একটি কাল্পনিক চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক -#০১

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটা আর্ট শেয়ার করে নেবো। গতকালকের দিকে এই আর্টটি করেছিলাম। এই আর্টটা মূলত একটা কাল্পনিক চিন্তাধারায় তৈরি করা। এই আর্টটাও যে শেষ পর্যন্ত এইরকম রূপে এসে শেষ হবে সেটাও জানতাম না, আসলে নিজের মতো করেই যাচ্ছিলাম আর্টটা। এই আর্টটার মাধ্যমে আসলে যে দৃশ্যটা ফুটে উঠেছে সেটা হলো একটা গ্রামের সাধারণ ব্যবসায়ী লোকের, যে সারাদিন তার ব্যবসা শেষ করে বাড়ির দিকে যাওয়ার জন্য নদীর কাছে একটা নৌকার কাছে যাচ্ছে অর্থাৎ লোকটি তার নিজের গ্রামের বাইরে অন্য আরেকটি গ্রামে ব্যবসা করতে গিয়েছিলো । গ্রামঞ্চলের একদম একটা সাদামাটা দৃশ্য উপস্থাপন করতে পেরেছি শেষপর্যন্ত। আজকের এই সাধারণ কাল্পনিক একটি অঙ্কনের দৃশ্য আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি অঙ্কনটির মূল বিষয়ের দিকে চলে যাবো।


☫উপকরণ:☫

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
পেন
কালার পেন্সিল
রাবার

✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---

❖প্রথম ধাপে একটা লোককে সম্পূর্ণভাবে ব্যবসায়িক সাজে অঙ্কন করে নিয়েছিলাম। এরপর লোকটির মাথায় একটা বস্তা বন্দি মতো দেখতে অঙ্কন করে দিয়েছিলাম এবং বস্তা ভর্তি জিনিসপত্র আছে সেইরকমটা দেখিয়েছিলাম। লোকটির কাঁধে জিনিসপত্রে ভর্তি কাপড়ের ব্যাগ মতো ঝুলানো আছে এমনটা দেখতে অঙ্কন করে দিয়েছিলাম।

❖দ্বিতীয় ধাপে লোকটির পাশে বড়ো একটা গাছের মতো দেখতে অঙ্কন করে দিয়েছিলাম। এরপর দূরে একটা দাগ টেনে বড়ো ঢিবির মতো দেখতে অঙ্কন করে দিয়েছিলাম এবং সাথে লোকটির সাইটে একটা নৌকা অঙ্কন করে দিয়েছিলাম।

❖তৃতীয় ধাপে পেন্সিল দিয়ে অঙ্কন করা বিষয়গুলোতে পেনের কালার দিয়ে দিয়েছিলাম এবং সেই সাথে পেন দিয়ে একেবারে সেই উঁচু ঢিবি মতো জায়গায় একটা বড়ো সাইজ এর গাছ আর কিছু আগাছার মতো দেখতে এঁকে দিয়েছিলাম।

❖চতুর্থ ধাপে কালার দিয়ে আকাশের দৃশ্য ফুটিয়ে তুলেছিলাম।

❖পঞ্চম ধাপে লোকটির পাশে যে বড়ো গাছের মতো দেখতে অঙ্কন করেছিলাম তাতে সম্পূর্ণ কালার করে দিয়েছিলাম।

❖ষষ্ঠ ধাপে লোকটি যে স্থানে গাছের পাশে দাঁড়িয়ে আছে সেখানে ভূমিতে লম্বা করে কালার করে সবুজ ঘাসের মতো বুঝিয়েছিলাম।

❖সপ্তম ধাপে দূরে যে ঢিবি এঁকেছিলাম এবং সেখানে অঙ্কন করা গাছ আর আগাছাতে কালার দিয়ে ঢিবিতে একটা সবুজতার ছোঁয়া জাতীয় দৃশ্য তৈরি করেছিলাম।

❖অষ্টম ধাপে লোকটির সম্পূর্ণ বডি এবং তার পোশাকে কালার করে দিয়েছিলাম। এরপর লোকটির মাথায় যে জিনিসপত্র ভর্তি বস্তা এঁকেছিলাম সেটাতে সম্পূর্ণভাবে কালার করে দিয়েছিলাম।

❖নবম ধাপে যে স্থানে নৌকা বাঁধা রয়েছে সেখান দিয়ে বড়ো একটা নদি বোঝাতে কালার দিয়ে জলের মতো দৃশ্য বুঝিয়েছিলাম।

❖দশম ধাপে নৌকাটিতে পুরোপুরিভাবে কালার করে দিয়েছিলাম। এরপর লোকটির কাঁধের কাপড়ের ঝুলন্ত ব্যাগটিতেও কালার করে দিয়েছিলাম আর অঙ্কনটির এখানেই সমাপ্তি টেনেছিলাম।

আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

লোকটিকে দেখে মনে হচ্ছে কতই না খুশি মনে বাড়ি ফিরছে। সারাদিনের ক্লান্তি শেষে নিজের গন্তব্যে ফিরে যাওয়ার জন্য তৈরি হয়েছে। ঘাটে বাঁধা নৌকা আর নদীর পাড়ের মনোমুগ্ধকর পরিবেশ সবকিছু মিলে মনে হচ্ছে যেন সেখানে ছুটে চলে যাই। আসলে গ্রামীন পরিবেশ আর গ্রামীন জীবন কতই না সুন্দর। যখন আমি ছোট ছিলাম তখন মাঝে মাঝে দেখতাম এরকম কাঁধে ব্যাগ নিয়ে এবং মাথার উপর ব্যাগ নিয়ে অনেক লোক বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী কিংবা কসমেটিক্স সামগ্রী বিক্রি করতেন। আসলে সময়ের পরিবর্তনের সাথে সাথে সেই দৃশ্যগুলো আর দেখতে পাওয়া যায় না। যাইহোক দাদা আপনার কল্পনা শক্তি দেখে মুগ্ধ হলাম। আপনার কল্পনার প্রতিচ্ছবিতে দারুন একটি চিত্র অংকন করেছেন। সত্যি দাদা দারুন হয়েছে আপনার অংকন চিত্রটি। একেবারে নিখুঁতভাবে এই চিত্রটি অংকন করে সকলের মধ্যে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা।

 2 years ago 

কাল্পনিক অপরূপ সৌন্দর্যময় অরজিনাল চিত্র অঙ্কন করেছেন। সত্যি দাদা আপনার চিত্র অংকন দেখে মুগ্ধ হয়ে গেলাম। গ্রামের অপরূপ সৌন্দর্যময় দৃশ্য ফুটিয়ে তুলেছেন। গ্রাম বাংলার এই দৃশ্যটি আগে অনেক দেখতে পাওয়া যেত। নৌকায় করে মানুষ পারাপার হতো, আর আজকের এই চিত্রটি দেখে একদম হুবহু অরজিনাল চিত্র মনে হচ্ছে। আপনি খুবই দক্ষতার সাথে চিত্র অঙ্কন করেন। আসলে দাদা আপনার চিত্রাঙ্কন গুলো একদম ফুটিয়ে তোলেন। যা দেখতে খুবই ভালো লাগেছে,এই চিত্রটি অনেক ভালো লাগলো।

 2 years ago 

আপনি খুব সুন্দর একটি গ্রামের দৃশ্য অংকন করেছেন।যেখানে একজন সাধারণ ব্যবসায়ী ব্যবসার কাজ শেষ করে তার গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার দৃশ্য অংকন করেছেন।এমন গ্রামীন দৃশ্য দেখতে অনেক ভালো লাগে।কারণ ছোটবেলায় অনেক দেখেছি, বর্তমানে ও গ্রামে যাওয়া হলে এই ধরনের ব্যবসায়ী দেখা যায়।ধন্যবাদ দাদা আপনাকে এমন একটি বাস্তবিক চিত্র অঙ্কন করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ওয়াও আপনি অনেক সুন্দর ভাবে গ্রামের ব্যবসায়ীর চিত্র অংকন একটা চিত্রের মাধ্যমে তুলে ধরেছেন । আসলেই আপনি অনেক প্রফেশনাল ভাবে চিত্র অঙ্কনটি তৈরি করেছেন দাদা। চিত্র অংকন এর মাধ্যমে যা বোঝা যাচ্ছে ব্যবসায়িক সারাদিন ব্যবসা করে বাড়ি যাওয়ার জন্য নদীর পাড়ে নৌকায় যাচ্ছে ।ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কাল্পনিক চিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

দাদা নদীর ধারে খুব সাধারন একটি দৃশ্য অঙ্কন করেছেন। নৌকা,গাছ,পাহাড়,নদী সব মিলিয়ে দৃশ্যটি আমার কাছে অনেক ভাল লাগছে। গ্রাম্য সাধারন ব্যবসায়ী সারাদিন ব্যবসা করে নদী পাড় হয়ে নিজের গ্রামে যাওয়ার জন্য নৌকার মাঝিকে খুজতেছে। দাদা ব্যবসায়ী কি বিক্রয় করে সেটা তো বললেন না, হি হি হি। ধন্যবাদ দাদা।

 2 years ago 

শুরুতে গ্রামের একটি লোক এঁকে সেখান থেকে এত সুন্দর একটি দৃশ্য তৈরি করে ফেলেছেন দাদা। আগেকার দিনে গ্রামে এরকম দৃশ্য দেখা যেত। লোকজন এক গ্রাম থেকে অন্য গ্রামে যেত বাজার করার জন্য। তাছাড়া পারাপারের একমাত্র বাহন ছিল তখন নৌকা। এখন নৌকা পারাপারের বাহন খুব একটা দেখা যায় না। কিন্তু বরাবরের মতন আপনার আর্টটি আজকেও খুব সুন্দর হয়েছে। আপনি কল্পনা করে করে এত সুন্দর আর্ট করেন যে দেখতেই ভালো লাগে। বিশেষ করে কালারের বিষয়টি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলেন। ধন্যবাদ দাদা আপনাকে।

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

 2 years ago 

ছোটবেলায় যখন আঁকার স্কুলে যেতাম, স্যার সিনারি আঁকাতেন। এই ধরনের সিনারি গুলো দেখলে সেই রবীন্দ্রনাথের লেখা গল্প গুলোর মত তাতে হারিয়ে যেতাম। কখনো কেউ মাথায় মুটে নিয়ে যাচ্ছে, কখনো কাঁধে করে ঝুড়ি নিয়ে যাচ্ছে। সে সময় গুলোর কথা এখনো মনে পড়ে যে কত উৎসাহের সাথে আঁকার স্কুলে যেতাম। আবার যদি ছোট হয়ে সেই দিনগুলোকে ফিরিয়ে আনতে পারতাম, আমার মত ধনী এই পৃথিবীতে কেউ হতো না। আপনি ছবিটা দারুন এঁকেছেন। একটু অন্যমনস্ক হয়ে পড়লাম ছবিটা দেখে।

Your post is manually rewarded by the
World of Xpilar Community Curation Trail

STEEM AUTO OPERATED AND MAINTAINED BY XPILAR TEAM
https://steemit.com/~witnesses vote xpilar.witness

New competition "Architectural Photography",
do you want to know more?

 2 years ago 

দাদা এই লোক কিসের ব্যবসা করতে যাচ্ছে অন্য গ্রামে।লেস ফিতা হলে আমাদের এদিকে আসতে বলিয়েন😜😜।দাদা আর্ট টা সাধারন হলে ও দেখতে বেশ অসাধারণ। সুন্দর করে রংঙের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন।মোম রং দিয়ে খুব সুন্দর করে আপনি রং করতে পারেন।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.032
BTC 63683.34
ETH 2754.57
USDT 1.00
SBD 2.64