অল্পের জন্য ম্যাচটা হাত ছাড়া হয়ে গেলো!
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ক একটি পোস্ট শেয়ার করে নেবো। গত ৪ দিন ধরে বেশ জমজমাট একটি টেস্ট ম্যাচ খেলা হয়েছে ইন্ডিয়া আর ইংল্যান্ড এর মধ্যে। টেস্ট সিরিজগুলোতে এইসব খুবই শক্ত টিম, বিশেষ করে ইংল্যান্ড টিম। এরা মোটামুটি টেস্ট ম্যাচ এর সেই হিসেবে একটা লং টাইম ধরে খেলতে পারে আর দেখেও মনে হয় না যে, এটা একটা টেস্ট ম্যাচ খেলা হচ্ছে। আর ইন্ডিয়ার সাথে ইংল্যান্ড এর এই নিয়ে টোটাল ৫ টা টেস্ট ম্যাচ খেলা হবে যার একটি গতকাল শেষ হয়েছে। প্রথম দিনেই ইংল্যান্ড তেমন একটা ভালো করতে পারেনি, তবে আশা রেখেছিলাম প্রথম থেকে যে একটা বড়ো রানের সমন্বয়ে খেলা হবে দুই টিমের মধ্যে।
কিন্তু প্রথম ইনিংসের প্রথম দিনেই খেলা দেখে মনে হচ্ছিলো যে এটাও মনে হয় ৩ দিনে শেষ হয়ে যাবে। ইংল্যান্ড মাত্র ২৫০+ রান করে অলআউট হয়ে যায়। তবে ইন্ডিয়া বোলিং ভালোই হার্ড করেছিল, বিশেষ করে স্পিনারের সামনে বেশি সমস্যায় ভুগেছে ব্যাটসম্যানরা। জাদেজা আর অশ্বিন ম্যাচ প্রায় সমাপ্ত করে দিয়েছিলো, তবে এখানে অক্ষর প্যাটেলও ভালো ভূমিকা রেখেছিলো তাদের পাশাপাশি ২ টি উইকেট নিয়ে। মূলত এই ম্যাচে পুরোটাই বেশি স্পিনার দিয়ে খেলিয়েছে ইন্ডিয়া। আর তারপর এদিকে তো আবার কোহলি এই ম্যাচে খেলেইনি। বুমরাহ এর বোলিং লেন্থগুলো বেশ কঠিন লেভেলের, পড়লে কোনদিকে যায়, সেটা নিয়ে ব্যাটসম্যানদের মাঝে মাঝে বিভ্রান্তকর পরিস্থিতিতেও পড়তে হয়। একমাত্র তাদের ক্যাপ্টেন ফার্স্ট ইনিংসে একটু ভালো রান করেছিল বিধায় ওই রানটা এসেছিলো।
তবে ইন্ডিয়া ফাস্ট ইনিংসে অসাধারণ ব্যাটিং করেছে, দেখে মুগ্ধ হয়েছি। মনে হলো যেন,আগের সেই ম্যাচ দেখছি, যেটা টেস্ট ম্যাচে দেখা যায়। সবাই ব্যাটিং ভালো করেছে, একদম ৪০০+ রান ক্রস করে তারপর ছেড়েছে। ভালোই লিড দিয়েছিলো ইংল্যান্ডকে। তবে ইংল্যান্ডও দ্বিতীয় ইনিংসে পুরো জোশের সাথে খেলেছে। তবুও তাদের প্রত্যেকের যে স্ট্রাইক রেট আর ব্যাটিং পজিশন ছিল সেটা অতটাও ভালো ছিল না যে ৪০০ রান করতে পারবে। কিন্তু এদের পপ নামের কে একজন ব্যাটসম্যান সে যা করলো শেষ অব্দি, একাই যদি ১৯৬ রান করে, তাহলে আর হবে কিভাবে! তাও যাইহোক, এই রান করেও বেশি একটা কঠিন টার্গেট কিন্তু ইন্ডিয়াকে দিতে পারেনি। কারণ ২০০ না কত যে টার্গেট দিয়েছিলো আর তারপর হাতে ২ দিন সময়ও পেয়েছিলো তারা।
খেলছিল কিন্তু ভালোই, দেখে ভেবেছিলাম না আজকেই এই ম্যাচ বেরিয়ে যাবে। ৩ উইকেট এ ৭৫ রান দেখে এটা ভাবাই যায় যে, এই রান যেকোনোভাবে উঠে যাবে, কারণ টেস্ট ম্যাচে এই রান ধরে খেললে আরামসে উঠে যায়। তবে লাস্টে কি যে হলো, পরে দেখি ৭ উইকেট চলে গিয়েছে ১২১ রানে। আসলে সব ভুলভাল আউট হয়েছে, রান আউট হয়েছে কয়েকজন ভুলভাল আবার কয়েকজন স্লিপেই ক্যাচ তুলেছে বেশি। এদের এই হার্টলি না কি একজন বলার একাই ধস্ত করে দিয়েছে সব। ৭ উইকেট একাই এক ইনিংসে তুলে নিয়েছে, যদিও অনেক হার্ড স্পিন করেছে বলা যায় এখানে। এই স্পিনে একটু সতর্কতার সাথে না খেলায় ম্যাচটা হাত থেকে বেরিয়ে গিয়েছে। একদম তীরে এসে নৌকা ডোবার মতো অবস্থা হয়ে গেছে।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Upvoted! Thank you for supporting witness @jswit.
কি আর করার আশা করি আগামীতে টিম ইন্ডিয়া এই ম্যাচ হতে শিক্ষা নিয়ে নিজেদের কে জয়ের ধারায় ফিরাতে সক্ষম হবে। যদিও ম্যাচটি আমার দেখা হয়নি। তবুও আপনার রিভিউ পরে বেশ দারুন করে ম্যাচ সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ দাদা এত সুন্দর করে রিভিউ তুলে ধরার জন্য।
দাদা আপনি আজকেও অনেক সুন্দর করে আমাদের মাঝে একটা খেলা বিষয়ক পোস্ট শেয়ার করেছেন দেখে, আমার কাছে খুব ভালো লেগেছে।আমার কাছে আপনার শেয়ার করা খেলা বিষয়ক পোস্ট গুলো পড়তে অনেক ভালো লাগে। যদিও ব্যস্ততার কারণে খেলা দেখা হয় না আমার অনেক বছর হয়ে গিয়েছে। তবে আপনার কাছ থেকে খেলা বিষয়ক পোস্ট গুলোর রিভিউ করা হয়ে থাকে প্রতিনিয়ত। আমি তো সবসময় অপেক্ষায় থাকি আপনার রিভিউ পোস্টগুলো পড়ার জন্য। অল্পের জন্য দেখলাম ম্যাচটা হাত ছাড়া হয়ে গেল। সাত উইকেট দেখলাম একাই এক ইনিংসে তুলে নিয়েছে। গত চারদিন ধরে জমজমাট টেস্ট খেলা হচ্ছে শুনে খুব ভালো লাগলো। সবাই ৪০০ প্লাস রান ক্রস করেছিল শুনে আমার কাছে এমনিতে ভালোই লেগেছে। রানটা কিন্তু সত্যি অনেক ভালো করেছিল তারা। এই ম্যাচটার সম্পর্কে অনেক ধারণা নিতে পেরেছি আপনার পুরো রিভিউ পড়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পুরো পোস্টটা সবার মাঝে শেয়ার করার জন্য।
ক্রিকেট খেলা হলো একটি মজার খেলা। যেখানে প্রত্যেকটা বলে একটা মজা রয়েছে। এর মধ্যে টেস্ট খেলা একটি। টেস্ট খেলা কিন্তু ভীষণ মজার যদি কেউ বুঝে খেলা দেখে। খেলা শেষের দিকের অংশ আমি দেখেছিলাম ভাই খুবই জমজমাট অবস্থা তৈরি হয়েছিল। তবে শেষের দিকে ইন্ডিয়ার ব্যাটিংরা একটু ভালো করলেই কিন্তু ম্যাচটা জিতে যেত। বলতে হয় তাদের জন্য এটি ব্যাডলাক ছিল। আশা করি পরবর্তী ম্যাচে তারা কাম ব্যাক করবে।
দাদা টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড নিঃসন্দেহে অনেক শক্তিশালী একটি দল। তবে ইন্ডিয়াও দারুণ খেলে টেস্ট ক্রিকেট। তবে আমার মতে, এই ম্যাচে ইংল্যান্ডের ব্যাটিং ততোটা ভালো হয়নি। প্রথম ইনিংসে একমাত্র বেন স্টোকস ছাড়া তেমন কেউ ভালো ব্যাট করতে পারেনি। আমি এই ম্যাচের হাইলাইটস কিছুটা দেখেছিলাম। আমি ভেবেছিলাম লো স্কোরিং ম্যাচ হবে। তবে ভারতের প্রথম ইনিংসে মোটামুটি সবাই বেশ ভালো ব্যাট করেছে। জেসওয়াল তো ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেছে। তাছাড়া রাহুল এবং জাদেজা দারুণ ব্যাট করেছে। রবীন্দ্র জাদেজা আসলেই একজন জেনুইন অলরাউন্ডার। সবমিলিয়ে প্রথম ইনিংসে ভারত বেশ ভালো স্কোর গড়তে সক্ষম হয়। যাইহোক ইংল্যান্ডের বেশিরভাগ ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ভারতকে ২৩১ রানের টার্গেট দেওয়ার পর, আমি ভেবেছিলাম ভারত জয় তুলে নিতে পারবে। তারা দ্বিতীয় ইনিংসেও ভালো ব্যাট করা শুরু করেছিল, তবে মাঝপথে তাদের ব্যাটিং শিবির একেবারে এলোমেলো হয়ে যায়। খুবই আফসোস হয়েছে ভারতের জন্য। কারণ একেবারে অল্পের জন্য ম্যাচটি হেরেছে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
টেষ্ট ম্যাচ হলো ধৈর্যের খেলা। এখানে বুদ্ধি দিয়ে বলের মোকাবেলা করতে হবে আর ধৈর্য ধরে মাঠে পড়ে থাকতে হবে। ধৈর্য আর চেষ্টা দুইটা এক সাথে হলেই টেষ্ট ম্যাচে সফলতা পাওয়া যায়। এখানে প্রথম দিকে ইংলেন্ড কিন্তুু তেমন ভালো করতে পারেনি। শুধু ইংলেন্ডের ক্যাপটেন কিছু রান তুলার ফলে ২৫০+ রান করতে পেরেছে। তার বিপরীতে টিম ইন্ডিয়া দুর্দান্ত খেলেছে। তারা মনে হয় ওয়ান্ডে ম্যাচ মনে করেছে। তারা প্রথম ইনিংসে ৪০০ রান ক্রস করে ফেলেছে। এখানেই বুঝা যায় ইন্ডিয়া খেলাটা জিতে যাবে। তবে দ্বিতীয় ইনিংসে ইংলেন্ড খুব ভালো খেলেছে। একজনই খেলা ঘুরিয়ে দিয়েছে। পপ একাই প্রায় দুইশতের মত রান করে ফেলেছে। ক্রিকেট খেলা একজন ভালো করে খেললেই যথেষ্ট। তবে তারা যে রান লিড দিয়েছে সেটা টিম ইন্ডিয়া হাঁসিখুশি ভাবে নিতে পারতো। তারা তেমন গুরুত্ব দিয়ে খেলেনি। আর তাদেও দুষ নেই। হার্টলি যা স্পিন বল করেছে একাই সাত উইকেট নিয়ে ফেলেছে। চিন্তা করেন একজন যদি এত গুলো মানুষকে আউট করে ফেলে তাহলে খেলা কিভাবে জিতবে। যার ফলে শেষ পর্যন্ত আর টিম ইন্ডিয়া টিকে থাকতে পারেনি। যায়হোক দেখা যাক পরের ম্যাচে ঘুরে দাড়াতে পারে কি না। ধন্যবাদ।
দাদা আপনি এত সুন্দর করে যে ম্যাচটার রিভিউ আমাদের মাঝে তুলে ধরেছেন, আমার কাছে অন্যগুলোর মত ভালোই লেগেছে। আপনি অনেক সুন্দর করে বেশিরভাগ ম্যাচের রিভিউ শেয়ার করে থাকেন। যেহেতু আমি খেলা দেখি না, তাই আপনার রিভিউর মাধ্যমে ম্যাচটার সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিয়ে নিতে পারি। ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে গত চারদিন ধরে জমজমাট একটা টেস্ট ম্যাচ খেলা হয়েছে, শুনেই তো আমার কাছে খুব ভালো লেগেছে দাদা। অল্পের জন্য ম্যাচটা হাত ছাড়া হয়ে গিয়েছে এটা দেখেই তো খারাপ লাগলো। তবে কিছুই তো করার নেই খেলা তো খেলাই। তারা কিন্তু প্রথম ইনিংসে ৪০০ রান ক্রস করে ফেলেছিল, এই বিষয়টা দারুন লেগেছে। এই ধরনের বিষয়গুলোই খেলার মধ্যে বেশি ভালো লাগে। ভারত জয়ী হবে ভেবেছিলাম। তবে যাই হোক দাদা, আপনার পরবর্তী ম্যাচগুলোর রিভিউ পোস্ট পড়ার জন্য অপেক্ষায় থাকলাম। আশা করছি সেগুলোর মধ্যে ইন্ডিয়ার জয় দেখতে পাব।
যদিও খেলা দেখা হয় না তবে আপনার স্পোর্টস পোস্ট গুলো পড়তে অনেক ভালো লাগে। সত্যি দাদা এবারের ম্যাচটা একেবারে তীরে এসে তরী ডোবার মতই হয়েছে। শেষ পর্যায়ে এসে সবকিছুই হাত থেকে একেবারে বেরিয়ে গেছে।ইন্ডিয়া আর ইংল্যান্ড এর মধ্যে বেশ ভালো লড়াই হয়েছে। ইন্ডিয়া যেমন শক্তিশালী টিম তেমনি ইংল্যান্ডও কম যায় না। প্রথম ইনিংসে ভারত টিম সত্যি দারুন খেলেছে। তাদের পারফরমেন্স আমার কাছে সব সময় ভালো লাগে। অন্যদিকে পপ নামের ব্যাটসম্যান একাই ১৯৬ রান করেছে এটা সত্যিই দারুণ ব্যাপার ছিল। আর শেষ অবধি ২৩১ রানের টার্গেট দেওয়ার পরও যখন ইন্ডিয়ান টিম জিততে পারলোনা তখন সত্যিই খারাপ লাগলো। আসলে তাদের এলোমেলো খেলার জন্য এই সবটা এলোমেলো হয়ে গেছে। হয়তো আরেকটু ভালো হতে পারতো। আর তীরে এসে একেবারে তরী ডুবে গেল মনে হচ্ছে। যাইহোক দাদা আপনি অনেক সুন্দর করে স্পোর্টস রিভিউ তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
দাদা আপনি এত সুন্দর করে ইন্ডিয়া আর ইংল্যান্ডের খেলার ম্যাচটার রিভিউ আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে আমার কাছে খুব ভালো লাগলো। আপনার খেলার রিভিউ পোস্টগুলোর মাধ্যমে খেলার অনেক কিছুই জেনেছি দাদা, যদিও আগে এত কিছু একেবারেই জানতাম না। এখানে তো দেখলাম সাতটা, সাতটা উকেট হয়ে গিয়েছিল শুধুমাত্র ১৭১ রানে। তাদের উচিত ছিল স্পিনে একটু সতর্কতার সাথে খেলা। তাহলে ম্যাচটা আর হাত থেকে বের হতো না। ইন্ডিয়ার খেলোয়াড়রা যদি শেষে ব্যাটিং টা আরো একটু ভালো করত তাহলে হতো। আসলেই দাদা অবস্থাটা এরকমই হয়েছে। তীরে এসে নৌকা ডুবে গেলে যে রকম অবস্থা হয়, ওরকমই অবস্থা হলো দেখলাম। দাদা আমি পুরোটাই মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করেছি। আর এই ম্যাচটার সম্পর্কে ধারণা নিতে পেরেছি। সব সময় সুন্দর সুন্দর খেলার ম্যাচগুলো রিভিউর মধ্যে তুলে ধরার জন্য ধন্যবাদ জানাই দাদা।
দাদা মাঝে মাঝেই আমার খেলা দেখা হয়। আমি মাঝেমধ্যে ব্যস্ততার মাঝেও খেলা দেখার চেষ্টা করি কারণ খেলা আমি খুব পছন্দ করি। তবে এই ম্যাচটা আমার দেখা হয়নি কারণ ওই দিন আমি খুবই ব্যস্ত ছিলাম। তবুও কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে আপনার রিভিউ এর মাধ্যমে এই ম্যাচটায় কি হয়েছে এটা জানতে পেরে। কারণ আপনি অনেক সুন্দর করে এই ম্যাচের পুরো রিভিউ টা তুলে ধরেছেন। অল্পের জন্য ইন্ডিয়া বিজয়ী হতে পারেনি এটা শুনেই তো আমার কাছে খারাপ লেগেছে। ম্যাচটা সতর্কতার সাথে খেললে ভালো হতো। শেষে যদি তারা একটু সতর্ক থাকতো তাহলেই হত। আর জমতো বেশ ভালোই যদি এই ম্যাচটা হাতছাড়া না হতো। প্রতিনিধি আপনার মাধ্যমে খেলা বিষয়ক পোস্টগুলো পড়ার জন্য অপেক্ষায় থাকলাম দাদা।