অবশেষে, ভারতের জয়ের মাধ্যমে এশিয়া কাপের ফাইনাল সমাপ্তি হলো

in আমার বাংলা ব্লগ11 months ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


স্ক্রিনশর্ট: astro cricket

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ক পোস্ট শেয়ার করবো। গতকাল সবাই জানেন যারা খেলা দেখেছেন যে, এশিয়া কাপের ফাইনাল ম্যাচ ছিল। আর এই ম্যাচে ভারত এবং শ্রীলঙ্কা সামনাসামনি করেছে। খেলাটা শুরু হওয়ার আগে পর্যন্ত বৃষ্টি হচ্ছিলো, ফলে এই ম্যাচটাও হ য ব র ল হয় কিনা সেটাই চিন্তা ছিল, এই কথাটা বললাম কারণ বৃষ্টি হলেই সেই ম্যাচের অবস্থা এইরকমই হয়ে থাকে। যাইহোক, তাও একটু দেরি হলেও খেলাটা শুরু হয়। আর কলম্বোর পিচে খেলা হচ্ছে মানে খুবই কঠিন পরীক্ষা দুই পক্ষেরই সামনে। কারণ কলম্বোর পিচ সবসময় বোলিং পিচ হিসেবে থাকে, ফলে ব্যাটিং এ রান তোলাটা খুবই কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। শ্রীলঙ্কা টসে জিতে যায় ঠিকই, কিন্তু তারা এই পিচ এর দিকটা বিবেচনা করে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে থাকে। আর এইধরণের পিচে স্বাভাবিক ভাবে যদি প্রথম ব্যাটসম্যানরা ১৫০+ রান করতে পারে, তাহলে একটা ভালো টেক্কা দেওয়ার মতো পরিস্থিতি থাকে। যাইহোক, গতকালকের খেলাটা ভেবেছিলাম যে মোটামুটি এই পিচে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে আর সেটা আমি সহ অনেকেই এটা আশা করেছিল।


স্ক্রিনশর্ট: astro cricket

কিন্তু বিষয়টা হয়ে গেলো উল্টো, যা একদমই আনএক্সপেক্টেড খেলা ছিল এই ফাইনাল ম্যাচটা। তবে শ্রীলঙ্কা কিছু পুরানো এবং অভিজ্ঞ ব্যাটসম্যান এখানে নামালেও ভারতের বোলিং লাইন এতটাই কঠিন ছিল যে লেন্থ ধরতে পারছিলো না, অর্থাৎ যে লেন্থে গতকাল বোলিং করেছে তাতে ব্যাট দিলেই স্লিপে ক্যাচ অবধারিত। আর এই জালে কুশল পেরেরা ফেঁসে যায় প্রথম ওভারে বুমরার লেন্থের কাছে, বোলিং এর দিক থেকে যেমন তেজ ছিল তেমন হাই লেন্থ বল ছিল যা খেলা ব্যাটসম্যানদের পক্ষে অসম্ভব। আর বুমরার বল সবসময় দারুন লেন্থ এর হয়ে থাকে, সহজে ব্যাটসম্যানরা বুঝে উঠতে পারে না। এক্ষেত্রে প্রথম ওভারেই বুমরা দ্বারা উইকেটের পতন শুরু হয়। তবে খেলার আসল মজা এসেছে পরের ওভার থেকে। সিরাজ প্রথম ওভার মেইডেন দেওয়ার পরে, যখন পরের ওভারে বল করে, মানে যেন ঝর ঝর করে ৪ উইকেট পড়ে গেলো আর শ্রীলঙ্কার রান তখন মাত্র ১২ কি ১৭ চলে।


স্ক্রিনশর্ট: astro cricket

ফের আবার পরের ওভারে আরো একটা উইকেট নেয় সিরাজ, আর তখনই বুঝতে পেরেছিলাম যে ৫০ রানের উপরে যাবে না, তার আগেই অলআউট হয়ে যাবে, একদম মুখের কথা সত্যিই হয়ে গেলো পুরোপুরি ৫০ রানেই সব ঝরে গেলো। তবে এই রানটাও হতো না যদি কোহলি বাড়তি একটা থ্রো রানে ৪ রান না দিতো। শ্রীলংকার এমনিতেই এইরকম রেকর্ড আগেও কয়েকটা ম্যাচে আছে অলআউট হওয়ার। আমার এখনো মনে আছে একবার বিশ্বকাপে এইরকম লো স্কোর-এ আউট হতে দেখেছিলাম আর গতকাল আবার এই কাহিনী দেখলাম। তবে আর যাইহোক, না কেন সিরাজ গতকাল যা করলো তা একটা ইতিহাস হয়ে থাকবে এশিয়া কাপে, একাই ৬ উইকেটের কর্ণধার ৭ ওভারে। সমস্ত ভারতবাসী দর্শকদের মন জিতে নিয়েছে বলতে গেলে। সবাই ওকে একটা নিক নামও আগে দিয়েছে "মিঞা ম্যাজিক", আর কালকে সেই ম্যাজিকটাই দেখালো। আসলে ভারত এখন সব দিক থেকে শক্তিশালী হয়ে উঠেছে।


স্ক্রিনশর্ট: astro cricket

ক্রিকেটে এখন ওয়ানডে ম্যাচে ভারত খুবই ভালো স্থানে আছে যেটা এই এশিয়া কাপের খেলার মাধ্যমে বোঝা গেলো। যাইহোক, এরপর এই ৫০ রানের টার্গেট নিয়ে আর কি, দুইজন ওপেনে এসে বোলিং পিচ না কি সেটা দেখলো না, টি ২০ শুরু করে দিলো, যেন ৫ ওভারেই ম্যাচ খতম করে দেবে আর সেটাই করেছে। এই নিয়ে ৮ বার চ্যাম্পিয়নশিপ ট্রফি ভারত তাদের ঘরে তুললো, যা সবার থেকে বেশি এশিয়ার মধ্যে । গতকাল উভয়দিক থেকে সমান মানের খেলা না উপভোগ করা গেলেও ভারতীয় বলার সিরাজ এর দ্বারা সবাই দারুন উপভোগ করেছে খেলাটা।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 11 months ago 

ছোটবেলা থেকেই আমি ভারতের সাপোর্টার। যখন অজিত আগারকার,জাভাগাল শ্রীনাথ, প্রসাদ ওরা বোলিং করতো, তখন প্রচুর রান দিতো তারা। তবে ভারত ব্যাটিংয়ে সবসময়ই শক্তিশালী। কিন্তু বর্তমানে ভারত বোলিংয়ে যথেষ্ট ভালো করছে। যেহেতু ব্যাটিং,বোলিং এবং ফিল্ডিংয়ে ভারত বর্তমানে খুব শক্তিশালী,এবারের ওয়ার্ল্ড কাপে তারা বেশ ভালো অবস্থানে থাকবে এটা আশা করাই যায়। যাইহোক শ্রীলংকা খুবই বাজে খেলেছে ফাইনাল ম্যাচে। এটা কোনোভাবেই আশা করিনি। শেষ পর্যন্ত ভারত এবারের এশিয়া কাপ জিতে নিলো। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো দাদা। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

এই ম্যাচটি দেখার জন্য অপেক্ষায় ছিলাম। অপেক্ষার প্রহর শেষ হয়েছিল কিন্তু গোসল করে খাওয়া দাওয়া করে খেলা দেখব সেই মুহূর্তে দেখি শ্রীলঙ্কা অলআউট হয়ে গিয়েছে সত্যি বিষয়টি আমার কাছে অনেক হাস্যকর লেগেছে। এরকম লজ্জা জনক হার এশিয়া কাপে এই প্রথম। টিম ইন্ডিয়া দারুন এক জয় তুলে নিয়ে অষ্টম শিরোপা গড়ে তুলল। এর পুরো কৃতিত্ব সিরাজের।

Posted using SteemPro Mobile

 11 months ago 

এশিয়া কাপ অষ্টম বার চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় ক্রিকেট টীমকে অভিনন্দন।আর এই ফাইনাল ম্যাচটা সিরাজ নিজের করে নিয়ে শ্রীলংকাকে দুমড়েমুচড়ে দিয়েছে। এতটা কেউ আশা করেনি। তবে ক্রিকেট যে অনিশ্চিত খেলা এশিয়া কাপের ফাইনাল তা আবারো প্রমাণ করলো।এশিয়া কাপ ফাইনাল ম্যাচের সুন্দর একটা রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা।

 11 months ago 

ভারতীয় দলের বলার সিরাজ আসলেই অনেক ভালো বল করেছে ফাইনাল ম্যাচে। সত্যি বলতে আমি অনেকটা আশা নিয়ে খেলাটা দেখতে বসে ছিলাম যে দুজনের মধ্যাকর ম্যাচে অনেক হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে শেষে গিয়ে যেকোনো একদল পরাজিত হবে এবং একদল জিতে যাবে এটাই ভেবেছিলাম। কিন্তু শ্রীলংকা যে এরকম বাজে একটা পারফরম্যান্স দেখাবে সেটা কখনোই ভাবতে পারেনি। সর্বশেষ বলতে চাই সিরাজের খেলা বরাবরই আমার অনেক বেশি ভালো লাগে তবে গতকালকের খেলা দেখে আমি রীতিমত মুগ্ধ হয়ে গিয়েছি, ঠিক তেমনিভাবে ম্যাচ শেষে তার মনের উদারতা দেখেও রীতিমত অবাক হয়েছি।

Posted using SteemPro Mobile

 11 months ago 

গতকালকে রোহিত শর্মার ব‍্যাপার টা আমার কাছে দারুণ লেগেছে। অল্প রান দেখে ভারতের ভবিষ্যতে দুইজন ব‍্যাটসম‍্যান গিল এবং কিশান কে ওপেনিং এ পাঠাই। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে মোহাম্মদ সিরাজ এককথায় অসাধারণ ছিল। তার বোলিং সম্পর্কে কিছু বলার নেই হা হা। সবমিলিয়ে অসংখ্য ছিল দাদা। এবং ভারতকে অভিনন্দন।।

Posted using SteemPro Mobile

 11 months ago 

এশিয়ার শ্রেষ্ঠত্ব লড়াইয়ে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে জয়লাভ করেছে ভারত। দাদা খেলাটি দেখেছি দেখে বেশ হাসিও পেয়েছে। এমন ফাইনাল আমার এই বয়সে আমি কখনো দেখি নাই। মাত্র ৫১ রানের টার্গেট যেটা ভারত হেসে খেলে ছয় ওভার এক বলেই পূর্ণ করে দিয়েছে। ভারতের এশিয়া কাপের শিরোপা জয়ের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ দাদা। আমাদের মাঝে এটা শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

যদিও খেলাধুলা খুব একটা দেখা হয় না। তবে ফাইনাল ম্যাচ ছিল এটা শুনেছিলাম। কিন্তু দেখার সুযোগ হয়নি। ভারতের বিজয় দেখে অনেক ভালো লেগেছে দাদা। আসলে অনেক প্রতীক্ষার পর তারা বিজয় অর্জন করতে পেরেছে। ভারতের জয়ের মাধ্যমে এশিয়া কাপের ফাইনাল সমাপ্তি হয়েছে। আর পুরো ভারতবাসীর মনে আনন্দের জোয়ার বয়ে গেছে। সেই আনন্দ সত্যি অনেক বেশি। যারা খেলা প্রেমী মানুষ তাদের কাছে এই আনন্দটা অনেক বেশি ছিল। খেলার আগে বৃষ্টি হওয়াতে পরিস্থিতিটা বেশ খারাপ ছিল। তবে শেষ পর্যন্ত খেলার সময় বৃষ্টি ছিল না এটা সত্যি অনেক ভালোলাগার একটি বিষয়। কারণ বৃষ্টি হলেই হযবরলো অবস্থা হয়ে যেত। ভারত এবং শ্রীলঙ্কার এই ম্যাচ সবাই অনেক উপভোগ করেছে। বিশেষ করে ভারতের প্লেয়াররা অনেক ভালো খেলেছে এবং সবাই পুরো বিষয়টা বেশ উপভোগ করেছে। আর তাদের ভালো খেলার মাধ্যমেই তারা বিজয় ছিনিয়ে এনেছে। অনেক ভালো লাগলো দাদা আপনার পোস্ট পড়ে।

 11 months ago 

দাদা আজকে আপনি অনেক সুন্দর একটা খেলা বিষয়ক পোস্ট আমাদের মাঝে ভাগ করে নিয়েছেন, যা দেখে এবং খেলাটার রিভিউ পড়ে আমার অনেক ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে খেলার রিভিউ করেন, যান কারণে আমার কাছে অনেক ভালো লাগে রিভিউ পড়তে। আসলে আগে যদিও খেলা দেখা হতো তবে এখন আমার খেলা দেখা হয় না। কিন্তু আপনার পোষ্টের মাধ্যমে খেলা গুলো সম্পর্কে আবারো নতুন করে অনেক কিছু জানতে পারছি এখন। অবশেষে ভারতের জয়ের মাধ্যমে এশিয়া কাপের ফাইনাল সমাপ্তি হয়েছে এটা জেনে সত্যি ভালো লেগেছে। ভারতের প্লেয়াররা অনেক ভালো খেলেছে এই ম্যাচটাতেও যা দেখেই বুঝতে পারছি। এরকম ভালো খেলা খেললে তো সবাই অনেক বেশি উপভোগ করবেই। আমিতো রিভিউ টা পড়েই অনেক উপভোগ করলাম। পরবর্তীতেও এরকম খেলা বিষয়ক পোস্টগুলো আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পাব আশা করছি।

 11 months ago 

দাদা ভারতের জয়ের মাধ্যমে এশিয়া কাপের ফাইনাল খেলা সমাপ্তি হয়েছে তিনি সত্যি অনেক বেশি। আনন্দে ছিলাম। বুঝতে পারছি ভারত সবদিক দিয়ে শক্ত হয়ে উঠেছিল। আর যখন খেলোয়াড়রা খুবই ভালো খেলে তখন সেই খেলাটা খুবই সুন্দরভাবে উপভোগ করা যায়। দাদা আপনার খেলা বিষয়ক পোস্ট আমি সবসময়ই অনেক পছন্দ করি। আর আপনি আমাদের মাঝে শেয়ার করেন দেখে, আমার কাছে তো সত্যি অসম্ভব ভালো লাগে যার অনুভূতি বলে বোঝানো সম্ভব না। দাদা আপনাকে আন্তরিকভাবে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সব সময় ভালো থাকবেন এবং নিজের শরীরের যত্ন নেবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59378.58
ETH 2646.25
USDT 1.00
SBD 2.46