এলোমেলো আলোকচিত্র- #১০

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে কিছু এলোমেলো আলোকচিত্র শেয়ার করবো। এই আলোকচিত্রের মধ্যে কিছু প্রকৃতির ছবি এবং খাবারের ছবি আছে, যেগুলো আজকে শেয়ার করবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেইসব আলোকচিত্রগুলি।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্রটিতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একধরণের ফাঙ্গাস। আর এটা সবাই চিনবেন, কারণ এই ধরণের ফাঙ্গাস আমাদের চোখের সামনে সচরাচর পড়ে। বিভিন্ন গাছের গায়ে এই ফাঙ্গাসগুলো হয়ে থাকতে দেখা যায় আর বেশিরভাগই বর্ষাকালের দিকে দেখা যায় গাছ গাছালির গায়ে হয়ে থাকতে। তবে এই ফাঙ্গাসগুলো মৃত ফাঙ্গাসের মতো দেখাচ্ছে, কারণ এইগুলো শুকিয়ে গেছে, তাই এটাকে মৃত ফাঙ্গাসও বলা যায়। ফাঙ্গাস নিয়েও অনেক রিসার্চ করা হয়ে থাকে। ফাঙ্গাস শুধু যে এইরকম তা কিন্তু না, এর বিভিন্ন প্রজাতি আছে আর তার অনুসারে বিভিন্ন রকমের দেখতে হয়, আর সেগুলো দেখতেও অনেক সুন্দর লাগে। ফাঙ্গাসের মধ্যে আবার কিছু কিছু ফাঙ্গাস আমাদের খাদ্য হিসেবেও ব্যবহার হয়, যেটাকে আমরা মাশরুম বলে জেনে থাকি। আর এইসব সবসময় গ্রামাঞ্চলে খুঁজলে খুব পাওয়া যায়, কারণ ওইদিকে বিস্তৃত জায়গা জুড়ে বিস্তার লাভ করে থাকে। যাইহোক, এই ফাঙ্গাসগুলো বৃষ্টির দিনে গাছের গায়ে দেখতে আমার কাছে অনেক ভালো লাগছিলো আর সেই ভালো লাগা থেকে ছবিটা ক্যাপচার করা।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: মাধবপুর
তারিখ: ৫ জুলাই ২০২৩


Photo by @winkles

এই ছবিটাও তুলেছিলাম বৃষ্টির দিনের বিকালবেলা। ঘাসের উপরে বিন্দু বিন্দু জলের ফোঁটাগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এইসব আসলে গ্রামের দিকে ছাড়া এখন আর দেখতে পাইনা তেমন , যখন গ্রামের দিকে যাই তখন এইসব দেখলে একটা আলাদা অনুভূতি কাজ করে। দেখলে যেন মনে হয়, ভোরের শিশির বিন্দু ঘাসের উপরে ছেয়ে আছে । প্রকৃতির এইসব ছোটোখাটো দৃশ্যগুলো যেন আমাদের মনের ভিতরে একটা ভালো লাগার কাজ করে আর এইসব প্রাকৃতিক বিষয়গুলো আমরা উদাহরণ স্বরূপ প্রায় দেখে থাকি কোনো না কোনো মাধ্যমে।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: মাধবপুর
তারিখ: ৫ জুলাই ২০২৩


Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই ছবিটিও তুলেছিলাম বৃষ্টির পরের মুহূর্তে। বৃষ্টির পরে আকাশের দৃশ্যটা দেখতে যেন আরো বেশি ভালো লাগে। আকাশে যেন নীল আর সাদা মেঘ সমন্বয়ে ভেসে চলেছে, আর সাদা মেঘের ভেসে যাওয়া দৃশ্যগুলো দেখতে আরো ভালো লাগে। বিকালে মাঠের দিকে যখন একদিন গিয়েছিলাম তখন আকাশের এইরকম সৌন্দর্যপূর্ণ দৃশ্যগুলো আমার কাছে অনেক ভালো লেগেছিলো, যেন প্রকৃতি একটা রোমান্টিক মুডে আছে।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: মাধবপুর
তারিখ: ৫ জুলাই ২০২৩


Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্রটি একটি ফুলের। তবে এই ফুলটি বন্য প্রজাতির, এবং এই ফুলগুলো অতি ক্ষুদ্র মতো দেখতে হয়। এর নামটা ঠিক মনে পড়ছে না কি যেন একটা হবে, তবে বন্য হলেও এর পাপড়িটা কিছুটা মিনি গোলাপের মতো দেখতে লাগে। আর এইগুলো হলুদ কালারেরই ম্যাক্সিমাম দেখা যায় বাইরে। এইগুলো তুলতে ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করেছিলাম, কারণ তাছাড়া এই ফুলের ছবিগুলোও ঠিকভাবে ক্যাপচার করা যাচ্ছিলো না, ফুলের পাপড়িগুলো অধিকাংশ পাতা আর বৃতির একদম ভিতরে ঢাকা অবস্থায় থাকে। তবে ফুলগুলোর পারিপার্শ্বিক সৌন্দর্য ভালো।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: মাধবপুর
তারিখ: ৫ জুলাই ২০২৩


Photo by @winkles

Photo by @winkles

এটি একটি খাবারের ছবি। এটি তুলেছিলাম কলকাতার 'এম.বি.এ চায় ওয়ালা ক্যাফে' খাওয়ার সময়। এই পাস্তাটির নাম ছিল আলফ্রেডো পাস্তা, আর এটি সম্পূর্ণ ভেজেটেরিয়ান ছিল। খেতেও খুব সুস্বাদু ছিল পাস্তাটি, এতে ক্রিম চীজ থাকায় স্বাদটা ভালো ছিল। পাস্তা আমার কাছে খেতে অনেক ভালো লাগে, তবে এখন তেমন পাস্তা খাওয়া হয় না। আসলে অনেকদিন না খেয়ে খেয়ে খাওয়ার ইচ্ছাটাই আমার কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছে হা হা।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: কলকাতা
তারিখ: ২৪ জুন ২০২৩


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 last year 

খাবারের ছবিগুলো বেশ লোভনীয়। তবে বেশি ভালো লেগেছে মাশরুম নিয়ে যে তথ্য দিয়েছেন সেটা জেনে, আর ফটোগ্রাফির কথা যদি বলতেই হয় তাহলে বলব ঘাসের উপর শিশিরবিন্দু বা বৃষ্টির পানি জমে থাকার ছবিটা বেশ ভালো লেগেছে ভাই।

 last year 

দাদা আপনার আজকের পোস্ট এলোমেলো আলোকচিত্র। প্রকৃতির নানা ধরনের দারুণ সব ফটোগ্রাফি।সব শেষে খাবারের লোভনীয় একটি ফটোগ্রাফি। দাদা আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তবে আরও বেশি ভালো লেগেছে সব গুলো ফটোগ্রাফির সাথে বিবরণ গুলো। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বৃষ্টির পরের মুহূর্তের ফটোগ্রাফি টা।অনেক ধন্যবাদ দাদা আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা রইল।

 last year 

অও,প্রকৃতির ছবি এবং খাবারের ছবি একসঙ্গে দেখবো দারুণ মজা হবে তাহলে।আলোকচিত্রগুলি এলোমেলো হলেও অসাধারণ হয়েছে দাদা।ফাঙ্গাসগুলি বৃষ্টির সময় বেশি জন্মায় ,এগুলো বিষাক্ত হয়।আকাশে সাদা-নীল মেঘের খেলা,জলের ফোঁটাগুলো বেশ লাগছে।আর বন্য ফুলটি দেখে মনে হচ্ছে হলুদ রঙের গোলাপ ফুলের কুঁড়ি।সবশেষে লোভনীয় আলফ্রেডো পাস্তা দেখেই খেতে মন চাইছে আর নামটিও সুন্দর।সবগুলো ফটোগ্রাফিই ভালো লেগেছে আমার কাছে।ধন্যবাদ দাদা।

 last year 

ঠিক বলছেন দাদা ফাঙ্গাসের ফটোগ্রাফি বেশির ভাগই বর্ষাকালে দেখা যায় তবে গ্রামের মধ্যে থাকতে এরকম ফাঙ্গাস অনেক দেখেছি। কিছু জীবন্ত আবার কিছু মৃত থাকে। এছাড়াও আপনার শেয়ার করা আকাশের দৃশ্য গুলো অনেক ভালো লেগেছে। ফুড ফটোগ্রাফি দেখে তো লোভ সামলানো যাচ্ছে না। অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

আহারে অনেকদিন থেকে না খেতে খেতে মুখের রুচি একেবারে মরে গেছে😅😅। নতুন শ্বশুরবাড়ি হলে আবার সেই মজার মজার খাবারের আমেজ খিদা বাড়িয়ে দিবে🤭🤭। পাস্তা কিন্তু বেশ লোভনীয় লাগছে দাদা। মনে হচ্ছে খেতেও দারুন হয়েছিল। আর সুন্দর করে খাবারের ফটোগ্রাফি করেছেন। যাই হোক দাদা ফটোগ্রাফি গুলো কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। বৃষ্টি ভেজা প্রকৃতি আর মুক্ত আকাশ দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এক পরসা বৃষ্টির পর যখন আকাশ পরিস্কার হয় তখন প্রকৃতি সেজে উঠে ভিন্ন সাজে। প্রকৃতির সেই নতুন রূপ দেখতে অনেক ভালো লাগে। বিশেষ করে আকাশের সৌন্দর্য তখন অনেক বেশি ভালো লাগে। আর সেই প্রকৃতির সৌন্দর্যের মাঝে সময় কাটাতে ভালো লাগে। দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

 last year 

দাদা উপরের ছবি গুলো ভালই লেগেছে। আলোকচিত্র গুলো দেখে বর্ণনা পড়ে নিচের দিকে আসতে লাগলাম। শেষে এসে খাবারের ফটোগ্রাফি দেখে তো লোভ আর সামাল দিতে পারছি না। মাস শেষ হয়নি, সেলারিও পায় নি এখন পাস্তা খাওয়ার টাকা কোথায় পাবো দাদা,হা হা হা। রেস্টুরেন্টে গিয়ে বাকি খাওয়াবে কিনা জেনে আসা দরকার। না কি দাদা অপনার নাম বলে খেয়ে আসবো, হা হা হা। যায়হোক দাদা আলোকচিত্র গুলো দারুন ছিল। ধন্যবাদ দাদা।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

দাদা বেশকিছু ফটোগ্রাফি শেয়ার করলেন।দারুন লেগেছে।আকাশের ফটোগ্রাফি সব সময়ই আমার কাছে দারুন লাগে।আর বন্য ফুল হলে ও সৌন্দর্য কিন্তু কোন অংশে কম নয়।প্রথম ফটোগ্রাফিতে ফাঙ্গাস আমি দেখেছি তবে আমি এগুলোকে গাছের বাকল ভাবতাম।😂যাক আপনার আজকের ফটোগ্রাফি পোস্ট থেকে জেনে নিলাম।আর দাদা আমারও পাস্তা খুব পছন্দ।তবে খুব একটা খাওয়া হয়না।রান্না করি পরিবারের সবাই খায় কিন্তু আমি নাস্তায় ভারী খাবার কমই খেতে পছন্দ করি।যেদিন কোন ব্যস্ততায় দুপুরের খাওয়া ঠিকমতো না হয় সেদিন পাস্তা করে খেতে ভীষণ ভালো লাগে।আর এমন ক্রিম পাস্তা খেতে তো আরো মজার।ধন্যবাদ দাদা সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক ভালো লেগেছে।

 last year 

দাদা আপনার তোলা প্রত্যেকটা আলোকচিত্র অনেক বেশি সুন্দর ছিল। আমার কাছে তো আপনার তোলা প্রত্যেকটা আলোকচিত্র দেখতে অনেক বেশি ভালো লেগেছে। বিভিন্ন রকমের হওয়ার কারণে একটু বেশি সুন্দর লেগেছে দেখতে। কোন ফটোগ্রাফি টা রেখে কোনটা দেখব এটাই তো ভেবে পাচ্ছিলাম না আমি। তবে বর্ণনা সহ শেয়ার করেছেন দেখে ফটোগ্রাফি গুলো সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছি। আর এত কিছু জানতে পেরে সত্যি ভীষণ ভালো লেগেছে কারণ এত কিছু খুবই কম জানা হয়। সবগুলো ফটোগ্রাফির থেকে আকাশের এরকম সৌন্দর্যের ফটোগ্রাফি সবার থেকে বেশি ভালো লেগেছে দাদা। দাদা অপেক্ষায় থাকলাম আপনার এরকম সুন্দর সুন্দর পোস্ট গুলোর।

 last year 

দাদা আপনার তোলা এরকম এলোমেলো আলোকচিত্র গুলো দেখতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আপনি সব সময় ভিন্ন ধরনের ফটোগ্রাফি করেন আর সেগুলো আমার খুব পছন্দ হয়। খাবারের ফটোগ্রাফি দেখে তো আমার খুবই লোভ লেগে গিয়েছে দাদা। একেবারে লোভনীয় ছিল আপনার খাবার এটা দেখেই বুঝতে পারছি। বৃষ্টির পরের মুহূর্তেরও অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্লেনটা অনেক সুন্দর ভাবে যাচ্ছে আর এটা দেখে তো আমি মুগ্ধ। আর মুক্ত আকাশে দেখছি পাখিটাও অনেক সুন্দর ভাবে উড়াউড়ি করছে। ঘাসের উপরে বিন্দু বিন্দু জলের ফোটা গুলো পড়ে থাকার কারণে, সেই ফটোগ্রাফি আরো বেশি চমৎকার লেগেছে। ফাঙ্গাস এবং বন্য ফুলের ফটোগ্রাফিও কিন্তু খুবই চমৎকার ছিল। বর্ণনার মাধ্যমে খুব সুন্দর করে প্রত্যেকটা ফটোগ্রাফি ভাগ করে নিলেন দেখে ভালোই লাগলো দাদা আমার কাছে সম্পূর্ণটা।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56949.15
ETH 2401.26
USDT 1.00
SBD 2.33