সরফরাজকে ভারতীয় টিমে জায়গা দেওয়া নিয়ে জল্পনা

in আমার বাংলা ব্লগ7 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে খেলার বিষয়ে একটি আপডেট পোস্ট শেয়ার করে নেবো। কিছুদিন আগে তো আমাদের ইন্ডিয়ার সাথে শ্রীলঙ্কার মোটামুটি একটা খেলা সমাপ্ত হয়েছে। তো এখন বাংলাদেশের সাথে খেলাটি হবে কিছুদিন বাদে, যদিও এখনো দিনক্ষণ ঠিক হয়নি সেভাবে। তবে এখানে একটা নতুন প্লেয়ারকে নিয়ে অনেক সংশয় বা জল্পনার কাজ করছে ভিতরে অর্থাৎ এটা ক্রিকেট বোর্ডের মধ্যেই হচ্ছে । আসলে তাকে এই বাংলাদেশের বিরুদ্ধে একাদশে খেলার কথা। মোটামুটি তার সবদিকে পারফরম্যান্স দারুন আছে, যদি সেটা রানের এভারেজ এর দিকেও তাকাই বা যদি সেটা স্ট্রাইক রেটের দিকেও তাকাই না কেন। কিন্তু মেইন সমস্যা হলো যে, এখানে প্রথম দিকের যে প্লেয়ারগুলো রয়েছে তাদেরও এখানে সবারই খেলার কথা। এখন সবারই মোটামুটি স্কোর ভালো সব দিকে বিচার করলে।

কিন্তু এখানে তাও তাকে টিমে জায়গা দেওয়া নিয়ে একটা বিচার বিবেচনা এখনো চলছে। সরফরাজ নামের এই প্লেয়ারটার কথাই আসলে বলছি। আপনারা এই প্লেয়ারকে আইপিএল ম্যাচে দেখে থাকবেন নিশ্চই, এ বেশিরভাগ কিন্তু পাঞ্জাবের হয়েই খেলতো আর এখন সম্ভবত চেঞ্জ হয়েছে। আইপিএল ম্যাচে কিন্তু আমরা দেখেছি বোলিং বা ব্যাটিং এর দিক থেকে দারুন। একজন অলরাউন্ডার হিসেবে কিন্তু তার এই মুহূর্তে জায়গাটা হওয়াও জরুরি। যদিও বয়স কম এখনো, তবে এখন থেকেই যদি টিমের হয়ে মাঝে মাঝে খেলতে পারে, তাহলে অভিজ্ঞতাটা তৈরি হবে। কারণ ঘরের মাঠে তার পারফরমেন্স নিয়ে কারো কোনো সংশয় নেই। যদিও এই বছরই ইংল্যান্ড এর সাথে একটি ম্যাচে খেলেছে। তবে সে কিন্তু হিসেবে খারাপ খেলেনি।

যেহেতু ওয়ানডে আর টি২০ ম্যাচে টিমে জায়গা পেতে গেলে অনেক বিবেচনা করা অবশ্যই লাগে। কিন্তু টেস্ট ম্যাচে অন্তত খেলানো উচিত বলে আমার মনে হয়, তাহলে তার অবস্থান কি হবে আন্তর্জাতিক ম্যাচে, সেটা অন্তত দেখা যাবে। আসলে ইন্ডিয়ার ক্রিকেট সেক্টরে প্লেয়ারের অভাব নেই কোনো, ভরি ভরি প্লেয়ার। কিন্তু সবাই চাঞ্জ পায় না, বলা যায় ইন্ডিয়ান জাতীয় টিমে স্থান পাওয়া খুবই কঠিন, আর পেলেও সেটা তার সৌভাগ্য। এখানে অনেক প্লেয়ার শুরুতেই চাঞ্জ কিন্তু সহজেই পেয়ে যায় আবার কিছু কিছু ক্ষেত্রে প্লেয়ারদের বাছাই ক্ষেত্রে বাদ পড়ে যায় বা অনেক দেরিতে তাদের টিমে চাঞ্জ আসে।

এই যেমন একটা উদাহরণ স্বরূপ যদি বলি ঋষভ পন্থ এর কথা। তাহলে দেখবেন, এই প্লেয়ার কিন্তু টিমে সহজেই জায়গা পেয়ে গিয়েছিলো। এমনকি তার এক্সিডেন্ট হওয়ার পরেও, দ্রুত রিকোভার করে বিশ্বকাপেও সুযোগ পেয়েছিলো। কিন্তু তার কিপিং, ব্যাটিং সব পারফরমেন্স কিন্তু দুর্দান্ত ছিল। সে মোটামুটি ইংল্যান্ড এর খেলার থেকেই এই বছরে ভারতীয় দলে চাঞ্জ পেয়েছে ঠিকই। কিন্তু এখন এই বাংলাদেশ এর সাথে প্রথম একাদশে থাকবে কিনা সেটা এখনো অনিশ্চিত। তবে আশা করা যায় চাঞ্জ পাবে, কারণ সে তো একজন 'এ' টিমের অলরাউন্ডার। দেখা যাক, শেষ পর্যন্ত সিদ্ধান্ত কি হয়। এটা আবার কোচ এর মতভেদের উপরও নির্ভর করে অনেকটা।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 days ago 

আসলেই ভারতীয় ন্যাশনাল ক্রিকেট টিমে চান্স পাওয়াটা খুবই কঠিন। কারণ ইন্ডিয়া এমনিতেই অনেক বড় একটি দেশ এবং ইন্ডিয়াতে ভালো ক্রিকেটারদের ছড়াছড়ি। তবে সরফরাজ খানকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত। সরফরাজ খান খুব সম্ভবত গত বছর আইপিএলে হায়দ্রাবাদ টিমে খেলেছিলেন। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

This post was featured in today's Steemit Daily Sports Report (Link below)...you're invited to post in our community and participate in our contests!

Steemit Daily Sports Report: Caitlin Clark Sets Another Rookie Record for WNBA; Inter Milan Missed the Chance to Start the Season with a Victory | The World of Sports

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64349.87
ETH 2775.11
USDT 1.00
SBD 2.65