এলোমেলো আলোকচিত্র- #০৪

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে কিছু এলোমেলো আলোকচিত্র শেয়ার করবো। এই আলোকচিত্রগুলি গ্রামের দিক থেকে তুলেছিলাম একদিন, অনেকদিন পরে একটু গ্রামের মাঠের দিকে গিয়েছিলাম আর তখন প্রকৃতির মাঝে ভালো লাগা কিছু দৃশ্যের ছবি তুলেছিলাম।

Photo by @winkles

Photo by @winkles

এখানে প্রথম আলোকচিত্রটি তুলেছিলাম গোধূলিবেলায় সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষন আগে। গাছের আড়াল থেকে সূর্য ডুবতে দেখার মাঝে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। সূর্য ডুবে যাওয়ার এই দৃশ্যটা যেন প্রকৃতির একটা অপরূপ সৌন্দর্যময় দৃশ্য। এই দৃশ্য দেখতে কার না ভালো লাগে, মনে হয় যেন এই দৃশ্যটা বারবার তাকিয়ে দেখতে থাকি। গ্রামে না গেলে প্রকৃতির এইসব সৌন্দর্যময় দৃশ্য দেখা মেলে না। আমার কাছেও অনেকদিন পর কর্মব্যস্তময় এর মাঝে গ্রামে গিয়ে এই দৃশ্যটা দেখে অনেক ভালো লেগেছিলো। সূর্য অস্তময়ের দৃশ্য দেখিনা অনেক দিন হয়ে গেলো, আসলে গ্রামের দিকে তেমন আর যাওয়া হয় না, বিধায় দেখার সুযোগ হয়ে ওঠে না। আর অনেকদিন পরে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের কোনো কিছু দেখতে পেলে অনুভূতিটা ভিতর থেকে বেশি আসে ।

Photo by @winkles

এরপরে দ্বিতীয় আলোকচিত্রটি তুলেছিলাম একটি মাঠের ভিতরে গিয়ে। এখানে এখন মাঠে বিভিন্ন ধরণের সবজির চাষ করছে। অনেকে মাচা বেঁধে বরবটি, পুঁইশাক এর এইসব সবজি লাগিয়েছে দেখা যাচ্ছে , তবে এইগুলো অনেকদিন আগে করেছে, কারণ বেশ বড়ো বড়ো হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে। এই জায়গাটায় একটার পরে আরেকটা সবজি চাষ রেনডমলি চলতে থাকে, কেউ বসে থাকে না একটা সবজি চাষ করে। এই মাঠে বিভিন্ন পদের সবজি যেমন চাষ হয় তেমনি এর পাশাপাশি আখ এর চাষও করে থাকে। এখানে আখ কম দামেই কিনতে পাওয়া যায়, ক্ষেতের থেকে কিনতে পারলে এমনিতেই সবকিছু কমে নেওয়া যায় বাজারদরের থেকে আর সবথেকে বড়ো বিষয় হলো টাটকা পাওয়া যায়।

Photo by @winkles

Photo by @winkles

তৃতীয় আলোকচিত্রটি আসলে তুলেছিলাম এখানে মাঠে ফাঁকা জায়গায় এক ঝাঁক বক বসে ছিল, ভেবেছিলাম এদের তুলবো কিন্তু অনেকগুলো উড়ে চলে গেছিলো। এই মাঠেও কিছুদিন আগে এক প্রকারের সবজি তুলে পরিষ্কার করে ফেলেছে দেখা যাচ্ছে, আবারো এখানে অন্য কিছুর চাষাবাদ শুরু করে দেবে। যাইহোক, সব বকের ছবি না তুলতে পারলেও অল্প কিছু বসে ছিল সেগুলো দূর থেকে তুলেছিলাম।

Photo by @winkles

Photo by @winkles

চতুর্থ আলোকচিত্রটি একটি ফুলের। এই ফুলগুলো রাস্তার পাশে একটি গাছে ধরে ছিল, কিন্তু দেখতে ভালো লাগছিলো ফুলগুলো তাই ছবিটি তুলে নিয়েছিলাম। এই ফুল একধরণের বন্য উদ্ভিদের ফুল, যাকে টার্কি বেরি নামেও জানা গিয়ে থাকে। এই ফুলের উদ্ভিদের অনেক প্রজাতি আছে আর উদ্ভিদগুলো বেশি একটা বড়োও হয় না। এরফুলগুলো একটু কোঁকড়ানো মতো দেখতে আর লম্বা হয়ে থাকে আর সাথে মাঝখান দিয়ে হলুদ একধরণের পুষ্পমঞ্জরীর মতো থাকে কিন্তু এইগুলো পুষ্পমঞ্জরী না, অন্য কিছু হবে আমার ঠিক মনে পড়ছে না। উদ্ভিদটিও একটু লোমশ আকৃতির মতো দেখতে হয়ে থাকে। এই উদ্ভিদের একধরণের ফলও হয়ে থাকে, যদিও এখনো ফল ধরার মতো সময় হয়নি। আর এই উদ্ভিদের এই প্রজাতিটিতে কাঁটা না থাকলেও এর কিছু কিছু প্রজাতির কাঁটা থাকে পাতার আড়ালে কাণ্ডতে ছোট ছোট।

Photo by @winkles

Photo by @winkles

পঞ্চম এই ছবিটি তুলেছিলাম গ্রামের আরো এক জায়গার মাঠের থেকে। মাঠের ভিতর দিয়ে বিকেলে হাঁটতে হাঁটতে সবজি ক্ষেতের দিকে গিয়েছিলাম একটু যে কিছু কেনা যায় কিনা। এইগুলো আসলে কিছু ডাঁটা শাক লাগানো। শাকগুলো দেখে ভালো মনে হয়েছিল, পোকা তেমন ছিল না পাতায়। কিনবো বলে মনে করলাম কিন্তু বেচবে না শালারা। এদের আসলে এইভাবে ক্ষেতের থেকে পাইকারি দিলেও লস হয় যদিও একপ্রকার, কারণ ওরা বাজারদরে যেটা বিক্রি করে সেটা পায় না এইভাবে।

শুভেচ্ছান্তে, @winkles

ক্যামেরাস্যামসুং গ্যালাক্সি M33 5G
ক্যাটাগরিফটোগ্রাফি
লোকেশনময়না
তারিখ২১ মে ২০২৩


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 last year 

অপরূপ সৌন্দর্যময় গ্রামের প্রকৃতি দৃশ্যগুলোর আজকে এলোমেলো ফটোগ্রাফি করেছেন। এই ফটোগুলো দেখে খুবই ভালো লাগলো। সবুজ প্রকৃতির দৃশ্য গুলো যেন দেখে আমার খুবই ভালো লেগেছে। আসলে এই বিকেল বেলার মুহূর্তগুলো সত্যিই অসাধারণ। গ্রামের এই মুহূর্তগুলো আপনি ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করলেন। বিশেষ করে সূর্য অস্ত যাওয়ার সেই মুহূর্তটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আর এই সূর্য অস্ত যাওয়ার মুহূর্ত গুলো দেখতে এবং উপভোগ করতে খুবই ভালো লাগে। আজকের ফটোগ্রাফি গুলো আমার অনেক বেশি ভালো লেগেছে দাদা।

 last year 

প্রাকৃতিক পরিবেশে যে অনেক সুন্দর সময় কাটিয়েছেন দাদা,তার প্রমান যেন আপনার ছবিতেই পাওয়া যাচ্ছে। আপনার সময় গুলো আরো সুন্দর কাটুক, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করি।

শুভেচ্ছা রইল 🙏

 last year 

দাদা আপনি আজকে আমাদের মাঝে এলোমেলো আলোকচিত্রের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে অসাধারণ লেগেছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সূর্য অস্ত্র যাওয়ার কিছুক্ষণ আগে যে ফটোটি আপনি তুলে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে বন্য ফুলের ফটোগ্রাফি এবং সবজি ক্ষেতের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 last year 

গ্রাম আমাদের প্রকৃতির লীলাভূমি। প্রকৃতির অপরুপ কিছু চিত্র আপনার ক্যামেরায় ধারণ করে আমাদের সাথে শেয়ার করেছেন দাদা। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।মাঠের ভিতর সবজি ক্ষেতের ছবিটি আমাকে গ্রামের সবজি ক্ষেত থেকে সবজি তোলার কথা মনে করিয়ে দিয়েছে।শুভ কামনা আপনার জন্য।

 last year 

সবুজ প্রকৃতির ঘেরা পরিবেশটা আসলেই আমার কাছে অনেক আপন সেখানেই আমার বসবাস । যেমনটা আপনি সূর্যাস্তে মুহূর্তের কৃষি জমি যেখানে বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করেছে ফুলের ছবি তুলেছেন সব মিলিয়ে ফটোগ্রাফি গুলো গ্রামীণ পরিবেশকে উপলব্ধি করার কথা মনে করিয়ে দেয়।

 last year 

ওয়াও! দাদা খুবই চমৎকার ও আনকমন বেশ কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখতে কিন্তু অসাধারণ লাগছে। সূর্য অস্ত যাওয়ার মুহূর্তগুলো এবং সেই সাথে বেগুনের ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে বেগুনের গাছের ফুলগুলো আমরা যখন ফুটতে দেখি তখন খুব একটা ভালো দেখায় না দূর থেকে দেখি বলে কিন্তু আপনি খুব কাছ থেকে ফুলগুলো সৌন্দর্যটা এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন এই ফটোগ্রাফির মাধ্যমে দেখে মুগ্ধ হয়ে গেলাম দাদা। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত চমৎকার চমৎকার আলোকচিত্রগুলো শেয়ার করার জন্য।

 last year 

দাদা আপনার করা ফটোগ্রাফি সত্যি অসম্ভব সুন্দর ছিল। যা দেখে আমি একেবারেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আসলে ফটোগ্রাফি দেখলে ভীষণ ভালো লাগে আমার কাছে। প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আসলে সূর্যাস্ত যাওয়ার মুহূর্তটা উপভোগ করতে ভীষণ ভালো লাগে। আর যদি হয় গ্রাম অঞ্চলে তাহলে তো আরো বেশি ভালো লাগে। আপনি সেখানে বেশ কিছু ফটোগ্রাফি করেছিলেন। ডাটা শাক লাগানো ছিল একটা জমিনে, আপনার কাছে ভালো মনে হয়েছিল, তাই কিনবেন বলে গিয়েছিলেন। কিন্তু ওনারা বিক্রি করেন নি। একেবারে মনোমুগ্ধকর ছিল বলতে হচ্ছে আপনার ফটোগ্রাফি গুলো। আমি তো একেবারে মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম আপনার প্রত্যেকটা ফটোগ্রাফির দিকে। আপনার করা এরকম আরো ফটোগ্রাফি দেখার অপেক্ষায় থাকলাম।

 last year 

দাদা আপনার তোলা প্রতিটি আলোকচিত্রই অনিন্দ্য সুন্দর ছিল। গ্রামের মাঠের দিকে বেড়াতে গিয়ে সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন‌ দেখছি। বিকালের সূর্য ডোবার মুহূর্ত সত্যি অসাধারণ ছিলো। কিন্তু শেষের ফটোগ্রাফির বিবরণ পড়ে খারাপ লাগলো ডাটা শাক কিনবে বলে ভাবলেন কিন্তু বিক্রি করল না। এখন কি আর উপায় ওই ডাটা শাক খেতে হলে চুরি করা ছাড়া আর কোন উপায় নেই দাদা🙃

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 61720.10
ETH 2429.72
USDT 1.00
SBD 2.63