ভারতের সর্বোচ্চ বড়ো রানে জয় পাকিস্তানের বিপক্ষে

in আমার বাংলা ব্লগ3 months ago (edited)
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


** স্ক্রিনশর্ট:** Star Sports

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ক একটি পোস্ট করবো। গতকাল ইন্ডিয়া পাকিস্তানের এক ধামাকা খেলা হয়ে গেলো যেটা একটা স্মরণীয় হয়ে থাকার মতো। খেলাটা মূলত শুরু হয়েছিল গত পরশুদিন, কিন্তু বৃষ্টি এমনভাবে শুরু হলো যে এই খেলা আর শেষ পর্যন্ত গড়ালো না। আর এই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করারও উপায় নেই, ফলে এই ম্যাচ যেকোনো মূল্যে খেলতেই হবে। তাই একদিন এক্সটেন্ড করলো মাঠ ভেজা থাকার কারণে। কপালটাই যেন এইরকম, যতবারই ভারত-পাকিস্তানের খেলা হয়, বেশিরভাগই এই বৃষ্টির ঝামেলা হয়, যেটা গত আরো একটা ম্যাচে হয়েছিল। যাইহোক, খেলাটা গত পরশুদিন যখন শুরু হয়েছিল, তখন পাকিস্তানতো টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়ে নেয়, কিন্তু ভারত এর ওপেনিং ব্যাটসম্যান গিল আর রোহিত এসে যেনো ঝড় তুলে দিলো, বিশেষ করে গিল যেন পার ওভারে সব বোলারদের গ্রিল করার মতো অবস্থা। প্রথম ১০ ওভারে যেন টি২০ ম্যাচের মতো খেলা দিলো, রানও সেইভাবে বাড়তে থাকলো অর্থাৎ ১০০ পার হয়ে যায়। পাকিস্তানের বোলাররা এই মার দেখে সত্যি ঘাবড়িয়ে গিয়েছিলো, কি হচ্ছে কিছুই বুঝতে পারছিলো না।


** স্ক্রিনশর্ট:** astro cricket

এদিকে একের পর এক ভুল ডিসিশন নিয়ে বাবর রিভিউ শেষ করে ফেলে, কারণ দুইটার বেশি রিভিউ নেই এই খেলায়। পার্টনারশিপতো মারাত্মক গড়ে দেয় দুইজন ১০০+ পার্টনারশীপ করে, কিন্তু দুৰ্ভাগ্যবশত দুইজনেই পরপর ক্যাচ আউট হয়ে যায়। তবে তাদের প্ল্যান ছিল দুর্দান্ত, কারণ একজন সিঙ্গেল এর উপরে ছিল আর আরেকজন মারের উপরে ছিল, এটা পার্টনারশীপ গড়তে অনেক ভালো কাজে দেয়। তবে পরে বিরাট আর রাহুল আসে এবং তাদের প্ল্যানও একইরকম ছিল পার্টনারশীপ গড়ার জন্য, যেটা খেলার ভাবমূর্তি দেখে বোঝা গেলো। তবে ওইদিন তেমন দুইজন নতুন অবস্থায় খেলতে পারেনি, রাহুলের যদিও একটু হাত খুলেছিলো, কিন্তু ওসময়েই বৃষ্টি আসলো। আর এই খেলা গতদিন আবার পুনরায় হলো, কিন্তু এ যে এতো ভালো খেলবে বৃষ্টির পরে সেটা ভাবা যায়নি, কারণ পিচ সম্পূর্ণ চেঞ্জ। আমি সাধারণত ভেবেছিলাম ওভার কেটে ৩৪ এইরকম কিছু একটা দেবে, কিন্তু সম্পূর্ণ ওভারেই খেলা হলো। এতে করে রাহুল এসেই মার শুরু করে।


** স্ক্রিনশর্ট:** astro cricket

রাহুল দীর্ঘদিন ইনজুরিতে থাকার পরে এতো ভালো পারফরমেঞ্চ করবে সেটা সবার ধারণার বাইরে ছিল, যেন একদম ফিট ব্যাটসম্যান এর মতো খেলা দিলো। সেঞ্চুরি হাঁকিয়ে দিলো শেষ পর্যন্ত, সাথে আস্তে আস্তে বিরাট কোহলিও সেঞ্চুরি। দুইজনের একটা বিগ পার্টনারশীপ ছিল এবং অপরাজেও। বিরাটের আরো একটি খুশির খবর হলো একই সাথে তার ওয়ানডে ম্যাচে ১৩০০০ রানও সম্পন্ন হলো সব থেকে কম সময়ের মধ্যে, একটা রেকর্ড। যাইহোক, ডেথ ওভারে একটা দুর্ধর্ষ খেলা হলো মোটামুটি দুইজনের দিক থেকে যার ফলে ৩৫০+ রানের একটা বড়ো স্কোর ঠেলে দেয় পাকিস্তানের দিকে। পাকিস্তানের তেজ বোলাররাও আজকে চুপ হয়ে গেছে মার্ দেখে। এই রানের চাপ আসলে খুবই কঠিন, এইরকম রানে সচরাচর খুব বেশি একটা কোনো টিমকে তেমন জিততে দেখা যায়নি। আর এই রান দেখে এমনিতেই পাকিস্তানের অবস্থা কঠিন হয়ে গিয়েছিলো। ব্যাটে এসে তেমন খেলতে পারেনি। কুলদীপ এর স্পিনের সামনে যেন সব কাত হয়ে পড়লো ঝর ঝর করে।


** স্ক্রিনশর্ট:** astro cricket

যদিও ফিল্ডিং এর দিক থেকে যদি বলা যায়, তাহলে উভয় পক্ষের দিক থেকে ভালো ছিল। পাকিস্তান ১৫০ রানেরও কোটা পূরণ করতে পারেনি। ভারত অনেক বড়ো রানের মাধ্যমে ম্যাচটা জিতে যায় এবং পয়েন্ট তালিকায় শীর্ষ স্থানে উঠে যায় এবং পয়েন্টও অনেক বেশি পেয়েছে এই ম্যাচটা জেতার ফলে। কালকেও আবার ম্যাচ আছে এবং পরপর দুটি ম্যাচেও জিতে যাবে আশা করি। কিন্তু এতে আর তাদের কিছু যায় আসবে না, এমনিতে ফাইনালে চলে গেছে তারা। এইরকম ম্যাচ এশিয়া কাপে আজকে প্রথম দেখলাম, একটা স্মরণীয় হয়ে থাকবে এই দিনটা। যদি পাকিস্তান শেষ ওভার পর্যন্ত খেলতো তাহলে আরো একটা স্মরণীয় দিন হতো ভারতের জন্য, কারণ রাত ১২ টা পার হয়ে যেত আর ওইদিনই আবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলা ছিল অর্থাৎ আজকে। ফলে একই দিনে দুটি ম্যাচ খেলা কোনো টিম এখনো খেলেনি, সেই হিসেবে দিনটা স্মরণীয় হয়ে থাকতো এই আর কি।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

কালকের খেলাটা দেখে খুবই ভালো লেগেছে। এ ধরনের খেলা দেখলে যেন মনের মধ্যে অন্য রকমের একটা ভালো লাগা কাজ করে। ভারতের ক্রিকেট দল যেভাবে কালকে খেলেছে তা সত্যি প্রশংসার দাবি রাখে।

 3 months ago 

কালকে পাকিস্তান বোলিং লাইন আপ দেখে অনেক অবাক হলাম। সেরা বোলিং লাইন আপ নিয়ে এবং একটা ইনিংস হতাশ করেছে।আর ইন্ডিয়ার ক্যাপ্টেন সত্যি একটা জিনিস কিভাবে ধরে খেলতে হয় এদের থেকে শিখতে হবে।শুভ কামনা ইন্ডিয়া ❤️❤️

Posted using SteemPro Mobile

 3 months ago 

যদিও সেভাবে খেলা দেখা হয় না। তবে খেলা বিষয়ক পোস্টগুলো পড়তে অনেক ভালো লাগে। দাদা আপনি অনেক সুন্দর করে খেলার পোস্টগুলো আমাদের মাঝে উপস্থাপন করেন এবং সুন্দরভাবে রিভিউ শেয়ার করেন। ভারত অনেক বড় রানের মাধ্যমে ম্যাচ জিতেছে এটা সত্যি অনেক আনন্দের খবর। তাদের এই জয় দেখে অনেক ভালো লেগেছে। আর খেলাটি বেশ উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে। খেলার মাঝে যখন উত্তেজনা থাকে তখন সফলতা আসে। রাহুল দীর্ঘদিন ইনজুরিতে থাকার পরেও কিন্তু বেশ ভালো খেলেছে। রাহুল এবং বিরাটের পার্টনারশিপ সত্যিই দারুন ছিল। খেলার মাঝে যখন দারুন কিছু দেখা যায় তখন দর্শকদের মাঝে উৎসাহ তৈরি হয়। সবশেষে প্রিয় দলের জয় হয়েছে এটা সত্যি অনেক আনন্দের। দাদা আপনার এই পোষ্ট পড়ে অনেক ভালো লেগেছে। দারুন ভাবে পুরো বিষয়টি উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 months ago 

এশিয়া কাপের ভারত পাকিস্তান ম্যাচটি খুব সুন্দর ভাবে উপভোগ করেছি। তাদের বোলিং এবং ব্যাটিং বেশ অসাধারণ হয়েছে। বিশেষ করে রাহুল ইনজুরি থেকে এসে বেশ চমৎকার খেলেছে। বলা যায় যে পাকিস্তানি বোলারদের উপর জড়ো ইনিংস খেলেছে ভারতীয় ব্যাটসম্যানেরা। যার ফলে ভারতের সর্বোচ্চ বড়ো রানে জয়‌।

 3 months ago 

খেলাটা দেখতে বেশ আগ্রহ নিয়ে বসে ছিলাম দাদা প্রথম দিন। কিন্তু পানির কারণে খেলা ভেস্তে যাওয়া বেশ দুঃখ পেয়েছিলাম। পরবর্তী দিন খেলাটি বেশ ভালোভাবে উপভোগ করেছিলাম। কিন্তু সেই দিনও পানি হয়েছিল বেশ খারাপ লেগেছিল। পরবর্তীতে পানির কারণে খেলা আটকে রাখতে পারে নাই। পরবর্তীতে বিরাট কোহলির সেঞ্চুরি আমার কাছে বিশেষ করে অনেক ভালো লেগেছিল। বিরাট কোহলি ওয়ানডেতে ১৩০০০ রানের মাইল স্পর্শ করেছে জেনে বেশ ভালো লেগেছে। ক্রিকেটে আমার সবথেকে পছন্দের প্লেয়ার হচ্ছে বিরাট কোহলি। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি খেলা শেয়ার করার জন্য।

 3 months ago 

দাদা অনেক বড় রানের ব্যবধানে ভারত জয়ী হয়েছে এটা জেনে অনেক বেশি ভালো লেগেছে। পাকিস্তান এবং ইন্ডিয়া দুই দল একসাথে খেললে তা অনেক বেশি ভালো লাগে। আজকেও আপনি অনেক সুন্দর একটা খেলা বিষয়ক পোস্ট নিয়ে আমাদের মাঝে মাঝে হয়েছেন, যা দেখে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। অনেক সুন্দর করে আপনি সম্পূর্ণটা লিখেছেন দেখে, বুঝতে অনেক বেশি সুবিধা হয়েছে। আসলে এরকম একটা খেলা যদি হয় তাহলে তা স্মরণীয় হয়ে থাকারই কথা। এরকম ম্যাচ হলে তা কখনো ভুলে যায় না। পাকিস্তান তো দেখছি ১৫০ রানের ও কোটা পুরান করতে পারল না। যেহেতু পরপর দুটি ম্যাচ তাহলে আশা করছি পরবর্তী ম্যাচটাও তারা জিতে যাবে। আর জিতলে তো আরো বেশি ভালো। আশা করছি এই ম্যাচটাও আমাদের মাঝে শেয়ার করবেন। আপনার পরবর্তী খেলা বিষয়ক পোস্টটা দেখার জন্য এবং পড়ার জন্য অপেক্ষায় থাকলাম দাদা। আশা করছি আপনি খুব তাড়াতাড়ি আমাদের মাঝে শেয়ার করবেন।

 3 months ago 

দাদা আপনার করা খেলা বিষয়ক পোস্টগুলো আমি সবসময় অনেক বেশি পছন্দ করি। আর সব সময় আপনার খেলা বিষয়ক পোস্টগুলো দেখার জন্য অপেক্ষায় থাকি আমি। আজকে অনেক সুন্দর করে একটা খেলা বিষয়ক পোস্ট করেছেন, যা দেখে আমার কাছে আরো বেশি ভালো লেগেছে। আসলে যেখানে ভারত এবং পাকিস্তানের খেলা হয় সেখানে খেলাটা তো সুন্দর হবেই। আগে প্রচুর পরিমাণে খেলা দেখা হতো, কিন্তু এখন খেলা দেখা একেবারেই হয় না। খেলা দেখার কারণে অনেক সময় বকাবকি কেউ শুনেছি। আসলে এরকম খেলা গুলো রাতের বেলায় হয়। আপনি খেলাগুলো দেখে থাকেন এবং সেগুলোর রিভিউ আমাদের মাঝে শেয়ার করেন দেখে ভালো লাগে। এখানে ভারত সর্বোচ্চ বড় রানে জয়লাভ করেছে দেখে অনেক ভালো লেগেছে। ভারত এই ম্যাচটাতে জিতেছে এটা সত্যি অনেক বড় আনন্দের খবর দাদা। এখন তো আমি অধীর আগ্রহে রয়েছি পরবর্তী ম্যাচে কি হয় এটা দেখার জন্য। আশা করছি আপনি পরবর্তী ম্যাচের রিভিউটা অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করবেন। এই ম্যাচটা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

 3 months ago 

দাদা আমি জানতাম যে ভারত পাকিস্তানের সাথে জয় লাভ করবে। তবে এত ব্যবধানে যে জয়লাভ করবে সেটা চিন্তা করতে পারি নাই। প্রথম দিন তো বৃষ্টি আটকিয়ে দিলো। অন্যান্য ম্যাচে রিজার্ভ ডে না থাকলেও ভারত পাকিস্তানের ম্যাচে রিজার্ভ ডে রেখেছে। সেটা নিয়ে অনেকে নানা ধরনের মন্তব্য করেছে। সেটা আমি কিছু মনে করি না। কারন ভারত পাকিস্তানের এর আগের ম্যাচ বৃষ্টির কারনে পরিত্যক্ত হওয়ার কারনে এড ব্যবাসায়ীরা লস খেয়েছে। তাদের লসটা পুষিয়ে আনার জন্য এই রিজার্ভ ডে রাখার ব্যবস্থা করা হয়েছে। মানুষ ভারত পাকিস্তানের খেলা সব থেকে বেশি দেখে। ঐদিন বিরাট কোহিলি দারুন খেলেছে। তাছাড়া বিরাট কোহিলি সাধারনত পাকিস্তানের সাথে ভালো ব্যাটিং করে। পাকিস্তানের বলিং ঐদিন তেমন কাজ করে নাই। যায়হোক খেলায় হার জিত আছেই। আমাদের মূল বিষয় হলো আনন্দ। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.10
JST 0.033
BTC 42179.10
ETH 2242.17
USDT 1.00
SBD 4.89