রাধাচূড়া উদ্ভিদের ফুলের আলোকচিত্র

in আমার বাংলা ব্লগ11 months ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

Photo by @winkles

আজকে আপনাদের সাথে একটি ফুলের কিছু আলোকচিত্র এবং তার বর্ণনা শেয়ার করবো। এই ফুলগুলোকে হয়তো অনেকে চিনে থাকবেন, আর চেনারই কথা, কারণ এটি আমাদের প্রায়-প্রত্যেকের বাড়িতে হয়েও থাকে। এই ফুলগুলোকে বাংলায় আমরা রাধাচূড়া নামে জেনে থাকি, আর এই নামটাই মূলত দুই বাংলায় বহুল প্রচলিত। তবে এই ফুলের আরো ভিন্ন ভিন্ন কিছু নাম আছে, যেমন- ময়ূর ফুল বা স্বর্গের লাল পাখি ইত্যাদি এইরকম নামেও পরিচিত আছে বিভিন্ন জায়গায়। তবে এই ডাক নামগুলোর মধ্যে একটা ইন্টারেষ্টিং ব্যাপার আছে, শুনতে বেশ লাগে। এই ফুলগুলো কিন্তু আবার আমাদের এশিয়ার মধ্যে ছাড়াও অন্যান্য উপমহাদেশেও হয়ে থাকে। মোটকথা বলা যায় যে, এইগুলো সর্বোপরি মোটামুটি দেখতে পাওয়া যায়। এই ফুলগুলো স্বাভাবিকভাবেই আমরা লাল বর্ণের প্রজাতিটিই দেখতে পাই, কারণ আমাদের এইসব ক্রান্তীয় অঞ্চলভুমিতে যেসব উদ্ভিদ হয়ে থাকে, তাতে এই ফুলটির প্রজাতি এই কালারেরই দেখা যায়।

Photo by @winkles

তবে এই ফুলের আরো একটি প্রজাতি আছে, যেটি আমাদের ভারত বা বাংলাদেশে সচরাচর দেখা যায় না, আমিও দেখিনি কোথাও। আর এই প্রজাতির নাম হলো পইনজিয়ানা নামক একধরণের প্রজাতি। এই প্রজাতির যেসব ফুলগুলো হয়ে থাকে তা সম্পূর্ণটাই হলুদ কালারের দেখতে হয়ে থাকে। তবে এই ফুলগুলো হলুদ কালারের বা লাল কালারের যেটাই দেখতে হয়ে থাকুক না কেন, দুটি কালারেরই আকর্ষণীয়তা খুব, যেকারো দৃষ্টি আকর্ষিত করতে বাধ্য করে এই ফুলের প্রতি। এই ফুলগুলো আমিও অনেকদিন দেখিনা, তবে একদিন একটি কাজে ইউনিভার্সিটি গিয়েছিলাম তখন সেখানকার উদ্যানে এই ফুলগুলো দেখতে পেলাম এবং ফুলগুলো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছিলো। এই ফুলের উদ্ভিদগুলো একটু ঝোপঝাড়ের মতো দেখতে হয়, কারণ এর কান্ড, শাখা-প্রশাখাগুলো বেশি আর দ্রুত বৃদ্ধি পেয়ে থাকে।

Photo by @winkles

Photo by @winkles

লাল বর্ণের এই ফুলগুলো যখন অনেকগুলো থোকায় থোকায় ধরে থাকতে দেখা যায় তখন এর সৌন্দর্যতা যেন দ্বিগুণ বৃদ্ধি পায়, আর এই ফুলগুলোর উজ্জ্বলতাও রৌদ্রের সময় ভালো বোঝা যায়। এই ফুলের পরাগরেণুগুলো সুতোর মতো অনেক লম্বা লম্বা হয়ে থাকে, সেটাও দেখতে ফুলের মাঝে একটা আকর্ষণীয় ব্যাপার থাকে। উদ্ভিদের একটি কাণ্ডে অনেকগুলো ফুল ধরে থাকে, এখানে যেমন কিছু ফুল ফুটেছে আবার কিছুটা এখনো ফুটে পারেনি। তাছাড়া এই ফুলগুলো আলংকারিক হিসেবেও ব্যবহৃত হয় সৌন্দর্যতার জন্য, আর এইজন্য অনেকে বাড়িতেও লাগিয়ে থাকে এই ফুলের উদ্ভিদগুলো।

Photo by @winkles

Photo by @winkles

আর বর্তমানে এই ফুলের চাষও ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তবে এই উদ্ভিদের সৌন্দর্যতার পাশাপাশি এর একটা গুরুত্বপূর্ণ দিক হলো যে, এই উদ্ভিদের অনেক অংশই ভেষজ গুণাবলীর ক্ষেত্রেও ব্যবহৃত হয়ে থাকে, যেমন এর ফুল, বীজ, পাতা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এই ফুলগুলোর প্রতি একটি বিশেষ পতঙ্গ আকৃষ্ট হয়ে থাকে, সেটা হলো প্রজাপতি। এই ফুলগুলোর আশেপাশে প্রায়সময় প্রজাপতির ঘোরাঘুরি দেখতে পাওয়া যায় মধু আহরণের জন্য।


শুভেচ্ছান্তে, @winkles

ক্যামেরাস্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশনচাঁদপাড়া
তারিখ১১ জুলাই ২০২৩


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 11 months ago 

দাদা রাধাচূড়া উদ্ভিদের ফুলের অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আপনি যেগুলো খুবই সুন্দর ছিল। আসলে আমি ফুল অনেক বেশি পছন্দ করি। আমি মনে করি ফুল পছন্দ করে না এরকম মানুষ খুবই কম রয়েছে। আর এই রাধাচূড়া ফুল গুলোকে আমরা কৃষ্ণচূড়া ফুল বলে থাকি। এই ফুল গুলোর সৌন্দর্য দেখতে আমি একটু বেশি ভালোবাসি। ফুলগুলোর কালার বিশেষ করে আমার কাছে একটু বেশি ভালো লাগে। আর এই ফুলের ফটোগ্রাফি করার পর অনেক সুন্দর ভাবে এর সৌন্দর্য ফুটে ওঠে। আপনার এই পোস্টটা পড়ে এই ফুল গুলোর সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। যদিও এই ফুলটার সম্পর্কে এত কিছু জানা ছিল না, তবে আজকের এই পোষ্টের মাধ্যমে সব কিছু জানতে পেরে ভালো লেগেছে। দাদা আপনার তোলা ফটোগ্রাফি গুলো আমি প্রতিনিয়ত খুবই পছন্দ করি। আপনি সব সময় অসম্ভব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে থাকেন। আজকেও এত সুন্দর ফুলের ফটোগ্রাফি নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন দেখে ভালো লাগলো। আশা করছি পরবর্তীতে ও আপনার কাছ থেকে এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাবো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

দাদা আপনি রাধাচূড়া ফুলের সুন্দর ফটোগ্রাফি করলেন।ফুলটি দেখতে সত্যি ই খুব চমৎকার। আপনি এই ফুলের সুন্দর বর্ননা তুলে ধরেছেন। জেনে ভীষণ ভালো লাগলো। ফুলের কালারটা কিন্তু সত্যি ই দারুন।আমার কাছে আপনার তোলা ফটোগ্রাফি গুলো খুব ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে সুন্দর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 11 months ago 

রাধাচূড়া কাছে যে এত ভেষজ উপকরণ রয়েছে তা তো আমি জানতাম না। প্রথমের দিকে আমার কাছে কৃষ্ণচূড়া ফুল ভালো লাগলো কিন্তু যখন থেকে রাধাচূড়া ফুল দেখেছি কৃষ্ণচূড়া থেকে রাধাচূড়া ফুলই আমার কাছে বেশি ভালো লাগে।

 11 months ago 

চমৎকারভাবে কৃষ্ণচূড়া ফুলের ফটোগ্রাফি ধারণ করে আজকে আপনি আমাদের মাঝে এ পোষ্টের মাঝে শেয়ার করেছেন দাদা। আপনার চমৎকার এই ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। প্রত্যেকটা ফটোগ্রাফি আপনি চমৎকার ভাবে ক্যামেরাবন্দি করেছেন। অনেক অনেক ভালো লাগলো আপনার এই সুন্দর ফটোগ্রাফি গুলো।

 11 months ago 

আপনি আজকে খুবই চমৎকার কয়েকটি ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে বিশেষ করে কৃষ্ণচূড়া ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 11 months ago 

এই ফুল সম্পর্কে অনেক অজানা বিষয়গুলো আজকে জেনে গেলাম দাদা। যদিও আমাদের বাংলাদেশে রাধাচূড়া ফুলের গাছ খুব একটা দেখা যায় না তবে এই ফুল আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই রাধাচূড়া ফুলের গাছের যে এতো ঔষধি গুণ রয়েছে জানা ছিল না। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

 11 months ago 

অনেকটা এইরকম আরেকটা ফুল আছে যেটার নাম কৃষ্ণচূড়া। কিন্তু এটার নাম রাঁধাচূড়া এটা বেশ অবাক করেছে আমাকে। এই ফুলটা বেশ চমৎকার। ফুটলে খুব সহজেই যে কারো দৃষ্টি আকর্ষণ করতে পারে। ফুলগুলো চমৎকার লাগছে দাদা। এবং এদের বৈশিষ্ট্যও দারুণ। সবমিলিয়ে দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সঙ্গে রাধাচূড়া ফুল এর ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 11 months ago 

রাধাচূড়া খুব সুন্দর ও আকর্ষণীয় একটি ফুল।এই ফুল গুলো ইদানিং রাস্তায় সৌন্দর্য বাড়ানোর জন্য রাস্তায় লাগানো হয়ে থাকে।আমাদের বাড়িতে হলুদ রাধাচূড়া গাছ আছে অনেক সুন্দর লাগে দেখতে।আপনার পোস্টে সুন্দর করে ফটোগ্রাফি করে ফুলের সুন্দর্য় তুলে ধরেছেন দাদা খুব ভালো লেগেছে আমার।

 11 months ago 

অসাধারণ ছিল দাদা রাধাচূড়া ফুলের ফটোগ্রাফি গুলো। তবে কিছুদিন আগে আমিও একটা পার্ক থেকে রাধাচূড়া ফুলের ফটোগ্রাফি নিয়েছিলাম। তবে আমি ভাবছিলাম এটা কৃষ্ণচূড়া ফুলের অন্য কালার হবে। কিন্তু এই ফুলের নাম রাধাচূড়া ফুল সেটা আমার জানা ছিল না। অন্য একজনের ফটোগ্রাফির মাধ্যমে রাধাচূড়া ফুলের নাম জানতে পেরেছি। আবার আজকে আপনি শেয়ার করলেন রাধাচূড়া ফুলের ফটোগ্রাফি। অসাধারণ ভালো লেগেছে দাদা এই ফুলের ফটোগ্রাফি গুলো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59934.86
ETH 2666.82
USDT 1.00
SBD 2.45