কর্ন পপি ( Corn poppy ) ফুলের আলোকচিত্র

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আমি আপনাদের সাথে একটি ইন্টারেষ্টিং ফুলের বিষয়ে নিয়ে আলোচনা করবো। ইন্টারেষ্টিং বললাম এই কারণে যে এই ফুলের নামটাই ইন্টারেষ্টিং ধরণের। তো চলুন শুরু করি বিষয়টা।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এটি একধরণের প্রজাতির ফুল। এই ফুলগুলো সব জায়গায় দেখতে পাওয়া যায়। তবে এই ফুলের অনেকগুলো প্রজাতি থাকে যার মধ্যে ১৫% প্রজাতি আমাদের এশিয়া মহাদেশের দিকে বিভিন্ন জায়গায় দেখা যায় আর বাকিগুলো অন্যান্য মহাদেশের দিকে দেখা যায়। এই ফুলগুলোর নাম একটা খাবারের নামের সাথে সম্পর্কিত আছে আর সেটি হলো ভুট্টা। এটি বাংলায় বললাম, ইংরেজিতে এই ফুলের নাম হলো Corn poppy আবার এই ফুলটিকে Corn rose বলা যেতেও পারে। শুধু এই নামগুলো আছে বললে ভুল হবে কারণ সাধারণ নাম হিসেবে অনেকগুলোই নাম আছে। আর সবগুলোই Corn প্রজাতির।

Photo by @winkles

Photo by @winkles

এই ফুলগুলো অসাধারণ গঠনের দেখতে হয়ে থাকে আর আকর্ষণীয় একটি ফুল। দেখার সাথে সাথে যে কারো দৃষ্টি আকর্ষিত করতে বাধ্য। এই ফুলগুলো যখন কান্ড সহিত হাওয়ায় দুলতে থাকে তখন দেখতে খুবই সুন্দর লাগে, যেন সব ফুলগুলো নানান ভঙ্গিতে দুলছে। এই ফুলগুলো পরিবেশটাকে খুবই সৌন্দর্যপূর্ণ করে তুলে থাকে আর এর কালারটা ভীষণ আকৃষ্টকর। এই ফুলগুলোর হরেক রকমের কালার আছে যা একসাথে দেখতে অনেক ভালো লাগে। আর এই কালারগুলো অবশ্যই একটা প্রজাতি নির্ভর হয়ে থাকে। আমার এখানে ফুলগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন প্রজাতির কালারের ফুল আছে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এখানে রেড কালার সহ বিভিন্ন মিশ্রিত কালারের ফুল আছে যা মনোমুগ্ধকর, আমার দৃষ্টি কেড়েছে এক প্রকার বলতে গেলে এই ফুলের সৌন্দর্য। তবে এই ফুলগুলো যে শুধু সৌন্দর্য বাড়িয়ে থাকে তা নয় , এই ফুল বা ফুলের উদ্ভিদটিকে অনেক কাজে লাগানো হয়ে থাকে আর এটা বিজ্ঞানীরা প্রধান ভূমিকা রেখে থাকে। এই ফুলের উদ্ভিদটি একটি বার্ষিক উদ্ভিদ আর তার সাথে ভেষজ হিসেবেও চিহ্নিত করা হয় উদ্ভিদটিকে। এই ফুলের উদ্ভিদ অনেক জায়গায় চাষ করা হয়ে থাকে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

তবে এই ফুলের উদ্ভিদটিকে দেখলে আগাছার মতো লাগে কারণ এক জায়গায় অনেকগুলো বেড়ে ওঠে ফলে পাতাগুলো ঘন ভাবে বৃদ্ধি পেয়ে একটা আগাছার পরিস্থিতি তৈরি করে। তবে এটি ক্ষতিকর না। এই ফুলগুলো মূলত বসন্তের দিকে তো দেখা যায় কিন্তু খুবই উষ্ণ পরিবেশে ফুলগুলো শরৎ এর দিকে ফুটে থাকে। তবে উষ্ণ পরিবেশের ফুটে থাকা ফুলগুলো বেশিদিন স্থায়ী হয় না, বড়োজোর একদিন কি দুইদিন তারপর পাপড়ি শুকিয়ে পড়ে যায়।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই উদ্ভিদের ফুলের পাপড়িগুলো একসাথে জড়ো অবস্থায় সুন্দর একটা গঠন এর দ্বারা বেড়ে ওঠে। এই ফুলের উদ্ভিদের কান্ডগুলো লম্বা আর খাড়াভাবে থাকে, তবে কাণ্ডের পুরোটাই লোমশ আর হালকা হালকা কাঁটা মতো থাকে। তবে এই কাঁটাগুলো হাতে ফোটার সম্ভাবনা থাকে না কারণ খুবই নরম। এই ফুলের উদ্ভিদের বীজ তৈরি হয় যা দিয়ে একধরণের তেল তৈরি করা হয়ে থাকে।


All Photos what3words location: https://w3w.co/copy.smirking.invite

শুভেচ্ছান্তে, @winkles

ক্যামেরারেডমি নোট ৭
ক্যাটাগরিন্যাচার ফোটোগ্রাফি
টাইপফুল
লোকেশনকৃষ্ণ সায়ার পার্ক
তারিখ১২.০২.২০২২


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

এই ফুলের উদ্ভিদটি একটি বার্ষিক উদ্ভিদ আর তার সাথে ভেষজ হিসেবেও চিহ্নিত করা হয় উদ্ভিদটিকে।

আসলে আমাদের চারপাশে এমন অনেক উদ্ভিদ আছে যে গুলোতে অনেক গুনাগুন থাকলেও আমাদের অজানা। আজকের ফুলের ফটোগ্রাফি দেখে ও তথ্যগুলো পড়ে সত্যি অনেক ভালো লাগলো। আমার কাছে কর্ণ রোজ নামটা বেশি ভালো লাগছে৷ কর্ণ রোজের লাল প্রজাতি টি আমি দেখেছিলাম আমাদের এলাকার পার্কে। এই ফুলগুলোতে যখন বাতাস লাগে একদম হেলে পড়ে। আমার কাছে সব গুলো কালার অনেক ভালো লেগেছে।
এই ফুলগুলো বাড়ির আঙিনায় লাগালে অনেক সুন্দর লাগবে। কিছু দিন পর গ্রামের বাড়ি যাবো। এই ফুলগুলো যদি খুঁজে পাই আমার বাগানে লাগাবো। আমি ফুল অনেক ভালোবাসি। কোনো ফুলের জাত সুন্দর লাগলে আমার বাগানে সেগুলো রূপন করি। আমার বাগানে ভেষজ জাতীয় ফুল গাছের সংখ্যাই বেশি। গাঁদা ফুল ও এক প্রকার ভেষসগুন সম্পন্ন ফুলগাছ।
দাদা, আপনি কৃষ্ণ সায়ার পার্কের যে ফুলের সাথে আমাদের পরিচয় করিয়ে দিলেন দেখে আমার খুব ভালো লাগছে। আকর্ষনীয় ফটোগ্রাফির সাথে সাথে অসাধারণ কিছু তথ্য দিয়েছেন। অনেক কিছু জানতে পারলাম কর্ণ রোজ ফুল সম্পর্কে। আপনাকে অনেক ধন্যবাদ দাদা এই অসাধারণ ফুলের ফটোগ্রাফি ও তথ্য শেয়ার করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
 2 years ago (edited)

অও,দাদা জাস্ট অসাধারণ দেখতে ফুলগুলি।আমি আমার জীবনের প্রথম দেখলাম মনে হয় ফুলগুলি।আর এতভালো লেগেছে যে মুখে প্রকাশ করা মুশকিল। যাইহোক কর্ন পপি নামটি যেমন সুন্দর ফুলগুলি দেখতে তেমনই মনমুগ্ধকর।আমার সবথেকে বেশি ভালো লেগেছে ফুলটির ভিতরের অংশ।মনে হচ্ছে ফুলের এই আকর্ষণীয় ভিতরের অংশে কোনো গোপন রহস্য লুকিয়ে আছে।নানা রঙের ফুল দেখলাম ভালো লাগলো, তাছাড়া এই ফুলের ফলগুলি নুয়ে থাকে যেটা দেখে ও ভালো লাগলো।এটি ভেষজ উদ্ভিদ এবং খুবই উপকারী।অজানা ফুল সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম।প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি খুবই দক্ষতার সঙ্গে করেছেন,ভালো থাকবেন দাদা।এই ফল থেকে তেল হয় জেনে হেন্না ফলের কথা মনে পড়ছে।তার বীজে ও কাঁটা থাকে।ধন্যবাদ দাদা,আপনার পরিবারের জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

এই ফুলগুলো অসাধারণ গঠনের দেখতে হয়ে থাকে আর আকর্ষণীয় একটি ফুল। দেখার সাথে সাথে যে কারো দৃষ্টি আকর্ষিত করতে বাধ্য।

কর্ন পপি এই ফুলের নামটি যেমন সুন্দর তেমনি এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর। দাদা আপনি একদম ঠিক বলেছেন এই ফুলের সুন্দর গঠন দেখতে খুবই আকর্ষণীয়। ফুলের অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনি আপনার ফটোগ্রাফির দক্ষতায় অনেক সুন্দর ভাবে এই ফুলের ফটোগ্রাফি গুলো করেছেন। ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি আপনি অনেক সুন্দর ভাবে এই ফুলগুলো সম্পর্কে বর্ণনা দিয়েছেন। যেগুলো আমাদের অনেকের কাছেই অজানা ছিল। আজকে আপনার এই পোস্ট পড়ার মাধ্যমে এই সুন্দর ফুলের অনেক তথ্য জানতে পারলাম। খুবই ভালো লেগেছে দাদা আপনার এই পোস্ট পড়ে। অনেক সুন্দর ভাবে আপনার ফটোগ্রাফি এবং গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।

 2 years ago (edited)

তবে এই ফুলের অনেকগুলো প্রজাতি থাকে যার মধ্যে ১৫% প্রজাতি আমাদের এশিয়া মহাদেশের দিকে বিভিন্ন জায়গায় দেখা যায় আর বাকিগুলো অন্যান্য মহাদেশের দিকে দেখা যায়। এই ফুলগুলোর নাম একটা খাবারের নামের সাথে সম্পর্কিত আছে আর সেটি হলো ভুট্টা।

প্রথমেই আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আরো একটি নতুন তথ্য বা জ্ঞান আমাকে উপহার দেওয়ার জন্য। আমি এই ফুল আজকেই প্রথম দেখছি আপনার এই সুন্দর আর্টিকেলের মাধ্যমে। "কর্ণ রোজ,কর্ণ পপি" নাম দুইটার মধ্যে আমার কাছে

কর্ণ পপি
ইউনিক লেগেছে। আর এটা জেনেও অভিভূত হলাম যে এই ফুলের সাথে "ভুট্টার" সম্পর্ক আছে। "মানে ফুলের সাথে ফলের সম্পর্ক"; এ যেন কাকতালীয়র মধ্যেও কাকতালীয়।আপনি দাদা শুধু এই ফুলের ছবি দেখিয়েই ক্ষান্ত হননি, আপনি তার সাথে হরেক রকমের কালার বা প্রজাতির কর্ণ পপি আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন।গরমে যেহেতু ফুলটি ২-৩ দিনেই মারা যায় তাই এর সঠিক সংরক্ষণের উপায় হিসেবে যদি আমরা টবে করে এই সুন্দর ফুলটি আমাদের বাসায় রোপণ করতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না।

বোনাস হিসেবে শোভাবর্ধক হিসেবে আশেপাশের পরিবেশকে আরেক ধাপ এগিয়ে নিলো। এই ফুলের উদ্ভিদের গুণাগুণও কম নয়। আবার এর বীজ থেকে নাকি তেল ও বের করা হয়।মানে একের ভিতর সব।আর এত আকৃষ্টকারী ফুল তার কাঁটা দিয়ে কাউকে আঘাত করবে এটা মানা যায় না বলেই হয়তো সৃষ্টিকর্তা এর কাঁটাগুলো একদম নরম করে দিয়েছে।লাল রংয়ের ফুলটি আমায় কেমন জানি বেশি টানলো।

দাদা আপনাকে অনেক অনেক কর্ণ রোজের শুভেচ্ছা জানাচ্ছি এত সুন্দর একটি ফুলকে "আমার বাংলা ব্লগের" মাধ্যমে সকল সদস্যের কাছে পৌঁছানোর জন্য। আপনার জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকলো। ❤️

 2 years ago 

এই ফুলগুলোর নাম একটা খাবারের নামের সাথে সম্পর্কিত আছে আর সেটি হলো ভুট্টা। এটি বাংলায় বললাম, ইংরেজিতে এই ফুলের নাম হলো Corn poppy আবার এই ফুলটিকে Corn rose বলা যেতেও পারে।

কর্ন পপি ফুলের খুবই সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে তুলে ধরেছেন। শুধু ফটোগ্রাফি নয়, সাথে চমৎকার বর্ণনা রয়েছে। আর এই বর্ণনার মাধ্যমে ফুল সম্পর্কে খুবই ভালভাবে জানতে পারলাম। আসলে এই ফুলগুলো ১৫% এশিয়া মহাদেশের মধ্যে রয়েছে এবং বাকিগুলো অন্য মহাদেশের মধ্যে। আপনি খুবই সুন্দরভাবে তথ্যগুলো দিয়েছেন এবং ফুলগুলোকে আমার খুবই ভালো লেগেছে দাদা।আপনাকে ধন্যবাদ দাদা আমাদের মাঝে তথ্য গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি আজকে খুবই চমৎকার ও ইউনিক একটি ফুলের বিভিন্ন প্রজাতির ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে সত্যি দাদা মুগ্ধ হয়ে গেলাম। আপনি ঠিকই বলেছেন এই কর্ণ পপি ফুল গুলোকে অবশ্যই রোজ বলে ডাকা যেতে পারে কারণ গোলাপের সৌন্দর্যের মত সৌন্দর্য এর কোন অংশে কম নয়। সত্যি বলতে দাদা এই ফুলটি সম্পর্কে আগে তেমন কোনো ধারনাই ছিল না, আপনার এই পোষ্টের মাধ্যমে এ ফুলটি সম্পর্কে খুবই চমৎকার ধারণা পেলাম এবং আসলেই সত্যি বলতেছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যদিও ফুল আমার খুবই প্রিয় শুধু আমার নয় এমন কোনো মানুষ নেই যে ফুল পছন্দ করে না। অসংখ্য ধন্যবাদ দাদা এত চমৎকার একটি ফুলের ও তার বিভিন্ন প্রজাতি নিয়ে বেশকিছু ফটোগ্রাফির মাধ্যমে এই ফুলটি সম্পর্কে আমাদেরকে ধারণা দেওয়ার জন্য।

 2 years ago 

কর্ন পপি ফুল এর ছবি গুলো দেখে মনে হচ্ছে দেখেছি কিন্তু কোথায় দেখেছি তা স্মরণ করতে পারছি না।এই ফুলের পাপড়ি গুলো কিছুটা খাড়া কিংবা লম্বাটে দেখা যাচ্ছে ।তবে পাপড়ি ঝড়ে পরার আগে কিছুটা ছড়িয়ে যায় চারিদিকে। আপনি ঠিকই বলেছেন যে এই গাছ গুলোতে হালকা লোমশ কাটা রয়েছে কিন্তু সেগুলো নরম। বিশেষ করে এর রং এর ভিন্নতা সত্যি মুগ্ধ করার মত। কিছু ফুল দেখলাম হালকা এবং গাড় রং এর মিশ্রনে ফুটেছে। এর কড়ি গুলোও দেখতে বেশ সুন্দর। অজানা বিষয় জানতে ভাল লাগে দাদা। ধন্যবাদ । শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

কর্ন পপি ফুলগুলো সম্পর্কে আমার তেমন একটা ধারনা নাই। তবে আপনার পোস্টটি পড়ে অনেক কিছু জানতে পেরেছি।

এই ফুলগুলো অসাধারণ গঠনের দেখতে হয়ে থাকে আর আকর্ষণীয় একটি ফুল।

সত্যি দাদা আপনি ঠিক বলেছেন এই ফুলগুলো অসাধারণ গঠনের সুন্দর একটা আকৃতির দেখতে খুব সুন্দর লাগছে। আমি তো প্রথমে ভেবেছিলাম এগুলো ছোট গোলাপ ফুল গুলো পরে টাইটেল পড়ে বুঝতে পারলাম এগুলো কর্ণ পপি নামে কোন একটি ফুল। অসম্ভব সুন্দর ফুলগুলো দাদা। আমি আগে কখনোই ফুলটি দেখিনি। এটি ক্ষতিকারক না তবে অনেক উপকারী সেটা বুঝতে পেরেছি কারণ এটা দিয়ে তেল বানানো হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা এ ফুলটি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বর্ণনা দেওয়া আপনার জন্য । আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

কর্ন কপি ফুল গুলো দেখতে অনেক সুন্দর ভাই। এই ফুলটি সম্পর্কে পূর্বে কখনো জানা ছিল না। অজানা এই ভিন্ন প্রজাতির ফুলগুলো সম্পর্কে সুন্দর তথ্য দিয়েছেন।ধন্যবাদ ভাই।

 2 years ago 

ভুট্টার ইংরেজি প্রতিশব্দ সাথে এই ফুলগুলোর নাম মিল রয়েছে এই তথ্যগুলো আমার আগে জানা ছিল না। আর তাছাড়া এই সুন্দর ও মনমুগ্ধকর ফুলটি আমি আগে কখনো দেখিনি।লাল টকটকে ফুলটি সকলেরই দৃষ্টি আকর্ষণ করবে খুব সহজেই। সৃষ্টিকর্তার কী মহান ও অপরুপ সৃষ্টি তা আমরা চোখ মেললেই দেখতে পাই। পরের ফুলটিও অনেক সুন্দর লাগছে। আজ আপনার পোস্ট টির মাধ্যমে ফুলটি সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

শুভকামনা রইল ভাইয়া। 🙂

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60832.40
ETH 2912.20
BNB 525.30
SBD 2.31