ক্রিকেট বিশ্বে স্পেনের নতুন রেকর্ড

in আমার বাংলা ব্লগ21 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


copyright free image source: pixabay

আজকে আপনাদের সাথে একটি সাধারণ লেখা শেয়ার করে নেবো। এই লেখাটা খেলাকে কেন্দ্র করে। বর্তমানে ক্রিকেট বিশ্বের মধ্যে এখন বলতে গেলে তেমন কোনো দেশ বাদ নেই, হাতে গোনা কিছু দেশ বাদ আছে, কিন্তু মনে হচ্ছে খুব শিঘ্রই সেটা পুরো দেশ হিসেবে পূর্ণতা লাভ করবে। এখন বর্তমানে কয়েক বছর হচ্ছে যে, ইউরোপের বেশ কিছু দেশ এই ক্রিকেটের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু তাদের পারফর্মেন্স কিন্তু দ্রুত উন্নতি লাভ করেছে, আর সেটার কিন্তু তুলনামূলক আভাস এই ওয়ার্ল্ডকাপ-এ পাওয়া গিয়েছে। যেমন এই উরুগুয়ে, প্যারাগুয়ে, ঘানা, উগান্ডা, স্পেন এইসব দেশে যে ধীরে ধীরে ক্রিকেটকে একটা উন্নতির শিখরে নিয়ে যাচ্ছে, এটা দেখে ভালো লাগলো। আসলে এই বিশ্বকাপ না হলে বুঝতেই পারতাম না যে, তারাও এই খেলায় অন্তর্ভুক্ত হয়েছে।

তবে তারা যে কোয়ালিফাই করে ওয়ার্ল্ডকাপ এর মতো জায়গায় আসতে পেরেছে, সেটা অনেক। এইরকম এই দেশগুলোর মধ্যে একটা টিম নতুন নজির গড়েছে পুরো বিশ্ব ক্রিকেটের মধ্যে। আর সেটা হলো স্পেনের মতো একটা ক্রিকেট টিম । এই স্পেন কিন্তু পুরো বিশ্বে একটা নামিদামি ফুটবলার দেশ হিসেবে চিহ্নিত। কিন্তু বর্তমান সময়ে তারা ফুটবলের পাশাপাশি ক্রিকেটকেও দারুন উন্নতির শিখরে নিয়ে যাচ্ছে আর অলরেডি একটা রেকর্ড গড়েও ফেলেছে এই মৌসুমে। তুলনামূলক যেসব টিম কম rank যেসব টিমের আছে, তাদের পরবর্তী বিশ্বকাপে যাওয়ার জন্য একটা আন্তর্জাতিক মূলক খেলা হয়ে থাকে আর তার ভিত্তিতে তাদের নির্বাচন করা হয়ে থাকে যে করা করা চাঞ্জ পাবে। এই যেমন অনেক সময়ে কিন্তু আমাদের বাংলাদেশ, তারপর জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ এর মতো টিমও মাঝে মাঝে rank এর তলানিতে চলে যায়।

ফলে আবার তাদের মধ্যে খেলে পর্যাপ্ত ranke-এ উঠে আসলে তারপর আবার জায়গা পায়। এটা কিন্তু একটা কঠিন ব্যাপার, তবে সারাবছর যদি ভালো খেলে যায় মোটামুটি, তাহলে শেষ মুহূর্তে এই সমস্যাগুলো তৈরি হয় না। তবে যাইহোক, স্পেন ক্রিকেটের জন্য সারা বিশ্বে ততটা ভালো মানের ক্রিকেট হিসেবে পরিচিতি না পেলেও এখন চলতি মৌসুমে যে তাদের একটা যোগ্যতা অর্জনের খেলা চলছে, সেটাতে রেকর্ড করেছে টানা সবকয়টি ম্যাচ জিতে। মোটামুটি তাদের এরিয়ার টিমদের মধ্যে ২০২৩-২৪ সালের মধ্যে যতগুলো ম্যাচ খেলা হলো, তার সবকয়টি ম্যাচ জিতে একটা অনন্য নজির গড়েছে। তবে আমার মনে হয় তারা নেক্সট ওয়ার্ল্ড কাপ এর আগে একটা ভালো পজিশনে চলে আসবে, যদি ঠিকঠাক গাইড পায়।

বর্তমানে ভালো একটা ranking আছে তাদের। আফগানিস্তানের মতো টিমকেও পিছনে ফেলে দিলো এই টানা ম্যাচ জিতে যাওয়ার ফলে। এছাড়া আরো গ্রিস, সাইপ্রাস এর মতো এইসব টিমও অনেক পিছনে চলে গিয়েছে। এরা একই ক্যাটাগরির মধ্যেই অর্থাৎ একই সাথে ক্রিকেটে প্রবেশ করেছিল, সেখান থেকে স্পেন একটা ভালো পর্যায়ে চলে এসেছে ইতোমধ্যে। দেখা যাক সামনে তাদের আরো অবস্থান কি হয়, তবে এইরকম ধারাবাহিকতা বজায় থাকলে একদিন ফুটবলের মতো ক্রিকেটেও ভালো সুনাম হবে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 20 days ago 

আগে দেখতাম হাতেগোনা মাত্র কয়েকটি দেশ ক্রিকেট খেলতো। কিন্তু দিনদিন ক্রিকেটের জনপ্রিয়তা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। সাউথ কোরিয়াতে আরও কয়েক বছর আগেই দেখেছি ক্রিকেট টিম গঠন করতে। কিন্তু তারা এখনো ততটা উন্নতি করতে পারেনি। যাইহোক স্পেন ক্রিকেটে এতো ভালো করছে, সেটা জানা ছিলো না। বেশ ভালো লাগলো ব্যাপারটা জেনে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 19 days ago 

দাদা উরুগুয়ে, প্যারাগুয়ে, ঘানা, উগান্ডা, স্পেন যে ক্রিকেট খেলে আজকে আপনার ব্লগ পড়ে জানতে পারলাম। আসলে ধীরে ধীরে পৃথিবীর সব দেশই ক্রিকেট খেলায় যুক্ত হচ্ছে। এটা ভালো একটা দিক। স্পেনের বিষয়টা জেনে খুবই ভালো লাগলো। আমরা চাই তারা আরো ভালো করুক। ধন্যবাদ।

 19 days ago 

ক্রিকেটের খোঁজ খবর খুব একটা রাখা হয়ে উঠে না স্পেন যে এমন একর্ট কান্ড ঘটিয়ে ফেলেছে সেটা জানা ছিল না। বলতে গেলে স্পেন যে ক্রিকেট খেলে এটাই তো আমি জানতাম না। ব‍্যাপার টা জানানোর জন্য ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 59220.04
ETH 2316.03
USDT 1.00
SBD 2.51