সিরিজ জয়ের ট্রফি শ্রীলংকান শিবিরে

in আমার বাংলা ব্লগ3 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


স্ক্রিনশর্ট: sonyliv ( MyJio )

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ক পোস্ট শেয়ার করে নেবো। গতকাল তৃতীয় এবং শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ ছিল ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে। তবে এই ম্যাচটি এতো বাজে খেলা হয়েছে সেটা বলার মতো না আসলে। একই পিচে খেলাটা হয়েছে। তবে খেলাটার রং যেন অন্যরকম হলো। আসলে যেহেতু শ্রীলঙ্কায় খেলাটা হয়েছে, তাই সেক্ষেত্রে অনেক সময় সবটাই শ্রীলঙ্কার টিমের দাবিটা বেশিই থাকে অর্থাৎ যেমন এই টসের ব্যাপারটা। টস এই তিনটি ম্যাচে তিনটিই শ্রীলঙ্কা করেছে এবং উইন তারাই হয়েছে আর পিচ কন্ডিশন হিসেবে সিদ্ধান্তটাও ঠিকই তাদের ছিল। তবে এই পিচে গত দুটি ম্যাচও কিন্তু খেলা হয়েছিল, কিন্তু সেখানে পিচের কন্ডিশন একটু স্লো ছিল। তবে গতদিনের পিচ কন্ডিশন যথেষ্ট ভালো ছিল অর্থাৎ ফাস্ট ছিল খুব। এই পিচে ভালোই রান তোলা যায়, মানে ধরুন যদি এক্ষেত্রে ২০ ওভারে দেখা যায় রান ১০০ ক্রস করেছে তাহলে ম্যাক্সিমাম ৩০০ তো ধরে নেওয়া যায়।


স্ক্রিনশর্ট: sonyliv ( MyJio )

গতকাল শ্রীলঙ্কার ব্যাটিং দেখে আমার কাছে একটা বিষয় বারবার মনে হয়েছিল যে, আজকে রানও যেমন ভালো হবে তেমন চেজিং হিসেবে ইন্ডিয়াও সুন্দর একটা ব্যাটিং দেখাবে। কারণ বর্তমানে শ্রীলঙ্কার টিম যদি এইরকম খেলতে পারে তাহলে ইন্ডিয়ার এতো ভালো ভালো ব্যাটসম্যান থাকতে কেন পারবে না! বরং তার থেকে আরো দ্রুত চেজ করতে পারবে। আসল ব্যাটিং যা করার করে দিয়েছে ওপেনে শ্রীলঙ্কার, নিশাঙ্কা আর আভিস্কা যেন গতকাল ওপেনে তীব্র গতিতে রান তুলেছে। নিশাঙ্কা যদিও গতকাল আভিস্কার সাথে রানের পার্টনারশীপ ভালো করলেও হাফ সেঞ্চুরির পথে অগ্রসর হতে পারেনি, অল্পের জন্য ক্যাচ তুলে দেয় পিছনে। এক্ষেত্রে আরো একটা এইরকম ঘটনা ঘটলো আভিস্কার সাথে, সব থেকে ভালো ব্যাটিং করেছিল, সেঞ্চুরি করবে এটা কন্ফার্ম ছিল। কিন্তু রিয়ান এর কাছে lbw এর স্বীকার হয়ে যায়। মাত্র ৪ রান বাকি ছিল সেঞ্চুরির কোটা পূরণ করতে।


স্ক্রিনশর্ট: sonyliv ( MyJio )

তবে সেঞ্চুরি না করতে পারলেও রান যা করার সেটা তার দায়িত্বে থেকে করে দিয়ে গিয়েছিলো। এক্ষেত্রে তার সাথে কুশল মেন্ডিসও ভালো পারফর্ম করেছে ব্যাটিংয়ে। এও ভালো হাফ সেঞ্চুরির একটা বারি খেলে দিয়েছিলো। এদের সুবাদে মোটামুটি ৩০ ওভার পর্যন্ত আসলে রান রেট ৫-সাড়ে ৫ পর্যন্ত ছিল। তখন কিন্তু আসলে ব্যাটিংয়ে আভিস্কার সাথে কুশল মেন্ডিস ছিল অর্থাৎ ওই ৩০ ওভার পর্যন্ত মাত্র নিশাঙ্কার একটি উইকেট পড়েছিল। তবে খেলার মোড় ঘুরে গিয়েছিলো লাস্ট ১০ ওভারে। ওখানে কয়েকটা পরপর উইকেট গিয়ে রান একদম চেপে গিয়েছিলো। লাস্ট ৭ ওভার পর্যন্ত বলতে গেলে বাউন্ডারি বের করতেই পারেনি। একটা দীর্ঘ সময় পরে গিয়ে লাস্ট ৩ ওভারে মেরে ২৪৮ করে, তবে সেই হিসেবে এই রানটা পৌঁছিয়ে যেত ২৮০ এর কাছাকাছি, যদি না উইকেট পড়তো তাদের। তবে ইন্ডিয়ার কাছে এই রান চেজ পিচ কন্ডিশন হিসেবে আরামসে তুলে নিতে পারতো।


স্ক্রিনশর্ট: sonyliv ( MyJio )

কিন্তু গতকাল তাদের ব্যাটিং ধরণ দেখে আমার কাছে খারাপই লেগেছে, যেন মনে হলো খেলতেই ইচ্ছা হচ্ছে না তাদের। তবে এখানে অনেক কাহিনী আছে, যেহেতু ভিতরের বিষয় তাই এখানে আর বলতে চাচ্ছি না। কারণ ইন্ডিয়ার মতো টিম এই রানে হেরে যাবে তাও আবার ১০০ রানে, এটা মেনে নেওয়া আসলে কষ্টকর। শ্রীলঙ্কার মতো টিমের কাছে এটা ভারতের ব্যাটিং লাইন থেকে আশানুরূপ ছিল না। এর পিছনে তাদের একটা ব্যক্তিগত সমস্যার ব্যাপার এর জন্য ঘটেছে বলেই ধারণা, তবে শিউর না এটা কিজন্য হলো। কারোরই ব্যাটে রান নেই এই ম্যাচে। তবে শ্রীলঙ্কা দীর্ঘ সময়ের পরে ইন্ডিয়ার কাছে সিরিজ জয় পেয়েছে। বহু বছর ধরে কোনো সিরিজ তাদের সাথে জিততে পারেনি।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60784.40
ETH 2633.51
USDT 1.00
SBD 2.61