কলম্বিয়ার পিচে স্পিনের ঝড়

in আমার বাংলা ব্লগ6 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


স্ক্রিনশর্ট: TNT sports

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ক পোস্ট শেয়ার করে নেবো। গতকাল ইন্ডিয়া আর শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা ছিল। এই ম্যাচটি কলম্বিয়ার পিচেই হয়েছে, তবে কালকের পিচ ছিল খুবই হার্ড অর্থাৎ স্পিনের পিচ ছিল। স্পিনের রাজত্ব চলেছে শুধু। শ্রীলঙ্কা গতকালও টসে জিতে যায় এবং আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। এরা আসলে আগে থেকেই জানতো এই পিচে আগে ব্যাট করলে সুবিধা হবে, কারণ স্পিনের পিচ আসলে কিন্তু ভয়ানক বলা যায় ক্রিকেটের ভাষায়। এই পিচে ২০০ রান করা খুবই কঠিন হয়ে যায়। শ্রীলঙ্কা গতকাল কিন্তু একইভাবে শুরুটা করেছিল। আসলে গতকাল খেলাটা দেখছিলাম আর এদিকে খবর দেখছিলাম, আসলে বাংলাদেশের পরিস্থিতি দেখে ভাষায় প্রকাশ করার মতো না, কি যে শুরু করেছে, সব ধংস করে দিলো। এতো মৃত্যু আসলে দেখে মন মানসিকতা ঠিক রাখা মুশকিল।


স্ক্রিনশর্ট: TNT sports

যাইহোক, এর মধ্যে এইসব আর বেশি না বলি। ব্যাটিং তারা খুবই লেস রান রেটে শুরু করে, সব থেকে ভালো কাজ করেছিল যে, নিশাঙ্কাকে প্রথম বলেই আউট করে দিয়েছিলো। কারণ এই একমাত্র ব্যাটসম্যান ছিল, যে এই পর্যন্ত প্রত্যেক ম্যাচে টেনে টেনে নিয়ে গিয়েছে। আমি তো ভেবেছিলাম, আজকে বেশি রান করতে পারবে না তারা। তবে পরে যে দুইজন ওদের সেট হয়ে গিয়েছিলো মোটামুটি সেখানে ওয়াশিংটন দারুন একটা কাজ করেছিল, দুইজনকেই আউট করে দিয়েছিলো। ওখানে ম্যাচের নতুন একটা মোড় তৈরি হয়েছিল। তার পরে কিন্তু আসলে রান রেট অনেক ডাউন হয়ে গিয়েছিলো। কিন্তু সেই দুনীতি আর কামিন্দু নামের দুইজন এরাই আবার ম্যাচে যেন জীবন ফিরিয়ে আনে। তবে রান যতটা কমিয়ে রাখা যায় সেটা ৪০ ওভার পর্যন্ত করেছিল। কিন্তু লাস্ট ১০ ওভারের লাস্ট ৫ ওভারে গিয়েই রানটা ঝড়ের গতিতে উঠলো, ওখানেই রান ২৪০ হয়ে গেলো, কারণ যেরকম অবস্থা ছিল, তাতে ২৩০ এই ম্যাচেও হবে ধরে নিয়েছিলাম কিন্তু সেটার বেশি করে ফেলে এই ম্যাচে।


স্ক্রিনশর্ট: TNT sports

আসলে ইন্ডিয়া গতকাল একটু ফিল্ডিংয়ে ঢিলামি করেছিল, বিশেষ করে দুবে হাতের ক্যাচ একবার ছেড়ে দিলো, তারপর আরো কিছু কিছু বাই রান গিয়েছে। তবে শ্রেয়স এর থ্রোটা দারুন ছিল, অতদূর থেকে আসলে ডাইরেক্ট উইকেট হিট হবে, এটা ধারণা করা যায়নি। ওই ব্যাটসম্যানও বুঝতে পারেনি যে লেগে যাবে। এটা আনএক্সপেক্টেড বিষয় ছিল একটা। যাইহোক, ইন্ডিয়া কিন্তু শুরুটা রোহিতের কারণে বেশ ভালোই হয়। আসলে ওপেনে যদি ঝেড়ে রান করা যায়, তাহলে রান-এর চাপ বলা যায় অর্ধেক কমে যায়। রোহিত আর গিল খেলছিল ভালোই ৪/৬ ভালোই প্রতি ওভারে মেরে যাচ্ছিলো, কিন্তু vandersay নামের এক স্পিনার এর কাছে ধরা খেয়ে যায়। শুধু একজন না, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আসলে ইন্ডিয়া প্রথম ১০ ওভার ধরে ১৯ ওভারে ১৩৩+ রান করে, যেটা তাদের প্রয়োজনের থেকে অনেক ছিল। এতে কিন্তু একটাই আশা করা গিয়েছিলো যে, ৩০-৩৫ ওভারের মধ্যে এই রান চেজ হয়ে যাবে।


স্ক্রিনশর্ট: TNT sports

কিন্তু vandersay একজন স্পিনার সেটা মাটি করে দেয়। কারণ প্রথম থেকে টানা যে ৬ টা উইকেট পড়েছিল সবকয়টা একাই নিয়েছে। মানে ম্যাচের ১২ টা ওখানেই বেজে গিয়েছে। এরপর রাহুল, শ্রেয়স এরা দাঁড়াতেই পারলো না, আউট হয়ে গেলো সাথে। আর দুবে এর যে কেন নামায় এটাই বুঝি না, ১ ম্যাচে রান পেলে বাকি ৫ টাতে শূন্য কান্ট্রিবিউশন থাকে। কোথায় ২৭ ওভারে ৯৩ রান লাগবে, সেখানে উইকেটই ধরে রাখতে পারলো না তারা। উইকেট বাঁচিয়ে ধরে খেললেই ম্যাচটা জিততে পারতো, কিন্তু ওখানেই ভুলটা করলো আর জিতে যাওয়া ম্যাচ হারে পরিণত হলো। ম্যাচটা আসলে রোহিত একাই অর্ধেক বের করেই দিয়ে গিয়েছিলো, কিন্তু বাকিরা কি যে করলো, বলার মতো না। যাইহোক, আরো একটা আছে, ওটায় উইনার নির্বাচিত হবে, কারণ আগেরটা ড্র হলো আর আজকেরটা হারলো। যদিও উইনার না হওয়ার চাঞ্জ বেশি, কারণ যদি ইন্ডিয়া জিতে যায় তাহলেও ম্যাচ ড্র হয়ে যাবে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 days ago 

এই ধরনের পিচে বেশি রান করাটা আসলেই খুব কঠিন। সেই হিসেবে শ্রীলংকা বেশ ভালোই স্কোর গড়তে সক্ষম হয়েছে। তবে ইন্ডিয়ার ওপেনিং জুটি এতো ভালো রান করার পরেও ম্যাচটা হেরে গিয়েছে, এটা জেনে খুব খারাপ লাগলো। এই ধরনের ম্যাচ হারলে আফসোস হয়। কারণ ম্যাচ জেতার জন্য তাদের হাতে পর্যাপ্ত ওভার ছিলো। উইকেট ধরে রাখতে পারলে ম্যাচটা জিততে পারতো। যাইহোক শ্রীলংকান স্পিনার ভ্যান্ডারসে এককথায় দুর্দান্ত বোলিং করেছে এই ম্যাচে। এই ম্যাচের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 4 days ago 

দাদা আপনার খেলা বিষয়ক পোস্টটা আমার অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর করে আপনি এই ম্যাচের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার খেলা বিষয়ক পোস্টগুলো প্রতিনিয়ত পড়ার কারণে, এখন খেলা সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছি। দাদা এটা আসলেই ঠিক, এরকম একটা পিচে বেশি রান করা সত্যি খুব কঠিন। আগের ম্যাচটা ড্র হয়েছে, আর আজকের ম্যাচটা তারা হেরে গিয়েছে। এই বিষয়টা দেখে অনেক খারাপ লেগেছে দাদা। অন্যদিকে শ্রীলঙ্কা কিন্তু বেশ ভালোই খেলেছে। যাইহোক অনেক অনেক ধন্যবাদ দাদা এই ম্যাচটার রিভিউ এত সুন্দর করে সবার মাঝে উপস্থাপন করার জন্য। আশা করছি আপনার খেলা বিষয়ক পোস্ট আপনি প্রতিনিয়ত এভাবে আমাদের মাঝে শেয়ার করবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60784.40
ETH 2633.51
USDT 1.00
SBD 2.61