ওয়ানডে সিরিজে ইন্ডিয়া এক ধাপ এগিয়ে গেলো

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


স্ক্রিনশর্ট: জিওসিনেমা

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ক পোস্ট শেয়ার করবো। গতকাল ইন্ডিয়া আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলা হয়েছে। ইতোমধ্যে টেস্ট খেলা শেষ করে তারা এখন তিনটি আন্তর্জাতিক ওয়ানডে সিরিজের দিকে অগ্রসর হয়েছে। তবে গতকাল ম্যাচটা থাকলেও খেলা না হওয়ার সম্ভাবনা বেশি ছিল, কারণ যে মাঠে খেলাটা হয়েছে সেখানকার আবহাওয়া সকাল থেকেই খারাপ ছিল, বেশ অনেক্ষন ধরে বৃষ্টি হয়েছে। আর এতে মাঠের দিকে বা পিচের উপর একটু তো ইফেক্ট পড়ে। তো যাইহোক, যেহেতু সন্ধ্যার দিক থেকে খেলা ছিল তাই পরে খেলাটা শুরু হয়েছিল সময়মতো। ইন্ডিয়া টসে জিতলেও তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, কারণ বরাবরই তারা ওই টার্গেট নিয়েই খেলতে চায়। আর পিচের দিকটাও বিবেচনা করে এই সিদ্ধান্ত ক্যাপ্টেইন নিয়েছে। তো সেই হিসেবে পিচ একটু হার্ড ছিল, বিশেষ করে স্পিনের ক্ষেত্রে। স্পিনার বল খেলা খুবই হার্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের পক্ষে। তবে প্রথম থেকে তাদের খেলা দেখে যে অবস্থা আমার মনে হয়েছিল যে দেড়শো রান সর্বোচ্চ করতে পারে, কারণ উইকেটই অনেকগুলো পড়ে গেছে প্রথম পাওয়ার-প্লে ওভারে। ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা মূলত বাউন্স এর বলগুলো খেলতে খুব ভালোবাসে, ওদের আসলে সব লম্বা লম্বা প্লেয়ার, ফলে যেকোনো বাউন্স বল সহজে হিট করতে পারে।


স্ক্রিনশর্ট: জিওসিনেমা

আর আজকে যা রান তাদের ব্যাট থেকে বেশিরভাগই বাউন্স বলে এসেছে। হেটমায়ের একমাত্র অভিজ্ঞ প্লেয়ার ছিল ওদের মধ্যে, ফলে তার উপরে একমাত্র ভরসা ছিল কিন্তু জাডেজার স্পিনারের কাছে বেশিক্ষন টিকতে পারেনি, বোল্ড আউট হয়ে যায় অল্প কিছুক্ষনের মধ্যে। তবে জাডেজা আজকে একটা দারুন ফ্লাইং ক্যাচ ধরেছিলোমুকেশ এর বলে। উমরান বল ভালো করেছিল, তবে তার বলগুলো গতি থাকলেও লেন্থ ঠিক ছিল না, আর তারাও গতিটাকে কাজে লাগিয়ে গ্যাপ শর্ট-এ অনেকটা রান করে ফেলে। তবে সব থেকে বেস্ট ওভার করেছে কূলদীপ যাদব, সব থেকে কম রানে বেশি উইকেট অর্থাৎ ৬ রান দিয়ে ৪ উইকেট এর মালিকানা অর্জন করেছে আজকে। তবে সাথেও জাডেজাও ৩ উইকেট অর্জন করে। মোট কথা আজকে এই দুইজনের স্পিনারে বাজিমাত হয়ে গেছে। তবে ওয়েস্ট ইন্ডিজ পঞ্চাশ ওভারের ম্যাচ মাত্র ২২ ওভারে ১১৪ রানের মধ্যে অলআউট হয়ে যায়। এইটা দেখে ভেবেছিলাম যে ইন্ডিয়ার মনে হয় আজকে ১০ ওভারের বেশি লাগবে না এই রান তুলতে।


স্ক্রিনশর্ট: জিওসিনেমা

কিন্তু কেসটা অন্যরকম হয়েছে আর তারা ব্যাটিং পজিশনও চেঞ্জ করেছে অন্যভাবে। রোহিত আর কোহলি তো প্রথম দিকেই আসেনি, তাদের স্থান রেখেছে ৫-৬ নম্বর পজিশনে, আসলে তারাও ভেবেছিলো এই রানে তাদের যাওয়া লাগবে না। ঈশান কিশান আর গিল ওপেন করতে আসে ঠিকই, কিন্তু গিল না টিকতে পারলেও ঈশান অবস্থানটা অনেক্ষন সূর্যকুমার এর সাথে টিকিয়ে রেখেছিলো। তাদের অভিজ্ঞতা কম থাকলেও বেশ মারপিট প্লেয়ার। তবে ওয়েস্ট ইন্ডিজ এর স্পিনাররাও তাদের ধরা দিয়েছিলো অর্থাৎ এই ১১৪ রান তোলাও তাদের জন্য অতটা সহজ হয়নি। সব স্পিনারে আউট হয়ে গেছে। বেশ অনেকটা কাঠখড় পড়াতে হয়েছে বলতে গেলে ইন্ডিয়ান ব্যাটসম্যানদের। তবে ঈশান আর সূর্যকুমার ম্যাচটা যেভাবে ধরেছিলো তাতে দুইজনেই বের করতে পারতো, কিন্তু সূর্যকুমার আবেগের বশে বলতে গেলে সে প্রত্যেক বলে সুইপ শর্ট দিতে গিয়ে আউট হয়ে যায়।


স্ক্রিনশর্ট: জিওসিনেমা

আর ঈশানও অর্ধশত রান করার পরে যেন উন্মাদনা কাজ শুরু করে দিয়েছে তার মধ্যে, সব উড়ো শর্ট দেওয়া শুরু করেছে আর ক্যাচ আউট হয়ে যায়। এইভাবে শেষমেশ ৫ উইকেট চলে যায় এই রান চেজ করতে গিয়ে। তবে একটা মজার ঘটনা হয়েছে ঈশান আর হার্দিক ব্যাটে থাকার সময়ে অর্থাৎ ঈশান এর একটা গতি সম্পন্ন শর্ট বোলারের হাতে আসলেও সে ধরতে পারে না ঠিকই কিন্তু তার হাত থেকে ছাড়িয়ে উইকেটে লাগে আর এদিকে হার্দিকও ক্রিজ ছেড়ে দিয়েছে, বলা যায় একটা দুর্ভাগ্যবশত আউট হয়েছে। যাইহোক, খেলাটায় রান বেশি না হলেও বেশ উত্তেজনা ছিল, বেশ চাপের মধ্যে দিয়ে রান হয়েছে উভয়েরই।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

দাদা টিম ইন্ডিয়া সবসময় ভাল খেলে। আর ওয়েস্ট ইন্ডিজ এত খারাপ খেলে না যে মাত্র ১১৫ রানে সব আউট হয়ে গেল। গোল বলের খেলা বলা যায় না কখন কি হয়। রোহিত শর্মা আর বিরাট কুহেলী তাদের জায়গাটা ছেড়ে দিয়ে অন্যদেরকে চান্স দিয়েছে। যার জন্য টিম ইন্ডিয়ার ১১৫ রান করতে ৫ উইকেট হারিয়েছে। তবে হার্দিক পান্ডিয়ার দুর্ভাগ্যবশত আউট টা খারাপ লেগেছে। ঐযে বললাম গোল বলের খেলা। কখন কি হয় বলা যায় না। ধন্যবাদ দাদা।

 last year 

দাদা এটা আমি সব সময় বলি খেলা সম্পর্কে আমার তেমন একটা ধারণা একেবারেই নেই। তবে আপনার পোস্টগুলোর মাধ্যমে টিকেট খেলা সম্পর্কে অনেক ধারণা নিতে পারি এবং এই ধারণাগুলো নিলেও অনেক বেশি ভালো লাগে। যেমন আজকেও খেলা না দেখার সত্বেও ওয়ানডে সিরিজে ইন্ডিয়া আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম খেলাটা দেখে নিতে পারলাম। মানে এর সম্পর্কে পড়তে পারলাম। শেষমেষ তাহলে ৫ উইকেট চলে যায় এই রান চেজ করতে গিয়ে। আমি যতদূর মনে করি টিম ইন্ডিয়া অনেক বেশি ভালো খেলে। আর এরকম খেলা গুলো দেখতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। ওয়ানডে সিরিজে ইন্ডিয়া এক ধাপ এগিয়ে গিয়েছে, এটা জেনে অনেক বেশি ভালো লেগেছে দাদা। এই বিষয়টা ভাবতেই আমার অনেক বেশি আনন্দ হচ্ছে। অনেক সুন্দর করে আমাদের মাঝে সম্পূর্ণ পোস্টটা শেয়ার করেছেন দেখে অনেক বেশি ভালো লাগলো দাদা। সত্যি বলতে জাস্ট অসাধারণ ছিল সম্পূর্ণ টা। এরকম পোস্টগুলো পরবর্তীতেও দেখার অপেক্ষায় আছি।

 last year 

ক্রিকেট খেলা ছোটবেলায় প্রচুর পরিমাণে দেখতাম আমি। তবে যত বড় হচ্ছি তত যেন ব্যস্ততা বাড়ছে। আর ব্যস্ততার জন্য খেলা তো দূরের কথা কিছুই দেখতে পারি না। আগে মাঝে মাঝে হলেও ক্রিকেট এবং ফুটবল খেলা দেখা হতো, কারণ ক্রিকেট এবং ফুটবল খেলা আমার সবচেয়ে ফেভারিট খেলা ছিল। ওয়ানডে সিরিজে ইন্ডিয়া এক ধাপ এগিয়ে গিয়েছে তা আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম দাদা। আর এই বিষয়টা জেনে আমি তো আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। ইন্ডিয়ার প্লেয়ার গুলো নিশ্চয়ই অনেক বেশি ভালো খেলে। আর তাদের টিমটাও অনেক বেশি ভালো বুঝতেই পারছি। আশা করছি ইন্ডিয়া টিম এভাবে সামনের দিকে এগিয়ে যাবে এবং সফলতা ও অর্জন করবে। ওয়েস্ট ইন্ডিজ দেখছি ৫০ ওভারের ম্যাচটা কে মাত্র ২২ ওভারে ১১৪ রানের মধ্যে অলআউট হয়ে গিয়েছে। এটা কিভাবে সম্ভব হল এটাই তো বুঝতে পারতেছি না একে একে আউট কিভাবে হয়। তবে যাই হোক না কেন আপনার এই পোষ্টের মাধ্যমে সম্পূর্ণ টা জানতে পেরেছি এবং জেনে ভালো লেগেছে।

 last year 

ইন্ডিয়া আর ওয়েস্ট ইন্ডিজের খেলার রিভিউ পড়ে অনেক ভালো লাগলো দাদা। যদিও খুব একটা খেলা দেখা হয় না। তবে রিভিউ পড়ে অনেক কিছু জানতে পারলাম। যেহেতু বৃষ্টি ছিল তাই তো সবাই আশঙ্কার মধ্যে ছিল খেলা হবে কিনা। যেহেতু সন্ধ্যার দিকে খেলা ছিল তাই তো সময় মতো শুরু হয়েছে। তবে মনে হচ্ছে খেলার মাঝে বেশ টান টান উত্তেজনা ছিল। শেষের দিকে এসে কিন্তু বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছিল। আসলে এরকম সিচুয়েশনে প্লেয়ারদের মাঝেও বেশ উত্তেজনা তৈরি হয়। তাই মাঝে মাঝে তারা কোন কিছু কন্ট্রোল করতে পারে না। ভালো লাগলো দাদা আপনার এই রিভিউ পড়ে। ইন্ডিয়ান টিম এভাবেই এগিয়ে যাক এবং সফলতা অর্জন করুক এই প্রত্যাশাই করি। আশা করছি ভবিষ্যতেও তারা আরো ভালো খেলবে।

 last year 

দাদা খেলা দেখতে আমার প্রচুর ভালো লাগলেও, বর্তমানে সময়ের জন্য দেখতে পারিনা। তবে আপনার খেলার পোস্টগুলো দেখলে ভীষণ ভালো লাগে। বিশেষ করে ইন্ডিয়ার খেলা দেখতেও আমার কাছে ভালোই লাগে। ইন্ডিয়া তো সবসময় এগিয়ে থাকে। এবার আমি দেখছি ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলে আরও একবার এগিয়ে গেল। তবে এই খেলার মধ্যে দেখছি বেশি রাগ না হলেও অনেক বেশি উত্তেজনা ছিল। আর বেশ অনেক কাঠ ঘর পুড়িয়ে খেলতে হয়েছে। তবে ম্যাচটা কিন্তু বেশ ভালোই লেগেছে। তার সাথে ইন্ডিয়া আর ও এক ধাপ এগিয়ে গিয়েছে এটা দেখে ভালো লাগলো। বেশ উপভোগ করেছি আপনার আজকের পোস্ট পড়ে।

 last year 

দাদা আমার কিন্তু আপনার খেলার পোস্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে। যদিও খেলা দেখার অভিজ্ঞতা আমার খুবই কম। তবে আজকের ম্যাচটা কিন্তু ভীষণ ভালো লেগেছে। এই মেসে খুব কম রানে লড়াই হলেও বেশ ইন্টারেস্টিং ছিল। তবে সব থেকে ভালো লেগেছে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ থেকে আরও এক ধাপ এগিয়ে গেল। আসলে খেলা দেখার অভিজ্ঞতা খুব একটা না থাকলেও কিন্তু ইন্ডিয়ার খেলার কথা শুনলে আমার ভালই লাগে। এমনিতেই ইন্ডিয়া ভীষণ ভালো খেলে। তবে এবারের খেলাতে দেখতেছি অনেক বেশি ওভার থাকা সত্ত্বেও উইকেট পড়ে গিয়েছিল বেশি। আর তাই জন্য দেখছি খুবই কম রান করা হয়েছিল। তবে সব মিলিয়ে বেশ ভালো লেগেছে আপনার খেলার রিভিউ টা পড়ে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 62082.09
ETH 2434.81
USDT 1.00
SBD 2.66