প্রকৃতির শোভাবর্ধনকারী ক্রোটালারিয়া উদ্ভিদের ফুল
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
আজকে আপনাদের সাথে একটি ফুলের উদ্ভিদের কিছু আলোকচিত্র শেয়ার করবো। এই উদ্ভিদটি সাধারণভাবে ক্রোটালারিয়া নামে পরিচিত, কিন্তু এটির বহু নাম আছে। ক্রোটালারিয়া নামটা সাধারণভাবে থাকলেও এই নামের সাথে হরেক রকমের প্রজাতিভেদে বিভিন্ন ক্যাটাগরির নাম যুক্ত হয়েছে এবং সেগুলো আবার বিভিন্ন ধরণের দেখতে হয়ে থাকে। তবে ভিন্নতা থাকলেও এর মধ্যে পঞ্চাশ ভাগেরও বেশি প্রজাতির উদ্ভিদের ফুলগুলো একই ক্যাটাগরির দেখতে হয়ে থাকে। এই উদ্ভিদগুলোর ফুলের মধ্যে হলুদ কালারের ফুলটা অনেক আকর্ষণীয় আর কালারটা বেশিরভাগ হলুদ কালারের দেখা যায়। প্রজাতিগুলোর মধ্যে এই যে উদ্ভিদটা সাধারণত ক্রোটালারিয়ার সাথে রেটুসা প্রজাতিটি অন্তর্ভুক্ত। এই প্রজাতিটির উদ্ভিদ বেশি একটা বড়ো হয় না, মাঝারি মতো দেখতে অনেকটা। তবে এইরকম আরো কিছু প্রজাতি আছে যেগুলো আরো অনেক ছোট হয়ে থাকে।
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
কিছু কিছু আবার আছে যেগুলো অনেকটা ঝোপঝাড়ের মতো পরিস্থিতি সৃষ্টি করে থাকে। এই উদ্ভিদটি অনেক ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আলংকারিক হিসেবেও পরিচিতি লাভ করে, বিশেষ করে ফুলের সৌন্দর্যের কারণে। এর ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে, কাণ্ডের গায়ে প্রতিটা ফুল গুচ্ছাকারে বৃদ্ধি পায়। প্রকৃতির সান্নিধ্যে ফুলগুলো দেখতে আরো বেশি ভালো লাগে। তবে উদ্ভিদের ফুলগুলোর সৌন্দর্যতার সাথে সাথে অল্প কিছু প্রজাতির ভেষজ গুনাগুন আছে, যেগুলো মেডিসিনাল ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। এই উদ্ভিদের ফলগুলো কিন্তু দেখতে অনেকটা বিনস এর মতো লাগে, দেখতেও সুন্দর। এই ফলগুলো অনেক জায়গায় খাদ্য হিসেবেও ব্যবহৃত হয় কিন্তু সব প্রজাতির না, কারণ এর মধ্যে আবার অনেক প্রজাতির আছে যেগুলো বিষাক্ত হয়ে থাকে এবং এইগুলো খেলে যেকোনো প্রাণীর সমস্যা হতে পারে।
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
তবে এই প্রজাতি বিষাক্ত না, কারণ একটা জিনিস দেখে বোঝা যায় যে পাখিতে যদি এইগুলো খেতে পারে তাহলে বিষাক্ত না, আমি যেখান থেকে তুলেছিলাম সেখানে বুলবুলি পাখিদের ফলগুলো খেতে দেখেছিলাম। ফলগুলোর সৌন্দর্যও ভালো, লম্বাটে এবং আগার দিকে কিছুটা বাঁকানো। এই ফলগুলো শুকিয়ে গেলে অর্থাৎ ওর ভিতরের বীজগুলো নাড়া দিলে আবার ঝন ঝন আওয়াজ হতে থাকে। এইগুলো সাধারণত স্যাঁতসেঁতে জায়গাতে বেশি দেখা যায় যেমন জলাভূমির আশেপাশে। আমিও এটি তুলেছিলাম ওইরকম রাস্তার পাশে স্যাঁতসেঁতে মতো জায়গা থেকে।
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
উদ্ভিদটির পাতাগুলোও চিরসবুজ এবং কিছুটা গোলাকার আবার কিছুটা লম্বা মতো দেখতে লাগে। উদ্ভিদের ফুলগুলোর পরাগরেণু সমূহে একধরণের মধু থাকে যেগুলোর সুগন্ধ বিভিন্ন পোকাদের আকৃষ্ট করে, যেমন এখানে দেখতে পাচ্ছেন পিঁপড়া ভরে গেছে এবং তারা দল বেঁধে মধু আহরণ করতে এসেছে। প্রকৃতির মাঝে এই দৃশ্যগুলো যেন বারবার দৃষ্টিকে আকর্ষিত করতে থাকে।
শুভেচ্ছান্তে, @winkles
ক্যামেরা | স্যামসুং গ্যালাক্সি M33 5G |
---|---|
লোকেশন | মাধবপুর |
তারিখ | ৭ জুন ২০২৩ |
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


দাদা আপনার এই পোষ্টের মাধ্যমে আজকে নতুন কিছু দেখতে পেরে অনেক ভালো লেগেছে। ক্রোটালারিয়া উদ্ভিদের অনেক রকমের প্রজাতি রয়েছে। প্রকৃতির শোভাবর্ধনকারী ক্রোটালারিয়া উদ্ভিদের ফুলের ফটোগ্রাফি করেছেন দেখে খুব ভালো লেগেছে এবং অনেক কিছু জানতে এবং বুঝতে পেরেছি এর সম্পর্কে। হলুদ ফুল গুলো অনেক সুন্দর আর ফুলের উপরে পিঁপড়া বসে রয়েছে যার কারণে দেখতে খুব ভালো লেগেছে আমার কাছে। এগুলো যে বিষাক্ত না তাও বুঝতে পারলাম। আসলে এরকম কিছু জানতে পেরে অনেক খুশি হয়েছি এবং কি ভালো লেগেছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ক্রোটালারিয়া উদ্ভিদ আমি এর আগে কখনো দেখিনি। আপনার পোষ্টের মাধ্যমে অনেক তথ্য জানতে পারলাম এই উদ্ভিদ সম্পর্কে। ফুল গুলো দেখতে অনেকটা শিম গাছের ফুলের মত। শুধুমাত্র কালার টা ভিন্ন। তবে দেখতে খুব সুন্দর। ভালো লাগলো নতুন একটি উদ্ভিদ সম্পর্কে জানতে পেরে। ধন্যবাদ দাদা।
দাদা আপনি যে ফটোগ্রাফি টা করেছেন এই ফটোগ্রাফি ফুল ও ফল আমার বাড়ির একটু দূরে অনেক দেখা যায়। কিন্তু এর নাম যে কি কখনো কাউকে জিজ্ঞাসা করেনি জানার চেষ্টাও করিনি। আজকে আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম এই উদ্ভিদের নাম কি?ক্রোটালারিয়া ফুল গুলো দেখতে বেশ সুন্দর। ধন্যবাদ দাদা অজানা ফুলের নামটি জানতে পারার জন্য।
দাদা আমি ক্রোটালারিয়া উদ্ভিদের ফুল দেখেছি কিন্তু নাম জানা ছিল না এই ফুলটির নাম ক্রোটালারিয়া। এই উদ্ভিদের ফুলটা আমাদের বাড়ির একটু দূরেই রয়েছে। আজকে এই উদ্ভিদের ফুলটার নাম জানতে পেলাম আপনার পোস্ট থেকে। ক্রোটালারিয়া এই ফুল গুলো দেখতে বেশ সুন্দর ধন্যবাদ দাদা এত সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।
দাদা ক্রোটালারিয়া উদ্ভিদের ফুল গুলোর সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম আপনার এই পোষ্টের মাধ্যমে। এগুলো আমি আগে কখনো দেখেছি বলে আমার মনে হচ্ছে না। তবে আপনি কিন্তু অনেক সুন্দর ভাবে সবকিছু সাজিয়ে বলেছেন। আসলে ফুলগুলো হলুদ রঙের হওয়ার কারণে অনেক সুন্দর লাগতেছে দেখতে। আর পাতা গুলো চির সবুজ যার কারণে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। যেহেতু বুলবুলি পাখিদের এই ফলগুলো খেতে দেখা গিয়েছিল তাই এগুলো বিষাক্ত না এটা বুঝতে পারলাম। ভিন্ন রকমের এরকম উদ্ভিদ গুলোর সম্পর্কে জানতে পেরে অনেক ভালো লেগেছে দাদা। যদিও বিস্তারিত এভাবে কোনখানে লেখা থাকে না। আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন যেগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। সব মিলিয়ে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ দাদা। পরবর্তীতেও অপেক্ষায় থাকলাম এরকম পোস্ট গুলো দেখার জন্য।
আমি মনে হয় জীবনে প্রথম ক্রোটালারিয়ার উদ্ভিদ দেখলাম। নানান প্রজাতির এই উদ্ভিদগুলো সত্যিকারের অর্থে দেখতে বেশ সুন্দর। এই উদ্ভিদের পাতাগুলো চিরসবুজ হয় সেটা আজই জানলাম। ধন্যবাদ দাদা এত সুন্দর করে এ ভিন্ন ধরনের উদ্ভিদের বর্ণনা সহ সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
দাদা আপনার ক্রোটালারিয়া উদ্ভিদের ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আসলে এই উদ্ভিদটা আমি অনেক জায়গা দেখেছি। কিন্তু এই ফুলের নামটা তো আমার জানা ছিল না। তবে এটা ঠিক বলেছেন এদের মধ্যে অনেক জাত রয়েছে। তবে এই উদ্ভিদের ফলগুলো বিষাক্ত নয় এটা জানতে পেরে ভালো লাগলো। কারণ অনেক সময় দেখা যায় অনেকে বলে এই ধরনের ফল গুলো খুবই বিষাক্ত হয়ে থাকে। বিশেষ করে বুলবুল পাখি এই উদ্ভিদের ফল গুলো খেয়েছে এটা জেনে ভালো লাগলো।
ঠিক বলেছেন দাদা, কিছু কিছু উদ্ভিদ ঝোপঝাড়ের মতো দেখতে হলেও কিন্তু উদ্ভিদের ফুলগুলো খুবই অসাধারণ হয়। তবে এই উদ্ভিদটা আমার ভীষণ পরিচিত। কিন্তু এই উদ্ভিদের নাম ক্রোটালারিয়া এটা আমার জানা ছিল না। আসলে বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখতে পাই। তার মধ্যে কোনটার কি নাম এইসব বিষয়গুলো কখনো জানার চেষ্টা করি না। তবে এটা ঠিক বলেছেন প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়ে তোলে এইসব উদ্ভিদের ফুল। আপনার আজকের ফটোগ্রাফি গুলো আমার ভীষণ ভালো লেগেছে। আর তার সাথে অনেক কথা জানতে পারলাম আপনার পোষ্টের মাধ্যমে।
ক্রোটালারিয়া উদ্ভিদের নামটি আমি প্রথম শুনলাম।যদিও আমি এই গাছটি আগে অনেকবার দেখেছি।রাস্তার পাশে এমনিই হয়ে থাকে, আর এর ফলগুলি বিলের ডালের মতোই দেখতে লাগে।এই ফলগুলো বেশ মোটা টাইপের মনে হচ্ছে।দাদা আপনার ফটোগ্রাফি ও বর্ননা অসাধারণ ছিল।ফুলগুলি দেখতে বেশ আকর্ষণীয়।ধন্যবাদ আপনাকে দাদা।