ওয়েব সিরিজ রিভিউ: জাতিস্মর- দ্যা গুড ওল্ড ট্রুথ ( অন্তিম পর্ব )

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে 'ওয়েব সিরিজ' জাতিস্মর এর অন্তিম পর্ব তথা সপ্তম পর্ব রিভিউ দেব। এই পর্বের নাম হলো "দ্যা গুড ওল্ড ট্রুথ"। গত পর্বের লাস্ট দেখেছিলাম যে রূপকথাকে সনাতন মন্দিরের ওখানে মেরে ফেলেছিলো এবং অরণীর বাবা সেখানে সেটি দেখতে চলে যায়। আজকে শেষ দেখবো আদৌ রূপকথাকে মারতে পেরেছিলো কিনা।


স্ক্রিনশর্ট: ইউটিউব


✠কিছু গুরুত্বপূর্ণ তথ্য:✠

সিরিজটির নাম
জাতিস্মর
প্লাটফর্ম
hoichoi
সিজন
পর্ব
দ্যা গুড ওল্ড ট্রুথ
পরিচালকের নাম
সানি ঘোষ রায়
অভিনয়
মধুমিতা সরকার, রোহান ভট্টাচার্য, কৌশিক চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, অনন্যা সেনগুপ্ত, মনোজ ওঝা ইত্যাদি
মুক্তির তারিখ
২১ এপ্রিল ২০২৩ ( ইন্ডিয়া )
সময়
২৮ মিনিট ( সপ্তম পর্ব )
মূল ভাষা
বাংলা
কান্ট্রি অফ অরিজিন
ইন্ডিয়া


❂মূল কাহিনী:❂


স্ক্রিনশর্ট: hoichoi

তো ওইদিন যখন অরণীর বাবা সন্ধ্যার সময়ে মন্দিরে পৌঁছিয়ে ডাকাডাকি করতে লাগে তখন কেউ আসে না, কিন্তু যেমনটা মৃত মানুষ ফিরে আসলে যেমন ভাবমূর্তিটা নিয়ে থাকে রূপকথা ঠিক সেইভাবে তার সামনে এসে দাঁড়ায় আর এতটাই ভয় পেয়ে যায় যে সব সত্যি কথা বলে দেয়। কি কারণে মেরেছিলো, কেন মেরেছিলো, কারণ সত্যিটা সবাই জানলেও তার সঠিক কোনো প্রমান কারো কাছে ছিল না। পুলিশের কাছেও কোনো তেমন প্রমান ছিল না, আর ওইসময় যে অফিসার ওই নারায়ণপুরে ডিউটিতে ছিল তখন এই কেসটার কোনো প্রমান জোগাড় করতে না পাড়ায় বন্ধ হয়ে যায় কয়েক মাস পরে। আর এখন বিষয়টা হলো এই যে রূপকথা সে আসলেই সেই মেয়ে ছিল না যাকে ছোটবেলায় মেরে ফেলেছিলো। এ আসলে এই বিষয়ে সমস্ত সত্যি ঘটনা বের করার জন্য তদন্ত করতে থাকে, আর এই অরণীর সহায়তায় এই বাড়িতে আসে, আর তার সাথে প্রথম থেকেই ভালোবাসার অভিনয় করে গিয়েছিলো, মোট কথা প্রথম থেকে যা কিছুই করেছে সবই ছিল অভিনয় অর্থাৎ যাতে সবাইকে একটাই বিশ্বাস দেওয়াতে পারে যে সে একজন জাতিস্মর হয়ে ফিরে এসেছে আর এই বাড়ির সব কিছুই সে আগের থেকে জানে।


স্ক্রিনশর্ট: hoichoi

এখন কেউ যদি আগে সেখানে নাই এসে থাকে তাহলে তো তার কিছুই জানার কথা না, আর এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে সবার মনে একটা ভয় ভীতির স্থান তৈরি করে দেয়। এখন বিষয় হলো সে এতো কিছু কিভাবে জানলো। এই যে রূপকথা এ আসলে কিন্তু ওই মেয়েটার ছোট বোন ছিল অর্থাৎ যাকে মেরে ফেলেছিলো আর তাকে সবকিছু এই বাড়ির বিষয়ে এতো কিছু তার মা বলেছিলো যে সবকিছুই মুখস্ত হয়ে গেছিলো। আর সবকিছু জানার পরে তার একটাই লক্ষ্য স্থির হয় যে এর সত্য ঘটনা সে সবার সামনে এনে ছাড়বে। আর তারপরের থেকেই নানান অজুহাতে তদন্ত শুরু করে, তবে এই কাজে সম্পূর্ণ তাকে হেল্প করে সেই অফিসার যে আগে এখানে পোস্টিং ছিল। তার সাথে অনেক আগে থেকেই যোগাযোগ করে রাখে, কারণ ওই পুলিশ অফিসারও জানতো যে এই বাড়িতেই খুনি আছে। আর তার দিদি মূলত যখন খুন হয়েছিল, তখন সনাতনের বোন মোটামুটি সবকিছু দেখে ফেলেছিলো, আর তখনি এই অরণীর মা বুদ্ধি করে সনাতনের বোনকে একটা বয়স্ক মানুষের সাথে বিয়ে দিয়ে এই গ্রামের বাইরে পাঠিয়ে দেয়, আর যাতে এখানে না আসতে পারে।


স্ক্রিনশর্ট: hoichoi

তবে সনাতন প্রতি মাসে তার জন্য টাকা পাঠাতো পোস্ট অফিসের মাধ্যমে, এখন একদিন রূপকথা লুকিয়ে তার ঘরে ঢুকে টাকা পাঠানোর রিসিপ্ট দেখে তার বোনের ঠিকানা বের করে ফেলে আর ছবি তোলার বাহানা করে সবসময় একা একা বেরিয়ে তার বোনকে খুঁজে বের করে আর বাকি সত্যিটা শুনে নেয়। আর এইসবের পিছনে তাদের গুরমারও হাত আছে। এখন যাইহোক, বাকি তো সব সত্যি ঘটনা উদ্ধার করে ফেলে তদন্ত করে করে। এরপর যখন সেই অফিসারের আবারো সেই থানায় পোস্টিং হয় তখনি তাকে ফোন করে এইসব বিষয়গুলো বলে। এখন তার মুখ্য একটা উদ্দেশ্য ছিল যে যে মার্ডার করেছে তার মুখ থেকে সত্য ঘটনা বের করা, এখন সেইভাবে প্ল্যান করে ভয় দেখিয়ে সব বলিয়ে নেয় আর সেটা রেকর্ড করে নেয় প্রমান সাপেক্ষে। এরপর বাকি বাড়ির সব লোকজন সেখানে চলে আসলে অরণীর বাবা-মা, সনাতন আর গুরুমা-কে গ্রেফতার করে নিয়ে যায়।


❂ব্যক্তিগত মতামত:❂

তো সিরিজটার এই ছিল পুরো কাহিনী যেটার আজকে সমাপ্ত হলো। আর একটা বিষয় হলো যে রূপকথাকে মন্দিরের ওখানে মারতে পেরেছিলো কিনা, মোটামুটি বোঝাই গেছে যে মারতে তো পারেনি, তাও বলি আসলে ওদের গুরুমা যখন বলেছিলো যে তাদের বিয়েতে তারা রাজি আছে, তখনই রূপকথা বুঝে গিয়েছিলো যে মারার প্ল্যান করছে। এরপর রূপকথা পরেরদিন কলকাতা ফিরে যাওয়ার একটা মিথ্যে বাহানা করে অরণীর সামনে। আর মন্দিরের ওখানে একা একা ছবি তুলতে যাওয়ার প্ল্যান করে, তবে সেটা আগে থেকেই পুলিশ অফিসারকে জানিয়ে রেখেছিলো যে কোনো ঘটনা তারা ঘটাতে পারে, তাই তারা যেন এলার্ট থাকে। রূপকথা যাওয়ার পরে পুলিশ অফিসাররাও সেখানে যায় এবং সনাতন যখন তাকে পুরোপুরি মারতে যায় তখন অফিসার এসে তাকে বাঁচায়। আর এরপর যা হলো সেটাতো বললামই।


❂ব্যক্তিগত রেটিং:❂
৯.৪/১০


❂ট্রেইলার লিঙ্ক:❂



শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year (edited)

দাদা আজকে জাতিস্মর ওয়েব সিরিজটির অন্তিম পর্ব নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন দেখে সবকিছুই জানতে পারলাম। আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে এই অন্তিম পর্ব টা। আমি তো ভেবেছিলাম রূপকথা হয়তো ছোটবেলার সেই ছোট্ট মেয়েটা যাকে অরনীর বাবা মেরে ফেলেছিল। কিন্তু এখন তা দেখছি রূপকথা হচ্ছে সেই ছোট্ট মেয়েটার ছোট বোন। রূপকথা অবশেষে তার দিদির মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছে খুনিদেরকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে। আসলে প্রমাণ না থাকলে কিছুই করা সম্ভব হয় না। কিন্তু রূপকথা প্রত্যেকটা প্রমাণ জোগাড় করেছে। এর আগের পর্বের লাস্টে দেখেছিলাম রূপকথা অরণীর বাবার সামনে এসে দাঁড়িয়েছে, তখনই বুঝতে পেরেছিলাম সনাতন রূপকথাকে মারতে পারেনি। আসলে তখন তো পুলিশ এসে রূপকথাকে বাঁচিয়ে ছিল। আমি তো অবশ্যই এই মুভিটা দেখার চেষ্টা করবো দাদা। কারণ অনেক বেশি সুন্দর ছিল এই মুভিটার রিভিউ। দাদা আপনার করা ওয়েব সিরিজ গুলো রিভিউ পোস্ট পড়তে খুব ভালো লাগে আমার কাছে। বিশেষ করে যেগুলোর মধ্যে পর্ব থাকে সেগুলো।

 last year 

দাদা আজকের জাতিস্মর ওয়েব সিরিজটির অন্তিম পর্ব শেয়ার করেছেন, আর এই পরবর্তী নাম ছিল দ্যা গুড ওল্ড ট্রুথ। আজকের এই অন্তিম পর্বের মধ্যে প্রত্যেকটা খুনি এখন পুলিশের হাতে ধরা পড়েছে এটা দেখেই খুব ভালো লেগেছে আমার কাছে। রূপকথা সেই ছোট্ট মেয়েটার ছোট বোন ছিল এটা জানতে পেরে ভালো লেগেছে। আর এখন সেই বোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে। প্রমাণ ছাড়া সে কিছু করতে পারছিল না বলেই প্রমাণ গুলো আস্তে আস্তে জোগাড় করেছে অরণীর সাহায্যে। অরণীর সাথে সম্পর্কটা না করলে তো সে আর এই বাড়িতে আসতে পারতো না। সেজন্যই সে অরণীর সাথে সম্পর্কটা করেছিল। সবচেয়ে পুলিশের সাহায্য নিয়ে এবং নিজেই অনেক প্ল্যান করে অবশেষে তাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে এবং প্রত্যেকটা কথা স্বীকার করিয়েছে। প্রমাণ হিসেবে তাহলে রেকর্ড ও রেখেছিল। এই মুভিটার প্রত্যেকটা পর্বের মাধ্যমে একটা একটা বিষয় বেরিয়ে আসছিল আর তা দেখতে খুব ভালো লেগেছিল। সবশেষে খুনিদের ও পেয়ে গিয়েছে। দাদা পরবর্তীতেও আপনার এরকম মুভি গুলোর রিভিউ দেখার অপেক্ষায় থাকলাম।

 last year 

"জাতিস্মর" ওয়েব সিরিজের অন্তিম পর্ব তথা সপ্তম পর্ব রিভিউ পড়ে অনেক ভালো লাগলো। দেখতে দেখতে আমরা শেষ পর্বে চলে এলাম। এই ওয়েব সিরিজের গল্পটি সত্যি একেবারে ভিন্ন রকমের ছিল। রূপকথাকে মারার জন্য তারা আবারও প্লান করেছে। রূপকথা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে আবারও তথ্য উদঘাটন করার চেষ্টা করেছে। আমি তো ভেবেছিলাম রূপকথা হয়তো সেই মরে যাওয়া ছোট্ট মেয়েটিই হতে পারে। কিন্তু এই মেয়েটি যে তার ছোট বোন সেটা বুঝতে পারিনি। অবশেষে রূপকথা নিজের বোনের হত্যার প্রতিশোধ নিতে পেরেছে। আসল অপরাধীকে সামনে আনতে পেরেছে এবং শাস্তির আওতায় আনতে পেরেছে। শেষের দিকে রূপকথা বেশ বিপদে পড়েছিল। কিন্তু আগে থেকে পুলিশ অফিসারকে সবকিছু জানানোর ফলে সেই বিপদ থেকে রক্ষা পেয়েছে এবং শেষে অপরাধীদেরকে পুলিশ গ্রেফতার করেছে। সব মিলিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে দাদা। অনেক সুন্দর করে এই ওয়েব সিরিজের রিভিউ তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা।

 last year 

দাদা আমি যখন এই রিভিউটা পড়ছিলাম, আমার তখন অনেক বেশি ভালো লেগেছিল রিভিউ টি পড়তে। আসলে এই রূপকথা যে সেই ছোট্ট মেয়েটার ছোট বোন এটা তো কখনও কল্পনাই করতে পারিনি। আমি তো এখনো বিশ্বাস করতে পারতেছি না এই বিষয়টা। কারণ ভেবেছিলাম সেই ছোট্ট মেয়েটা রূপকথা। তবে এতদিন পর পারছিল না দিদির মৃত্যুর দোষীদের কে শাস্তি দিতে কোন প্রমাণ ছাড়া। তবে সে পুলিশের সাহায্য নিয়ে এবং তাদের সাথে অনেক প্ল্যান করে এই সমস্ত কিছু করেছিল। সনাতনের বোন এর কাছে যাওয়ার কারণে তো সে আরো অনেক কিছু জানতে পেরেছিল। সর্বশেষে তাহলে অরণীর বাবা মা, সনাতন এবং কি গুরুমাকে পুলিশ গ্রেফতার করে নিয়েছে। সবশেষে তাহলে রূপকথা পেরেছে সবাইকে পুলিশের হাতে ধরিয়ে দিতে সকল প্রমাণসহ। প্রমাণ হিসেবে তাদের স্বীকার করা কথাগুলো রেকর্ড করার কারণে আরো বেশি ভালো হয়েছে। দাদা এই ওয়েব সিরিজটির অন্তিম পর্ব অনেক সুন্দর ভাবে লিখেছেন আপনি। আপনি এত সুন্দর করে রিভিউটা লেখার কারণে সবকিছু বুঝতে পেরেছি। ধন্যবাদ দাদা।

 last year 

জী দাদা সিরিজটা দারুন ছিল। রূপকথা তার বুদ্ধির মাধ্যমে বেচেঁ গেছে। আর সে আগেই বুঝতে পেরেছিলো যে তাকে হত্যা করা হতে পারে। সে জন্য সে আগে থেকেই পুলিশ অফিসারদেরকে জানিয়ে রেখেছে। যার ফলে পুলিশরা তাকে উদ্ধার করেছে। যায়হোক অবশেষে সিরিজটি শেষ হলো। খুবই ‍সুন্দর ছিল সিরিজটি। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56006.20
ETH 2375.33
USDT 1.00
SBD 2.33