফ্রেমে বন্দি করতেই হবে।দাঁতরাঙা ফুল এই প্রথম দেখলাম এবং নাম শুনলাম নাম অদ্ভুত হলেও দেখতে বেশ ভালো লাগলো।বিয়ের দৃশ্য টি চমৎকার লেগেছে পুকুরে মাঝে বিশাল জায়গা জুড়ে এরকম আলোর রোশনাই দেখতে অসম্ভব রকমের সুন্দর লাগলো।রেড ডেভিলস ড্রিংক টা দেখতে খুবই লোভনীয় লাগছে।সবমিলিয়ে অসাধারণ লেগেছে দাদা আপনার পোস্ট টি।অসাধারণ একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 58728.31
ETH 3185.59
USDT 1.00
SBD 2.43