একটি কার্টুনের মতো দেখতে শেপের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ4 months ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি নতুন আর্ট শেয়ার করে নেবো। আজকের আর্টটি একটি সম্পূর্ণ নতুন চিন্তাধারার মাধ্যমে করার চেষ্টা করেছি। এই আর্টটি করেছিলাম একটি শেপের, তবে এই শেপকে একটি কার্টুনের চরিত্রে রূপ দিয়েছি। নরমালি ভেবেছিলাম যে, একটা সাধারণ শেপের মতো দেখতে আকঁবো। কিন্তু পরে ভাবলাম, এটাকে কার্টুনের চরিত্রে আঁকলেও একটা ভালো থিম ক্রিয়েট হবে। সেই চিন্তাভাবনা করে এঁকেছি। তবে এই শেপের চিন্তাটা একটা থিম দেখে এসেছে অর্থাৎ কোনো একটা চরিত্রে এইরকম শেপের একটা দৃশ্য দেখেছিলাম আর সেই চিন্তা থেকে এইটা আঁকার কথা মাথায় আসলো হুট্ করে।

শেপের চরিত্রটা একটা ফাইভ ষ্টার হোটেলের শেপের মতো দেখতে দেওয়ার চেষ্টা করেছি, যদিও এটি কার্টুন তাও ড্রেসটা দেওয়ার চেষ্টা করেছি সেই মতে। যাইহোক, এখানে যেটা দেখিয়েছি যে, একটি শেপ খাবার তৈরি করে সেটি হাতে করে শো অফ করছে বা পরিবেশন দেওয়াও যেতে পারে। এইরকমই একটা বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আজকের এই অঙ্কনটি আপনাদের কাছে ভালো লাগবে। এখন অঙ্কনটির তৈরির ধাপসমূহের দিকে চলে যাবো।


✠উপকরণ:✠

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
মার্কার পেন
মোম রং
রাবার

✎এখন অঙ্কনের ধাপসমূহ নিচের দিকে তুলে ধরবো---

➤প্রথম ধাপে, কার্টুনের চেহারায় একটি শেপের চিত্র ভালোভাবে এঁকে নিয়েছিলাম। এরপর তার মাথায় শেপের মতো দেখতে ক্যাপ এঁকে দিয়েছিলাম এবং সেই সাথে তার পরনে শেপের ড্রেসও এঁকে দিয়েছিলাম। এরপর তার হাতে একটি খাবারের চিত্র এঁকে দিয়েছিলাম।

➤দ্বিতীয় ধাপে, সম্পূর্ণ স্কেচ পেন্সিল দিয়ে আঁকার পরে তাতে মার্কার পেন এর কালী দিয়ে কালার করে ফুটিয়ে তুলেছিলাম বিষয়গুলো আরো ভালোভাবে।

➤তৃতীয় ধাপে, শেপের মুখমন্ডলের দিকে কালার করে দিয়েছিলাম। এরপর ড্রেসের কলারের দিকে কালী করে দিয়েছিলাম এবং সেই সাথে পায়ের জুতোর দিকেও কালার করে দিয়েছিলাম।

➤চতুর্থ ধাপে, পরনের পোশাকে কালার করে সম্পন্ন করেছিলাম এবং হাতের দিকে কালার করে সেই সাথে যে খাবারটি ধরে আছে সেটিকেও কালার করে দিয়েছিলাম।

➤পঞ্চম ধাপে, প্যান্টের দিকে কালার করে পুরোপুরি অঙ্কনটিকে সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 4 months ago 

বাহ্ ! বেশ চমৎকার এঁকেছেন দাদা ৷ কার্টুনের মতো দেখতে শেপের চিত্রাঙ্কন বেশ চমৎকার ভাবে ফুঠিয়ে তুলেছেন ৷ আপনার দক্ষতা দেখে মুগ্ধ হয়ে গেলাম দাদা ৷ অসাধারণ হয়েছে চিত্রাঙ্কনটি ৷ আর্টের ধাপ গুলো ও শুরু থেকে শেষ চমৎকার ভাবে শেয়ার করেছেন ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

দাদা আপনি মাঝে মাঝেই অনেক সুন্দর চিত্র অংকন করে আমাদের মাঝে শেয়ার করে থাকেন। আজকে একটি শেপের কার্টুন চিত্র অংকন খুবই সুন্দর ছিল। আপনার মাথায় আইডিয়াটা এসে ভালোই হয়েছে সেটা খুব সুন্দর করে অঙ্কন করে ফেললেন। নিজের ক্রিটিভিটির অনেক বড় একটি প্রমাণ। খাবার নিয়ে মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে ভালই লাগছে দেখতে। খুব সুন্দর হাসি মাখা মুখে খাবার নিয়ে হাজির দাদা।

Posted using SteemPro Mobile

 4 months ago 

দাদা আইডিয়াটা ইউনিক। কার্টুনের আদলে শেপের অংকনটি অসাধারন হয়েছে। কালার কম্বিনেশন এক কথায় দারুণ। বেশ ভালো লেগেছে আমার। ধাপ গুলো অনেক সহজ করে বর্ণনা করেছেন, যাতে আমরা সঝজেই বুঝতে পারি।আর্টের ফটোগ্রাফি গুলোও সুন্দর-ঝকঝকে।একটি কার্টুনের মতো দেখতে শেপের চিত্রাঙ্কনটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 4 months ago 

দাদা বরাবরের মতো আজকেও চমৎকার একটি আর্ট শেয়ার করেছেন আমাদের সাথে। শেফটাকে দেখতে একেবারে কার্টুনের মতোই লাগছে। আপনার আইডিয়া এককথায় দুর্দান্ত হয়েছে দাদা। শেফটাকে সাধারণ মানুষের মতো না এঁকে, কার্টুনের চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, এটা সবচেয়ে বেশি ভালো হয়েছে। শেফের ড্রেস আপটাও দারুণ লাগছে দাদা। শেফটা তো খাবার নিয়ে আমার দিকেই আসছে মনে হচ্ছে 😂। যাইহোক আপনার ক্রিয়েটিভিটির প্রশংসা করতেই হয় দাদা। আপনি অত্যন্ত দক্ষতার সাথে খুবই নিখুঁতভাবে সম্পূর্ণ আর্টটি করেছেন। কালার কম্বিনেশনটাও একেবারে পারফেক্ট হয়েছে। সত্যি বলতে আপনার আর্ট গুলো যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। যাইহোক এতো চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন সবসময়।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপনার প্রত্যেকটা অঙ্কন আমার কাছে দারুন লাগে। তেমনি আজকের তৈরী কার্টুনের মতো দেখতে শেপের চিত্রাঙ্কনটি অসাধারণ হয়েছে। খুব নিঁখুত হয় আপনার আর্টগুলো। সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

কার্টুনের মতো দেখতে শেপের চিত্রাঙ্কনটি আসলে দেখে অনেক মুক্ত হলাম। আপনি এতো সুন্দর ভাবে অঙ্কনটি সম্পন্ন করেছেন যেটি দেখতে বাস্তবের মতো লাগছে। প্রতিটি ধাপ অনেক নিখুঁতভাবে করেছেন। আপনার ধাপগুলো অনুসরণ করলে খুব সহজেই কার্টুনের মতো দেখতে শেপের চিত্রাঙ্কন করতে পারবো।

 4 months ago 

বাহ দাদা আজকের চিত্রাংকনটা অসাধারণ হয়েছে। একদম ফাইভ স্টার হোটেলের শেপের মতোই লাগছে ।অসাধারণ চিন্তাভাবনা থেকে দারুন একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম । কার্টুন হলেও দেখতে কিন্তু চমৎকার লাগছে।অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

দাদা আমি আপনার কাজটি দেখে পুরা মুগ্ধ হলাম। একটি কার্টুনের মত দেখতে শেপের চিত্রাংকন এটা তো মনে হচ্ছে বাস্তবে কোন কার্টুন। এত দারুন দক্ষতায় আপনি কাজটি সম্পন্ন করেছেন একদম নিখুঁতভাবে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইলো।

Posted using SteemPro Mobile

 4 months ago 

দাদা আপনি অনেক সুন্দর একটি কার্টুনের মত দেখতে শেপের চিত্রাঙ্কন করেছেন, যেটা দেখতে আমার কাছে অনেক সুন্দর লেগেছে। ফাইভ ষ্টার হোটেলের শেপের মতো দেখতে লাগছে একেবারে। অনেক বেশি কিউট লাগতেছে এটাকে যেটা দেখে আমি সত্যি অনেক বেশি মুগ্ধ হয়েছি। দাদা আপনার আর্ট গুলো আমার কাছে সব সময় অনেক বেশি ভালো লাগে। আপনি এত সুন্দর সুন্দর আর্ট করেন দেখেই তো আমি মুগ্ধ হয়ে যাই। কারণ অনেক সুন্দর করে আপনি সেই আর্টিগুলো ফুটিয়ে তোলেন। হাসিখুশি থাকার কারণে এটাকে দেখতে সত্যি খুবই সুন্দর লাগছে। খাবার সার্ভ করতেছে এরকম অবস্থায় এটাকে অংকন করেছেন আপনি। সিম্পল ভাবে প্রথমে আঁকতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে এটাকে এরকম ভাবে এঁকে ভালোই করেছেন। প্রথমে পেন্সিল দিয়ে খুব সুন্দর ভাবে এটাকে এঁকে নিয়েছিলেন। তারপরে অনেক সুন্দর করে কলম দিয়ে এবং কি কালার করেছেন এটাকে। কার্টুন এর মধ্যে যখন এরকম দৃশ্য দেখা হয়, তখন দেখতে যেমন খুব সুন্দর লাগে, তেমনি আপনার আর্টের মধ্যেও দেখতে একেবারে সুন্দর লাগতেছে। যেন মনে হচ্ছে আমি এটা কার্টুনের মধ্যেই দেখতেছি। ধন্যবাদ দাদা দক্ষতার সাহায্যে পুরো আর্ট করে সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58639.60
ETH 3167.30
USDT 1.00
SBD 2.43