দূর্গা পুজো ২০২৩ ( পর্ব ৯ )

in আমার বাংলা ব্লগ7 months ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

Photo by @winkles

Photo by @winkles

আজকে আপনাদের সাথে দূর্গা পুজোর কিছু আলোকচিত্র শেয়ার করবো। গত পর্বে বিবেকানন্দ সংঘের পুজো প্যান্ডেলের কিছু আলোকচিত্র তুলে ধরেছিলাম। এই তারিখ আরেকটি ক্লাব এর প্যান্ডেলের আলোকচিত্র তুলে ধরবো। এই ক্লাবটির নাম হলো "অভিযান সংঘ", আর এটিও বনগাঁর। বনগাঁয় এই ক্লাবটিতেও ভালো ভালো থিম নিয়ে হাজির হয়। রাস্তার একদম পাশেই করে থাকে সব বছরই। যাইহোক, এইবারের থিম নিয়ে এসেছিলো 'রাজমহলের আদলে তৈরি' প্যান্ডেল। আসলেই সাজিয়েছে যেভাবে তা দেখেই মনে হচ্ছে একদম রাজমহলের মতো। তবে এই ক্লাবটি যে অভিযান সংঘ এইটা আসলে অনেক সময় গুলিয়ে যায় আমার, কারণ প্রতিবারই এই ক্লাবটির পাশ দিয়ে যাই, কিন্তু নামটা সেভাবে উল্লেখ করা থাকে না।

Photo by @winkles

Photo by @winkles

এইটা আমি পরে পাশে তৈরি করা একটি স্টেজের গায়ে আর হাতির গায়ে লেখা দেখে চিনতে পেরেছিলাম, এইটা খোঁজার জন্য আমি এর পাশ দিয়ে দুইবার করে ঘুরে ঘুরে গিয়েছি হা হা। বাইরের দিক থেকে ডিজাইন পুরোটাই দেখে প্রথমে মনে হচ্ছিলো যেন, সেই বাহুবলীর রাজমহলের মতো, কারণ সামনে হাতির ডিজাইন সেইভাবে তুলে ধরা। এই প্যান্ডেলের আগে পিছে তেমন আলোকসজ্জার বিষয় তুলে ধরেনি, কারণ ছোট জায়গা আর রাস্তার পাশেই করেছে। এইটা তেমন একটা আকর্ষণীয়ভাবে তৈরি করে না, কিন্তু এইবারের থিমটা যেভাবে সাজিয়েছে, দেখতেও অনেক আকর্ষণীয় লাগছিলো আমার কাছে।

Photo by @winkles

Photo by @winkles

বাইরে যেমন সৌন্দর্য ফুটিয়ে তুলেছে, তেমন ভিতরেও অনেক রকম ভাবে সৌন্দর্যপূর্ণ করে তুলেছে। যেমন এর ভিতরে প্রবেশের মুখে উপরে সাদা কাপড়গুলোর টুকরো দিয়ে দিয়ে সম্পূর্ণ মায়ের মণ্ডপ পর্যন্ত দারুণভাবে সাজিয়ে নিয়ে গিয়েছে আর সেই সাথে মাঝে মাঝে কাগজের ফুলের স্টিকি দিয়েও সাজিয়েছে। সব থেকে আরো ভালো ডিজাইন করেছে মায়ের মণ্ডপের উপরের দিকটা, ক্যান্ডেলের মধ্যে লাইটিং এর ডিজাইনগুলো ভালোভাবে ফুটিয়ে তুলেছে, যেটা দেখতে বেশি মনোমুগ্ধকর লাগছিলো। এছাড়া মায়ের মূর্তির ডিজাইন, কালার কম্বিনেশনটা অনেক ভালো লাগছিলো, একদম দৃষ্টিনন্দন। এটাই ছিল অল্প কিছু আলোকচিত্র এই ক্লাবটির, ছোটোখাটো হলেও এইবারের তাদের চিন্তাধারাটা অনেক ভালো লেগেছিলো। যাইহোক, পরে আবার আরেকটি কোনো স্থানের প্যান্ডেলের আলোকচিত্র নিয়ে আসবো।


শুভেচ্ছান্তে, @winkles

ক্যামেরাস্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশনবনগাঁ
তারিখ২৪ অক্টোবর ২০২৩


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 7 months ago (edited)

দাদা আপনি কিন্তু আমাদের সাথে বেশ কিছু পুজোর সুন্দর সুন্দর আলোকচিত্র শেয়ার করে যাচেছন। এই যেমন আজ আপনি বনগাঁর ক্লাবের অভিযান সংঘ এর বেশ কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা আজকের ফটোগ্রাফি গুলোও কিন্তু দারুন ছিল। ধন্যবাদ দাদা আপনাকে।

 7 months ago 

"অভিযান সংঘ" সত্যি দারুন আয়োজন করেছে। প্যান্ডেলটি দেখতে অনেক সুন্দর লাগছে। তাজমহলের আদলে তৈরি করা প্যান্ডেল দেখে চোখ জুড়িয়ে গেল দাদা। আসলে শিল্পীর হাতে ছোঁয়া ও দক্ষতা কোন কিছুকে নতুন রূপ দেয়। বিশেষ করে আলোকসজ্জা পুজো প্যান্ডেলের সৌন্দর্য আরো বেশি বাড়িয়ে তুলে। আর পুজো প্যান্ডেলের অপরূপ সৌন্দর্য আমরা যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। যখন কোন থিমের উপর প্যান্ডেল সাজানো হয় তখন সেই পুজো প্যান্ডেলের প্রতি আকর্ষণ অনেক বেশি হয়। আর সেই থিমটি যখন সুন্দরভাবে ফুটে ওঠে তখন শিল্পীর হাতের কাজ আরো বেশি পূর্ণতা পায়। সত্যি দাদা এত সুন্দর পুজো প্যান্ডেল দেখার সৌভাগ্য কখনো হয়নি তবে ফটোগ্রাফি গুলো দেখে চোখ জুড়িয়ে গেল। অনেক ভালো লেগেছে দাদা। দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য এবং আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

 7 months ago 

দাদা আপনি আপনার খুবই সুন্দর একটি মুহূর্তের ঘটনা আমাদের মাঝে শেয়ার করেছেন। আলোকচিত্র গুলো খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 months ago 

দাদা আপনি আজকে দুর্গা পুজোর নবম পর্ব আমাদের মাঝে শেয়ার করেছেন, যেটা পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ফটোগ্রাফি গুলো দেখতেও খুব ভালো লেগেছে দাদা। দুর্গা পুজোর প্রত্যেকটা পর্ব আমার পড়া হয়েছে। এবং কি প্রত্যেকটা পর্বের ফটোগ্রাফি আমার দেখা হয়েছে। আজকে আপনি ক্লাবের প্যান্ডেলের কিছু আলোকচিত্র এই পর্বের মাধ্যমে তুলে ধরেছেন, যেগুলো দেখে অসম্ভব ভালো লেগেছে। দুর্গা পুজোর সময় অনেক জায়গায় ঘুরাঘুরি করেছিলেন। যা আপনার পোস্টগুলো দেখেই বুঝতে পারতেছি দাদা। সব জায়গার প্যান্ডেল দেখছি অনেক সুন্দর ভাবেই করেছিল। থিমটা কিন্তু আসলেই অনেক আকর্ষণীয় লাগতেছে। আমি তো সবগুলো ফটোগ্রাফি দেখে অনেক বেশি মুগ্ধ হয়েছি। আপনি অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো করেছেন। যার কারণে দেখতেও ভালো লাগতেছে। আমি তো ভাবছি দুর্গাপুজোর আর কয়টা পর্ব হবে? যাইহোক আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগতেছে সবগুলো পর্ব। আশা করছি পরবর্তী পর্বে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী পর্ব পড়ার জন্য অপেক্ষায় থাকলাম দাদা। ধন্যবাদ এই পর্বটা সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য।

 7 months ago 

দাদ, পূজা প্যান্ডেলের আলোকসজ্জা ও ডেকোরেশন দেখে আসলেই রাজমহলের মত লাগছিল। বেশ ভালোই উপভোগ করলাম এই পর্বের ছবিগুলো।

 7 months ago 

বাহ্! অভিযান সংঘ ক্লাবটি তো দূর্গা পূজা উপলক্ষে চমৎকার আয়োজন করেছে। থিমের সাথে তাদের আয়োজন একেবারে পারফেক্ট হয়েছে। দেখতে তো একেবারে রাজমহলের মতোই লাগছে। ফটোগ্রাফি গুলো এককথায় দুর্দান্ত হয়েছে দাদা। সবমিলিয়ে বেশ উপভোগ করলাম সম্পূর্ণ পোস্টটি। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 7 months ago 

দাদা আপনি আজকে আরও অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে নিয়েছেন এই নবমতম পর্বের মাধ্যমে। সবগুলো পর্বের মধ্যে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পেরে সত্যি খুব ভালো লেগেছে। আপনাদের পুজোর সময় সব প্যান্ডেল অনেক সুন্দর ভাবে সাজানো হয় দেখছি। আপনি অনেক জায়গায় গিয়েছিলেন। এবং বিভিন্ন জায়গার প্যান্ডেল গুলোর আলোকচিত্র আমাদের মাঝে পর্বের মাধ্যমে শেয়ার করতেছেন। গত পর্বে বিবেকানন্দ সংঘের পুজো প্যান্ডেলের কিছু আলোচিত্র আমাদের মাঝে তুলে ধরেছিলেন। যেগুলো দেখেছিলাম এবং সেই ফটোগ্রাফি গুলো ও খুব ভালো লেগেছিল। আজকে আপনি আরেকটি ক্লাবের প্যান্ডেলের আলোকচিত্র খুব সুন্দর ভাবেই বর্ণনার মাধ্যমে তুলে ধরেছেন দাদা অন্যান্য দিনের মতো। অভিযান সংঘ এর প্যান্ডেল অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছিল। সেখানকার আলোকচিত্র গুলো দেখে তো আমি অনেক বেশি মুগ্ধ। সেখানেও খুব ভালো সময় অতিবাহিত করেছিলেন, যা দেখেই বুঝতে পারতেছি। আশা করছি আরও অনেকগুলো পর্ব আমরা আপনার মাধ্যমে দেখতে পাবো দুর্গাপুজোর। আর সেই পর্ব গুলোর আলোকচিত্র দেখার জন্য অনেক বেশি আগ্রহ জেগেছে।

 7 months ago (edited)

দাদা,আবারো একটি দুর্গাঠাকুর দেখে ভালো লাগলো।আসলে আপনি অনেকগুলো প্রতিমার দর্শন করেছেন এই বনগাঁ থেকেই মনে হচ্ছে।অভিযান সংঘের থিমটি রাজমহলের আদলে করা হয়েছে এবং ডিজাইনটি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে কারীগররা ।মায়ের মূর্তিটি ভিন্ন ধরনের হলেও অসাধারণ হয়েছে।এছাড়া আপনার সুন্দর ফটোগ্রাফিগুলি দেখে খুবই ভালো লাগলো, ধন্যবাদ দাদা আপনাকে।

 7 months ago 

জী দাদা গত পর্বের বিবেকানন্দ সংঘের পুজো প্যান্ডেলের আলোকচিত্র গুলো দারুন ছিল। আজকে আবার বনগাঁও এ অবস্থিত “অভিযান সংঘ",এর আলোকচিত্র গুলো দেখলাম। এত সুন্দর করে লাইটিং গুলো করেছে যে খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। ভবনটা দেখে আমিও আপনার মত বাহুবলীর রাজমহল ভেবেছিলাম। কারন এটা মনে করার যথেষ্ট কারনও আছে। ভিতরের ফটোগ্রাফি গুলো দেখলাম কাগজ কেটে কেটে খুব সুন্দর ভাবে ডিজাইন করেছে। আর আপনার মত আরো অনেক মানুষকে দেখলাম মোবাইল হাতে তুলে ফটোগ্রাফি করতেছে। প্যান্ডেলটি অনেক সুন্দর করেছে। যার ফলে এত মানুষের ভিড় দেখলাম। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58068.07
ETH 3133.85
USDT 1.00
SBD 2.44